
আজ আনন্দবাজার পত্রিকায় ❤️❤️
Bengali Medium. Primary & Secondary Section. Arts, Pure and Bio Science for class 11 and 12.
Operating as usual
আজ আনন্দবাজার পত্রিকায় ❤️❤️
জানিয়েছেন Sabari,
"Ajke Shikshak Dibase kichhu bolte icche korlo . Ami 1971 passout. Jani amar samoyer teachers ra sakolei anekdin agei abosar niyechhen . Tnader uddesye janai amar sasrodhyo Pranam. Amar school er sab teachers jonyoi roilo ajker Siskshak Dibase amar anek bhalobasa ar subheccha . Tomra chhatri ra amader school er nam aro chhoriye dao biswer darobare ei prarthona kori . Amader samoye prodhan sikshika chhlilen Pratibha Di, pare hoyechhilen Lotika Di .Aro aneke Pranati Di ,Aloka Di, Bela Di ,Anupama Di , Anubha Di , Kalpana Di, Bela Di ,Shobha Di ,Arati Di aro aneke enader pratyeker theke parasuna chharao ki kore bhalo manush hoa Jay sei siksha diyechhen . Asha kori sei tradition akhono bajay achhe. Jibaner sesh prante dnariye akhono mene cholechhi. Amader School niye eijonyo akhono Garbo hoy. Amader School niye ei kata katha balar lobh samlate na pere Facebook er madhyome janalam. Bijoy Da ,Prafullo Da eder obodan o bholar noy. Tomra sakole bhalo theko . Sakoler jonyo roilo amar anek bhalobasa ar subhaccha."
আমার বাড়ি
কেমন আছো? আমাকে আর একটুও মনে পড়েনা বলো! এই চঞ্চল মেয়েটার হাত থেকে রেহাই পেয়েছ বলে নিশ্চই খুব মজায় আছো!
১০:২৫ থেকে ৪:৫০ অবদি খুব জ্বালাতন করতাম বলো! আজ দুবছরের বেশি হয়ে গেলো তোমার কাছে যাইনা। আর টিফিন হলেই পাঁচ তলায় ছোটাছুটি করে খেলা হয়না। কোনো প্রোগ্রাম আসলেই আর সব ক্লাস ফাঁকি দিয়ে রিহার্সাল করা হয় না।
তোমার সঙ্গে ১০টা বছর কাটানোর সময় খুব একঘেঁয়ে লাগত। তুমি তো জানোই সেই কথা!
কিন্তু আজ এই সময়ে শুধু মনে হয় ওই একঘেঁয়ে বাড়িটাই সব থেকে শান্তির জায়গা।
একটা আবদার করবো রাখবে?
আরেকবারের মতো এই অবাধ্য , চঞ্চল মেয়েটাকে নিজের কাছে জায়গা দেবে? আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব মিস করি। কান্না পায় আজ তোমার স্মৃতি মনে পড়লে।
চেষ্টা করো একবার যদি সময় পিছিয়ে দিয়ে আবার আমাকে জায়গা দিতে পারো 🙂
তোমার কাছে গেলে এক অদ্ভুত শান্তি পাই।
ইতি
অবাধ্য চঞ্চল মেয়ে
সকলে বাধ্য মেয়ের মতো
নিয়ম মেনো
অন্যদেরও মানতে বলো।
মা
ছবি সৌজন্যে: রিনা দত্ত দি।
সকলের মঙ্গল হোক
কাল পুজো।স্কুলে যেও।
Enjoying sports
আজ আনন্দবাজার পত্রিকায় 😊
amar meyera amader konodin here jete jabe na.
m.p out of 111 -65. 1st div,25 *.89%hgst
H.S- out of 28,
27 1st div.14*. 87.4%hgst.
ami sakaler jonyo anandoto.
16 th mohit moitra halle 10 ta theke prize.jara 1st class peyecho b.a/b.sc/m.a/m.sc te nxt wk e jogajog koro.must.must.must.
প্রতিদিন 😊
#আমার_স্কুল
#সরস্বতীর_সেরা_স্কুল
আজকের আনন্দবাজারে সরস্বতীর সরস্বতী
2018's puja preparation..
more than 1k likes on the wall of saraswati balika vidyalaya.we r thankful 2 them.
ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি মিছিলে আমার মেয়েরা
#বিশেষ_ঘোষণা-সরস্বতী বালিকা বিদ্যালয়ের যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে graduation or master degree তে 1st class or rank-holder হয়েছ , সেই সকল ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের সার্টিফিকেট আমাদের স্কুলের facebook Page এ পোস্ট করো এবং বিস্তারিত বিবরণ তার সাথে লিখে জানাও।
page এ বা আমাদের শ্রদ্ধেয়া বড়দি শ্রীমতী শর্মিষ্ঠা ভট্টাচার্য এর সাথে সরাসরি যোগাযোগ করো। তাঁর সাথে facebook ও তোমরা যোগাযোগ করতে পারো।
স্কুলের তরফ থেকে তাদের সম্মানিত করা হবে,সেই কারণে সকলকে অনুরোধ করা হচ্ছে যে, তোমাদের result এর বিস্তারিত বিবরণ আমাদের স্কুলের facebook Page এ জানাও।
তোমরা তোমাদের batchmate দের সকলকে এই খবরটি জানিও।পোস্টটি দয়া করে সবার মধ্যে share করে দিও।
শিক্ষক দিবসের ভালবাসা নাও। সার্থক শিক্ষার আলোক ছড়াও।
bca,mca,meye keu acho? khub urgent. contact wth scl immediately.
আগামী কাল স্কুলের সোনালী দিন।মাধ্যমিকে নবম,কলকাতা জেলার মেয়েদের মধ্যে প্রথম, আমাদের সোনার মেয়ে মধুমন্তী দে কে স্কুলের শিক্ষিকারা মিলিত ভাবে সম্বর্ধনা দেবে।ওর সাফল্যের বিচ্ছুরণে আজ আমরা সকলেই আলোকিত।এই উপলক্ষে সকলের শুভেচ্ছা চাই।
বড়দি।
je sab Sbvians university e rank peyecho ba 1st class peyecho, tara scl e jogajog koro. aug er modhye.
edu m.a,hons thakle scl e dekha koro.with c.v
H.S out of 33 - 31 1st division, 19 star. 89.6% highest.
Today's article 😊
‘ভাল’ স্কুল এ বার রাজ্যে নজরকাড়া ঝাঁ-চকচকে, ইংরেজি মিডিয়াম স্কুলগুলির টানটান প্রতিযোগিতা থেকে বরাবর দূরেই রয়েছে এই স্কুল। ধারাবাহিক ভাবে ভাল ফল করে এলেও, সাজসজ্জায় বা চালচলনে চোখে পড়ার মতো দাগ কাটতে পারেনি এত দিন। কিন্তু শনিবার সকালে মাধ্যমিকের ফল বেরোতেই এই স্কুল প্রমাণ করে দিল, আন্তরিকতা আর অধ্যবসায়ের যুগলবন্দিতে মাথা উঁচু করে উ...
আজ আনন্দবাজার পত্রিকায়..... :)
amar meye madhyamik e 9th. kolkatay meyeder modhye 1st. sabai khub ananda koro. students, teachers, guardians saklke dhonyobad. out of124 ;88 1st div, 43star.
The 9th highest scorer is from . :)
#2017
নতুন বছর সকলের আনন্দে কাটুক
আজকাল, সোমবার।
Timeline photos
দেবীর আরাধনায় সরস্বতী বালিকা...
এবারের বিষয় - সূর্য
সবার নিমন্ত্রণ রইল ।। :)
আজ২টো, ২০১৬উচ্চমাধ্যমিক ছাত্রীদের বিদায় সম্বর্ধনা। তাদের আমন্ত্রণ রইল।
Happy Teachers' Day !!! ♡
"শিক্ষক দিবসের প্রস্তুতি চলছে।মেয়েদের নেমন্তন্ন,দিদিদের উপহার,সব ছাত্রীর জন্য।"
Monday | 10am - 4:50pm |
Tuesday | 10am - 4:50pm |
Wednesday | 10am - 4:50pm |
Thursday | 10am - 4:50pm |
Friday | 10am - 4:50pm |
The official page forCalcutta International School truly .. one of the best schools there ever is ,
A place to show off our Jacobean pride, recall fond memories, and share updates. No inflammatory com
National Gems School was founded in 1968 by the Late Ganesh Prasad Khanna at 629, Diamond Harbour Ro
Soda lemon ginger pop, South Point on the top! This is a page run by alumni. It’s is NOT the offic
One of the best Kendriya Vidyalayas in Eastern India, picturesque campus, best faculties, and unique
This page is created for the students of M. P. Birla Foundation H.S. School
Located in South Calcutta, it is a co-ed institute imparting education under the affiliation of CISC
This is the unofficial page of Ram Mohan Mission High School in facebook. To know about courses and
OFFICIAL PAGE OF DUMDUM MOTIJHEEL GIRLS HIGH SCHOOL
First and most impressive education with new concepts,including various child development programs,S