02/02/2020
Rimjhim Gire Sawan Instrumental Cover (Melodica)
Hello Friends
This is Siddhartha Bhattacharjee's new instrumental cover. Please watch like and subscribe his youtube channel to support him in his musical journey. Thank you.
Plase subscribe to this youtube channel for more updates : https://m.youtube.com/channel/UCF2gmiaf4ESJHolBoVqvDEw/featured
https://youtu.be/7o-Zcas29-M
Rimjhim Gire Sawan Instrumental Cover (Melodica)
Song : Rimjhim Gire Sawan Movie : Manzil Singer : Kishore Kumar Music Director : R.D. Burman Cover Done By : Siddhartha Bhattacharjee Instrument used : Melod...
11/03/2017
Prayas updated their business hours.
Prayas updated their business hours.
02/03/2017
SB Musically Yours | Egiye De | Somlata
11/02/2016
‘ভ্যালেন্টাইন্স ডে ’ বা ভালোবাসার দিন । সেই ৪৯৬ সাল থেকে প্রত্যেক বছর ১৪ ফেব্রুয়ারি এই দিনটি প্রেমের দিন হিসেবে পালিত হয়ে আসছে । তবে ১৯৯২ সালের আগে ভারতে ‘ভ্যালেন্টাইন্স ডে’ পালনের রেওয়াজ সেভাবে ছিলনা । সন্ত ভ্যালেন্টাইনের বিখ্যাত হওয়া সম্পর্কে দু ধরনের(প্রোটেস্টান্ট ও ক্যাথলিক) গল্প প্রচলিত আছে। দুটি মতেই জানা যায় যে , রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সেনাদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন । তখন গোপনে বিয়ে দেওয়ার কাজে এগিয়ে আসেন সন্ত ভ্যালেন্টাইন । কিন্ত খবরটা সম্রাটের কানে আসতেই‘ফ্রেন্ড অব লাভার্স’ -কে বন্দি করা হয় । সন্ত ভ্যালেন্টাইনের মধ্যে দৈব শক্তি ছিল । জেলারের অনুরোধে সেই অলৌকিক শক্তির প্রয়োগে সন্ত ভ্যালেন্টাইন তাঁর অন্ধ মেয়ের পরিচর্যা করে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন । এর পর সন্ত ভ্যালেন্টাইনের মৃত্যুদন্ডের আদেশ হয় । মৃত্যুর আগে সেই জেলারের মাধ্যমে সেই মেয়েটিকে একটি চিঠি পাঠিয়েছিলেন সন্ত ভ্যালেন্টাইন । চিঠির শেষে লেখা ছিল “ফ্রম ইওর ভ্যালেন্টাইন” । সেই থেকে এই শব্দগুচ্ছ অমরত্ব লাভ করে । এই দিনের প্রতীক হিসেবে ব্যবহৃত তিরন্দাজ শিশুটি হোল কিউপিড । শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের অ্যাক্ট ফোর সিন ফাইভে এই দিনের উল্লেখ আছে । ইউরোপে এই দিনে চাবি উপহার দেওয়ার চল রয়েছে । ভ্যালেন্টাইন ডের আগের সাতদিন যথাক্রমে রোজ ডে,প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে,প্রমিজ ডে, কিস ডে ও হাগ ডে হিসেবে চিহ্নিত ।
---- সূত্র সঞ্জয় চট্টোপাধ্যায় ।
@ বর্তমান পত্রিকা । ।
30/01/2016
11 साल का ये बच्चा स्कूल चलाता है, 100 से भी ज्यादा बच्चे पढ़ने आते हैं
11 साल का ये बच्चा स्कूल चलाता है, 100 से भी ज्यादा बच्चे पढ़ने आते हैं
लखनऊ का रहने वाला 11 साल का आनंद कृष्ण मिश्रा वह बच्चा है जो स्कूल के बाद खेलने या कार्टून देखने की बजाय दूसरे बच्चों को पढ़ाना पसंद करता है. आनंद एक स्कूल चलाता है, जिसमें 100 से भी ज्यादा बच्चे पढ़ने आते हैं.
28/01/2016
Timeline photos
রোজ নিন ১ কাপ "GREEN TEA"
25/01/2016
ত্রিভুজাকার ও রহস্যময় ‘বারমুডা ট্রায়াঙ্গল’
সুত্র :- Education World
বারমুডা ট্রায়াঙ্গল ! পৃথিবীর রহস্যময় স্থানগুলোর তালিকা করা হলে সে তালিকার প্রথম দিকে থাকবে এই নামটি । রহস্যময়, ভূতুড়ে, গোলমেলে, অপয়া সব বিশেষণই বারমুডা ট্রায়াঙ্গলের জন্য উপযুক্ত । সারা বিশ্বজুড়ে সব চাইতে অলোচিত রহস্যময় অঞ্চল হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গল । এর রহস্য উদঘাটনের জন্য অসংখ্য গবেষণা চালানো চয়েছে, এই স্থানকে নিয়ে অন্তর্জাতিক গনমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেল তৈরি করেছে ডকুমেন্টারি । তবু আজো এই স্থানটির রহস্যময়তার নেপথ্যে কি রয়েছে তা জানা সম্ভব হয় নি ।
বারমুডা ট্রায়াঙ্গল এলাকাটি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ ত্রিভুজাকার অঞ্চল যেখান বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেছে চিরদিনের জন্য । কিন্তু সত্যিকার অর্থে বারমুডা ট্রায়াঙ্গলের ভৌগলিক অবস্থান নির্দিষ্ট নয় । কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মত যা ছড়িয়ে আছে স্ট্রেইটস অব ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপূঞ্জ এবং ইশোর পূর্বদিকের আটলান্টিক অঞ্চল জুড়ে । আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকোর উপসাগরকেও যুক্ত করেন । তবে লিখিত বর্ণনায় যে সকল অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে বোঝা যায় ফ্লোরিডার আটলান্টিক উপকূল, সান হোয়ান, পর্তু রিকো, মধ্য আটলান্টিকে বারমুডার দ্বীপপূঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেইটস এর দক্ষিণ সীমানা জুড়ে এটি বিস্তৃত ।
বারমুডা ট্রায়াঙ্গলের বিষয়ে বিভিন্ন লেখক রেফারেন্স হিসেবে সর্বপ্রথম ক্রিস্টোফার কলম্বাসের কথা উল্লেখ করেছেন । কলম্বাস লিখেছিলেন যে তাঁর জাহাজের নবিকেরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি এবং আকাশে ধোঁয়া দেখেছেন । এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টাপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন । এরপরেও অসংখ্য ঘটনা বিশ্ববাসীর সামনে এসেছে বারমুডা ট্রায়াঙ্গলকে কেন্দ্র করে ।
১৯৪৫ সালের ডিসেম্বর মাস মার্কিন যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেবার জন্য উদ্দয়ন করে । কিছুক্ষণ পরেই তারা সেই ভয়ংকর বারমুডা ট্রায়াঙ্গলের কাছে চলে যায় এবং কেন্দ্রে ম্যাসেজ দেয় যে তারা সামনে আর কিছুই দেখতে পারছে না যতদূর চোখ যাচ্ছে শুধুই কুয়াশা । অদৃশ্য হবার শেষ মুহূর্তে তাদের শেষ কথা ছিল “আমাদের বাঁচাও, উদ্ধার কর এখান থেকে আকাশের কুয়াশা আমাদের কোথায় যেন নিয়ে যাচ্ছে !”
এর পর আর তাদের কাছ কোন ধরনের ম্যাসেজ পাওয়া যায়নি । পরবর্তীতে তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী দল সেদিকে পাঠানো হয় কিন্তু তাদেরকেও আর খুজে পাওয়া যায় নি । এর পরপরই বারমুডা ট্রায়াঙ্গল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ।
১৯৫০ সালের সেপ্টেম্বর মাসের ১৬ তারিখে অ্যাসোসিয়েট প্রেসের এক প্রবন্ধে সাংবাদিক ই ভি ডাবলিউ জোনস বারমুডা ট্রায়াঙ্গেলের অস্বাভাবিক ঘটনার কথা লিখে একে বিশ্ববাসীর নজরে আনেন । ১৯৫২ সালে ‘ফেট’ ম্যাগাজিন-এর জর্জ এক্স সান্ড লিখেন “সি মিসট্রি অ্যাট আওয়ার ব্যাক ডোর”। জর্জ এক্স সান্ড ৫ জন ইউএস নেভি সহ ১৯ নং ফ্লাইটের নিখোঁজ সংবাদ ছাপেন । শুরু হয় বারমুডা রহস্য !
১৯৫৯ সালের ১৭ জানুয়ারী স্টার এরিয়েল নামের একটি বিমান লন্ডন থেকে জ্যামাইকা যাচ্ছিল । সকাল ৭টা ৪৫ মিনিটে এটি বারমুডার আকাশে উড়ল । তখন আবহাওয়া ছিল স্বাভাবিক ও সুন্দর । আর সমুদ্র ছিল শান্ত । ওড়ার ৫৫ মিনিট পর বিমানটি অদৃশ্য হয়ে গেল । এ নিয়ে অনেক অনুসন্ধান হলো । কিন্তু সমুদ্রের কোথাও বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল না । বিমানটি অদৃশ্য হয়েছিল ১৭ জানুয়ারি রাতে । ১৮ তারিখ রাতে এক অনুসন্ধানী দল জানাল, সেখানকার সমুদ্রের বিশেষ বিশেষ একটি জায়গা থেকে অদ্ভূত একটি আলোর আভাস দেখা যাচ্ছে । এ ঘটনার এক বছর আগে সেখান থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল একটি ডিসি-৩ বিমান । সেটি যাচ্ছিল সানজুয়ান থেকে সিয়ামি । এছাড়াও অসংখ্য ঘটনার উল্লেখ আছে বারমুডা ট্রায়াঙ্গলকে নিয়ে ।
এই স্থানটি নিয়ে আরেকটি গুজব আছে, অনেকেই মনে করে ভিনগ্রহের মানুষেরা যখন পৃথিবীত আসে তখন তারা এই স্থানকে তাদের ঘাটি বানিয়ে নেয় এই কারনে এখানে যা কিছু আসবে সেটি গায়েব করে দিবে যাতে করে তাদের কেউ ক্ষতি বা চিহ্ন খুজে না পায় ।
এই অঞ্চলের রহস্যময়তার একটি দিক হলো, কোনো জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই তা বেতার তরঙ্গ প্রেরণে অক্ষম হয়ে পড়ে এবং এর ফলে জাহাজটি উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থ হয় । একসময় তা দিক নির্ণয় করতে না পেরে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় ।
মার্কিন নেভির সূত্র অনুযায়ী, গত ২০০ বছরে এ এলাকায় কমপক্ষে ৫০টি বাণিজ্যিক জাহাজ এবং ২০টি বিমান চিরতরে অদৃশ্য হয়ে গেছে । এর মধ্যে ১৯৬৮ সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন তোলে । ঘটনা তদন্তে এর মধ্যে সবচাইতে বিজ্ঞানসম্মত যে ব্যাখ্যা পাওয়া গেছে তা হলো, এলাকাটির স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বাভাবিকের চাইতে কুয়াশা অনেক বেশি এবং এর ঘনত্বও তুলনামূলকভাবে বেশি । ফলে নাবিকেরা প্রবেশের পরই দিক হারিয়ে ফেলে এবং তাদের মধ্যে একপ্রকার বিভ্রান্তির সৃষ্টি হয়। হয়তো এ বিভ্রান্তির ফলেই তারা যথাযথভাবে বেতার তরঙ্গ পাঠাতে পারে না । প্রমাণ হিসেবে বিজ্ঞানীরা দেখিয়েছেন, আধুনিক কালের সমস্ত জাহাজ জিএসএম প্রযুক্তি ব্যবহার করে থাকে, তাদের একটিও এ সমস্যায় পড়েনি ।
আর ধংসাবশেষ খুজে না পাবার ব্যপারে বিজ্ঞানীরা বলেন, বারমুডা ট্রায়াঙ্গলে সমুদ্রের গভীরতা এতোটাই বেশি যে এখানে যদি কোন বিমান বা জাহাজ হারিয়ে যায় বা বিধ্বস্ত হয় তবে তার ধংসাবশেষ খুজে পাওয়া খুবই অসাধ্য একটি ব্যাপার । বর্তমানে আধুনিক প্রযুক্তি যেমন স্যাটেলাইট ব্যবহার করে যদি এর চিহ্ন খুজে পাওয়া যায় তারপরেও সেটি উদ্ধার করা প্রায় অসম্ভব একটি ব্যাপার
22/12/2014
★★★মানুষের শরীর সম্পর্কিত কিছু তথ্য----
'
'
একজন পুরুষ দৈনিক ৪০টা চুল হারায় আর নারী হারায় ৭০ টা চুল।
'
'
আপনি প্রতিদিন সকালে তুলনামূলক লম্বা হয়ে যান রাতের সময়ের চেয়ে।
'
'
হৃৎপিণ্ড পুরো শরীরে সারাদিন গড়ে এক হাজার বার রক্ত সঞ্চালন করে থাকে।
'
'
চোখের পাপড়ি আয়ুকাল ১৫০ দিন।
'
'
মানুষের শরীরের গড়ে প্রায় একশো বিলিয়ন নার্ভ সেল রয়েছে।
'
'
মানুষ কখনই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।
'
'
মানুষের শরীরে হাড় জমাট বাধা কংক্রিট এর চেয়ে ও বেশি শক্ত।
'
'
বাচ্চারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।
'
'
চোখ সারা জীবন একই আকারে থাকলেও নাক এবং
কান বেড়ে উঠে।
'
'
আমরা জন্মের সময় ৩০০ টা হাড় নিয়ে জন্মাই কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬টা।
'
'
মানুষের মাথার খুলি ভিন্ন রকমের ২৬ টি হাড় ইয়ে তৈরি।
'
'
হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল।
'
'
শরীরের ভেতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আমরা হাঁচি দেই। ইভেন আমাদের হার্টও।
'
'
জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী।
'
'
একজন সুস্থ্য মানুষ দৈনিক ছয়বার বাথরুমে যায়।
'
'
মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে ৭ সেকেন্ড।
'
'
হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে।
'
'
আপনি যেই পেশীর উপর বসে থাকেন সেটিই আপনার শরীরের সবচেয়ে বড় পেশী।
'
'
সবচেয়ে ছোট হাড় হচ্ছে কানের হাড়॥
09/10/2014
ATTENTION! Medical research authority of the US have found new cancer in human being caused by silver nitro oxide.
Whenever you buy recharge cards don’t scratch with nails as it contains silver nitro oxide coating and can cause skin cancer…
Share & inspire.............
09/10/2014
The 7 Dangerous Acts after meals
DON'T ACT THE 7 ACTIONS BELOW
AFTER YOU HAVE A MEAL
* Don't smoke- Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 ci******es (chances of cancer is higher).
* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.
* Don't drink tea - Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.
* Don't loosen your belt - Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.
* Don't bathe - Bathing after meal will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.
* Don't walk about - People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.
* Don't sleep immediately - The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine.
FINALLY DONT JUST KEEP THIS . . ..
PLEASE FORWARD IT TO YOUR FRIENDS. LET THEM BE AWARE!!
09/10/2014
আমরা সকলেই চাই, " স্বচ্ছ ভারত , পরিস্কার ভারত "
09/10/2014
রোজ নিন ১ কাপ "GREEN TEA"
08/10/2014
Brahminy Kite
স্থানীয় নাম ঃ শঙ্খ চিল
Scientific Name: Haliastur Indus
08/10/2014
25 AWESOME TIPS FOR BEAUTIFUL LIFE!!!
1. Take a 10-30 minute walk every day. & while you walk, SMILE.
It is the ultimate antidepressant.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. When you wake up in the morning, Pray to ask God’s
guidance for your purpose, today.
4. Eat more foods that grow on trees and plants and eat less food
that is manufactured in plants.
5. Drink green tea and plenty of water. Eat blueberries, broccoli, and almonds.
6. Try to make at least three people smile each day.
7. Don’t waste your precious energy on gossip, energy vampires, issues of the past,
negative thoughts or things you cannot control.
Instead invest your energy in the positive present moment.
8. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a
college kid with a maxed out charge card.
9. Life isn’t fair, but it’s still good.
10. Life is too short to waste time hating anyone. Forgive them for
everything !
11. Don’t take yourself so seriously. No one else does.
12. You don’t have to win every argument. Agree to disagree.
13. Make peace with your past so it won’t spoil the present.
14. Don’t compare your life to others. You have no idea what
their journey is all about.
15. No one is in charge of your happiness except you.
16. Frame every so-called disaster with these words: ‘In five years,
will this matter?’
17. Help the needy, Be generous ! Be a ‘Giver’ not a ‘Taker’
18. What other people think of you is none of your business.
19. Time heals everything.
20. However good or bad a situation is, it will change.
21. Your job won’t take care of you when you are sick. Your
friends will. Stay in touch.
22. Envy is a waste of time. You already have all you need.
23. Each night before you go to bed ,Pray to God and Be thankful
for what you’ll accomplish, today !
24. Remember that you are too blessed to be stressed.
25.Share this to everyone on your list to help them lead a happier
life…!!!!
08/10/2014
একবার TRY করেই দেখুন ...... :)
25/09/2014
মঙ্গলযানের পাঠানো প্রথম ছবিপ্রকাশ
25/09/2014
NASA SDO - Lunar Transit, September 24, 2014