The Career Mentor

The Career Mentor

Share

Unlock the door to Millions of Career Opportunities after class 12th! Get the best Career Assistance with The Career Mentor.

It provides an insight to a whole new world of prospects to the students who dream high to pursue a path-breaking career. https://www.youtube.com/c/AliKawserTheMentor

04/07/2025

মাইক্রোবায়োলজি পড়লে বিভিন্ন ক্যারিয়ারের সুযোগ আছে, যেমন:

রিসার্চ সায়েন্টিস্ট – গবেষণা ও নতুন মাইক্রোবস নিয়ে কাজ।
বায়োটেকনোলজি – জিন প্রযুক্তি ও ড্রাগ প্রোডাকশন।
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি – মেডিসিন ও ভ্যাকসিন তৈরি।
ফুড সেফটি – ফুড সেফটি এবং প্রিজারভেশন।

মেডিকেল ল্যাব – রোগ শনাক্তকরণ ও ইনফেকশন কন্ট্রোল।
এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি – পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ।
এপিডেমিওলজি – রোগের বিস্তার এবং মহামারি গবেষণা।
শিক্ষকতা – বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ।
কনসালটেন্সি – মাইক্রোবায়োলজি সম্পর্কিত পরামর্শদান।

এগুলি ছাড়াও, সরকারি ও বেসরকারি গবেষণা, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট বা ইনফেকশন কন্ট্রোল স্পেশালিস্ট হিসেবে কাজ করার সুযোগও আছে।

25/06/2025

চিকিৎসাক্ষেত্রে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শুধু মেডিসিন প্রোভাইড করেন না, বরং পেশেন্টের ট্রিটমেন্ট ও সেফটির ক্ষেত্রে সরাসরি অবদান রাখেন। যেমন -

🔸 ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক মেডিসিন দেওয়া
🔸 ডোজ, সময় ও ব্যবহারের নিয়ম বোঝানো
🔸 ওষুধের সাইড এফেক্ট, drug interaction সম্পর্কে সতর্ক করা
🔸 ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মিলে কাজ করা
🔸 ভ্যাকসিন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন করা
🔸 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির গবেষণা ক্ষেত্রে কাজ করা

24/06/2025

🎓 BBA কোর্স করার আগে ভালো করে এই কোর্স সম্পর্কে বুঝে তারপরেই কলেজ সিলেক্ট করো। তোমার স্বপ্ন পূরণে আমরা আছি পাশে।

এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করো আমাদের ক্যারিয়ার মেন্টরের সাথে।

☎️ 8420788741

20/06/2025

CBI হল ভারতের অন্যতম প্রধান investigative agencies। বড়ো বড়ো অপরাধের তদন্ত করাই এই ডিপার্টমেন্টের মূল কাজ।

এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন) সিজিএল পরীক্ষা দিয়ে সিবিআইয়ের যে সব পদে নিযুক্ত হওয়া যায় সেগুলি হল:

ইন্সপেক্টর,
সাব-ইন্সপেক্টর,
সহকারী সাব-ইন্সপেক্টর,
হেড কনস্টেবল এবং কনস্টেবল

এই কোর্সের বিস্তারিত জানতে কথা বলো আমাদের ক্যারিয়ার মেন্টরের সাথে।
☎️ 8420788741


18/06/2025

প্রাচীনকাল থেকে বর্তমান, মানুষ ফ্যাশন অনেক বেশি পছন্দ করে। নিজেকে স্টাইলিশ ও সবার থেকে আলাদা দেখানো এখনকার জেনারেশনের ট্রেন্ড। তাই ফ্যাশন ডিজাইনিং এ নিজের ক্যারিয়ার গড়তে হলে সবার আগে জানতে হবে এই কোর্স করার পর চাকরির কি কি সুবিধা আছে।

তাই এই কোর্সটি কিভাবে করবে, কোথায় করবে, এই সমস্ত ডিটেইলস এ জানতে কথা বলো আমাদের ক্যারিয়ার মেন্টরের সাথে।

10/06/2025

তুমি কি HS পাশ করেছো? B.Sc নার্সিং করার কথা ভাবছো?
তাহলে চলো জেনে নিই এই কোর্সটি তুমি কেন বেছে নেবে -

Highlights:
জব সিকিউরিটি: যেকোনো কোর্স করার আগে ভাবতে হয় যে কোর্স শেষে জব পাওয়ার সম্ভাবনা কত টা রয়েছে। তুমি যদি নার্সিং কোর্সটিকে বেছে নাও তাহলে বলতে হবে যে কোর্স শেষে সরকারি বা বেসরকারি হসপিটালে তুমি যাবে।

এবার আসি হাইয়ার স্টাডি করার বিষয়ে। কোর্স শেষে যদি চাকরি না করে আরো স্টাডি করার কথা ভাব তাহলে M.Sc নার্সিং করতে পারো।

এখানেই শেষ নয়, এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করো আমাদের ক্যারিয়ার মেন্টরের সাথে।

☎️ 8420788741

02/06/2025

BCA করে কী কী করা যায়?
🔸 সফটওয়্যার ডেভলপার
🔸 ডাটা এনালিস্ট
🔸 ওয়েব ডিজাইনার
🔸 নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর
🔸 সাইবার সিকিউরিটি এক্সপার্ট

BCA-র চাহিদা কেন এত বেশি?

আজকের ডিজিটাল যুগে সব কিছুই কম্পিউটারের উপর নির্ভরশীল। তাই কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে চাকরির বাজারে আপনার চাহিদা অনেক বেশি থাকবে।

আরো জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো নিচের দেওয়া নাম্বারে।
☎️ 8420788741

24/05/2025

ক্যারিয়ার নিয়ে টেনশন? কি করবে এরপর?

Career Mentor শুধুমাত্র তোমার সমস্ত একাডেমিক সমস্যার সমাধান নয়, Career Mentor তোমার Career এর বন্ধু।

Arts, Commerce কিংবা Science, যেকোনো বিভাগেই পড়ো না কেন,
বেস্ট ক্যারিয়ার অপশন খুঁজে দেওয়ার দায়িত্ব Career Mentor এর।

16/05/2025

জার্নালিজম নিয়ে পড়ার পর তুমি অনেকগুলো ক্যারিয়ার স্কোপ পাবে। সেগুলোই নিচে আলোচনা করা হলো -

নিউজ রিপোর্টিং
ইনফরমেশন কালেক্ট করা, এক্সপ্লেইন করা এবং এবং মিডিয়া টিমে প্রেরণ করাই নিউজ রিপোর্টারের প্রধান কাজ।

টিভি এবং রেডিও জার্নালিজম
টিভি ও রেডিও চ্যানেলগুলোতে নিউজ উপস্থাপক, রিপোর্টার, প্রোডিউসার, বা ডিরেক্টর হিসেবে কাজ করা সম্ভব।

অনলাইন জার্নালিজম
অনলাইন নিউজ পোর্টাল বা ব্লগগুলোতে কন্টেন্ট রাইটার, রিপোর্টার, এডিটর হিসেবে কাজ করা যায়। সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংবাদ পরিবেশনও প্রতিনিয়ত বাড়ছে।

এছাড়াও, তোমার লেখার ধরন এবং আগ্রহ অনুসারে আরও অনেক সুযোগ রয়েছে, যেমন ডকুমেন্টারি তৈরি, ফটোগ্রাফি, বা ভিডিও জার্নালিজম।

07/05/2025

বর্ণে, ছন্দে, গীতিতে, প্রতিবাদে সবেতেই লেগে রবির ছোঁয়া।
জন্মবর্ষে জানাই শতকোটি প্রণাম। 🙏🌸

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Newtown
Kolkata
700156