Bhabanipur Primary School
U-DISE: 19161005401
Operating as usual

ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা বিশিষ্ট সমাজ সেবী শ্রদ্ধেয় স্বর্গীয় মদন মোহন প্রামানিক মহাশয় এর প্রয়াণ দিবস এ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে জানাই নত মস্তকে প্রণাম , শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।🙏🙏🙏🙏🙏🙏
বিজ্ঞপ্তি:-
আজ ইং ০৫.০১.২০২৫ রবিবার ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা বিশিষ্ট সমাজ সেবী শ্রদ্ধেয় স্বর্গীয় মদন মোহন প্রামানিক মহাশয় এর প্রয়াণ দিবস। এতদ্ উপলক্ষ্যে আগামী কাল ইং ০৬.০১.২০২৫ সোমবার "শ্রদ্ধেয় স্বর্গীয় মদন মোহন প্রামানিক মহাশয় এর স্মৃতি চারণ ও ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় এর কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা প্রদান" সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সকল ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও শিক্ষা অনুরাগী বৃন্দ দের উপস্থিত থাকিবার জন্য অনুরোধ করা হইতেছে।
ধন্যবাদান্তে
অনুপ বেরা
প্রধান শিক্ষক
ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়

প্রতি হপ্তায় রবিবারে সংবাদ প্রতিদিন পত্রিকার রোববার পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতো উপন্যাস -
'উদ্বাসিত মান্দাস'।
অদ্য শেষ প্রভাত।😒🥲
গত প্রায় দেড়বছর ধরে, প্রতি সপ্তাহে যে সমস্ত লেখক, কবি, নির্দেশক, অভিনেতা, প্রাবন্ধিক, সম্পাদক, সমালোচক, অধ্যাপক এবং বেশ কিছু সাধারণ পাঠক "উদ্বাসিত মান্দাস" নিয়ে তাঁদের রসজ্ঞ প্রতিক্রিয়া নিয়মিত আমাকে জানিয়ে গেছেন,তাঁদের প্রতি জানাই আভূমি কৃতজ্ঞতা। 🙏🙏
এবারে গ্রন্থপ্রকাশের অপেক্ষায়।


বিজ্ঞপ্তি:- পঞ্চম শ্রেণির ছাত্র/ ছাত্রী দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আগামী ইং ১৬.১২.২০২৪ থেকে ২১.১২.২০২৪ তারিখ পর্যন্ত আয়মা গাজনকোল হাই স্কুল (উঃমাঃ) এ ষষ্ঠ শ্রেণিতে ভর্তির FORM দেওয়া হবে। তাই যে সকল ছাত্র ছাত্রী উক্ত বিদ্যালয় ভর্তি হবে, তোমরা অতি অবশ্যই উক্ত তারিখ এর মধ্যেই FORM সংগ্রহ করে নেবে। ভর্তি র তারিখ FORM সংগ্রহের দিন বিদ্যালয় থেকে জানিয়ে দেবে।


*-: Notice:-* *বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি-গভীর নিম্নচাপের কারনে অ্যাক্টিভিটি টাস্ক জমা নেওয়ার তারিখ পরিবর্তন করা হচ্ছে।* আগামী ইং *০৪.১০.২০২১ সোমবার সকাল ৯:০০ টায়* অ্যাক্টিভিটি টাস্ক (সেপ্টেম্বর মাস) জমা নেওয়া হবে। *প্রতিটি ছাত্র/ছাত্রী কে উক্ত দিনে অ্যাক্টিভিটি টাস্ক জমা দিতেই হবে। তা না হলে সেই সকল ছাত্র/ছাত্রীর নম্বর শূন্য হিসাবে বাংলার শিক্ষা পোর্টাল এ লিপিবদ্ধ হয়ে যাবে।******* *শুধুমাত্র অভিভাবক/অভিভাবিকা গণ অ্যাক্টিভিটি টাস্ক জমা দিতে আসবেন।******** *এই বারে অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর পত্র নিজ নিজ অভিভাবক/ অভিভাবিকা র কাছ থেকে নেওয়া হবে।***** *অন্যকোন ব্যক্তির হাত থেকে গ্রহণ করা হবে না।**********এই সংবাদটি অন্যান্য ছাত্র-ছাত্রী (যাদের স্মার্টফোন নেই)-দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি।
ধন্যবাদান্তে
অনুপ বেরা
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
*ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়*
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Vill./Bhabanipur, P. O./Gohalberia, P. S./Shyampur, Dist./Howrah
Uluberia
711315
Opening Hours
Monday | 9am - 5pm |
Tuesday | 9am - 5pm |
Wednesday | 9am - 5pm |
Thursday | 9am - 5pm |
Friday | 9am - 5pm |
Saturday | 9am - 5pm |