
[প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, 😥
অতঃপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। 🌺
সূরাঃ- আল-আনকাবুত/57
#শিক্ষা
AROB ACADEMY BANGLADESH is a learning place 5-10. highly provide a challenging educational environme
আরব একাডেমি বাংলাদেশ একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।
আমার এই প্রতিষ্ঠানটিতে ইসলাম শিক্ষার সর্বোচ্চ পরিবেশ তৈরি করা হবে ইনশাআল্লাহ। আমার এই পেইজটি তে মেয়ে শিক্ষীকা দ্বারা মেয়েদের কোরআন ও ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হবে। মূলত মেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা আমাদের উদেশ্য।
ইসলাম কি এবং ইসলাম কি বলে এ বিষয়টা জানানো।ইসলাম এবং বিশ্ব সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং ইসলাম কিভাবে আমাদের সম্পর্ক তৈরি করতে বলে।মুসলিম তরুণীদের মধ্যে ইসলাম ছড়িয়ে দেওয়া।
Operating as usual
[প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, 😥
অতঃপর আমার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। 🌺
সূরাঃ- আল-আনকাবুত/57
#শিক্ষা
সবসময় তোমার মায়ের যত্ন নিও!
দেখুন কিভাবে এই বৃদ্ধা তার সন্তান ও পরিবারের উপস্থিতি ছাড়া প্রাণহীন হয়ে পড়েন! আল্লাহ প্রত্যেক মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন!😢😭
#শিক্ষা
হে বিচার দিবসের মালিক আপনি আমার ইমানকে মজবুত রেখে আমার অন্তরকে পবিত্র রাখুন।
________শুভরাত________
#শিক্ষা
যখন আপনি কোরআন পাঠ করেন, তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই।
_________সূরা বনী-ইসরাঈল আয়াত ________৪৫
আল-কুরআন এর অবমাননায় যদি না কাঁদে তোমার মন
লেভাসধারি মুসলিম তুমি ইসলামের দুষমন ☝️
#শিক্ষা
রাসুল (সা.) বলেছেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই।
এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।
(বুখারি, হাদিস : ৬৫৭)
#শিক্ষা
তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন- বিনীতদের জন্যে ছাড়া । ( সূরা: বাকারাহ, আয়াত ৪৫)
#শিক্ষা
#শিক্ষা ও জ্ঞানমূলক।
সকল পিতার জন্য শ্রদ্ধা।
~একজন স্ত্রী ১৭ বৎ
সর ঘর-সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "পুরুষগণ আল্লাহ প্রদত্ত এক অশেষ নেয়ামত"। কেননা,
তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী-সন্তানদের জন্য কুরবান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি।
পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন।
কিন্তু এমন কঠোর পরিশ্রম আর কুরবানী সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে।
যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি, 'বে-পরওয়াহ'
যদি ঘরে বসে থাকে তাহলে বলি, অলস ও অকর্মণ্য!
যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি, নির্দয় ও হিংস্র!
যদি স্ত্রীকে চাকরী করা থেকে বারণ করে তাহলে বলি, সেকেলে বা অনাধুনিক!
যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি, 'মা পাগল'
যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি, বৌ পাগল!
এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।
একজন পিতা এমন এক রোবট, যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য দুআ করে।
একজন বাবা তো এমন এক মহাপুরুষ, যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেনেন। তখনও, যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শিখে এবং তখনও, যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।
একজন বাবা পৃথিবীর এমন এক নেয়ামত, যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।
যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন; তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।
পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ 'বাবা' নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।
তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু'হাত তুলে দু'আ করুন।
আল্লাহ তা'আলা সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখুন।
নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। (সংগ্রহীত)
যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কেয়ামতের দিন আপনি তাদের মুখ কাল দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি?
(সূরা-আয্-যুমার-৬০)
মহান সৃষ্টিকর্তা সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক।
হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।
নারীদের তালিম তালবিয়ার ব্যাপারে পবিত্র কোরআনে আছে, 'তোমরা তাদের (নারীদের) সঙ্গে উত্তম আচরণ করো ও উত্তম আচরণ করার শিক্ষা দাও। ' (সূরা-৪ নিসা, আয়াত: ১৯)। ... ' তিনি আরও বলেন, 'তোমরা নারীদের উত্তম উপদেশ দাও (উত্তম শিক্ষায় শিক্ষিত করো)।
ঐ ব্যক্তির কথার চেয়ে উত্তম আর কে হতে পারে
যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ।
হে আল্লাহ আপনি সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান কর।
তোমরা সেই দিনকে ভয় কর, যেদিন কেউ কারোর কোন কাজে আসবে না, কারোও সুপারিশ সবীকৃত হবে না, কারোও নিকট হতে ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোন প্রকার সাহায্যও পাবে না।
আল বাকারা 48 https://t.co/zi2uwUTpDZ
Mizanur Rahman Azhari Fans on Twitter “তোমরা সেই দিনকে ভয় কর, যেদিন কেউ কারোর কোন কাজে আসবে না, কারোও সুপারিশ সবীকৃত হবে না, কারোও নিকট হতে ক্ষতিপূরণ গৃহ...
মাশাআল্লাহ 🌹🌹
Assalamo alaykom
welcome to arob academy bangladesh.
Kedutaan Besar Republik Indonesia, Sekolah Indonesia Riyadh PO. BOX 94343 Riyadh 11693 Saudi Arabia
Abaqschool.com & Duratalsharq.com
Creative kids academy مكان لكل طفل مبتكر لتنمية مهاراته
JAWAHIR Academy is a community of learners including students, parents and staff who are dedicated t
Welcome to the Official Page of International Indian School Riyadh.
SEK International School Riyadh is conveniently located in the Al Rabie district, in central Riyadh