05/10/2024
আমরা ভুলে গেছি!
আজকে রাধানাথ শিকদার (1813 - 1870) স্যারের জন্মদিন, যিনি একজন বাঙালি গণিতবিদ/সার্ভেয়ার ছিলেন। যিনি Theodolite এর সাহায্যে হিমালয় পর্বতমালার ১৫ নং শৃঙ্গের উচ্চতা জরিপ করেন এবং সর্বপ্রথম আবিষ্কার করেন যে, এটিই বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। স্বাভাবিক ভাবেই ইংরেজ আমলে এই পর্বত শৃঙ্গটিকেই পরে জর্জ এভারেস্ট এর নামানুসারে মাউন্ট এভারেস্ট নামকরণ করা হয়!
সকল ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ওনাকে নতমস্তকে প্রনাম ও শ্রদ্ধা! জানাই।
হুগলী জেলার Bandel এ অবস্থিত West Bengal Survey Institute (Government of West Bengal) কে ওনার নামে নামাঙ্কিত করা হোক, এই দাবী জানাই।
18/08/2024
Asphalt batching plant এ কিভাবে পিচ দিয়ে কংক্রিট তৈরি হচ্ছে দেখো
Bituminous concrete (BC) production in a Asphult Batch Mix Plant made for engineering students
অ্যাসফল্ট মিক্স প্ল্যান্টগুলি হট মিক্স অ্যাসফল্ট তৈরি করতে ব্যবহৃত হয়। এই গরম মিশ্রণটি একটি পরিপক্ক উপাদান তৈ.....
13/08/2024
পূর্ত দপ্তরের ইন্জিনিয়ারদের প্রশিক্ষন কর্মশালা
DEPARTMENTAL TRAINING OF PWD ENGINEERS ON FIELD ASPECT OF BITUMINOUS PAVEMENT by RAJIB CHATTARAJ//CE
STEPS FOR BETTER QUALITY CONTROL OF ROAD WORKSCHECK-LIST CUM GUIDELINE FOR BITUMINOUSWORK (DENSE GRADED MIX LIKE DBM, BC)A. Mix design and selection of mat...
06/06/2024
সরকারী ক্লাব/সমিতি থেকে যে কোন সংস্থাকে প্রকাশনা দিতে বা এম পি, অর্থনীতি যে কোন রাজনৈতিক ব্যক্তিদের প্রয়োজন———- আপনি যদি উচ্চ-কার্যকর দলের নেতা হতে চান:
→ তাদের মনস্তাত্ত্বিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিন।
মানুষ যখন নিরাপদ বোধ করে, তখন তারা (হয়):
- সৎ
- সৃজনশীল
- উদ্ভাবনী
- দায়ী
- বার্নআউট এড়ান
- উদ্বেগ শেয়ার করুন
- মতামত প্রদান করুন
- ভুল থেকে শিক্ষা নাও
- একে অপরকে সমর্থন করুন
- তাড়াতাড়ি ভুল স্বীকার করুন
- বিভিন্ন মতামতের প্রশংসা করুন
এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে খোলামেলা সংলাপ, সম্মান এবং ঝুঁকি নেওয়ার স্বাধীনতা হল আদর্শ।
নিশ্চিত করুন যে প্রতিটি ভয়েস শোনা যাচ্ছে এবং প্রত্যেকেরই মূল্য রয়েছে।
শুধু লক্ষ্য নয়, বিশ্বাসের সাথে নেতৃত্ব দিন
সৌজন্যে: Akma Hamid sir
10/03/2024
Dear Engineer working in PWD/Municipal corporation/PnRD : please prepare this product before monsoon season for repairing potholes in low budget. If you want to know the details, please click on the photo ❤️
Mending potholes by MC-800// an alternate method of road maintenance//Rajib Chattaraj CE NH PW(R)D
https://youtu.be/UvKpufbktEU copy this link and see, how, Sri Rajiv Chattaraj, Hon'ble Chief Engineer, National Highway, Public Works (Roads) Directorate, Go...
07/11/2023
ছাদ ঢালাইয়ের হিসাব সকলকে জানতেই হবে 🏠
টাইমলাইনে সংরক্ষণ করে রেখে দিন প্রয়োজন হবেই।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)ছাদ ঢালাইয়ের হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)
Follow:https://www.facebook.com/CivilEngineeringworks21
সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ
সিভিল ইঞ্জিনিয়ারিং নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন....
09/09/2023
Welcome Members of Society for Development of Engineers & Architect & Progressive United Engineers Association. Please come under one umbrella as you were before 2014.For the betterment of the engineering community, you should have to unite.
01/03/2023
আপনারা অনেকেই রাস্তার মাঝে চলতে গিয়ে দেখেছেন কংক্রিট ব্লক দিয়ে রাস্তা তৈরী করা আছে। সেই কংক্রিট ব্লক কিভাবেতৈরী হয়, কিভাবে রাস্তায় লাগাতে হয় তা জানতে হলে অবশ্যই #নিচের_ছবিতে_ক্লিক করুন। এখানে PWD র জাতীয় সড়কের চিফ ইঞ্জিনিয়ার মাননীয় শ্রী রাজীব চট্টরাজ মহাশয় খুব সুন্দর করে ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ারদের সহজ ভাষায় বুঝিয়েছেন।
Departmental Training of PWD Engineers on Interlocking Concrete Block Pavement/ICBP//Rajib Chattaraj
Sri Rajib Chattaraj, Hon'ble Chief Engineer, National Highway, P.W.(Roads) Directorate conducted this training programme at Pranjali Guest HouseICBP is used ...
17/01/2023
Leadership of women engineers in various South Asian countries ie, Bangladesh, Nepal, Sri Lanka, India...
01/08/2022
Mix Design of Bituminous Concrete (BC) Grading-I//Guided by Sri Rajib Chattaraj Hon;ble CE NH PW(R)D
What is mix design of bitumen?The bituminous mix design aims to determine the proportion of bitumen, filler, fine aggregates, and coarse aggregates to produc...
25/05/2022
ব্রিজের ডেক স্ল্যাব, যার উপর দিয়ে গাড়ি চলাচল করে, বর্ষার প্রচন্ড জলের আঘাত থেকে রক্ষা করার জন্য কি পদ্ধতি অবলম্বন করা হয় তা প্রত্যক্ষ করতে হলে #ছবির_উপর_ক্লিক করুন ।
Atatic Polypropylene (APP) is used as WATER PROOFING membrane over Bridge Deck before WEARING COARSE
Atactic polypropylene, referred to as APP, is an amorphous and rubbery thermoplastic material. It is used primarily in bitumen modification and adhesives. AP...
14/04/2022
আমরা কিছু পিচের স্যাম্পল নিয়ে কলকাতা ঠাকুরপুকুর এর ওমেগা কনসালটেন্ট সার্ভিসেস এর ল্যাবে গিয়েছিলাম। এটা সিভিল ইঞ্জিনিয়ার ছাত্র ছাত্রীদের পড়াশোনার কাজে লাগলে খুবই আনন্দিত হবো। #ছবির_উপর_ক্লিক করুন পুরো ভিডিওটি দেখবেন. ।
ওমেগা কনসালটেন্ট সার্ভিসেস এর ল্যাবরেটরীতে বিটুমেনের (পিচ)'অ্যাবসলিউট ভিসকোসিটি' পরীক্ষা : Viscosi
আমাদের ন্যাশনাল হাইওয়ে,পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তর এর সম্মানীয় চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব চট্টরাজ সাহেবের উপদেশ এবং...
13/04/2022
সরকারি কাজ কিভাবে চলে তা দেখানোর জন্য এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ছাত্ররা যাতে সহজে বুঝতে পারে তার জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস: কম সিমেন্ট ব্যবহার করে কিভাবে শক্তপোক্ত রাস্তা বানানো যায় তা বিশদভাবে দেখানো আছে। #ছবির_উপর_ক্লিক করুন
রাস্তা মজবুত করতে কম পরিমান সিমেন্টের ব্যবহার (CTB-Cement treated Base) by Pulveization, compacktion
প্রিয় সিভিল ইঞ্জিনিয়ার ছাত্র, তোমরা মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিও টি দেখো। এখানে কম সিমেন্ট ব্যবহার করে উন্নত পদ্ধ.....
10/04/2022
অনুগ্রহ করে আমাদের ভিডিওটি দেখুন, আপনি দেখতে পাবেন কিভাবে একজন সিভিল ইঞ্জিনিয়ার রাস্তা নির্মাণের সময় মাটির গুণমান পরীক্ষা করেন। নিচের #ছবির_উপর_ক্লিক করুন। আপনি পুরো ভিডিওটি দেখতে পাবেন।
FDD (Field Dry Density test) by sand replacement method Question, Answer & Discussions for student
Dear Engineering College students, this is my presentation for those of you who are inattentive to reading books. Please watch my video in a few minutes, you...
26/03/2022
আমরা রাস্তায় পিচের আস্তরণ দিয়ে রাস্তা কে ঢেকে রাখি যাতে গাড়ি সহজে চলাচল করতে পারে। এই পিচের কিভাবে কোয়ালিটি চেক করা হয় তা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনাদের সুমুল্য মতামত আমাদের কাজকে অনেকটা এগিয়ে যাবে উৎসাহের সাথে। ভিডিও টা পুরো দেখতে হলে #ছবির_উপর ক্লিক করুন
Absolute Viscosity test of Bitumen as per IS 1206 (Part-II) and ASTM D2171 & Rajib Chattaraj, CE NH
23/03/2022
আজ আমি আপনআদের কাছে কিভাবে কংক্রিটের ব্লকের উপর ব্লক চাপিয়ে সোজা দেয়াল তুলে রাস্তা তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। #ছবির_উপর_ক্লিক করুন পুরো ব্যাপারটা বুঝতে পারবেন।
.Reinforced Earth work using RE pannel & Geogrid in High embankment on approach road of VUP at NH 81
reinforced earth wall,reinforced earth,reinforced earth retaining wall,reinforced earth retaining block,what is pannel work,reinforced earthwall construction...
18/03/2022
ন্যাশনাল হাইওয়েতে পিচ মাখাই এর আস্তরণ পড়ছে, কিভাবে এটা হয় তা জানতে ছবির উপর #ছবির_উপর_ক্লিক করুন।
LAYING OF BITUMINOUS CONCRETE (BC) BY PAVER