19/12/2022
সালটা 1998। কয়েকটি বাবা-মা স্বপ্ন দেখা শুরু করেছিল তাদের "বিশেষ" ছেলেমেয়েদের নিয়ে। ফলস্বরুপ আত্মপ্রকাশ করেছিল মর্নিং গ্লোরি।
দেখতে দেখতে 24টা বছর কেটে গেল। আজ 25 বছরের দোরগোরায় দাঁড়িয়ে একঝাাঁক কৃতজ্ঞতা তাদের জন্য যাঁরা বিভিন্ন সময় এই কর্মকান্ডে যুক্ত হয়েছেন, সমস্ত শুভানুধ্যায়ি যাঁরা পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন নিরন্তর, সেই সকল মানুষ গড়ার কারিগরদের যাঁদের নিরলশ প্রচেষ্টা এদের গড়ে তুলছে, সব মা-বাবাকে যাঁরা ভরসা রেখেছেন, সেই সব মানুষ ও প্রতিষ্ঠানকে যাঁরা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আরো স্বপ্ন দেখার জন্য উসকে দিয়েছেন।
গতকাল আমাদের বাৎসরিক ক্রীড়া উৎসবের মাধ্যমে শুরু হয়ে গেল 25 বছর পূর্তি উদযাপন। আগামী বছর ভর উদযাপিত হবে নানান সামাজিক কর্মযজ্ঞ।
সকলকে পাশে চাইছি।
01/10/2022
মর্নিংগ্লোরি ইন্টিগ্রেটেড স্কুল আগামী বছর ২৫তম বছরে পদার্পন করবে।
এই দীর্ঘ পথ চলায় আমাদের সাথে সম্পর্কে যুক্ত হয়েছেন অনেক সহৃদয় মানুষ ও সংগঠন। একমাত্র তাঁদের সহযোগিতা ব্যতিত আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, এবং এখনো তাই।
এই রকম একটি সংস্থা #কালিঘাটনেপালভট্টাচার্যস্ট্রীটক্লাব#
সব থেকে পুরোনো সম্পর্ক আমাদের সাথে তাদের। এবং সময়ের স্রোতে #কালিঘাটনেপালভট্টাচার্যস্ট্রীটক্লাব এবং #মর্নিংগ্লোরিইন্টিগ্রেটেডস্কুল কবে যেন একাত্ম হয়ে গেছে।
গত চতুর্থীর সন্ধ্যায়, প্রতি বছরের মতো এবছরেও তাঁদের মাতৃ পুজোর উদ্বোধন হলো আমাদের স্কুলের বিশেষ শিশুদের দ্বারা। আর এই ৩০জন শিশুদের হাতে কালিঘাট নেপালভট্টাচার্য স্ট্রীট ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হলো নতুন পোষাক।
#কালিঘাটনেপালভট্টাচার্যস্ট্রীটক্লাব
#মর্নিংগ্লোরিইন্টিগ্রেটেডস্কুল
#শারদশুভেচ্ছা
30/09/2022
With Paper bags and greeting card made by our studentd
30/09/2022
Our Sincere gratitude to Century Plyboards India Ltd.
Garments and puja gifts distribution to our special children...
Thanks a lot to Mr. Kaushik Gupta..
Mr. Sandip Kar & Mrs. Megha Suri....
Our children and MGIS team enjoyed your presence and the event.
Thanks a lot to Century Plyboards (I) Ltd for their all time support.....
WITH VERY SPECIAL MENTION OF
MR. RAJESH AGARWAL SIR.....
Our children missed you a lot that day. Hope we shall meet you soon.
25/09/2022
জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী।
অভয়া শক্তি, বলপ্রদায়িনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো।
শুভ মহালয়া
05/09/2022
আমাদের বহুদিনের সাথী শারদীয়া চ্যারিটেবল ট্রাস্টের প্রিয়াঙ্কা
তোমাদের ভালবাসা আমাদের উৎসাহিত করে।
05/09/2022
আমার পরমবন্ধু......আমাদের বিদ্যালয়ের অন্যতম সদস্য....শান্তনু চক্রবর্তী একাহাতে মঞ্চ সামলানোর দায়িত্বে।
05/09/2022
আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা সম্মান প্রদান
05/09/2022
শিক্ষাগুরুদের সম্মাননা প্রদান
স্কুলের ছাত্র ছাত্রীদের দ্বারা
05/09/2022
আমাদের বিদ্যালয়ের বিশেষ শিক্ষিকা ও শিক্ষাকর্মী...সারাটা বছর আপনাদের অক্লান্ত পরিশ্রম এদের অভিভাবকদের মুখে হাসি ফোটাতে পারলে সে এক পরম পাওয়া।
তাই আপনাদের সম্মান জানাতে পেরে আমরা নিজেরা সম্মানিত।
05/09/2022
পাপিয়াদি...... আপনার সান্নিধ্যে আমরা গর্বিত।
05/09/2022
আমাদের দীর্ঘদিনের পথপ্রদর্শক,পৃষ্ঠপোষক শ্রীযুক্ত মুকুন্দলাল দ্ত্ত মহাশয়ের উপস্থিতি আজকের অনুষ্ঠানকে এক অন্যমাত্রা এনে দিয়েছে।
আপনাকে অনেকদিন পরে পেয়ে আমরা ধন্য।
05/09/2022
শিক্ষক দিবসের পুন্যলগ্নে আমাদের সকলের পরম গুরু,আমাদের বিদ্যালয়ের শিক্ষাগুরু শ্রীমতি মঙ্গলা চক্রবর্তীকে সম্মাননা প্রদান করতে পেরে আমরা সম্মানিত।
03/09/2022
Upcoming Event
Special Educators and Caregivers felicitation
on 5th September
31/08/2022
Many Happy Returns of the day
Miska-Juyana.
GOD BLESS YOU BOTH
Your special friends of the school enjoyed a lot in your birthday celebration with cakes,gifts and lots of fun.
Thanks to your parents for arranging this beautiful events and ofcourse our gratitude to Paiya Di.
31/08/2022
GO GREEN drive
Every studnts teachers staffs has planted a tree each to observe the go green drive initiated by our institution today.
Children specially dressed with green and white made the programme gorgeous.
We are extteamly thankful to all the parents and to all who took part and made the programme a grand sucess.
30/08/2022
কালকে স্কুলের বৃক্ষরোপনের প্রস্তুতি🎋
16/08/2022
বিশিষ্ট চিত্রাভিনেত্রী, থিয়েটার পারসনালিটি, টিভি সিরিয়ালের অতি পরিচিত মুখ শ্রীমতি মিঠু চক্রবর্তী আজকে আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। আমাদের ছেলেমেয়েদের সাথে কিছুটা সময় কাটিয়ে গেলেন। বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। আমরা এবং আমাদের ছেলেমেয়েরা আপ্লুত।
ওনাকে স্কুলে নিয়ে আসার জন্য আমাদের অত্যন্ত আপন এবং মর্নিংগ্লোরির বহুদিনের সাথী পাপিয়া দিদিকে (সেন) কৃতজ্ঞতা ও প্রনাম।🙏🙏🙏
15/08/2022
৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন
জয় হিন্দ। বন্দেমাতরম
11/08/2022
ভালবাসা....বন্ধন....
শুভ রাখী বন্ধন
আমরা আজ অত্যন্ত আনন্দিত আমাদের বিশেষ শিশুদের সাথে উপস্থিত থেকে আমাদের আপ্লুত করেছেন।
আমরা কৃতজ্ঞ বিবেক সংঘের কাছে। তাদের সদস্যদের উপস্থিতি এবং আনন্দ দানে আমাদের ছেলেমেয়েরা আপ্লুত।
আমরা কৃতজ্ঞ সংযোগ ও সম্প্রীতির কাছে, তাদের উপস্থিতি ও গানবাজনার মাধ্যমে আমাদের ও আমাদের ছেলেমেয়েদের অভুতপূর্ব আনন্দ দান করার জন্য।
একইভাবে আমাদের কৃতজ্ঞতা মধুমন্তী দেবী ও তাঁর সংগঠন সময় ফাউন্ডেশনকে। ওঁদের সাথে আমাদের কর্মকান্ড বহুদিনের। বরাবরের মতো আজকেও ওনাদের উপস্থিতি আমাদের ছেলেমেয়েদের আনন্দ দান করেছে।
আজকে, রাখী বন্ধনের পবিত্র দিনে, আমাদের একমাত্র চাওয়া... আগামী দিনেও যেন সকলকে,আমাদের পথ চলায় এইভাবেই সাথে পাই।
19/07/2022
New venture of vocational unit
paper bag production by our special children.
trying to meet order....
02/07/2022
#প্রতিষ্ঠাদিবস_মর্নিংগ্লোরিস্কুল
#সেবা_বৃদ্ধৃাবাস
আজকের দিনটা হিসেবমতো আমাদের সকলের আনন্দের দিন।
আজ থেকে ২৪ বছর আগে শুরু হয়েছিল পথচলা।
আজকের এইদিনটাতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই সব অবলম্বনহীন বয়স্ক সহনাগরিকদের একটি আবাসস্থলে।
বিভিন্ন কারনে এনারা আজ অবলম্বনহীন সঙ্গীহীন হয়ে বেঁচে আছেন.....হ্যাঁ কেবলমাত্র বেঁচেই আছেন এবং হয়ত অতিবাহিত সুখ-দু:খময় দিনগুলির স্মৃতিচারনই সময় কাটানোর একমাত্র হাতিয়ার করে।
বিশ্বাস করুন, মনটা আজ ভিষন ভারাক্রান্ত হয়ে উঠল।
আমরা আমাদের সাধ্য অনুযায়ি মধ্যাহ্নকালিন খাদ্যসামগ্রী ইত্যাদী নিয়ে তাঁদের মুখে.....একটু সময় হলেও.....হাসি দেখতে।
হ্যাঁ, যাঁদের তত্ত্বাবধানে এখানে এঁরা আছেন... তাঁরা সাধ্যমত এদের ভাল রাখার চেষ্টা করেচলেছেন।
আর আমরা... আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে....বিগত বছরগুলির মতো আজকের এই বিশেষ দিনটিতে আমরা ছিলাম এঁদের পাশে।
কারন যাই থাকুক.... কোনো মানুষের 'বৃদ্ধাবাস' যেন ঠিকানা না হয়ে ওঠে.....
লেখনী ও ছবি - আনন্দ ভুঁইয়া
01/07/2022
🙏জয় জগন্নাথ🙏
স্কুলে আজ রথযাত্রা উদযাপন।
29/06/2022
Vocational work.
Non-flame cooking, garnishing and serving
by the Students.
26/06/2022
লায়ন্স ক্লাব অফ কলকাতা, আজকে তাদের "আশায়েঁ" অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের জন্য আমাদের হাতে তুলে দিল খেলাধুলার সরঞ্জাম। একই সাথে সন্মানিত করল আমাদের শিক্ষিকাদের।
আমাদের আন্তরিক কৃতজ্ঞতা লায়ন্স ক্লাব অফ কলকাতা- কে।
26/06/2022
এক মুসকান কে লিয়ে --- বিশেষ শিশুদের নিয়ে আজকে সারাটা দিন উদযাপিত হল UNMISH এর উদ্যোগে।
নানা রকমের মজার খেলা, নাচ-গান, রান্নাবান্না, বিভিন্ন ধরনের হাতের কাজ ইত্যাদীর কর্মশালা এবং সাথে অবশ্যই হরেক রকমের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজ অনুষ্ঠিত হল এই কর্মশালা। বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ ছেলেমেয়েদের সাথে উপস্থিত থেকে আনন্দে মেতেছিল মর্নিংগ্লোরি ইন্টিগ্রেটেড স্কুলের ছেলেমেয়ে, তাদের অভিভাবক- অভিভাবিকা এবং বিদ্যালয়ের শিক্ষিকারাও।
আমাদের আন্তরিক কৃতজ্ঞতা UNMISH কে।
31/05/2022
গতকাল যাদবপুর বাংলা নববর্ষ উৎসব সম্মিলনীর রবীন্দ্র সন্ধ্যায় মর্নিংগ্লোরি স্কুলের উপস্থাপনা---
তাসের দেশ-এর নির্বাচিত অংশ।
কৃতজ্ঞতা যাদবপুর বাংলা নববর্ষ উৎসব সম্মিলনীকে।
31/05/2022
গতকাল যাদবপুর বাংলা নববর্ষ উৎসব সম্মিলনীর রবীন্দ্র সন্ধ্যায় মর্নিংগ্লোরি স্কুলের উপস্থাপনা---
তাসের দেশ-এর নির্বাচিত অংশ।
কৃতজ্ঞতা যাদবপুর বাংলা নববর্ষ উৎসব সম্মিলনীকে।
27/05/2022
গত ১১তারিখের চক্ষু পরিক্ষা শিবিরে ছানি অপারেশনের জন্য যে ২২জনকে শনাক্ত করা হয়েছিল তাঁদের সকলকে হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হল সম্পূর্ণ বিনামুল্যে।
আমাদের ভিষন কাছের একজন মানুষ বিদেহী রনেন্দ্র নাথ ব্যার্নাজ্জীর স্মৃতীতে শ্রদ্ধা নিবেদনে আমাদের এই প্রয়াস।#বহুজনসুখায়বহুজনায়হিতায়চ#
সৌজন্যে - লায়ন্স বিমল পোদ্দার আই হাসপাতাল।
12/05/2022
#বহুজনসুখায়বহুজনহিতায়চ.......
মর্নিংগ্লোরি ইন্টিগ্রেটেড স্কুলের একটি সামাজিক প্রয়াস....স্বর্গীয় রণেন্দ্রনাথ ব্যানার্জ্জীর স্মৃতিতে ক্যালকাটা লায়ন্স বিমল পোদ্দার আই হসপিটাল দ্বারা সম্পূর্ন বিনামূল্যে চোখ পরীক্ষা, চশমা প্রদান ও ছানি অপারেশন শিবির আজ অনুষ্ঠিত হলো।
সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুনীজনদের উপস্থিতি এই মহতি প্রচেষ্টাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছিল। একই সাথে আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো কলকাতা পুলিশ কতৃক প্রদত্ত sanitary napkin vending machine এবং incinetor macine এর।
আজকের এই শিবিরে দেড়শতাধিক মানুষকে চিকিৎসার সুযোগ করে দিতে পেরে আমরা অনুপ্রানিত।
আমরা সকলের কাছে কৃতজ্ঞ।
09/05/2022
হে নুতন........
দেখা দিক আর বার
মর্নিংগ্লোরি স্কুলের কবিপ্রনাম
09/05/2022
আমার মুক্তি আলোয় আলো, এই আকাশে....
মর্নিংগ্লোরি স্কুলের কবিপ্রনাম
27/04/2022
মর্নিংগ্লোরি স্কুলের একটি সামাজিক উদ্যোগ
১১ই মে, বুধবার, ২০২২
আমাদের স্কুলের একজন শুভচিন্তকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে........আমাদের প্রচেষ্টা
সকলের সাদর আমন্ত্রন।
সকলের সহযোগিতা কামনা করছি🙏🙏🙏
14/04/2022
এসো হে বৈশাখ, এসো, এসো
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক, যাক, যাক
এসো, এসো
এসো হে বৈশাখ, এসো, এসো।
মর্নিংগ্লোরি স্কুলের বাংলা প্রাক নববর্ষ উদযাপন।
আজ স্কুলে। আজকের বিশেষ আকর্ষন ছিল স্কুলের ছাত্রছাত্রীদের অভিনিত দুটি নাটক-- গন্ধবিচার এবং তাসের দেশের নির্বাচিত অংশ।
এছাড়া ছিল গান আবৃত্তি সিনথেসাইজার ইত্যাদী।
আমাদের কৃতজ্ঞতা শারদীয়া পরিবারের প্রত্যেক সদস্য সদস্যার প্রতি এমন একটা সুন্দর অপরাহ্নকে আরও উজ্জ্বলতম করে তোলার জন্য।