Nangi High School

Nangi High School

Comments

Special Discount for H.S students

Best wishes to All H.S Students
অনেক কথার চৌকাঠ আর চরিত্রের দল ঘিরে রেখেছে আপনার মগজকে? সমাজ বন্দি, গোষ্ঠী বন্দি, কিন্তু চরিত্ররা কেন বন্দি? তাদেরকে মুক্ত করে দিন অণুগল্পের মাধ্যমে। জমায়েত হোক আমাদের X-GEN Media & Entertainment এর page- এ| সেখান থেকে সেরাটি বেছে নেবেন গল্প তৈরির কারিগরেরা।

-- X-GEN Media & Entertainment --
আমি আশীষ কুমার বর্ধন, 1976 এর মাধ্যমিক ব্যাচ। আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে চাই।
Nangi High School Alumni Association 2020...
For Alumni membership and registration please contact me....
Share this video..
We welcome you all...
1st time in our town...
এসো সকলে
দেখা হোক সকলের সঙ্গে আসছে জানুয়ারিতে...
HELLO FRIENDS
B.J.S.M HIGH SCHOOI

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nangi High School, High School, Nangi, chatterjee Para, Batanagar, KOLKATA.

Operating as usual

29/07/2022

★Urgent★
Need A Part Time Teacher of COMS/COMA.
Qualification -
M.Sc in Comp Sc / MCA/M.Tech in Comp Sc.
Remuneration & Other Conditions - Negotiable.
Send Your CV via email id-
[email protected]
Last date - 02.08.22

18/07/2022

✍️ NANGI HIGH SCHOOL (H.S.), BATANAGAR,
KOL - 140

★★Urgently Required..

★PART TIME TEACHER.
★Sub - BIOS
★Qualification- PG/ Hons.

★★Submit Your CV within 19.07.2022
hand to School Office or via email.
★★Mail ID - [email protected]

07/07/2022

🙏🙏প্রাক্তন শিক্ষক - ছাত্র ও শুভানুধ্যায়ীদের নিকটে স্কুলের পক্ষ থেকে আন্তরিক আবেদন....

👉দীর্ঘদিন ধরেই তীব্র অর্থসঙ্কটের মধ্যে দিয়ে স্কুল চালাতে হচ্ছে আমাদের। শিক্ষক / শিক্ষিকা / শিক্ষাকর্মী পদে সুদীর্ঘকাল কোনো নিয়োগ না হওয়ায় অনেক আংশিক সময়ের শিক্ষক / শিক্ষিকা / শিক্ষাকর্মী নিয়োগের মাধ্যমে স্কুলের ক্লাস ও অন্যান্য কাজ যথাসাধ্য সুষ্ঠুভাবে করার আপ্রাণ চেষ্টায় আমরা রত। মোট প্রায় ৪৫% স্থায়ী শূন্যপদ সবটা মিলিয়ে।এই দুর্দশার মধ্যে এখনও নঙ্গী উচ্চ বিদ্যালয়ে রুটিনমাফিক যেভাবে অধিকাংশ ক্লাস করানো হয়, তা রীতিমতো প্রশংসনীয় সেটা ছাত্র - অভিভাবকরাও নিশ্চয়ই বলবেন। কিন্তু, এর ফলে সারাবছরে ছাত্রভর্তি বাবদ যে অর্থরাশি স্কুলফান্ডে জমা হয়, তার সিংহভাগই আংশিক সময়ের সহকর্মীদের ন্যূনতম সাম্মানিক দিতেই ব্যয় হয়ে যায়। ★★স্কুলের স্বাভাবিক উন্নয়নমূলক কাজও সম্পূর্ণভাবেই বিঘ্নিত হচ্ছে নিয়মিত।
বিদ্যালয়ের পুরোনো ভবনটি অত্যন্ত ভগ্নদশাপ্রাপ্ত, ওটার পুনর্নির্মাণই এক এবং একমাত্র পথ। অবিলম্বে অন্ততঃ দশটা আধুনিক কম্পিউটার কেনা প্রয়োজন ছাত্রদের Computer Science / Computer Application এর ক্লাস করানোর জন্য। এছাড়াও রয়েছে আরো অনেক কাজ, কিন্তু থমকে যেতে হয় সেসব নিয়ে ভাবলেও। সরকারি অনুদানের পরিমাণ অত্যল্প, বলার মতো নয়।

@ কোনো কোম্পানির CSR Grant বা কোনো সরকারি ফান্ড স্কুলের জোগাড় করিয়ে দেওয়ার যদি কোনো যোগাযোগ থাকে কোনো প্রাক্তনীর, তাহলেও জানাবেন অবশ্যই। তারজন্য প্রয়োজনীয় সবরকম প্রচেষ্টা করবো আমরা।

💝💞তাই, অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম, আপনাদের সকলের কাছে স্কুলের জন্য অর্থসাহায্যের আবেদন পেশ করার। নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেওয়া হল। আর এটার অডিটও হয়, তাই যিনিই অনুদান দেবেন তিনি অবশ্যই ইমেল বা হোয়াটসঅ্যাপে Payment Details পাঠিয়ে দেবেন।।

★★আশা করি, এই পোস্টটি শেয়ার হবে সোশ্যাল মিডিয়ার সর্বত্র যাতে ছড়িয়ে যায় অধিকাংশ মানুষের কাছে। সর্বতোভাবে সহযোগিতা পাবে নঙ্গী উচ্চ বিদ্যালয়।
🙏🙏🙏

প্রধানশিক্ষক
নঙ্গী উচ্চ বিদ্যালয়(উ.মা.)

Photos from Nangi High School's post 22/04/2022

🏃‍♂️🏃‍♀️অবশেষে আরো নতুন কিছুর দিকে.....

বেশ কিছুকাল প্রচেষ্টার পরে কোভিড ও তৎসংক্রান্ত লক ডাউন পর্যায়ের অর্থহীন সময় অপব্যয়ের প্রায় দুইবছরের দীর্ঘকাল পেরিয়ে আজ বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন দক্ষিণ চব্বিশ পরগণা ডিআই অফিসের দুইজন এআই। উদ্দেশ্য, বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরে আগামী শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার সায়েন্স ও অ্যাপ্লিকেশন (COMS/COMA), ভূগোল (GERG) এবং সহ পাঠক্রমিক (CO-ED) পঠনপাঠন চালু করার যে আবেদন অনেক আগেই করা হয়েছিল তার পরিকাঠামো পরিদর্শনে।
বাটানগর তথা মহেশতলার সেরা স্কুলে এই সুযোগের অন্তর্ভুক্তির জন্য আমরা একান্তভাবেই উদগ্রীব। গতবছরে 4 টে বিষয়ের (HIST, POLS, EDCN, ENVS) অনুমোদন পাওয়া গিয়েছিল যেহেতু ওগুলোর জন্য পরিদর্শনের (Inspection) প্রয়োজন পড়েনা। আপাততঃ, এই বিষয়গুলি পড়ানোর অনুমোদন পেলে বিষয় নির্বাচনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। ভবিষ্যতে আরো এমন কিছু বিষয় সংযুক্ত করার আগ্রহ আছে যেগুলো ভবিষ্যতে প্রতিষ্ঠা পাওয়ার দিশা নির্ণয়ে সুযোগ বর্দ্ধিত করবে।এমনিতেই পরিসংখ্যানবিদ্যার (STAT) মতো বিষয় এই বিদ্যালয়ে পড়ানো হয় অনেক আগে থেকেই।
আমরা বিশ্বাস করি, সহ - পাঠক্রমিক পঠনপাঠন ব্যবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশেরও সহায়তা করা যায় যদি শিক্ষাদান ব্যবস্থার মধ্যে তার সঠিক প্রয়োগ ঘটানো সম্ভব হয়।
এটাও বিশেষভাবে উল্লেখ্য যে, 2019 সালের শেষার্ধে আমাদের বিদ্যালয়ে কেরিয়ার গাইডেন্স সেমিনার সংগঠিত করা হয়েছিল। 2020 সালে ওয়েবিনারের মাধ্যমেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও একইভাবে কেরিয়ার কাউন্সেলিং করানো হয়েছিল। এধরণের কোনো ব্যবস্থা এলাকার কোনো স্কুলে হয়েছে বলে জানা নেই। আমরা ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত বিভিন্ন ধরনের সেমিনার অনুষ্ঠিত করবো যার মধ্যে থাকবে কেরিয়ার কাউন্সেলিং, মোটিভেশনাল ক্লাস, সাইকোলজিক্যাল কাউন্সেলিং। কোভিড পরিস্থিতির কারণে দুটো বছর নষ্ট হয়েছে, ছাত্রদের সামগ্রিক যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতে চলেছে। ছাত্রছাত্রীরাই তো যেকোনো স্কুলের আসল সম্পদ।
এছাড়াও বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর ওপর বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট কোচিং ক্যাম্প চালু করার বিষয়ে আমরা অনেকদূর এগিয়েছি, দাবা কোচিং-এর বিষয়ে অগ্রগতি ভালোই, আর সবক্ষেত্রেই লাইসেন্সড প্রশিক্ষকরাই শেখাবেন যাতে সঠিক পথে এগোতে পারে।এগুলো শুরু করার পরে ভবিষ্যতে আরো বিভিন্ন খেলার কোচিং চালু করার বিষয়েও আগাম কিছু পরিকল্পনা করা আছে।
যাইহোক, বহুদিন পরে ইন্সপেকশন হওয়ায় আমরাও খুব খুশি। এআই স্যারেরা বিভিন্ন শ্রেণিতে গিয়ে পড়ানোর মান দেখেছেন, ছাত্রদের সঙ্গে কথা বলেছেন প্রচুর, মিড ডে মিলের গুণমান ও তার ব্যবস্থাপনা দেখেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে। যে ক্লাসের ডেমনস্ট্রেশন দেখেছেন, তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, ছাত্রদের সম্পর্কেও ভীষণ উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন, আর এগুলোই আমাদের গর্বিত করে। নঙ্গী উচ্চ বিদ্যালয় এতবছর ধরে যে মান ধরে রেখেছিল,তাকে আরো উন্নত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
কম্পিউটার ও ভূগোল পরীক্ষাগার খুঁটিয়ে দেখে ওনারাও সন্তুষ্ট। কো এড চালুর জন্য যে পরিকাঠামো দরকার তাও দেখে গিয়েছেন। আমরাও কথা দিয়েছি, এই বিষয়গুলির অনুমোদন পেয়ে যাওয়ার পরে আমরা পরিকাঠামো আরো উন্নত করবো। আমাদের বিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে কতোটা ধৈর্য্য নিয়ে হাতেকলমে শেখানো হয় তা তো আমাদের প্রাক্তন ও বর্তমান ছাত্ররাই বলতে পারবে। এমনকি, গতবছর ও এবছরে কোভিডের কারণে বহু স্কুলেই যেখানে সরাসরি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমাদের স্কুলের ছাত্রদের টানা ক্লাস করিয়ে শিখিয়ে তবেই পরীক্ষা নেওয়া হয়েছে, এটাও তো সর্বৈব সত্য। ব্যক্তিগতভাবে যেহেতু পদার্থবিদ্যার ব্যবহারিক ক্লাসের বেশ কিছু আমি নিজেই নিই, তাই এব্যাপারটা সুনিশ্চিত করি সকল বিষয়ের ক্ষেত্রেই।
আশা করবো, কো-এড এর অনুমোদন পেলে এলাকার অনেক ছাত্রীই নঙ্গী উচ্চ বিদ্যালয়ে পড়ার আগ্রহ দেখাবে আর এখানে ইংরেজি ভার্সনেও অনায়াসে পরীক্ষা দেওয়া যায় সবক্ষেত্রেই। আজ সারাদিনের ক্লান্তি নিয়েও লেখাটা পোস্ট করা জরুরি মনে হল বলেই লিখে ফেললাম। সকল শুভানুধ্যায়ীর সহযোগিতা একান্ত কাম্য।।

✍️স.কু.
21.04.2022

23/07/2021
20/07/2021

##শেখার আন্তরিক আগ্রহ রেখো বাঁচিয়ে..

লিখবো না ভেবেছিলাম কিছুই, তবুও অনেকের আন্তরিক চাহিদায় মোবাইলের কিবোর্ডে হাত দিতেই হল স্কুল থেকে ৮ঃ৩০ এর পরে ফিরেও। আগেও একটা পোস্টে লিখেছিলাম,মাত্র ৩৫ হাজারের ইমেলে সিদ্ধান্ত হল কেন? জানি, মেধা কেবল শিক্ষাগত ব্যুৎপত্তিতে পরিমাপ করা যায় না, আর এটা অন্তর থেকে মানি বলেই গতবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন একটি পোস্ট করেছিলাম এ সংক্রান্ত। আমার অনেক বন্ধুই হয়তো সেটা লক্ষ্য করেছেন।
আজ যথারীতি মার্কশীট এলো সময়ানুসারেই। রোজকার নিয়ম ভেঙ্গে হাসপাতালে না গিয়ে আজ সরাসরি স্কুলেই গেলাম, মাঝ রাস্তায় গাড়ির কিছু সমস্যা হওয়ায় পৌঁছাতে হল খানিক দেরি। একদিকে মিড ডে মিল, অন্যদিকে স্কুল রেজিস্টারে প্রয়োজনীয় কাজ চলছে জোরকদমে। মার্কশীট দেখতে দেখতে মনে পড়ছিল, মাঝের দেড়মাসের স্কুল চলাকালীন সময়ের কথা। মুখগুলো ভেসে উঠছিল সেই ছাত্রদের, যারা জানার অসীম আগ্রহেই প্রশ্ন করতো অসংখ্য। জানতাম না, এবছরে কোনো মেধাতালিকা প্রকাশিত হবে। গতকালও এক ছাত্র মেসেজ করেছিল, কোয়ান্টাম ফিজিক্সের একটি না বুঝতে পারা অংশ আজ আমার সঙ্গে আলোচনা করা যাবে কিনা সেটা নিয়ে। অবাক লাগলো, রেজাল্ট নিয়ে ওর কোনো মাথাব্যথাই নেই দেখে। ওকে লিখেছিলাম, এই রেজাল্ট নিয়ে উচ্ছ্বসিত বা হতাশ হবার কোনো ভাবনাই যেন মাথায় না আসে সেটা খেয়াল রাখিস। উত্তরে বলেছিল যে, এসব নিয়ে ভাবছেই না।
আসলে এটাই ছিল ওদের ক্লাসের অধিকাংশের টিউনিং। মাঝের ওই দেড়মাসে রোজ ভৌতবিজ্ঞানে আমার ক্লাস চাই ওদের, এটা ছিল প্রাথমিক চাহিদা। প্রশ্ন করার ছিল অবাধ অধিকার। আমার ঘনিষ্ঠ অনেককে সেসব প্রশ্নের কথা বলেওছি নানাসময়ে। শিক্ষককে যাচাই করা নয়, বরং জ্ঞানভাণ্ডারের ব্যপ্তি বাড়ানোই এক এবং একমাত্র চাহিদা। প্রতিদিন নিয়মমাফিক ওদের দুটো সেকশনের প্রথম ভাগদুটোয় যেতামই, যতই অফিসিয়াল কাজ থাকুক। এটা চিরকালই মেনে এসেছি, শ্রেণিকক্ষ আর পরীক্ষাগারই আমার প্রাথমিক জায়গা, শিক্ষক আগে তারপর প্রধান যোগ হয়েছে। অবিশ্বাস্য সব প্রশ্ন, বিজ্ঞান নিয়ে ভাবার অপরিসীম চাহিদা আর হাজারো প্রশ্ন করার (অবান্তর প্রশ্ন বলে যাঁরা উড়িয়ে দেন তাঁদের শিক্ষক বলেই মনে করিনা) অফুরন্ত সুযোগ। এমনকিছু প্রশ্নের কথা আজ মনে পড়ছে যা ওই স্তরের ছাত্ররা গভীরভাবে না ভাবলে মাথায় আসাই সম্ভব নয়। ঘিরে ধরতো একটা ক্লাস থেকে বেরোতেই অন্য সেকশানের অনেকে, আগেই ওদের ক্লাস হয়ে যাওয়ার পরেও প্রশ্ন গিজগিজ করছে যে ওদের মাথায়। ঘন্টা বেজে গেছে অনেক আগেই, তবুও ক্লান্তি নেই ওই ছেলেগুলোর। "জুলের সূত্রানুসারে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, তাহলে দীর্ঘক্ষণ তড়িৎপ্রবাহ হওয়ার পরেও কেন ফিউজ গলে যাচ্ছে না? কেন তড়িৎপ্রবাহ হঠাৎ বেড়ে গেলে তখনই গলে যাচ্ছে? " "ওরস্টেডের পরীক্ষায় তড়িৎপরিবাহীর চারপাশে চৌম্বকক্ষেত্র কেন তৈরি হচ্ছে, সঠিক কারণ কি?" এরকম হাজারো প্রশ্ন। একজনের প্রশ্নের উত্তর অন্যজন দেবার চেষ্টা করছে, ভুলঠিক যাই হোক না কেন? হ্যাঁ, জোরগলায় চিৎকার করে বলতে পারি, যেসব ক্লাসে প্রশ্ন করার অবিরল,অনায়াস সুযোগ ছাত্ররা পায়না, সেই ক্লাসে মনোযোগের অভাব ঘটাই অতি স্বাভাবিক। প্রশ্ন যে করেনা, সে শেখেনা। আবার যিনি প্রশ্ন করতে পারার পরিবেশ তৈরি করতে পারেন না, তিনি শিক্ষক হিসাবে ব্যর্থ। একাদশ, দ্বাদশের ব্যবহারিক ক্লাসেও যেতাম নিয়মিত, যথাসম্ভব শিখিয়ে তবেই পরীক্ষা নিয়েছি আমরা।এমনকি নিজেও পরীক্ষাগারে হাত লাগিয়েছি নিয়মিত হাজার কাজের চাপেও। প্রকৃতার্থে ওটাই যে প্রাণের টানের জায়গা। আমাদের অনেক শিক্ষক / শিক্ষিকাই একই কথা বলবেন এ প্রসঙ্গে।

আচম্বিতে দুপুর ২ঃ১৫ নাগাদ এআই শ্রী অভিজিতবাবুর ফোন। তথাকথিত মেধাতালিকায় প্রথম দুজন চতুর্থ (4th), পরেরজন পঞ্চম (5th)আর তার পরেরজন দশম(10th)। স্কুলে যেন ওরা অপেক্ষা করে সন্ধ্যা অব্দি সরকারী একটি শংসাপত্র ও কিছু উপহার ওদের হাতে তুলে দেওয়া হবে তাই। অদ্ভুত এক হিল্লোল হল বটে মনের মধ্যে, তবুও একটা খচখচানি রয়েই গেল। এরা মাঠে নেমেই খেলতে চেয়েছিল, সেই প্রস্তুতিও এদের ছিল ফেব্রুয়ারী মাসেই। প্রথম মক টেস্টে আমার নিজের হাতে করা সম্পূর্ণ প্রয়োগমূলক ও বোধমূলক প্রশ্নের 40 নম্বরের প্রশ্নে অনায়াসে এরা 38.5 থেকে 32 এর মধ্যে ছিল অনেকেই। প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখেছিলাম নঙ্গী স্কুলকে ঘিরে 2013 তে উচ্চমাধ্যমিকের অবিশ্বাস্য রেজাল্টের পরে এবছরে আবার। স্বপ্ন আছে এবারের উচ্চমাধ্যমিকের ব্যাচকে নিয়েও। তবুও মাঠে খেলা হল না বলে ওদেরও মন খারাপ। একাদশের পদার্থবিদ্যা ক্লাসে ও প্র্যাকটিকালে নিয়মিত থাকবো তোমাদের সাথে, যত অফিসিয়াল কাজই থাকুক। আরো অনেক শিক্ষক / শিক্ষিকাই মুখিয়ে আছেন সেই দিনগুলোর আশায়। বাকিদেরও হতাশার কোনো কারণ নেই, সবরকম সম্ভাবনার পথ খুলে দেবার আপ্রাণ প্রচেষ্টায় রত আমরা।নম্বরই শুধু বিচার্য নয় জীবনের পথ চলায়, জীবনবোধের শিক্ষাই প্রকৃত শিক্ষা। যারা আজ নঙ্গী স্কুলের নাম গৌরবোজ্জ্বল করে তুললে আবারও,,তাদের সঙ্গেই সকলের জন্য আন্তরিক শুভকামনা। প্রশ্ন করার সুযোগ তৈরি হোক ক্লাসে ক্লাসে, বিজ্ঞানমনস্কতা আর যুক্তিবোধের চাষ হোক ঘরে ঘরে, এ আমার একান্ত প্রত্যাশা।ছাত্রছাত্রীরা যত বড় হতে থাকে, ততই প্রশ্ন করা কমতে থাকে আমাদেরই অর্বাচীন ভূমিকায়। সেই সুযোগ বাড়ানোই আমাদের লক্ষ্য হয়ে উঠুক, সমাজ নতুন সাজে বোধযুক্ত মানুষে ভরে উঠবে এই স্বপ্ন সফল হবে এ আমার মননের চাহিদা।
এলাকার অন্যতম সেরা স্কুল তার গৌরবের ধ্বজা উড্ডীন করুক জীবনের সর্বস্তরে, আর সে সুযোগ তৈরি করতে হবে স্কুলের সকলে মিলেই। স্কুল খুলুক সমস্ত সাবধানতা নিয়ে, এ চাহিদা আমার অন্তরের। শূন্য লাগে ছাত্রদের ব্যতিরেকে, হা করে যেন গিলতে আসে শূন্য করিডর আর ক্লাসরুমগুলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, সুযোগ করে দিন শিশু, কিশোরদের মুক্ত আকাশে বিচরণের, স্কুল খোলার যাবতীয় প্রচেষ্টা দ্রুতগতিসম্পন্ন হোক, ত্বরণের মান বাড়ুক ঐকান্তিক প্রচেষ্টায়। মানসিক ক্লান্তি থেকে মুক্তি পাই আমরা সবাই, ছাত্রছাত্রীরা বাঁচুক অনলাইন ক্লাসের গন্ডীবদ্ধ চারদেওয়ালের থেকে মুক্ত হয়ে ক্লাসরুমের উন্মুক্ত বাতায়নে।
সন্ধ্যে নাগাদ ডিআই অফিস থেকে এলেন ইন্দ্রনাথবাবু আর ধ্রুববাবু, সঙ্গে ওদের চারজনের জন্য ফুলের তোড়া,শংসাপত্র আর মিষ্টির প্যাকেট। অর্ঘ্য, অম্বরীশ, প্রীতম আর রণিত তোমাদের জন্য বুকভরা ভালোবাসা রইলো, ভালোবাসা আর সহমর্মিতা রইলো সকলের জন্য তালিকায় নাম ওঠাটাই একমাত্র বিচার্য নয় এটা মন থেকে মেনেই বললাম এটা।প্রশ্নের এই ঝড় যেন হারিয়ে না যায় এটা দেখো।।
তোমাদের সবার ভবিষ্যতের সামগ্রিক উন্নতিতে আমরা থাকবো পাশে তোমাদের আগলে রেখে, নঙ্গী স্কুলের সকলের পক্ষ থেকে এ আমার দৃঢ় অঙ্গীকার। সব বাধাবিপত্তি অতিক্রম করবোই অমানুষিক জেদে, এটুকু প্রতিশ্রুতি রইলো সকলের জন্য।।

বি.দ্র.- পরীক্ষা না হবার জন্য ছাত্রদের দায়ী করে ওদের ব্যঙ্গ না করার বাস্তবোচিত বোধটুকু রাখবেন আশা করি।।

প্রধানশিক্ষক।।

17/07/2021
07/07/2021
08/06/2021

CONDOLENCE MESSAGE:

This is sad to share the news of the demise of our beloved ex-teacher of Nangi High School (H.S.), Shri Sukumar Acharya today at 6.20pm.

May his departed soul rest in eternal peace.💐💐💐

05/06/2021
05/05/2021

CONDOLENCE MESSAGE:

This is sad to share the news of the demise of our beloved ex-teacher of Nangi High School (H.S.), Shri Ajit Mohan Pal, yesterday night due to Covid.

May his departed soul rest in eternal peace!

Photos from Nangi High School's post 24/04/2021

@দিলীপ শাসমল স্যার...

খবরটা পেলাম সকাল ১০ঃ৩০ নাগাদ হুদাতিবাবুর ফোন কলে। গতকাল রাতে অভিজিতবাবুর ফোনে জানলাম যে উনি হাসপাতালে ভর্তি। আজই ফোন করবো ভেবে রেখেছি তখনই, ওনার বাড়ির সাথে কথা বলে জানবো সবটা। সে সুযোগ দিলেন না স্যার আপনি, বিপরীতে খবর পেলাম আপনার চিরবিদায়ের।
সদা হাস্যমুখ মানুষটার কোভিডে মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না কিছুতেই।প্রায়ই কথা হত, হোয়াটসঅ্যাপে পাঠাতেন কাঠের ওপর আপনার হাতের বানানো শিল্পকর্মের ছবি।স্কুলেও আসতেন মাঝেমধ্যেই। এই তো দু’মাস আগেও এলেন। অনেক আগে থেকেই যা বলতাম, সেদিনও বললাম,"প্লাটিনাম জয়ন্তীতে একটা এক্সিবিশন হবেই, প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও ছাত্রদের হাতের কাজের ওপর।আপনি কিন্তু বানাতেই থাকুন ওগুলো।" সেই মিষ্টি হাসি নিয়ে বললেন, "আপনার কথায় আরো উৎসাহ পেয়ে আগে থেকেই বানাতে শুরু করেছি, আমার কিন্তু একটা গোটা ঘর লাগবে।" নতুন কিছু বানালেই ছবি পাঠাতেন অবশ্যই।
আমি আসার অনেক আগেই উনি অবসরগ্রহণ করেছেন, অথচ অল্প সময়েই ওনার আন্তরিকতায় সম্পর্কটা বেশ সহজ হয়ে উঠেছিল। কিচ্ছু ভালো লাগছে না এখন, এভাবে ওই হাসিমুখটা স্মৃতি হয়ে যাবে ভাবতেই পারিনি। শোকপ্রকাশের ভাষা নেই, কি লিখবো বুঝতেই পারছি না।
আপনাকে ভোলা যাবে না স্যার। নঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীরা আপনাকে ভুলতে পারবে না। মনটা কেমন অদ্ভুত উদাস হয়ে গেছে, খবরটা মেনে নিতে পারছি না কিছুতেই।।

শ্রদ্ধাবনত,
প্রধানশিক্ষক, নঙ্গী উচ্চ বিদ্যালয়।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

24/04/2021

করোনায় আক্রান্ত হয়ে আজকে সকালে প্রয়াত হলেন নঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আমাদের সবার প্রিয় দিলীপ শাসমল স্যার।। ওনার আত্মার শান্তি কামনা করি।। 💐

25/02/2021

Good evening to all of you,
It is an immense pleasure to inform you that Nangi High School Alumni Association has been able to contribute a token amount of Rs. 5501/- to the Chief Minister State Emergency Relief Fund for the purpose of Covid 19. A cheque for the same has been sent to the Honorable Chief Minister office through the Honorable MLA of Maheshtala Constituency on 24.02.2021.
Thanks to all of you for the generous contribution you people made. Hope to get required cooperation from all of you for the betterment of our Association as well as of our school in the coming days too.

Regards
Mrinal Mukherjee
President
NHSAA

Dipan Das
Secretary
NHSAA

29/12/2020
05/02/2020

Announcement :

Dear All,
As you all know that it is proposed to organise an Annual Alumni Meet 2020 for ex students of Nangi High School (H. S) on 1st March 2020.
All are requested to join this gala occasion to rejuvenate those good old days and to cheer such wonderful memories we all had with this school and our fellow friends.
Annual Membership Fees for Alumni : INR 100
Revised Registration Fees for Meet: INR 200

Registration can be done by visiting school in person to Mr. Saikat Hudati during school hours by 22.02.2020.

Further one can avail Google Pay Facility with Google pay no. +919123308720 or other UPI Facility in [email protected] and simultaneously after payment send the following details in that same number via Whtsapp or Text by 22.02.2020:

Name
Address
D.O.B
Father's Name
Year of passing ....HS or MP..
Contact No.
Email Id
Amount of money paid

Interested persons may donate extra for the school also.

Please note, those who desire to transfer the amount directly to the account (IMPS/NEFT), kindly Whtsapp or text in the given number for further details.

Regards

03/02/2020

For Alumni Membership and Registration please Contact Saikat Hudati ..

25/11/2019

Ex - Students, Please circulate this & attend the Meeting...
💜💜

25/04/2019

Nangi High School

25/04/2019

Nangi High School

29/03/2019

Nangi High School

13/06/2018

বিধান শিশু উদ্যানের প্রয়াস পত্রিকার জুলাই সংখ্যায় থাকছে নঙ্গি হাইস্কুল নিয়ে আমাদের স্কুল পরিক্রমা। সম্মানিত প্রাক্তনীরা কেউ input দিতে চাইলে স্বাগত। ধন্যবাদ 9830369597-Naimul Haq

11/03/2018

Everybody, great news. Shared with us by sir Saikat Hudati.

16/05/2016

To all the HS passouts. Your alma mater remembers you all. Go out, make her proud. Don't forget her.

Congratulations to all of you.

06/07/2014

It is unfortunate that, there have been reports of some profile ( e.g. https://www.facebook.com/amar.das.58152?fref=ts ) who has been posting about his/her grievances about our school. We respect anyone's love towards alma mater. But, someone posting on his/her own, should not be encouraged, and in our honest opinion, quite unsound way to reach to our NHSian brotherhood. We would request you not to follow such posts and report any profile doing so. And if you have any opinion to share, please do so in this page.

13/10/2012

Timeline Photos

13/10/2012

Timeline Photos

11/10/2012

Timeline Photos

24/04/2012

Anyone, still attached to school, ask for the permission for a mail address solely for this page at least until they form a particular website or a proper alumni cell.

09/03/2012

Nangi High School's cover photo

Videos (show all)

Location

Category

Telephone

Address


Nangi, Chatterjee Para, Batanagar
Kolkata
700140

Other High Schools in Kolkata (show all)
Calcutta International School Calcutta International School
724, Beside Eastern Metropolitan Bypass
Kolkata, 700100

The official page forCalcutta International School truly .. one of the best schools there ever is ,

St. James' School, Kolkata St. James' School, Kolkata
165, AJC Bose Road
Kolkata, 700014

A place to show off our Jacobean pride, recall fond memories, and share updates. No inflammatory com

National Gems Higher Secondary School National Gems Higher Secondary School
Kolkata, 700034

National Gems School was founded in 1968 by the Late Ganesh Prasad Khanna at 629, Diamond Harbour Ro

SOUTH POINT HIGH SCHOOL SOUTH POINT HIGH SCHOOL
82/7A Ballygunge Place
Kolkata, 700019

Soda lemon ginger pop, South Point on the top! This is a page run by alumni. It’s is NOT the offic

Kendriya Vidyalaya Fort William Kendriya Vidyalaya Fort William
Fort William
Kolkata, 700021

One of the best Kendriya Vidyalayas in Eastern India, picturesque campus, best faculties, and unique

M. P. Birla F.H.S. School M. P. Birla F.H.S. School
James Long Sarani, Behala
Kolkata, 700034

This page is created for the students of M. P. Birla Foundation H.S. School

St. Helen School Kolkata St. Helen School Kolkata
21B, Rani Shankari Lane, Kalighat
Kolkata, 700026

Located in South Calcutta, it is a co-ed institute imparting education under the affiliation of CISC

St Francis Xavier School, Kolkata St Francis Xavier School, Kolkata
GA Block, Purbanchal, Salt Lake City
Kolkata, 700097

A co-ed school located at Salt Lake City, Kolkata with classes up to Class XII following the ICSE and ISC Syllabus

Ram Mohan Mission High School Ram Mohan Mission High School
P-1/C Prince Anwar Shah Road
Kolkata, 700045

This is the unofficial page of Ram Mohan Mission High School in facebook. To know about courses and

Netaji public school Netaji public school
Jassore Road, Dumdum Nagerbazar, Satgachi Near Elite Showroom
Kolkata, 700074

First and most impressive education with new concepts,including various child development programs,S

Sinthi Ramakrishna Sangha Vidyamandir Sinthi Ramakrishna Sangha Vidyamandir
76B, Kalicharan Ghosh Road
Kolkata, 700050

The AGC School Park Street The AGC School Park Street
Kolkata, 700017

The Assembly of God Church is a school in the city of Kolkata. Established in the year 1964 with mod