সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে এই শিক্ষা মেলা। সরাসরি স্টল নম্বর ৩৮ এ গিয়ে গ্রেক ও এমার্সের কাউন্সেলরদের সাথে সাক্ষাৎ করতে পারবেন।
সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, কোন ধরণের ফাইল ওপেনিং ফি ছাড়াই এমার্সের সাথে ফাইল ওপেন করতে পারবেন (কেবল এই মেলা উপলক্ষে প্রযোজ্য)।
Mamoon Rashid
Comments
https://www.youtube.com/watch?v=pcOyEzMsAVY
আগ্রহীরা যোগাযোগ করুন।
ড. হোসেইনের সাথে আমার একটা লাইভ আছে। উদ্ভাবনী, সৃষ্টিশীল চিন্তাভাবনার পাশাপাশি তার বাংলাদেশকে এগিয়ে নেবার সংকল্পও সেই আলাপচারিতায় উঠে এসেছিল।
শুভ কামনা, ড. হোসেইন!
***
The iPower Research Lab at Boise State University is offering fully funded Ph.D. projects and Ph.D. fellowships to highly competitive candidates with exceptional qualifications and training.
The candidate will enroll in the Ph.D. program in Electrical and Computer Engineering. He/She will work and perform research within the fields of smart grid technology, grid resiliency and reliability, energy storage systems, renewable energy, machine learning, and load forecasting. Required qualifications include a solid background in energy and power systems, programming language (Python), and fluency in English. Having previous high-quality publications in the field during their bachelor's/master's studies is a plus.
The Lab seeks highly motivated individuals who have achieved academic success and are passionate about scientific research. It is preferred to have prior research experience, research skills, and publications. Using cutting-edge technologies, the Ph.D. student will attempt to solve some of the most pressing problems in the power and energy sectors.
The iPower Lab is well-funded, with a strong mentoring culture and a visionary research program that includes exciting projects testing revolutionary or paradigm-shifting ideas. The Lab will conduct collaborative research projects with organizations such as Idaho Power and Idaho National Lab.
To inquire about this opportunity, please email Prof. Eklas Hossain at [email protected] with your CV.
Aemers is bit-by-bit disrupting the industry of international students’ admission to the US universities. One of our core philosophies is knowledge democratization and bringing it in students’ palm. Our information technology team is aspiring to make it happen literally, and we need a passionate, enthusiastic, and dedicated web developer to join our team and be an integral part of the revolution that Aemers is doing in education.
Responsibilities:
Working with the team to actively develop web applications and improving existing parts of the apps.
Committing to transparent and effective communication between product designers, the CTO, and the CEO.
Committing to a collaborative work environment with other team members.
Committing to understanding the company’s goals and visions and working towards achieving them.
Having the mindset to adapt to changes and new technologies and being able to work with the company’s existing tech environment.
Requirements/Qualifications:
3+ years of experience with modern frontend frameworks: React/Vue/Angular/Svelte.
3+ years of experience with modern backend frameworks: Node/Django/Spring/Laravel.
3+ years of experience in developing modern User Interfaces.
Demonstrable knowledge in HTML, CSS, and Javascript/TypeScript.
Demonstrable knowledge in REST APIs and GraphQL.
Demonstrable knowledge in modern SPA development with React/Vue/Svelte.
Strong understanding of Node.js app development.
Strong understanding of web application protocols and microservice architecture.
Experience with app testing and testing solutions such as. Jest, Cypress, Karma.
Experience with version controls such as. Github/GitLab/Bitbucket.
Experience with app deployments and hosting solutions such as. DigitalOcean, Heroku, Netlify, Vercel, Cloudflare Pages.
Strong knowledge of SQL and NoSQL database solutions such as. PostgreSQL, MySQL, MongoDB.
Good understanding of cloud solutions such as. AWS, GCP, Azure etc.
Experience with Continuous Integration/Continuous Development.
Good to have: Experience in developing native mobile applications.
If you’re interested, please send your Resume and Portfolio to our CTO at: [email protected]
বুটক্যাম্প মানেই মিলিটারি কায়দায় নিয়ম মেনে হাতে কলমে কঠোর প্রশিক্ষণ। নামীদামী আমেরিকান বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাডে স্কলারশিপ তো এক সোনার হরিণ। আর তাই সেটাকে করায়ত্ব করতে বুটক্যাম্পের মতোই নিবিড় প্রশিক্ষণ প্রয়োজন। রেজিস্ট্রেশন সম্পন্ন করা স্টুডেন্ট এবং তাদের অভিভাবকরা বিষয়টা যথেষ্ট গুরুত্বের সাথে নিচ্ছেন দেখে ভালো লাগছে। অংশগ্রহণকারীদের মধ্যে ঢাকার বাইরে থেকে আসা স্টুডেন্টরাও আছে। তারা গতকাল এসএটি পরীক্ষার জন্য এসেছিল; আগামিকাল আর পরশুর বুটক্যাম্প সেরে তবে বাড়ি ফিরবে।
বুটক্যাম্পে কি হবে তার ধারণা পাওয়া যাবে এখানে: satinfo.org/bootcamp;
আর রেজিস্ট্রেশনের নিয়ম এবং তাৎক্ষণিক তথ্য জানার জন্য আন্ডারগ্র্যাড স্কলারশিপ পেইজে প্রশ্ন করতে পারেন, লিংক: fb.com/satbyaemers. আর আন্ডারগ্র্যাডে স্কলারশিপ সংক্রান্ত যে কোন বিষয়ে আলোচনার জন্য গ্রুপ তো আছেই fb.com/groups/satbyaemers
আর সেই সাথে আন্ডারগ্র্যাডে স্কলাশিপ প্রত্যাশীদের জন্য আমাদের বুটক্যাম্পের সুখবরটা রয়েছে একদম শেষে।
এমার্সের উদ্যোগ্যে বাংলাদেশী স্টুডেন্ট যারা সামনের বছরে আন্ডারগ্র্যাডে স্কলারশিপ নিয়ে আমেরিকায় আসতে চাচ্ছে তাদের জন্য দেড় দিন ব্যাপী একটা বুটক্যাম্প আয়োজিত হয়েছে। সামনের ২০ এবং ২১ তারিখে এটা ধানমন্ডি গ্রেক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আগ্রহী স্টুডেন্ট এবং অভিভাবকরা অবশ্যই আর্টিকেলটি পড়বেন। দেড় দিনের টানা বুটক্যাম্পে নানান ধরণের অ্যাকটিভিটিজের মাধ্যমে পুরো প্রক্রিয়ার ধারণা পরিষ্কার হয়ে যাবে, তাই আগ্রহী প্রতিটি স্টুডেন্টের প্রত্যেকেরেই রেজিস্ট্রেশন করা উচিত।
https://satinfo.org/bootcamp/
Say hello to Sushanta Sarkar, PharmD!
গত ৫-৬ বছরে বাংলাদেশী স্টুডেন্টদের মধ্যে আমেরিকান ফার্মডি এবং ক্লিনিক্যাল ফার্মেসির প্রতি যে আগ্রহ বাড়তে শুরু করেছে, তার অগ্রপথিক কয়েকজনের মধ্যে সুশান্ত অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তার কয়েক ব্যাচ সিনিয়র ছিলাম, আর ফার্ম ডি প্রোগ্রামে সরাসরি তার শিক্ষক হিসাবে কয়েকটা কোর্স পড়িয়েছি। আমাদের সম্পর্কটা তাই সুহৃদ-স্নেহজ-ভ্রাতৃত্বের এক মিশেল বলতে পারেন।
ড্রাগ ডেলিভারিতে সুশান্তের বেশ কিছু কাজ আছে। নানা প্রতিকূলতায়ও তার হাল ধরে রাখার প্রত্যয় এবং ক্রমাগত নতুন কিছু শেখার নেশা আমাকে সবসময়ই অবাক করে।
লুইজিয়ানায় লাফায়েত শহরে হসপিটাল ফার্মাসিস্ট হিসাবে সুশান্ত প্র্যাকটিস করছে। সস্ত্রীক আমাদের বাসায় অতিথি হয়েছিলো গত উইকেন্ডে। সুশান্তের স্ত্রীও ফুল স্কলারশিপ নিয়ে মাস্টার্স করছে সেখানে। আর আমাদের প্রকাশিতব্য “আমেরিকায় মাস্টার্সে স্কলারশিপ” বইটার সেও একজন কন্ট্রিবিউটর।
ড. সরকারের মতো বাংলাদেশী প্রফেশনালরা ছড়িয়ে পড়ুক আমেরিকার সবখানে।
I am proud of both of you.
১. স্টেম ও বেসিক সায়েন্স
২. ফার্মেসি, মেডিক্যাল ও লাইফ সায়েন্স
৩. বিজনেস ও নন-স্টেম ফিল্ড
পার্শিয়াল স্কলারশিপ পাবার অভিজ্ঞতা আছে এবং কোন কারণে যাওয়া হচ্ছেনা বা পিছিয়ে গেছে এরকম প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বুলেট পয়েন্টের বাক্যাংশের শেষে ডট হবে না ফাঁকা থাকবে তার সুন্দর একটা নিয়ম আছে। যদি আপনার প্রত্যেকটা পয়েন্ট আলাদা ভাবে মনের ভাব সম্পূর্ণ করে ফেলে তাহলে সেখানে একটা পাংচুয়েশন (ডট বা দাঁড়ি) হবে। অন্যথায় কিছু হবে না।
এই নিয়মটা শুধু ক্লাসরুমের স্লাইড বানানোর ক্ষেত্রেই নয়, সায়েন্টিফিক পোস্টার বা জার্নালে ম্যানুস্ক্রিপ্ট পাঠানোর সময়ও লক্ষ্য রাখা উচিত।
একটু ট্রিকি, কিন্তু এটাই বেস্ট প্র্যাকটিস। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইন্সট্রাকশনাল ডিজাইনিং বিভাগ থাকে না আর তাই ফ্যাকাল্টিরা যেভাবে ছাত্রজীবনে দেখে এসেছেন সেভাবেই পড়াতে থাকেন। ছাত্ররা টিচারদের কার্বন কপিতে পরিণত হয়। তাই ভালো কিছু শুরুর জন্য কিন্তু ফ্যাকাল্টিদের দায়ভারই বেশি।
মজার এই নিয়মটা কে কে জানতেন?
15 years' experience in worldwide admission - get my professional help at fb.com/aemers
Operating as usual

কী ভাবে?
Undergrad Scholarship - Important update
আমাদের ভিডিও এডিটিং বিভাগে দুইটি ওপেনিং রয়েছে। আগ্রহীরা আবেদন করুন।
1. Position at a glance
Title: Video editor with expertise in Camtasia
Rank of employment: Junior Executive or Executive
Part time or full time: Full time
Mode of work: Fully work from home
Salary: BDT 17,500 to 30,000 per month
Other benefits: Two festival bonuses per year and professional development funds
Please use the following digital resources to analyze our organization (GREC Bangladesh).
www.fb.com/grecbd
www.fb.com/groups/grecenter
Also, we have a Youtube Channel and a newly initiated instagram account.
Please also note that, our foreign admission wing (branded as Aemers Admission Worldwide) helps with admission worldwide, and their resources should be assessed too.
www.fb.com/aemers
www.fb.com/satbyaemers (for undergraduate admission only)
2. Job Description and major duties
আমাদের অধিকাংশ ভিডিও স্ক্রিন রেকর্ডিং থেকে করা হয়, যেখানে শিক্ষকের বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা এডিট করা হয়। এ কারণে আমরা ক্যামটেশিয়া ব্যবহার করে থাকি। আমাদের অরিজিনাল সফটওয়্যার রয়েছে। এ ছাড়া Envato এর প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং ক্যামটেশিয়ার অ্যাসেট লাইব্রেরি’র আলাদা লাইসেন্সও নেওয়া আছে। জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন প্রিমিয়ার প্রো জানা থাকলে ভালো কিন্তু আমাদের কাজ যেহেতু স্ক্রিন রেকর্ডিং দিয়ে করা হয়, যেখানে অ্যানোটেশন, জুম-ইন, মাউস ক্লিক ইফেক্ট এগুলো দেখানোর দরকার হয়, তাই ক্যামটেশিয়া জানা লোকই আমাদের প্রয়োজন।
MAJOR RESPONSIBILITIES:
Editing video based on our guidelines.
Being able to utilize B Rolls from our stock, based on relevance and requirements
Produce attractive and meaningful thumbnails pertaining to the video.
Collaborating with other members including graphic designers and digital marketing managers
Completing works within reasonable timeframe
Reporting and tracking progress of tasks with other members of the organization.
Competitor analysis
Keep an eye on competitors' video contents and strategies.
Identify opportunities and threats and adjust production design accordingly.
3. To Apply
Send your CV and cover letter to [email protected]
Please include links to your digital portfolio
ভিসা নিষেধাজ্ঞা নিয়ে কিছু ভুল ধারণা অনেকেই ছড়াচ্ছেন। ভিডিওতে আশা করি সেই কনিফিউশনগুলো দূর হবে।
আন্ডারগ্র্যাড স্কলারশিপ - সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার
কী করা উচিত, আর কী বাদ দিতে হবে — এক নজরে দেখে নিন।
আন্ডারগ্র্যাড স্কলারশিপ নিয়ে আমাদের পেইজ fb.com/satbyaemers এবং ডিসকাশন গ্রুপ fb.com/groups/satbyaemers এ জয়েন করুন।
এটা কি সত্য? মেট্রিক গুলো কি ছিল?
লিংকড ইনের কনটেন্টগুলো আমি সাধারণত: ইংলিশে করি, অন্য দেশের স্টুডেন্টদের সুবিধার জন্য। আপনি যদি লিংকড ইন ব্যবহার করেন তাহলে কমেন্টের লিংকে গিয়ে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার সাথে কানেক্টেড থাকবেন।
স্কুল-কলেজের স্টুডেন্টদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি অবশ্যই খুব ভালো এক্সট্রা-কারিকুলার প্রোফাইল থাকা দরকার, কারণ ফুল রাইড স্কলারশিপের মতো বড় ফাইন্যানশিয়াল এইডগুলো কেবল একাডেমিক গ্রেড দিয়ে হয় না।
ম্যাথ স্কিল বৃদ্ধির মাধ্যমে অলিম্পিয়াডসহ বড় বড় কনটেস্টে অংশ নেবার জন্য স্টুডেন্টদের প্রস্তুত করার উদ্দ্যেশে আমাদের এই নতুন সেবা।
মূল পোস্টে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করুন।
আর আন্ডারগ্র্যাডে স্কলারশিপ নিয়ে আলোচনার জন্য আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করুন: fb.com/groups/satbyaemers

দেশে থাকতে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সেমিস্টারে একজন স্যারকে বলেছিলাম স্যার C প্রোগ্রামিং বুঝতেছিনা কি করব? স্যার হাটতে হাটতে উত্তর দিয়েছিল অনেক অনেক প্র্যাকটিস করো তাইলেই হবে!
আমার আজকে লুথ ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস আবার প্রথম লেকচারেই পাইথনের ক্লাস।প্রোগ্রামিং এমনেই মাথায় ঢুকে না আবার এই ক্লাস দিয়ে শুরু!
তবে মজার ঘটনা হলো, টিউটরিয়াল ক্লাসে একটা জিনিস বুঝতেছিলাম না, পরে Jouni Jarvinen (৬০+ বয়স হবে,লম্বা হবে মিনিমাম ৫'৯'') উনি যখন দেখতেসে আমি বুঝতেসি না, তখন নিজে থেকেই হাটুগেরে বসে আমাকে টাইপ করে করে বুঝিয়ে দিল। তখন বুঝলাম না আসলেই আমি দেশের বাহিরে এসে ভুল করিনি!
| |
Stories with Arif ✅ Follow Short Stories
স্টেটমেন্ট অব পারপাস (এস.ও.পি.) লেখার দায়িত্বে আমাদের দুইটি পজিশন ওপেন আছে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।
1. Position at a glance
_____________________________________
⭐Title: SOP Writer
⭐Rank of employment: Executive or Junior Executive
⭐Part time or full time: Full time
⭐Mode of work:
- Four days from home and one day at our Lalmatia office.
- Weekly two off days
- Total 45 hours per week
⭐Salary: BDT 18K to 26K per month
⭐Benefit: Two festival bonuses per year and professional development funds
2. Job Description and major duties
_____________________________________
⭐Write SOPs as per the academic area and destination of the students.
⭐Correct, enhance and polish existing draft SOPs
⭐Revise or review SOPs
⭐Maintain strong ethical standards by refraining from plagiarism
⭐Be able to work under deadlines
⭐Be able to collaborate with other departments of the organization
3. Qualification and how to Apply
_____________________________________
⭐Bachelor in any discipline from any university.
⭐Send your CV to [email protected]
⭐In the body of the email, write a 300-350 word passage on yourself (without implementing ChatGPT or similar tools)
ক্লাস ৯-১২ গ্রেডের স্টুডেন্ট এবং প্যারেন্টস, একটু লক্ষ্য করুন:
আমেরিকায় আন্ডারগ্র্যাড লেভেলে অ্যাডমিশন, স্কলারশিপ এবং অ্যাপলিকেশন প্রসেস নিয়ে আজ শুক্রবার রাত ৮ টায় একটি ওয়েবিনার হচ্ছে। আমি নিজেই প্রায় পুরোটা কাভার করবো ইনশাল্লাহ।
অক্টোবর মাসে ডিজিটাল এসএটি’র প্রস্তুতির জন্য দরকারী সবকিছু আলোচনা করা হবে; সেই সাথে সাম্প্রতিক ডিজিটিাল এসএটি দিয়েছে এমন স্টুডেন্টদের অভিজ্ঞতাও জানা যাবে।
আগ্রহীদের sat.aemers.com/go লিংকে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে।
আর আন্ডারগ্র্যাড স্কলারশিপের ইনফরমেশনের জন্য আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করুন: fb.com/groups/satbyaemers
Mastering Math Skill for ECA & Scholarship
This video was created for non-Bangladeshi students only, and published on my Linked In feed (https://www.linkedin.com/in/mrashidnet/)
Please fill out the form if you are interested to attend the webinar.
https://forms.gle/ffYzLsp6nEgqdpph9
ডিজিটাল এসএটি পরীক্ষার প্রস্তুতি হিসাবে এমার্স থেকে মক টেস্ট অফার করা হচ্ছে। আমার জানা মতে বাংলাদেশে অন্য কোন প্রতিষ্ঠানে এখনো SAT Mock Test চালু হয়নি। সামনের শনিবারে যারা পরীক্ষায় বসছে, তাদের অবশ্যই এই সুযোগটা কাজে লাগানো উচিত।
আন্ডারগ্র্যাড স্কলারশিপ আলোচনার গ্রুপ: fb.com/groups/satbyaemers
Learn more at sat.aemers.com
Go to LinkedIn to apply to this job.
GREC Bangladesh is a leading aptitude/language proficiency training institute, specializing in providing comprehensive support for GRE, IELTS and other language proficiency tests. We are currently seeking a dynamic and highly motivated individual to join our team as a Senior Operation Manager. The person will play a pivotal role in overseeing the activities of executives and managers while taking initiatives to expand our business and maintain our position as a market leader.
Responsibilities:
⚙️ Provide strong leadership and guidance to the executive and managerial teams to ensure smooth operation and effective service delivery.
⚙️ Develop and implement strategic plans to drive business growth, increase market share, and enhance the institute's reputation.
⚙️ Collaborate with the marketing team to design and execute promotional campaigns to attract prospective students and maintain a steady stream of enrollments.
⚙️ Monitor the overall performance of the institute, including student progress, course completion rates, and customer satisfaction, and take corrective actions when necessary.
⚙️ Identify new business opportunities and partnerships to expand our reach and diversify our training offerings.
⚙️ Maintain strong relationships with existing stakeholders and foster new partnerships with educational institutions, corporations, and other relevant organizations.
⚙️ Oversee the recruitment, training, and development of staff to ensure a high-performing team.
⚙️ Implement and uphold the institute's quality standards to ensure the delivery of exceptional training services.
Qualifications
⚙️ Bachelor's degree in any field (Master's degree preferred).
⚙️ At least 3 years of managerial experience at a reputed IELTS coaching center
⚙️ At least 2 years of experience in supervising IELTS test venue in coordination with The British Council or IDP.
⚙️ Proven experience in a leadership role, preferably in the education or language training sector.
⚙️ Strong understanding of GRE, foreign Admission system and language proficiency tests such as IELTS, TOEFL, PTE, DET.
⚙️ Demonstrated ability to develop and execute successful business strategies.
⚙️ Excellent communication and interpersonal skills to build and maintain relationships with stakeholders.
⚙️ Ability to lead and motivate teams to achieve their highest potential.
⚙️ Adept at problem-solving, decision-making, and conflict resolution.
⚙️ Proficiency in both English and Bengali languages is essential.
Salary:
BDT 36,000 to BDT 92,000 per month (based on qualification).
To apply
Use Linked-In to apply. Direct link: https://www.linkedin.com/jobs/view/3680545446/
Note:
This is not an entry-level position. The applicant must have managerial experience in the language proficiency test industry.

বাংলাদেশের টপ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি তাদের ফ্যাকাল্টি হায়ারিং এবং রিসার্চ ইনফাস্ট্রাকচারে বেশ গুরুত্ব দিচ্ছে। হয়ত এক্সট্রামুরাল গ্র্যান্টও আনা শুরু করবে তারা।
আপনি কি মনে করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম রান করার অনুমতি দেওয়া হোক?
‘Private universities should be allowed to run PhD programmes’ Starting out in 1991, the number of private universities in the country now stands at 108, with 3.5 lakh students and about 15,000 teachers. Some universities like North South University, Brac University, Independent University Bangladesh, University of Liberal Arts Bangladesh and others have achiev...

আন্ডারগ্র্যাডে ফুল স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাকরা লক্ষ্য করুন। আপনারা জানেন যে আমরা স্কলারশিপ বুটক্যাম্প নামে দুই দিন ব্যাপী একটা ইভেন্ট রান করি স্টুডেন্টদের দরকারী সবকিছু একসাথে শেখানোর উদ্দেশ্যে। ক্লাস ৯ থেকে ১২ লেভেলে একটা স্টুডেন্টের যত ধরণের প্রস্তুতি নেওয়া দরকার, তার সবকিছুই এখানে হাতেকলমে শেখানো হয়। আন্ডারগ্র্যাডে ফুল স্কলারশিপ যারা পায়, তাদের প্রোফাইল খুব ভালো থাকা লাগে, এবং অবশ্যই সেটা রাতারাতি বানানো সম্ভব না। কিন্তু সঠিক গাইডলাইন জানা থাকলে ভুল ভ্রান্তি এড়িয়ে সময়মতো দরকারী কাজগুলো করে অনেকখানি এগিয়ে থাকা যায়। আর সেজন্যই এরকম ওয়ার্কশপের কোন বিকল্প নেই।
জুলাই ৩০-৩১ তারিখে ঢাকার লালমাটিয়ায় এই বুটক্যাম্প অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন ফি মাত্র ১৬০০ টাকা, যার মধ্যে স্টুডেন্টদের লাঞ্চ, স্ন্যাক্স, টিশার্ট, দরকারী স্টাডি ম্যাটেরিয়াল, অংশগ্রহণের সার্টিফিকেট ও অনলাইনে প্রস্তুতির স্টাডি কনটেন্ট সবই অন্তর্ভুক্ত। কমেন্টে একটা লিংক দিচ্ছি, সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবে।
দয়া করে গুগল ফর্মটি পুরণ করে এক্ষুণি রেজিস্ট্রেশন করুন এবং এসএটি’র জন্য আমাদের আলাদা যে পেইজ আছে সেখানে মেসেজ করুন। লিংক: fb.com/satbyaemers
Google form to be filled out: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc1aYxuVcZycKyGfTFHLdTpYsZ-pm8hg_NG0UzYGtwgswpBMQ/viewform

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত কেমিস্ট্রি অলিম্পিয়াডের ৫৫তম আসরে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। আন্ডারগ্রাজুয়েট লেভেলে বাইরে স্কলারশিপ পেতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের কোন বিকল্প নেই। নিশ্চিত থাকুন এরা প্রত্যেকেই খুব ভালো মানের স্কলারশিপ ম্যানেজ করে ফেলবে।
অভিষেক মজুমদার, আহাদ ইসলাম, লিহান হায়দার এবং আর্য্য কর- অভিনন্দন তোমাদের।
এভাবেই একটা দেশ উঠে দাঁড়ায় আর এগিয়ে যায়।
ক্লাস ৯ থেকে ১২ গ্রেডের স্টুডেন্টদের বিদেশে স্কলারশিপের যাবতীয় তথ্য হাতে কলমে জানানোর জন্য আমাদের পক্ষ থেকে দুই দিনব্যাপী বুটক্যাম্প আয়োজন করা হয়। নীচের ভিডিওটা দেখলে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। প্যারেন্টস এবং স্টুডেন্টদের অবশ্যই বুটক্যাম্পটিতে অংশ নিতে বলবো।
https://www.facebook.com/satbyaemers/posts/pfbid02q9usXWGK1d4HAvq6mjUqdj4ADiH1b2Y6mMry7kTNmqRQaYCSY3R36KzRZCgJzyLml
আয়েল্টস অবশ্যই দেবেন, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসের অন্যান্য ধাপগুলো যেন আয়েল্টস না দেবার জন্য আটকে না থাকে।
ডিসক্লেইমার: অনেক নাম করা ইউনিভার্সিটিতে আয়েল্টস ছাড়া কেবল মিডিয়াম অব ইন্সট্রাকশন দিয়ে ভর্তি হওয়া যায়, কিন্তু ভর্তির যোগ্যতা যথেষ্ট স্ট্রিক্ট থাকে বলে অ্যাপ্লাই করলেও ডিনাই হবার ভয় থাকে।
Send message to fb.com/aemers
আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু পদে হায়ারিং চলছে। আমরা ট্যালেন্ট হান্টিং করছি, আগ্রহীরা ইমেইলে যোগাযোগ করুন।
পজিশন ১:
Math Teacher - Part/Full time, (remote work allowed)
ম্যাথে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা থাকলে অগ্রাধিকার পাবেন। ক্লাস ৯ থেকে ১২ লেভেলের অঙ্ক করানোর অভিজ্ঞতা থাকতে হবে।
পজিশন ২:
English Teacher - Part/Full time, (remote work allowed)
ইংলিশে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা থাকলে অগ্রাধিকার পাবেন। ক্লাস ৯ থেকে ১২ লেভেলের রিডিং/গ্রামার ইত্যাদি পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
***
প্রধান দায়িত্ব হবে GRE, GMAT, SAT & IBA admission test এর ম্যাথ/ইংলিশ অংশ ক্লাসে পড়ানো এবং বিভিন্ন প্রশ্নের ভিডিও ব্যাখ্যা তৈরী করা। উল্লেখিত পরীক্ষাগুলোতে নিজের অভিজ্ঞতা না থাকলেও চলবে কারণ উপযুক্ত ক্যান্ডিডেটকে আমরা প্রতিষ্ঠানের খরচেই অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষায় বসানোর আয়োজনা করবো।
***
আবেদন করতে, ইমেইল পাঠান grecenter [at] gmail.com ঠিকানায়। ইমেইলের মধ্যে 200 শব্দে লিখুন কেন নিজেকে এই পদের জন্য উপযোগী মনে করেন।
Please share!

Our company is fortunate to have some of the most exceptional employees who demonstrate an unparalleled work ethic. Their cohesive teamwork, dynamic approach, and unwavering resilience have propelled our productivity to unprecedented heights.
The first six months of 2023 have shattered all previous records, and we eagerly anticipate reaching new heights of achievement in the remaining months of the year.
ডিজিটাল এসএটি’র জন্য এমার্সের কোর্সটা যেভাবে সাজানো হয়েছে...
ত্যাগ যতটা কষ্টসাধ্য, তার পুরষ্কারের প্রাপ্তিও তত আনন্দময়।
যারা দেশে থেকে চেষ্টা করে চলেছেন, তাদের সামনের ঈদটা যেন আমেরিকার মাটিতে হয়।
চেষ্টায় কী না হয়?
যতক্ষণ জেগে আছেন, ততক্ষণ লেগে থাকুন।
ঈদ মুবারাক।
ডিজিটাল এসএটি এবং আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ ওয়েবিনার প্রায় 15 মিনিট পরে শুরু হবে। রেজিস্ট্রেশনকৃত সবাইকে জুমের লিঙ্ক ইমেইলে পাঠানো হয়েছে। ইনবক্সে না পেলে স্প্যাম ফোল্ডার চেক করুন।
ইন্টার্যাকটিভ ইলার্নিং এর মাধ্যমে যেকোন কিছু অনেক ভালো শেখা যায়। গ্রেক এবং এমার্স থেকে আমরা এরকম ছোট ছোট খেলার আয়োজন করে থাকি।
আগামিকালের ওয়েবিনারে আপনার পরিচিত আন্ডারগ্র্যাডে স্কলারশিপ প্রত্যাশী সবাইকে অংশ নিতে বলুন। লিংক: sat.aemers.com/go

এবছর থেকে কাগজের পরিবর্তে কম্পিউটার-বেইজড ডিজিটাল এসএটি শুরু হয়েছে (আমেরিকার বাইরে)। আর আমেরিকায় এটা শুরু হবে সামনের বছর থেকে।
কাগজে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেবার অনেকগুলো সমস্যা আছে। প্রশ্ন ফাঁস হওয়া ছাড়াও উত্তরপত্র মিসিং হবার ভয় থাকে। সেক্ষেত্রে কলেজবোর্ডকে আইনি ঝামেলায়ও ভুগতে হয় বেশ। ২০২০ সালে গোটা ইজিপ্ট জুড়েই এসএটি পরীক্ষা ক্যান্সেল করা হয়েছিল পরীক্ষাকেন্দ্রের গোপনীয়তার সমস্যার কারণে।
নীচের ছবিটা আমেরিকার একটি এসএটি পরীক্ষাকেন্দ্রের ঠিক বাইরের দৃশ্য। কলেজের একজন স্ট্যাফ প্রশ্নের বুকলেট নিয়ে গাড়ি থেকে নেমে পার্কিং লটেই সব ঠিকঠাক করে তারপর পরীক্ষাকেন্দ্রে ঢুকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবই ম্যানুয়াল।
এই ম্যানুয়্যাল সিস্টেম থেকে বের হয়ে আসতে কলেজবোর্ড অনেক সময় নিয়েছে। জিআরই, জিম্যাট, টোফেল বহু আগে থেকেই ইলেকট্রনিক; আর তাই সাশ্রয়ী ও নিরাপত্তা দুইটাই যথেষ্ট ভালো।
বাংলাদেশের স্টুডেন্টদের জন্য গ্রেক ও এমার্স খুব সুন্দর একটি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। গ্রেকেরটা elearngrec.com আর এমার্সেরটা dl.aemers.com এই ঠিকানায় অ্যাক্সেস করা যাবে। কিভাবে এই সিস্টেম ব্যবহার করে স্টুডেন্টরা তাদের ডিজিটাল এসএটি পরীক্ষায় ভালো করতে পারে তার বিস্তারিত আলোচনা করা হবে আগামিকাল রাত সাড়ে আটটার সেশনে।
আপনার পরিচিত যারা ক্লাস ১১ থেকে শুরু করে এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত হয়েছে তাদের সবাইকে অংশ নিতে বলুন। ফ্রি রেজিস্ট্রেশন লিংক: sat.aemers.com/go
ডিজিটাল এস.এ.টি পরীক্ষা এবং আমেরিকায় আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ বিষয়ে শুক্রবার রাত সাড়ে আটটায় আমার একটি ওয়েবিনার হবে। আগ্রহী স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা এই লিঙ্কে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন:
SAT.aemers.com/go

আন্ডারগ্র্যাডে স্কলারশিপ নিয়ে আমেরিকায় যেতে ইচ্ছুক স্টুডেন্টদের অগাস্ট মাসের Digital SAT পরীক্ষায় অবশ্যই বসা উচিত। আগামি শুক্রবার আমাদের ১০২ নম্বর ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ (এটা ডিজিটাল এসএটি’র প্রথম ব্যাচ)।
ওরিয়েন্টেশনে অংশ নিতে বা কোর্সে ভর্তি হতে পেইজে সরাসরি মেসেজ করুন fb.com/satbyaemers
আর কবে কোন ক্লাস হচ্ছে তার বিস্তারিত জানা যাবে এখানে: sat.aemers.com/schedule
পুরোটাই অনলাইনে, কাজেই যে কোন জায়গা থেকে অংশ নেওয়া যাবে। আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS (dl.aemers.com)) আগের থেকে এখন অনেক বেশি সমৃদ্ধ।
We are excited to announce that our schedule for SAT batch 102 (the first cohort of Digital SAT) is now published. We will soon publish our course curriculum and instructions to make a purchase.
******
Experience SAT Success with Aemers' Cutting-Edge Digital Course
Unlock your full potential and conquer the SAT with Aemers' state-of-the-art digital SAT course. Delivered through our robust and immersive Learning Management System (LMS), this comprehensive program is designed to equip you with the knowledge, strategies, and confidence needed to excel on test day. Get ready to embark on a transformative learning journey like no other. From Batch 102, we have fully revamped our course to modern Digital version from former paper-based version.
Interactive Learning: Dive into an interactive and engaging learning experience through Aemers' digital SAT course. Our LMS brings the content to life, with interactive lessons, multimedia resources, and dynamic exercises that cater to different learning styles. Immerse yourself in the material and absorb key concepts effectively, ensuring a deeper understanding of the SAT content. Our research and development team continues to create Bangla video explanations of SAT questions for your convenience.
Comprehensive Curriculum: Our digital SAT course leaves no stone unturned in covering all aspects of the exam. From critical reading and writing to math sections, our comprehensive curriculum provides you with a complete toolkit for success. Each module is meticulously crafted by our expert instructors, who draw upon their extensive knowledge and experience to deliver high-quality content.
Personalized Progress Tracking: Stay on top of your progress and monitor your growth with our advanced LMS features. Track your performance in real-time, identify areas that require additional focus, and receive customized recommendations to optimize your study plan. This personalized approach ensures that you make the most efficient use of your study time and continuously improve your SAT skills.
Engaging Practice Resources: Put your knowledge to the test with our extensive collection of SAT practice resources. Access a wide range of practice questions, full-length mock tests (at this time, module-independent), and timed drills that closely resemble the actual exam (except the modular dependency). Sharpen your skills, enhance your test-taking strategies, and build confidence as you tackle challenging questions in a simulated test environment.
Expert Guidance and Support: Throughout your digital SAT course, you'll receive expert guidance and support from our dedicated team of instructors. You can visit our instructors in person at Aemers offices (Lalmatia/Banani) They are readily available to answer your questions, provide clarification, and offer valuable insights through our Facebook discussion group (fb.com/groups/satbyaemers). With their expertise and personalized feedback, you'll gain a deeper understanding of SAT concepts and develop effective strategies to maximize your scores.
Flexible Learning Experience: Aemers' digital SAT course offers the flexibility to learn at your own pace and on your own schedule. Access the course materials anytime, anywhere, and tailor your study plan to fit your individual needs. Whether you're a busy student juggling multiple commitments or someone who prefers a self-paced learning environment, our digital course accommodates your unique circumstances. Please note that, the instructor-led live sessions are not recorded and the students must attend the sessions in real time.
Don't let the SAT stand between you and your dreams of higher education. Enroll in Aemers' digital SAT course today and embark on a transformative learning journey that will propel you towards SAT success. With our immersive Learning Management System, interactive lessons, comprehensive curriculum, personalized tracking, engaging practice resources, expert guidance, and flexible learning experience, you'll be equipped to achieve outstanding scores and unlock a world of opportunities.
Please read the terms and conditions to understand learners’ responsibilities and Aemers’ liabilities.
Visit Aemers office at Lalmatia (Sunrise plaza), Dhaka or call directly to 01781-373911

আমাদের বনানী আয়েল্টস পরীক্ষাকেন্দ্রে আজ বিকালে জিআরই-টোফেল ও গ্র্যাজুয়েট স্কলারশিপ নিয়ে খুব ভালো একটা সেশন হলো।
ঢাকার বাইরে থেকেও বেশ কয়েকজন এসেছিলেন।
আরাফাত পড়েছেন অ্যাকাউন্টে, বর্তমানে কাজ করছেন ডেটা নিয়ে; ওরাকল এসকিউএল ভালো জানেন। স্টেম সাবজেক্টের মধ্যে এমএস করতে চান।
শরিফের জিজ্ঞাসা মাস্টার্সে কম স্কলারশিপ দেয়, কিন্তু সেখানে চান্স বাড়ানোর উপায় কি?
অপুর প্রশ্নটা খুবই কমন: ব্যাচেলরে পাবলিকেশন নেই। কিভাবে স্কলারশিপ ম্যানেজ হবে?
নাজমুল জানতে চাইলেন স্টেম ডেজিগনেটেড কি না তা আগে থেকে জানার কোন উপায় আছে কি?
কৌশিক ইন্জিনিয়ারিং এর স্টুডেন্ট; ভিসা অফিসার MSc vs MEng এই দুটোর মধ্যে কোনটাকে গুরুত্ব দেবেন?
হাসান দারুন একটা প্রশ্ন করেছেন, লো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে ভালো স্কলারশিপ পেলে কি সেই আই-২০ নিয়ে দাঁড়ানো উচিত হবে?
এরকম অনেকগুলো ভালো প্রশ্ন আমরা আলোচনা করেছি। অংশগ্রহণকারীরা তাৎক্ষণিক উপহারও পেয়েছেন। সবকিছু ছাপিয়ে সবার মধ্যে যে উৎসবের আমেজ ছিল — সেটাই আমি সবচেয়ে উপভোগ করেছি।
ধন্যবাদ, গ্রেক টিমকে।
ধন্যবাদ, ইটিএস কে সহযোগিতার জন্য।
১৬ জুন বিকাল ৩ টায় গ্রেকের IELTS পরীক্ষাকেন্দ্র হ্যামলেট টাওয়ারে চলে আসুন। মাস্টার্স/পিএইচডিতে ফুল স্কলারশিপ প্রত্যাশিদের জন্য এটা একটা মাস্ট-অ্যাটেন্ড সেশন।
FREE রেজিস্ট্রেশনের লিংক ভিডিওর কমেন্টে।
আগামিকাল সকাল দশটায় আন্ডারগ্র্যাড স্কলারশিপ বুটক্যাম্প শুরু হচ্ছে। চলবে সারাদিন (লান্চ দেওয়া হবে)। পরদিন আধাদিন হবে, এবং সার্টিফিকেট দেবার মাধ্যমে শেষ হবে ইনশাল্লাহ।
অনেকে শেষ মুহূর্তে রেজিস্ট্রেশনের অনুরোধ করেছেন। সে কারণে আগামিকাল সকাল সাড়ে নয়টার মধ্যে লালমাটিয়া গ্রেক এ এসে ১৬০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিকভাবে জয়েন করা যাবে।
কোন প্রশ্ন থাকলে আমাদের আন্ডারগ্র্যাড স্কলারশিপ প্রস্তুতি পেইজ fb.com/satbyaemers এ মেসেজ পাঠাতে পারেন।

Job Title: Graphic Designer and Visual Artist
🎨 We're Hiring! Seeking a Skilled Graphic Designer with a Passion for Art and Design! 🎯
GREC is excited to announce a fantastic job opportunity for a talented Graphic Designer who possesses a strong academic background in fine arts or graphic designing. If you're an individual with at least 3 years of industry experience and a deep passion for creative design, this could be the perfect role for you! 🌟
🔍 Job Title: Graphic Designer and Visual Artist
🌐 Location: GREC Lalmatia Headquarters, Dhaka
🕐 Experience: Minimum 3 years in graphic design
As a Graphic Designer in our team, you will play a vital role in bringing our brand's visual identity to life. With your expertise in both fine arts and graphic design, you will have the opportunity to create captivating designs that leave a lasting impression.
Key Responsibilities:
🖌️ Conceptualize and design innovative visual assets for digital and print media, including branding materials, advertisements, social media graphics, and more.
🎨 Utilize your artistic flair and design skills to develop aesthetically pleasing and cohesive designs that align with our brand guidelines.
🔍 Collaborate with cross-functional teams to understand project requirements and deliver creative solutions that meet clients' objectives.
💡 Stay up-to-date with industry trends and best practices, and integrate them into your design work to ensure it remains fresh and cutting-edge.
🖥️ Use industry-standard design software to create, edit, and finalize designs for various platforms and mediums.
🔄 Iterate and refine designs based on feedback from clients and team members, ensuring a high level of quality and visual impact.
Requirements:
✅ Bachelor's degree or equivalent academic training in fine arts or graphic designing.
✅ Minimum 3 years of professional experience as a graphic designer, showcasing a diverse portfolio of design projects.
✅ Proficiency in industry-standard design software (Canva, Adobe Creative Suite, Sketch, etc.).
✅ Solid understanding of design principles, typography, color theory, and layout composition.
✅ Ability to work creatively within brand guidelines and adapt designs to suit various mediums and platforms.
✅ Strong communication skills and ability to collaborate effectively with team members and clients.
Feel free to share this opportunity with your network and tag individuals who might be a perfect fit for this role! Let's connect and create exceptional designs together! 🤝
If you are interested, please fill out this Google form:
Graphic Designer and Visual Artist Please fill up this form with brief and to the point information

Job title: IT and Social Media Promotion Executive
🌟 Looking for an Experienced IT Executive to Supercharge Our Social Media Promotion! 🚀
GREC is thrilled to announce an exciting job opportunity for a talented and experienced IT Executive who will play a pivotal role in taking our social media presence to new heights. If you're passionate about digital marketing, social media promotion, and SEO, this could be the perfect opportunity for you! 🎯
🔍 Job Title: IT and Social Media Promotion Executive
🌐 Location: GREC Lalmatia Headquarters, Dhaka
🕐 Experience: Minimum 2 years in relevant field
As our IT Executive, you'll be an integral part of our dynamic marketing team, responsible for driving our social media initiatives on platforms such as Facebook and YouTube. You'll have the chance to showcase your expertise in digital marketing strategies, creative content creation, and search engine optimization (SEO) techniques to boost our online visibility and engagement.
Key Responsibilities:
📣 Develop and execute creative social media campaigns to enhance brand awareness and drive user engagement.
📈 Manage and optimize our Facebook and YouTube pages, ensuring consistent growth in followers, engagement, and reach.
💡 Devise and implement digital marketing strategies to target our key audience segments effectively.
🔍 Monitor and analyze social media and digital marketing performance using analytical tools to identify opportunities for improvement.
⚙️ Utilize SEO techniques to enhance our website's visibility, improve search engine rankings, and drive organic traffic.
📊 Collaborate with cross-functional teams to align social media initiatives with overall marketing objectives.
Requirements:
✅ Minimum 2 years of experience in IT, with a focus on social media promotion, digital marketing, and SEO.
✅ Proven track record of successful social media campaigns and content creation.
✅ Proficiency in utilizing social media management tools and analytical platforms.
✅ Strong knowledge of SEO best practices and the ability to apply them effectively.
✅ Excellent communication skills and a creative mindset.
✅ Ability to work collaboratively in a fast-paced environment.
At our company, we foster a dynamic and supportive work culture that encourages innovation and growth. We provide a platform for talented professionals like you to excel in their careers while making a significant impact on our brand's digital presence.
If you're ready to take on this exciting challenge and bring your expertise to our team, please fill out the form at the link below.
Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

এবার আমেরিকার মাটিতে বসেই বুঝে নিন ”আমেরিকায় আন্ডারগ্র্যাডে স্কলারশিপ” বইটি। আমেরিকায় বসবাসরত বাংলাদেশী প্যারেন্টস যারা সন্তানের কলেজ (আন্ডারগ্র্যাড) ভর্তি ও স্কলারশিপের প্রক্রিয়াটি ভালো করে বুঝতে চান, তাদের জন্য সহজ বাংলায় লেখা এই বইটির গুরুত্ব অপরিসীম।
১০ ডলার (+সেল্স ট্যাক্স) এর সাথে শিপিং খরচ যোগ করে বুঝে নিন আপনার বাসার ঠিকানায়।
কমেন্টে প্রশ্ন করুন অথবা ইনবক্সে মেসেজ করুন।
Click here to claim your Sponsored Listing.
Hello!
I am a Learning and Assessment enthusiast.
I am a Pharmacy graduate with a Master in Pharmaceutics and a PhD in Pharmaceutical Sciences. My entire doctoral research was on neuronal cells and I profoundly enjoy the amazing patterns of our brain in the process of learning and retaining the knowledge. I am a Certified Adobe Captivate Specialist and possess a 3-year Diploma in Information Technology. I have been serving as a Faculty at a University in Virginia, USA and teaching courses in a doctoral program (Pharm.D). One of my areas of interest is improving the learning and teaching, especially in the higher education and standardized test-prep industry. I recently started my MBA program and just loving it.
I have been serving as the CEO of a test-prep company named GREC in Bangladesh since 2008. People of Bangladesh know me mostly through GREC and my similar contribution in numerous social posts and blogs.
I provide consultancy service to universities and small enterprises in the fields of education, instructional design, and human resource development. At this moment, I am not asking for any service charge, and doing it solely as a hobby at my free time. If you send me any message in my Page, please excuse some delay since I use only a limited portion of a day for this purpose.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Kenmare Loop
Richmond, VA
23234
Opening Hours
Monday | 8am - 5pm |
Tuesday | 8am - 5pm |
Wednesday | 8am - 5pm |
Thursday | 8am - 5pm |
Friday | 8am - 5pm |
Saturday | 8am - 5pm |
Sunday | 8am - 5pm |
Richmond
Edward Moran is a distinguished retired academic with 30+ years of experience in the field of religi
2727 Buford Road, Suite 1B
Richmond, 23235
I help motivated 8th-12th grade college-bound students identify and apply to schools.
2819 N Parham Road, Suite 280
Richmond, 23294
CSRE provides quality education on emergency response and safety preparedness. Our classes include C
Richmond
Our AAPC approved instructors hold multiple certifications and are subject matter experts in their r
Richmond
Because of our empathetic understanding of learners’ unique challenges, we offer innovative, perso
817 Cathedral Place
Richmond, 23284
Social equity through scholarship, research, training, and engagement. #VCU
Richmond, 23235
We help K-8 urban schools leverage the power of instructional culture by transforming systems.
Richmond
At YourEEA, we guide parents through the Exceptional/ Special Education process. We know the proces
2924 Emerywood Pkwy, Suite 202
Richmond, 23294
Celebrating 25 years of association management & consulting success.
8104 Cavendish Lane
Richmond, 23227
Henrico Chess Academy seeks to share the love of chess to new and experienced players.
2008 Breno Road
Richmond, 22443
Want to get into cyber security but don't have US citizenship or security clearance ?