
Assalamu Alaikum
বর্তমান সময়ে পৃথিবীর পুরো ক্ষমতা যাদের হাথে তাদের কথা হচ্ছে আগে ইনসানিয়ত অর্থাৎ মনুষ্যত্ব পরে মাজহাব বা ধর্ম কিন্তু সারা বিশ্বে যখন মুসলমান রক্তাত্ব লহুলোহান তখন মনুষ্যত্বের লেবেল লাগানো ধজাধারিরা মুখে কুলুপ এটে চুপ করে বসে থাকে। আসল কথা মুসলমান ,হাকের ন্যায়ের জন্য লড়াই করলেই তাকে বিশ্বব্যাপী সন্ত্রাসী তকমা দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ এনে হয় তাকে কারারুদ্ধ করা না হয় মৃত্যুদণ্ড দিয়ে বিশ্ব থেকে সেইসব বীরদের নামোনিশান মিটিয়ে ফেলা আর এই চক্রান্তের মাথা হল জঘন্য কুচক্রী ইহুদি গোষ্ঠী। ওরা সূদ নামক ব্যবসাকে বিশ্বেরবুকে প্রমোট করে এবং মিথ্যা ও কুচক্রের মাধ্যমে গোটা বিশ্বকে কাবু করে রেখেছে আসল কথা হলো আগে বাইতুল মাকদস অর্থাৎ মাসজিদুল আকসা ওদের হাতে ছিল কিন্তু অতিরিক্ত আল্লাহ তাআলার নাফারমানি এবং নবীদের (আ:) নিপিড়ণ এবং হত্যার কারনে মাসজিদুল আকসার দায়িত্বভার ঈসাই অর্থাৎ খ্রিষ্টান এবং পরে সম্পুর্ণরুপে মুসলমানদের হাতে আল্লাহ সুবহানাহুওতাআলা দায়িত্বভার দেন আর সেটা ওরা কোনো ভাবেই হজম করতে পারছে না। তবে একথা ইহুদীরা জেনে রাখুক ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন জয় মুসলমানদেরই হবে ইন শা আল্লাহ , কেননা ওরা আশা করে ওরা যেন হাজার বছর আয়ু পায় কিন্তু মুসলমান চায় শহিদ হতে অতএব জয়ী তো মুসলমানই হবে ইনশাআল্লাহ এবং তাক্যায়ামততক আল্লাহ সুবহানাহুওতাআলার মনোনীত দীন ইসলাম কায়েম থাকবে ইনশাআল্লাহ। তকবীর.....
আল্লাহূআকবার।