
নিঃস্ব গণতন্ত্র কী দোষ
বিশ্ব গণতন্ত্র দিবস
IT is CULTURAL JOURNEY of EX & Present FOLK of BEHALA SHIKSHAYATAN ( founded in 1856 by Becharam Cha
Operating as usual
নিঃস্ব গণতন্ত্র কী দোষ
বিশ্ব গণতন্ত্র দিবস
পশ্চিমবঙ্গে এই বিষয়ে কোনো সংস্থা কি সমীক্ষা করছে ?
লকডাউনের দীর্ঘ 100 দিনের বাধ্যতামূলক ছুটির ফলে সরকারি ও বেসরকারি স্কুলে পড়ালেখা এক রকম বন্ধ । দামী বেসরকারি স্কুলে আগে থেকেই কয়েক বছর ধরেই প্রজেক্টর কম্পিউটার ইন্টারনেটের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে মোটা বেতনের বিনিময়ে ছাত্রদের পড়াশোনা চলে। ফলে লকডাউনেও এই উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণির ছাত্রদের তেমন অসুবিধা হয়নি। কিন্তু এসব বেসরকারি স্কুলেও অনেক সাধারণ মধ্যবিত্ত ও কিছু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও পড়ে।
তাদের অভিভাবকদের দশা তো হরিয়ানার মতোই হবার কথা । তারাও কি ছাত্রকে বেসরকারি স্কুল থেকে ছাড়িয়ে বিনা বেতনের সরকারি খবর স্কুলে ভর্তি করাচ্ছেন?
আর সরকারি স্কুলে তো এত উন্নত প্রযুক্তির ব্যবহার এমনিতেই বেশ কম। দুতিন বছর ধরে বহু সরকারি মাধ্যমিক স্কুলে আইসিটি ল্যাব প্রকল্পের মাধ্যমে দশটি কম্পিউটার,একটি প্রজেক্টর দিয়ে কিছুটা কম্পিউটার-নির্ভর ক্লাস শুরু হয়েছে। কিন্তু সেটা স্কুলের মধ্যেই এবং সপ্তাহে একটি ছাত্র হয়তো এমন দুএকটা ক্লাসই পেত।
কিন্তু গ্রামাঞ্চলে এবং মফস্বল শহরে কজন ছাত্রর নিজের স্মার্ট ফোন আছে ? কলকাতার বাইরে বিশেষত সুদূর গ্রামাঞ্চলে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা কতটা সুলভ ?
রোজ এত দিন ধরে চারপাঁচ ঘন্টা হাই স্পিড ইন্টারনেট পরিষেবার খরচ কে দেবে? !
গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের অধিকাংশেরই গত তিন মাস ধরে আয় বন্ধ ছিল।
কীভাবে তবে এ রাজ্যে এক কোটির বেশি স্কুল ছাত্র গত একশো দিন ধরে পড়ালেখা করছে ?
যেটুকু অনলাইন ক্লাস কিছু সরকারি স্কুলে হচ্ছে, তাযে কি ছাত্রদের শেখার চাহিদা মিটছে?
সরকারি স্কুল থেকে কত ছাত্র ইতিমধ্যেই পড়ালেখা ছেড়ে লকডাউন উঠতেই গ্রামের বাড়িতে বা বাবামার সাথে কর্মস্থলে ঢুকেছে ?
সরকারি স্কুলে নানা কারণে যেসব ছাত্র শুধু জানুয়ারিতে ভর্তিই হত ও সারা বছর পড়ালেখা না করেও সরকারি নীতির সুবাদে ডিসেম্বরে পাস হয়ে ফের জানুয়ারিতে উচ্চতর শ্রেণিতে ভর্তি হত---
তারা কি এই দীর্ঘ একশো দিন ( + আরো 40 দিন ছুটি চলবে) ঘরবন্দি অবস্থায় পড়ালেখা না করে ভালো আছে ? তারা কি মানসিক ভাবে স্কুল জীবন ও শেখার ইচ্ছা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে?
আমি গত পঁচিশ বছরে আমার নিজের তিনটি আলাদা স্কুল ও পরিচিত শিক্ষকদের আরো গোটা কুড়িটি স্কুলের অভিজ্ঞতায় দেখেছি, দীর্ঘ গরমের বা পুজোর ছুটির পর স্কুলের অন্তত 10% ছাত্র স্কুল আসা বন্ধ করে।
তবে হ্যাঁ, গত পনেরো বছরে সর্বশিক্ষা অভিযানের মিড ডে মিল, বিনা মূল্যে বই, পোশাক ও গত ক বছরে দশম থেকে দ্বাদশ শ্রেণিতে সাইকেল ও কন্যাশ্রী ইত্যাদি পরিষেবার আকর্ষণে স্কুল-ছুটের হার কমেছে । এগুলোর মধ্যে গরিব ঘরে রোজ দুপুরের খাবারের একটা বড় প্রভাব আছে।
কিন্তু লকডাউনে সে খাবার কোথায়?
গত 15 মার্চ থেকে স্কুল ছুটি। 30 জুন অব্দি 108 দিন । এখনও পর্যন্ত তিন দফায় ছাত্র পিছু মোট 7 কিলো চাল ও 7 কিলো আলু দেওয়া হয়েছে। আর কিছুই দেওয়া হল না। প্রতিদিন 100 গ্রাম চালও জুটছে না। আর শুধুই ভাত আলুসিদ্ধ একবেলা খেয়ে শিশুদের পুষ্টি হবে ? এই খেয়ে এরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে ?!
স্কুলের প্রতি পড়ালেখা বা খাবার, দুটো আকর্ষণই তো বন্ধ এতদিন ধরে ।
এর দীর্ঘ স্হায়ী শারীরিক মানসিক সামাজিক প্রভাব পড়তে চলেছে ছাত্রদের ওপর।
যারা অনলাইন-ভোগী ও যারা অনলাইন-বঞ্চিত, এমন দুটি শ্রেণি বিভাজন ছাত্রদের মধ্যে হয়েছে। এ বৈষম্যটার বিরুদ্ধে কলেজ বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত পরিণত ছাত্ররা যেভাবে প্রতিবাদ করছেন, স্কুলের ছোটদের পক্ষে সে পথ খোলা নেই । ফলে এক জানালা-দরজাহীন ঘরে এই ছোটরা বন্দি হয়ে পড়েছে । খেয়াল রাখতে হবে, এই সময়ে তাদের খেলাধুলা ও বন্ধুদের সাথে মেলামেশা বা ঘোরাফেরা বন্ধ ছিল ।
এসব নিয়ে সমীক্ষা দরকার সবার আগে ।
তারপর সমস্যা ও সমাধানের উপায়েগুলো চিহ্নিত হওয়া দরকার ।
আগামীকাল 'সূর্য গ্রহণ'। এই 'গ্রহণ' সম্পর্কে ভারতীয় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তাঁর 'সত্য ও অসত্য' প্রবন্ধে কী বলেছেন, আসুন আর একবার দেখে নিই।
সত্য ও অসত্য
-আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
প্রায় অর্ধ-শতাব্দী ধরিয়া আমি অধ্যাপনার কাজ করিয়া আসিতেছি এবং সেই উপলক্ষে কত হাজার হাজার ছাত্রকে বুঝাইয়া দিয়াছি যে, সূর্য এবং চন্দ্র গ্রহণ রাহুনামক কোনো রাক্ষসের ক্ষুধা নিবারণের চেষ্টায় সংঘটিত হয় না, এবং শেষে মর্ত্যবাসীদের কাঁসর, ঘন্টা, ঝাঁঝর এবং খোল-করতালের সহযোগে পূজা-অর্চনায় রাক্ষসাধিপতি রাহু তৃপ্ত এবং তুষ্ট হইয়া চন্দ্র-সূর্যকে ছাড়িয়া দেওয়ার ফলেই তাহার মুক্তি সংঘটিত হয় না। এই যে জনশ্রুতি - ইহা নিছক মিথ্যা এবং কল্পনাপ্রসূত।
পৃথিবী, চন্দ্র, এবং সূর্য আপন কক্ষপথে নিয়ত ঘুরিতেছে। এইরূপ ভ্রাম্যমাণ অবস্হায় পৃথিবীর ছায়া চন্দ্রের উপর অথবা চন্দ্রের ছায়া পৃথিবীর উপর পড়িলেই চন্দ্র অথবা সূর্যের অংশবিশেষ ছায়ায় ঢাকা পড়ে এবং তাহাই গ্রহণরূপে পৃথিবীতে দেখা যায়। ইহাই চন্দ্র এবং সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ইহার মধ্যে রাহুর আক্রমণ এবং তাহার মুখগহ্বর হইতে চন্দ্রসূর্যের নিষ্কৃতি ও মুক্তির যে মিথ্যা এবং কাল্পনিক কাহিনী রচিত হইয়াছে তাহা ঝুটা।
প্রায় অর্ধ-শতাব্দী ধরিয়া ছাত্রদিগকে এই বৈজ্ঞানিক সত্যের ব্যাখ্যা করিয়া বুঝাইয়া আসিলাম। তাহারাও বেশ বুঝিল এবং মানিয়া লইল, কিন্তু গ্রহণের দিন যেই ঘরে ঘরে শঙ্খঘন্টা বাজিয়া উঠে এবং খোল-করতালের সহযোগে দলে দলে কীর্তনীয়রা রাস্তায় মিছিল বাহির করে, অমনি সেই সকল সত্যের পূজারীরাও সকল শিক্ষাদীক্ষায় জলাঞ্জলি দিয়া দলে দলে ভিড়িতে আরম্ভ করে এবং ঘরে ঘরে অশৌচান্তের মতো হাঁড়িকুড়ি ফেলার ধুম লাগিয়া যায়।
আমি অশিক্ষিত অথবা নিরক্ষর লোকের কথা বলিতেছি না, কারণ যুক্তির দ্বারা সত্য মিথ্যা বাছিয়া লইবার মতো শিক্ষা বা সামর্থ্য তাহাদের নাই। কিন্তু যে জাতির শিক্ষিত সম্প্রদায় সত্য কী তাহা জানে, অথচ জীবনে তারা বরণ করিয়া লইতে প্রস্তুত নহে, যে মনের গোপনে সত্যের নিকট লজ্জায় মস্তক অবনত করিতেছে, অথচ বাহিরে জনসমাজে এবং সভার মাঝারে তাহাকে স্বীকার করিবার সাহস নাই- সে জাতি কেমন করিয়া জগতের নিকট সগর্বে মাথা তুলিয়া দাঁড়াইবে, তাহা আমার বুদ্ধির অতীত।।
বিজেপির কেন্দ্র সরকার
লকডাউন করে তিন মাস ধরে স্কুল কলেজ বন্ধ করে শিক্ষার সর্বনাশ করেছে!
সব রাজ্যেই সব দলের সরকার অন্ধর মতো তা অনুসরণ করে শিক্ষায় লকআউট করে ফেলেছে!
এবার কর্নাটকের বিজেপি সরকার পঞ্চম শ্রেণি অব্দি অনলাইন পড়াশোনা বন্ধ করছে।
সব খালি বন্ধই করে যাচ্ছে .......
আমিও মনে করি, যে দেশে গরিবি ও সরকারি পরিকাঠামোর অভাবে সিংহভাগ ছাত্রদের কম্পিউটার বা স্মার্টফোন নেই এবং এতদিন ধরে উচ্চগতিসম্পন্ন নেটওয়ার্ক কেনার টাকা নেই এবং দেশের গ্রামাঞ্চলে উচ্চগতিসম্পন্ন নেটওয়ার্কের পরিকাঠামোই নেই --- সেখানে এ ধরনের অনলাইন ক্লাস ও পরীক্ষার ব্যবস্থা নিঃসন্দেহে বৈষম্যমূলক ও শিক্ষাধিকার-বিরোধী ।
কিন্তু বাস্তবে উপায় কী ??
তিনমাস কাটল। আরো কয় মাস স্কুল কলেজ বন্ধ থাকবে? এখনি শারীরিক দূরত্বের প্রশ্নে অর্থাৎ সংক্রমণের কারণে স্কুল কলেজ বন্ধ না রাখা ছাড়া এ দেশে উপায় নেই!
কিন্তু যে সব দেশে স্কুল কলেজ খোলা রেখেই সংক্রমণ রেখেছে, তাদের থেকে সে শিক্ষা নিচ্ছি না কেন?
এদেশেও তো বাজার , কারখানা, খনি, দপ্তর খুলেছে। মদের ও ধর্মের দোকান ও কারখানা এবং বিজেপির ভোট-রাজনীতির দোকান খুলেছে।
শুধু শিক্ষালয়গুলো বন্ধ!
এক্ষেত্রেও খুলেছে হরেক কোম্পানির অনলাইন পড়াশোনার ব্যবসা ।
ভবিষ্যতে কি এই বেসরকারি অনলাইন পড়াশোনার ব্যবসাই সরকারের লক্ষ্য?
স্নেহের ছাত্ররা,
বঙ্গ দেশে ঝড়বৃষ্টি কেমন লাগছে বল।
মুকুন্দরাম চক্রবর্তীর "কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি" কবিতার কথা মনে পড়ে? যারা এখন নবম বা গত বছরে নবম শ্রেণিতে পড়েছ, তাদের নিশ্চয়ই আজ এখন উম্পুনের থরহরি কম্পনে কলিঙ্গের সাথে এ বঙ্গের ঝড়বৃষ্টির লম্ফঝম্প দেখে শুনে বেশ শিহরণ লাগছে। ছোটরাও রোমাঞ্চিত হচ্ছ নিশ্চয়ই ।
তবে ঘরের বাইরে একদম যেও না । ঘরের জানালা দিয়ে দেখ, মন দিয়ে শোনো--ঝড় কী বলছে....
বৃষ্টির জলে ভিজতে ইচ্ছে করছে....তাই না?
কিন্তু প্রবল ঝড়ের দাপটে বিপদেরও ভয় আছে। তাই খুব ইচ্ছে করলে, মাবাবাকে জানিয়ে জানালার মধ্যে দিয়ে হাত বাড়িয়ে একটু বৃষ্টির জল মুঠোয় ভরো।
আচ্ছা শান্তনু ,না সৌমশুভ্র , না কি আকাশ --- কে যেন গুণ গুণ করে গাইছ--
এমন একটা ঝড় উঠুক.....
ঝড়ে যায় উড়ে যায় গো....
তবে এখন কেউ বাইরে বেরিয়ে "আমি ঝড়ের কাছে রেখে যাব আমার ঠিকানা " গাইতে যেও না !
বরং এই লকডাউনের বিরক্তি, ভাইরাসের মাত্রাছাড়া ভয় ও আজকের এই ঝড়বৃষ্টির শিহরণ সরিয়ে কিছু একটা আনন্দ ও সৃষ্টির উল্লাস উপভোগ করা যাক।
আগামী সোমবার 25 মে , 11 জ্যৈষ্ঠ -- কাজী নজরুল ইসলামের জন্মদিন ।
গত 8 মে 25 বৈশাখ যেমন আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালনে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম, তেমনি 25 মে অনলাইন নজরুল জয়ন্তী পালন করি। নজরুলের লেখা কবিতা , গান তো করবেই ।
কয়েকটা প্রতিযোগিতা হতে পারে । যথা--
1) অংকন প্রতিযোগিতা :-- (ক) পঞ্চম থেকে সপ্তম শ্রেণি ** বিষয়--ঝড়বৃষ্টির দিন । (খ) অষ্টম থেকে দশম শ্রেণি ** বিষয়-- লকডাউনের কলকাতা ।
2) শ্লোগান লেখা প্রতিযোগিতা :-- সবার একই বিষয় -- করোনা ও লকডাউন ।( 2 পংক্তির শ্লোগান )
3) প্রবন্ধ রচনা প্রতিযোগিতা :-- বিষয় --(ক) "ঝড়বৃষ্টির একদিন" (খ) লকডাউনের একদিন "।
আঁকা ছবি, শ্লোগান ও প্রবন্ধ এখানে 24 মে রাত 10টার মধ্যে পাঠিয়ে দাও ।
25 মে বিকাল 4টা থেকে 7টা অব্দি নজরুল জয়ন্তী অনলাইন অনুষ্ঠানেই তোমাদের প্রতিযোগিতার ফলাফল বেরোবে। পুরস্কার ইস্কুল খুললেই ।
মাননীয় অভিভাবকগণ,
অবশেষে আমরা বিদ্যালয়ের বর্তমান সব ছাত্রের অভিভাবকদের কাল সোমবার 27 এপ্রিল দুপুর 12-30 মিনিটে সরকারি প্রাপ্য মিডডেমিলের চাল-আলু বিতরণের জন্য বিদ্যালয়ে আসতে অনুরোধ করছি ।
প্রথম দফার বকেয়া চাল-আলু মিলিয়ে কাল মাথাপিছু 5 কিলো চাল ও 5 কিলো আলু দেওয়া হবে।
অবশ্যই ছাত্রর ভর্তির বিল ( হারিয়ে থাকলে গত বছরের পরীক্ষার মার্কশিট ) আনতে হবে।
দয়া করে একটি থলি নিয়ে মুখোশ পরে আসবেন ।
স্কুলে এসেই সাবান চেয়ে হাত ধোবেন।
নির্দিষ্ট কাগজে সই করবেন ।
কাল দেড়টার পর কোনও ভাবেই আর বিতরণ হবে না। কারণ লকডাউনের মধ্যেই আমাদের দূরে বাড়ি ফিরতে হবে।
ছাত্রদের আসা চলবেই না।
সবাইকেই অনুরোধ, অন্যদের খবর দিন।
তবে এ বছরে যারা ভর্তি হয়েছে, শুধু তাদেরই অভিভাবকদের দেওয়া হবে।
Madam/Sir,
Please find WhatsApp messages above 👆containing announcement of LIVE BANGLAR SHIKSHA CLASSROOM PROGRAM being aired in ABP ANANDA from 7th April for students of cl. ix-xii. Also please find another announcement on program to be telecast in ZEE 24 GHANTA for students of Cl. vi-viii from 17th April.
You are requested to circulate the messages to all schools with instruction to inform all students/parents/teachers so that the students may be benefited from the program.
He is requested to obtain report from the HOIs to the effect that the message has been properly circulated to all students. His report must reach this end by 6 pm tomorrow positively. The report may be sent to DSE's email or official WhatsApp group.
DEO
SSM, Kolkata
Madam/Sir,
Please find WhatsApp messages above 👆containing announcement of LIVE BANGLAR SHIKSHA CLASSROOM PROGRAM being aired in ABP ANANDA from 7th April for students of cl. ix-xii. Also please find another announcement on program to be telecast in ZEE 24 GHANTA for students of Cl. vi-viii from 17th April.
You are requested to circulate the messages to all schools with instruction to inform all students/parents/teachers so that the students may be benefited from the program.
He is requested to obtain report from the HOIs to the effect that the message has been properly circulated to all students. His report must reach this end by 6 pm tomorrow positively. The report may be sent to DSE's email or official WhatsApp group.
DEO
SSM, Kolkata
®পদার্থবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, আবিষ্কারক, আবিষ্কারের সময় ও দেশ®
আবিষ্কার ➯ আবিষ্কারক ➯ সময় ➯ দেশ
১. প্লবতা ➯ আর্কিমিডিস ➯ ২১২ খ্রিস্টপূর্বাব্দ ➯ সিসিলি, ইতালি
২. বিদ্যুৎ ➯ উইলিয়াম গিলবার্ট ➯ ১৫৭০ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাজ্য
৩. টেলিস্কোপ ➯ গ্যালিলিও ➯ ১৬১০ খ্রিস্টাব্দ ➯ ইতালি
৪. ক্যালকুলেটর ➯ গটফ্রাইড উইলহেম লিমানিজ ১৬৭১ খ্রিস্টাব্দ ➯ জার্মানি
৫. বাষ্পচালিত ইঞ্জিন জেমসওয়াট ➯ ১৭৬৯ খ্রিস্টাব্দ ➯ স্কটল্যান্ড
৬. টেলিভিশন ➯ জন এল বেয়ার্ড ➯ ১৯২৬ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
৭. টেলিফোন ➯ আলেকজান্ডার গ্রাহামবেল ১৮৭৬ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
৮. মাইক্রোফোন ➯ আলেকজান্ডার গ্রাহামবেল ১৮৭৬ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
৯. রেডিও ➯ জি. মার্কনি ➯ ১৮৯৪ খ্রিস্টাব্দ ➯ ইতালি
১০. রেফ্রিজারেটর ➯ জেমস হ্যারিসন ➯ ১৮৫১ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
১১. ডিজেল ইঞ্জিন ➯ রুডলফ ডিজেল ➯ ১৮৯৫ খ্রিস্টাব্দ ➯ জার্মানি
১২. পেট্রোল ইঞ্জিন ➯ নিকোলাস অটো ➯ ১৮৭৬ খ্রিস্টাব্দ ➯ জার্মানি
১৩. রেলওয়ে ইঞ্জিন ➯ স্টিফেনসন ➯ ১৮২৫ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
১৪. ফনোগ্রাফ ➯ টমাস আলভা এডিসন ➯ ১৮৭৮ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
১৫. বৈদ্যুতিক বাতি ➯ টমাস আলভা এডিসন ➯ ১৮৭৮ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
১৬. কম্পিউটার ➯ হাওয়ার্ড আইকেন ➯ ১৯৩৯ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
১৭. থার্মোমিটার ➯ গ্যালিলিও গ্যালিলি ➯ ১৫৯৩ খ্রিস্টাব্দ ➯ ইতালি
১৮. ডায়নামো ➯ মাইকেল ফ্যারাডে ➯ ১৮৩১ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
১৯. এক্সরে ➯ রন্টজেন ➯ ১৮৯৫ খ্রিস্টাব্দ ➯ জার্মানি
২০. লেজার ➯ টি এইচ মাইম্যান ➯ ১৮৬০ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
২১. তেজস্ক্রিয়তা ➯ হেনরি বেকেরেল ➯ ১৮৯৬ খ্রিস্টাব্দ ➯ ফ্রান্স
২২. ফিশন ➯ অটোহ্যান ➯ ১৯৩৮ খ্রিস্টাব্দ ➯ জার্মানি
২৩. পারমাণবিক বোমা ওপেনহেইমার ➯ ১৯৪৫ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
২৪. রেডিয়াম ➯ মাদামকুরি ➯ ১৮৯৮ খ্রিস্টাব্দ ➯ পোল্যান্ড
২৫. ডিনামাইট ➯ আলফ্রেড নোবেল ➯ ১৮৬২ খ্রিস্টাব্দ ➯ সুইডেন
২৬. রাডার ➯ এ এইচ টেলর এবং লিও সি ইয়ং ১৯২২ খ্রিস্টাব্দ ➯ যুক্তরাষ্ট্র
বেহালা শিক্ষায়তনে
পিছিয়ে-পড়া ছাত্রদের
শেখাতে ইচ্ছুক
অঙ্ক/ভৌতবিজ্ঞান
শিক্ষক চাই।
বেতন/সময় আলোচনাসাপেক্ষ।
258 ডায়মন্ড হারবার রোড,বেহালা থানার বিপরীতে ।
সংক্ষিপ্ত জীবনপঞ্জী ও
শেষ পরীক্ষার শংসাপত্র সহ আবেদন করুন
অবিলম্বে ,11মার্চ মধ্যে।
মাধ্যমিক 2020 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা:
© তোমরা ১১:৪৫ এ প্রশ্নপত্র হাতে পাবে। ১০ মিনিটের মধ্যে প্রশ্নটি ভাল করে পড়ে নেবে। বিকল্প প্রশ্নগুলির মধ্যে যেগুলি উত্তর করবে, সেগুলি স্থির করে নেবে।
© ১১:৫৫ তে খাতা পাবে তোমরা। খাতার মধ্যে-
Secondary Examination এর সালটা 2020 লিখবে।
তারপর:- বিষয়, নাম, এডমিট দেখে রোল ও নং লিখবে। Paper এর ঘরটা X করে দেবে।
তারপর; রেজিস্ট্রেশন নং লিখবে। এরপর Syllabus এ New অথবা Old এ Tick দেবে (এখনকার students দের New হবে)।
সবশেষে, Language in which answers will be written এর ঘরে যে ভাষায় উত্তর লিখবে, সেটা লিখবে।
খাতার মধ্যে কোথাও স্কুলের নাম বা অন্যকিছু লিখবে না।
পরে Loose sheet নিলে তার সংখ্যা, মেন খাতার ওপরের দিকে যেন Entry করা হয় ও পরীক্ষক সই করেন, তা লক্ষ্য রেখো।
Loose sheet এও নাম, রোল ইত্যাদি লিখবে।
১২:০০ টার সময় পরীক্ষক নির্দেশ দিলে, উত্তর লেখা শুরু করবে।
© Original Admit card ও Registration certificate ব্যাগে ভরে রাখবে। ঐগুলি প্রতিদিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।
© নিচে রেখে লেখার জন্য শুধুমাত্র Transparent Board ব্যবহার করবে
© পরীক্ষা চলাকালীন প্রত্যেকদিন Attendance sheet এ সই করবে।
© Mobile, Calculator বা ঐ জাতীয় কোন যন্ত্র নিয়ে পরীক্ষা হলে ঢুকবে না।
© প্রথম দিন ১১:০০ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে চলে যাবে।
© নিজের রোল ও নম্বর অনুযায়ী ঘর খুঁজে, রুমে চলে যাবে।
© গ্রাফ পেপার ও ম্যাপগুলিতে নাম, রোল ইত্যাদি লিখবে ও সোজা করে খাতার সঙ্গে আটকাবে।
© ব্যবহৃত পেন, Geometry Box, প্রয়োজনীয় ঔষধ, জলের বোতল সঙ্গে নেবে।
© লাল ও সবুজ কালির পেন ব্যবহার করবে না।
© উত্তর পত্রের প্রতি পাতায় উপরে ও বাম দিকে সর্বাধিক ১ ইঞ্চি চওড়া মার্জিন দেবে।
© Loose sheet গুলি serial অনুযায়ী সুতো দিয়ে বাঁধবে।
© Bag হলের বাইরে রাখবে।
© কোনো সমস্যা হলে, শিক্ষক মহাশয়ের নজরে আনবে, বিচলিত হবে না।
Control Room Numbers -
033-23592264/74
=> এখন খুব রাত পর্যন্ত পড়বে না, হাল্কা খাবার খাবে। শরীর ও মন সুস্থ রেখে, ভাল করে সবাই পরীক্ষা দাও।
বেহালা শিক্ষায়তনের BLOG ID
https://www.blogger.com/u/1/blogger.g?blogID=5225456428384434991#allposts
Motor car existed during vedic period: Gujarat tells its schoolkids After tutoring its primary school children that Mahatma Gandhi was assassinated on October 30, 1948, Japan mounted a nuclear attack on the US during World War II and that a country called Islamic Islamabad was formed after India's partition, the Gujarat government has now come up with textbooks whic...
.......................বেহালা শিক্ষায়তন............................
এখনই চাই
হিসাব লেখক ( ACCOUNTANT ) করণিক ( CLERK )
বাণিজ্যে স্নাতক ( BCom ) হলে ভালো
তবে কাজ জানলেই হবে
কম্পিউটারের ভাষা জানলে ভালো
বেতন যোগ্যতা অনুসারে ১০ হাজার টাকা অব্দি
কাজের সময় সকাল ১১ থেকে ৫টা
কথা হোক ৯০৫১৬১৮২০৯
...................... বেহালা শিক্ষায়তন .....................
বাণিজ্য স্নাতক ( BCom)
হিসাব-লেখক ( ACCOUNTANT )
করণিক (CLERK )
চাই
অবিলম্বে নিয়োগ
কাজের সময় ও বেতন নিয়ে মুখোমুখি কথা
চলভাষ ৮৭৭৭২৯১০৪০
বেহালা শিক্ষায়তনে ( সরকারি মাধ্যমিক স্কুল )
ইংরেজি শিক্ষক খুঁজছি |
সপ্তাহে ৪ দিন | ১১ টা থেকে ৩ টা |
পিছিয়ে পড়া পড়ুয়াদের শিখতে সাহায্য করতে ইচ্ছুক ?
মাইনে? ... চাইনে! ...নিশ্চই কথা হবে তা নিয়ে....
ভাবুন মনে মনে ... জানান ফোনে....
৯০৫১৬১৮২০৯
অপরিচিত প্রিয় সহকর্মীর অপেক্ষায় রই.....
শিক্ষায়তনের রবীন্দ্রজয়ন্তী ২০১৭
RABINDRA JAYANTI 2015
Monday | 11am - 5pm |
Tuesday | 11am - 5pm |
Wednesday | 11am - 5pm |
Thursday | 11am - 5pm |
Friday | 11am - 5pm |
Saturday | 11am - 5pm |
The official page forCalcutta International School truly .. one of the best schools there ever is ,
A place to show off our Jacobean pride, recall fond memories, and share updates. No inflammatory com
National Gems School was founded in 1968 by the Late Ganesh Prasad Khanna at 629, Diamond Harbour Ro
Soda lemon ginger pop, South Point on the top! This is a page run by alumni. It’s is NOT the offic
One of the best Kendriya Vidyalayas in Eastern India, picturesque campus, best faculties, and unique
This page is created for the students of M. P. Birla Foundation H.S. School
Located in South Calcutta, it is a co-ed institute imparting education under the affiliation of CISC
A co-ed school located at Salt Lake City, Kolkata with classes up to Class XII following the ICSE and ISC Syllabus
This is the unofficial page of Ram Mohan Mission High School in facebook. To know about courses and
First and most impressive education with new concepts,including various child development programs,S
The Assembly of God Church is a school in the city of Kolkata. Established in the year 1964 with mod