
Journalism and Mass Communication এর কোনো ছাত্রছাত্রীর Tuition সাহায্য প্রয়োজন?
অনলাইনে অথবা অফলাইনে?
কোনো দ্বিধা না করে মেসেজ করে জানাতে পারো 9231623131 নম্বরে।
This is to help the students of Journalism and Mass communication
Operating as usual
Journalism and Mass Communication এর কোনো ছাত্রছাত্রীর Tuition সাহায্য প্রয়োজন?
অনলাইনে অথবা অফলাইনে?
কোনো দ্বিধা না করে মেসেজ করে জানাতে পারো 9231623131 নম্বরে।
যারা Journalism and Mass Communication (Hons) নিয়ে এবার গ্র্যাজুয়েশন করতে 1st Sem এ ভর্তি হলে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো। এর আগে স্কুল লেভেলে প্রায় কেউই এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করোনি। সেদিক থেকে দেখতে গেলে এই সাবজেক্টটা তোমাদের কাছে একদমই নতুন। কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা শুরুর আগে সেই বিষয়টাকে ভালো করে চিনতে জানতে হয়, বিষয়ের সঙ্গে একটা পরিচিতি গড়ে তোলা গেলে ভালো হয়। তোমরাও চেষ্টা কোরো বিষয়টি কেমন, এই বিষয়ে কী কী শেখানো হয়, কেন সেগুলো শেখানো হয়, শিখে কী ধরনের পেশায় কাজ করা যায় এমন ধারণাগুলো প্রাথমিকভাবে গড়ে তুলতে। তাহলে সাবজেক্টের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে, সাবজেক্টে পড়াশোনায় আগ্রহ পাবে। অন্ধকার পথে না জেনে হাঁটবে কেন! আলো জ্বেলে পথকে চেনাজানা করে নিয়ে এগিয়ে যাও।
যাদের মনে এই নিয়ে প্রশ্ন আছে তারা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জেনে নিতে পারো। আমি যতটা সম্ভব বলে দেওয়ার চেষ্টা করবো।
(For Tuition Contact 9231623131)
সংবাদ: কী লিখবো, কীভাবে লিখবো
--------------------
জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানে মৃত্যুর সংবাদ তোমরা সবাই সংবাদপত্রে দেখেছো। খুবই মর্মান্তিক সংবাদ।
এই সংবাদটিকে ঘিরেই দুএকটা বিষয় তোমাদের নজরে আনার চেষ্টা করি।
১) ঘটনাটি ঘটার পরের দিনের সংবাদপত্রের জন্য যদি তুমি সংবাদ লেখো, অথবা নিউজ পোর্টালের জন্য যদি সঙ্গে সঙ্গে সংবাদ লেখো, তাহলে প্রথমেই তোমাকে হার্ড নিউজ লিখতে হবে। অর্থাৎ ফাইভ ডবলিউ ওয়ান এইচ ফর্মুলায় একটি ইন্ট্রো তৈরি করে তোমাকে পাঠকদের জানাতে হবে কবে কোথায় কাদের নিয়ে কী ঘটেছে, কীভাবে ও কেন ঘটেছে। এখানে তোমার নিজস্ব মতামত, বিশ্লেষণ ইত্যাদি লেখার সুযোগ নেই। বস্তুনিষ্ঠ বিবরণ দিতে হবে, তথ্য দিতে হবে। কতজন মারা গেছে, কতজন নিখোঁজ, কীভাবে বিপর্যয় ঘটলো এগুলো সবই থাকবে, তবে ঘটনার সঙ্গে সঙ্গে লিখতে হচ্ছে বলে যতটুকু জানা গেছে ততোটুকুই তোমাকে লিখে ফেলতে হব। সাংবাদিক হিসাবে খুব বেশি ইনভেস্টিগেশন বা অনুসন্ধানের সুযোগ তুমি পাবে না। খেয়াল করে দেখো, এক্ষেত্রে তোমার সংবাদটি পাঠক আগ্রহ নিয়ে পড়বে কারণ এটার টাইমলিনেস বা তাৎক্ষণিকতা। তুমি দ্রুততার সঙ্গে না লিখলে, একদিন পরের খবরের কাগজে প্রকাশ করলে এই সংবাদের কোনো গুরুত্ব নেই।
২) কিন্তু পাঠক কি আর এত কমে সন্তুষ্ট হয়! এত বড় বিপর্যয়, এত মানুষের প্রাণ গেলো, শুধু হার্ড নিউজে পাঠক সন্তুষ্ট হবে কেন? ঘটনাটা কীভাবে ঘটলো এবং কেন ঘটলো এই দুটো পয়েন্টে পাঠক আরও বিস্তারিত জানতে চায়। এখানেই আসছে সাংবাদিকের অনুসন্ধানধর্মী বা ইনভেস্টিগেটিভ সাংবাদিকতার সুযোগ। সাংবাদিক খুঁজে খুঁজে প্রশাসন বা অন্য কারোর গাফিলতি থাকলে তা বের করে এমন সংবাদ লিখতে পারেন।
৩) এত বড় বিপর্যয়ে বহু মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হলেন, একেকটা পরিবারে কেমন বিপর্যয় নেমে এলো, কিংবা কোনো কোনো ব্যক্তি কীভাবে নিজের জীবন বিপন্ন করে বহু মানুষের প্রাণ বাঁচালেন সেগুলোও পাঠক জানতে চায়। সেগুলোও লেখার সুযোগ আছে সাংবাদিকদের। এটা হলো ফিচার নিউজ। এখানে সাংবাদিক তথ্যের সঙ্গে কিছুটা ইমোশন বা আবেগের প্রকাশ ঘটাতে পারেন। মৃত কোনো শিশুর বাবা মায়ের সঙ্গে কথা বলে, কিংবা নিহত বাবা মায়ের সন্তানের সঙ্গে কথা বলে এমন সংবাদ লেখা যায়। কোনো ক্রমে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তির সঙ্গে কথা বলেও এমন সংবাদ লেখা যেতে পারে।
৪) এমন বিপর্যয় যাতে আর না ঘটে তার জন্য কী করা উচিত, নদীকে কেমনভাবে ব্যবহার করা উচিত, এর আগে এমন কতগুলি ঘটনা ঘটেছে, এমন বিপর্যয় বাড়ছে নাকি কমছে ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ বা অ্যানালিটিকাল নিউজ লেখাও যেতে পারে।
৫) এমন বড় ঘটনার সংবাদের সঙ্গে অনেক সময় গ্রাফিক্স আকারে অথবা পয়েন্ট হিসাবে তথ্য প্রকাশ করা যেতে পারে। এতে পাঠক একনজরে অনেককিছু বুঝতে পারে।
তাহলে দেখা যাচ্ছে, সবার প্রথমে হার্ড নিউজটা দ্রুত লিখে পাঠককে জানাতে হবে। ওটা বাসি বা পুরনো হয়ে গেলে চলবে না। বাকিগুলির জন্য সাংবাদিক হাতে একটু সময় পেতে পারেন। আর সেগুলির জন্য সাংবাদিককে নানা ভাবে তথ্য সংগ্রহও করতে হবে।
খানিকটা বোঝাতে পারলাম? নিচের সংবাদগুলি উদাহরণ হিসাবে দিলাম। দেখে চিহ্নিত (Identify) করার চেষ্টা করো কোন নিউজটা কেমন ধরনের নিউজ। অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারো।
(For Tuition contact 9231623131)
বিজয়ার শুভেচ্ছা রইলো তোমাদের সবার জন্য। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।
-Journalism And Mass Communication Tutor
(Ph-9231623131)
।।রেডিও।।
তিনদিন আগে ভোরবেলা মহালয়া নিশ্চয়ই অনেকে শুনেছো। ছোটোবেলায় আমাদের পুজোর আনন্দ শুরুই হতো ভোরবেলা রেডিওতে মহালয়ার ঐ অনুষ্ঠান শুনে। তোমাদেরও অনেকের নিশ্চয়ই তাই হয়। কিন্তু আকাশবানীর ইতিহাসের সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠের এই মহালয়া কীভাবে জড়িয়ে আছে সেই গল্প জানো কী?
বাংলা বেতারের ইতিহাসে এত জনপ্রিয় অনুষ্ঠান বোধহয় দ্বিতীয়টি নেই। এত বছর ধরে সমান আগ্রহ নিয়ে আজও বাঙালির ঘরে ঘরে মহালয়ার সকালে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বেজে ওঠে ‘তব অচিন্ত্য রূপ-চরিত মহিমা’। সেইসঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্ত্রোত্রপাঠ।
তখনও আকাশবানী নামকরণ হয়নি, অল ইন্ডিয়া রেডিও সবে কয়েকবছর হলো যাত্রা শুরু করেছে। ১৯৩২ সালে কলকাতায় বাংলা বেতারকেন্দ্রে বাণীকুমারের হাত ধরে তৈরি হল ‘বসন্তেশ্বরী’ নামক একটি গীতি-আলেখ্য। সুরারোপ করলেন পঙ্কজ কুমার মল্লিক, পণ্ডিত হরিশ্চন্দ্র বালী। অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করলেন রাইচাঁদ বড়াল। অনুষ্ঠানের গ্রন্থণা করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তৈরি হল বাংলা বেতারের ইতিহাসে এক নব দিগন্ত। ঠিক পরের বছর ১৯৩৩ সালে কিছু পরিবর্তন ও পরিবর্ধন হলো। মহালয়ার সকালে বাজানো হল এই বিশেষ অনুষ্ঠান। এর সংগীত পরিচালনা করলেন পঙ্কজ কুমার মল্লিক। বেশকিছু গানের সুর দিয়ে ছিলেন হরিশ্চন্দ্র বালী, সগীর খাঁ। ধীরে ধীরে এই অনুষ্ঠান জনপ্রিয় হতে থাকে। একসময় নাম হয় ‘মহিষাসুর বধ’। সেখান থেকেই ‘মহিষাসুরমর্দিনী’। এই অনুষ্ঠান এতটাই জনপ্রিয় ছিল যে দীর্ঘ কয়েক বছর মহালয়ার ভোরে এই অনুষ্ঠানের সম্প্রচার হতে থাকে। তখন কিন্তু রেকর্ডেড সম্প্রচার হতো না, লাইভ সম্প্রচার হতো। ১৯৬৬ সাল পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হত। অনুষ্ঠান শুরুর আগে শিল্পীরা যথাসময়ে বেতারকেন্দ্রে উপস্থিত হতেন, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্নান করে শুদ্ধ আচারে এসে শ্লোক পাঠ করতেন। তখন থেকে ১৯৬৬ সালের রেকর্ডটিই প্রতিবছর মহালয়ার দিন ভোরে সম্প্রচারিত হয়ে আসছে।
১৯৭৬ সালে তৈরি হল এক বিতর্ক। মহালয়ার দিন ‘মহিষাসুরমর্দিনী’-র পরিবর্তে ধ্যানেশনারায়ণ চক্রবর্তী রচিত ‘দেবীং দুর্গতিহারিণীম্’ নামে একটি ভিন্ন অনুষ্ঠান একই সময়ে সম্প্রচার করা হয়। যেখানে অনুষ্ঠানে শ্লোকপাঠ করেন স্বয়ং উত্তমকুমার, সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ বিখ্যাত সঙ্গীত শিল্পীদের দিয়ে গান গাওয়ানো হয়। উত্তমকুমার তখন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা। আকাশবানী কর্তৃপক্ষ ভেবেছিল যে উত্তমকুমারের পাঠ অনুষ্ঠানকে আরও জনপ্রিয় করে তুলবে। কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর এবং ‘মহিষাসুরমর্দিনী’-র অনুষ্ঠানের বিপুল জনপ্রিয়তার কারণে বাঙালি জনগণ এই নতুন অনুষ্ঠানটিকে মেনে নিতে পারেননি। দেখা যায়, অনুষ্ঠান শেষ হতেই হাজার হাজার মানুষ আকাশবাণীর সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। চারিদিক থেকে সমালোচনা আর বিক্ষোভের চাপে সেই বছরই ষষ্ঠীর দিন ফের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আকাশবানী। সেই থেকে আজ পর্যন্ত সেই একই অনুষ্ঠান আকাশবাণীর তরফে সম্প্রচারিত হয়ে আসছে।
রেডিও’র ইতিহাস পড়ার সময় এই সব গল্প পড়লে বিষয়টা ইন্টারেস্টিং লাগবে, তাই না?
(For Tuition Contact 9231623131)
*Media and Culture*
গণমাধ্যম বা মাস মিডিয়া কি সংস্কৃতি বা কালচারের কেবল প্রতিফলনই ঘটায়, নাকি সংস্কৃতিকে প্রভাবিত এমনকি নির্মাণও করে থাকে?
দুর্গাপুজোর মন্ডপে মন্ডপে ঘোরার সময়, চারপাশ দেখতে দেখতে ভেবো, ভাবতে থাকো। ভাবনাগুলো কাজে লাগবে। 😃
(For Tuition Contact 9231623131)
News writing
-------
Objectivity বা বস্তুনিষ্ঠতা আর Impartiality বা নিরপেক্ষতাকে নিশ্চিত করাটা সংবাদ লেখার সময় সাংবাদিকের দায়িত্ব। এতে পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতা বা Credibility অর্জন করা যায়। অবজেকটিভিটি আর ইমপারসিয়ালিটি কিন্তু একই বিষয় নয়। দুটোর মধ্যে ফারাক আছে। কী সেই ফারাক জানো তো? কারোর মনে সংশয় থাকলে কমেন্ট বক্সে জানাও, উত্তর দিয়ে দেবো।
(For Tuition contact 9231623131)
ইরানের দিকে তাকাও। দেখো সেখানে কী ঘটছে। দুনিয়ার কোথাও কোনো স্বৈরশাসন (Authoritarian) ভয় দেখিয়ে মানুষের মুখ বেশিদিন বন্ধ রাখতে পারে না। সেটা ইরান হোক, ভারত হোক, পশ্চিমবঙ্গ হোক সব জায়গাতেই সত্যি। ফতোয়া দিয়ে হিজাব পড়ানো যায় না, ফতোয়া দিয়ে হিজাব খোলানোও যায় না। মানুষের স্বাধীনতাই চূড়ান্ত।
তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ছাত্রছাত্রীরা মিডিয়া কীভাবে সমাজে জনমত তৈরি করে পড়ছো। মিডিয়া কীভাবে সমাজে রাজনৈতিক সামাজিক আলোড়ণ তৈরি করতে পারে সেটাও পড়ছো। ফিল্ম পেপার পড়ার সময় ইরানিয়ান নিউ ওয়েভ সিনেমায় মাজিদ মাজিদি এবং জাফর পানাহির অবদানের কথাও পড়ছো। তাঁরা ইরানের সমাজের চিত্র তুলে ধরে সারা বিশ্বে প্রশংসিত। জাফর পানাহির সিনেমা সম্প্রতি ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পেয়েছে। কিন্তু ইরানের সরকার এই জাফর পানাহিকেই কিছুদিন আগে জেলে পুরেছে, এখনো তিনি জেলেই। একই সময়ে গুজরাতের পুলিশ গ্রেপ্তার করেছে ভারতের এক চলচ্চিত্র পরিচালক অভিনব দাসকে, সমাজকর্মী তিস্তা শীতলবাদকে। আমাদের রাজ্যে চলচ্চিত্র পরিচালক অনীক দত্তকে হয়রান করার কথাও হয়তো শুনেছো। কিন্তু বিপরীতে প্রতিটি সমাজে জনবিক্ষোভের চিত্রগুলোকেও খেয়ালে রেখো। মানুষের প্রতিবাদকে সংগঠিত করায় মিডিয়া এবং মাস কমিউনিকেশন প্রক্রিয়ার বিশেষ ভূমিকার দিকে নজর রাখো।
মনে রেখো, ক্লাসে পড়ানোর সময় কোনো শিক্ষক তোমাদের সিলেবাসের বিষয়গুলিকে বোঝানোর সময় সাম্প্রতিক বা ঘটমান রাজনৈতিক বিষয়গুলির দিকে আঙুল তুলে পাঠ্যবইয়ের বিষয়ের সঙ্গে বাস্তবের মিলকে দেখাতে যাবেন না। তাতে অসুবিধা আছে। কিন্তু তোমরা যখন পড়বে, তখন সমগ্র দুনিয়ার এবং তোমার চারপাশের বাস্তবতার সঙ্গে মিল খুঁজে খুঁজে পড়বে। তাহলেই বিষয়কে উপলব্ধির মধ্যে নিয়ে আসতে পারবে।
(ছবি ১: ধর্মবিরোধী পোশাকের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে মৃত Mahsa Amini,
ছবি ২: ছয়বছরের কারাদন্ড প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি)
(For Tuition Contact 9231623131)
।। Journalism Student দের জন্য।।
প্রশ্ন: Yellow Journalism বা হলুদ সাংবাদিকতা কী? কীভাবে শুরু হয়েছিল ইয়েলো জার্নালিজম? জার্নালিজম বা সাংবাদিকতায় এর প্রভাব কী পড়েছিল? তুমি কি এটাকে নীতিসম্মত মনে করো?
ইংরাজি অথবা বাংলায় উত্তর জানতে চাইলে কমেন্ট বক্সে নিজের Gmail ID দাও, নোট পাঠিয়ে দেবো।
#
(For Tuition Contact 9231623131)
।। পেনি প্রেস ।।
---------
যারা এই বছর Journalism and Mass Communication নিয়ে ভর্তি হলে তাদের পেনি প্রেস কী, কীভাবে তা শুরু হয়েছিল, তার প্রভাব কী পড়েছিল এসবই পড়তে হবে। আগ্রহ জাগানোর জন্য এখানে কয়েকটা কথা লিখলাম।
-----------
সেটা ছিল ১৮৩৩ সাল। তখন আমেরিকায় ৬ সেন্ট দামে বিক্রি হতো সংবাদপত্র। কিনতেন কেবল সম্ভ্রান্ত লোকজন। এখন যেমন খবরের কাগজ বাড়িতে কেউ জমিয়ে রাখে না, জমে গেলেই সেগুলো কাগজের দরে বিক্রি করে দেয়, তখন কিন্তু তেমন রেওয়াজ ছিল না। বইয়ের মতো সংবাদপত্রও লোকে বাড়িতে জমিয়ে রেখে দিত। বুঝতেই পারছো, গরিব শ্রমিকদের খবরের কাগজ কেনার অভ্যাস বা বিলাসিতা ছিল না। নিউইয়র্কে বেঞ্জামিন ডে নামের এক ব্যাক্তি সেই সময়ে মাত্র এক সেন্ট দামে তাঁর দ্য সান নামের সংবাদপত্র প্রকাশ করলেন। রাস্তার ভিখারি শিশুকিশোরদের হাতে সংবাদপত্র দিয়ে বললেন, বিক্রি করো। তারা রাস্তায় সংবাদপত্র নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করতে লাগলো। পথচলতি লোকজন উৎসাহে কিনতেও লাগলেন। দাম যে মাত্র এক সেন্ট। মানে পকেট থেকে একটা মুদ্রা বা পেনি বের করে দিলেই হলো। ট্রেনে বা গাড়িতে যেতে যেতে পড়া হয়ে গেলে বা দিনের শেষে সংবাদপত্র ফেলে দিলেই হলো। সংবাদপত্রের বিক্রি ব্যাপক বেড়ে গেলো এক ধাক্কায়। দাম কম হলেও ব্যাপক বিক্রির কারণে লাভ হতে লাগলো বেঞ্জামিন ডে’র। অন্য সংবাদপত্র মালিকরাও তাঁর পথ অনুসরণ করতে শুরু করলেন। সংবাদপত্রের ইতিহাসে এটা একটা বিরাট ঘটনা। এভাবেই শুরু হলো পেনি প্রেস। যাত্রা শুরু হলো আধুনিক সংবাদপত্রের।
মনে রাখবে, শিল্পোন্নয়ন এবং ছাপাখানার প্রযুক্তিগত উন্নতিও কিন্তু পেনি প্রেসের উৎপত্তির অন্যতম কারণ।
(For Tuition Contact 9231623131)
কীভাবে News বা সংবাদ লিখবে?
সংবাদ লেখা কিন্তু গল্প বা প্রবন্ধ লেখার মতো নয়। সংবাদ লেখার আলাদা নিয়মকানুন আছে। নিজস্ব মতামত না লিখে সাংবাদিককে objectively বা বস্তুনিষ্ঠভাবে যা ঘটেছে তার উল্লেখ করতে হবে। সংবাদের শুরুতে কী লিখবে, মাঝে কী লিখবে এবং শেষে কী লিখবে তারও নিয়ম রয়েছে। একে বলে inverted pyramid style উলটানো পিরামিড স্টাইল। সংবাদের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করে দিতে হবে। তারপরে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলি লেখা যাবে, বিষয়কে ব্যাখ্যা করা যাবে। উলটানো পিরামিড স্টাইলে কীভাবে নিউজ লিখতে হবে তা নিচের গ্রাফিক্সে দেখানো হলো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে প্রশ্ন কোরো।
এই পদ্ধতিতে সংবাদ লেখার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সেগুলো কী, তাও কিন্তু বুঝে বুঝে পড়তে হবে তোমাদের।
(For Tuition Contact 9231623131)
চলচ্চিত্র জগতের নক্ষত্র ফরাসী চলচ্চিত্র পরিচালক জঁ লুক গদারের জীবনাবসান হয়েছে আজ। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। Journalism and Mass Communication এর ছাত্রছাত্রীদের ফিল্ম পড়ার সময় অবশ্যই তাঁর অবদান সম্পর্কে পড়তে হয়। সিনেমায় French new wave বা ফরাসী নব তরঙ্গের জনক ছিলেন তিনি।
(For Tuition Contact 9231623131)
Denis McQuail এর মাস কমিউনিকেশন থিওরি এবং মিডিয়া সোসাইটি সম্পর্কিত বইটার অনেক দাম। কিন্তু CU র অধীনে JMC (Hons) UG Course এর 3rd semester এর ছাত্রছাত্রীদের জন্য এই বইটি অনবদ্য। মিডিয়া এবং সমাজ ও সংস্কৃতির সম্পর্ককে খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই বইতে। যারা ইংরাজিতে পড়ছো তাদের তো আমি এই বইটি পড়তে বলিই, যারা বাংলায় পড়ছো তাদেরও বলি ক্লাসে টপিকগুলো ভালো করে বুঝে নেওয়ার পরে এই বই থেকে পয়েন্টগুলো নিয়ে খাতায় লিখে ফেলো, তোমার নোট তৈরি হয়ে যাবে। কোনো ছাত্রছাত্রী যদি এত দামী বইটা কিনতে না পারলেও পিডিএফ পড়তে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জিমেল আইডি পাঠাতে পারো, আমি বইটা শেয়ার করে দেবো।
(For Tuition Contact 9231623131)
News
-------
যারা ফার্স্ট সেমিস্টারে পড়া শুরু করলে তারা News বা সংবাদ সম্পর্কে বিস্তারিত পড়বে। দুই রকম নিউজ বা সংবাদের কথাও জানবে, hard news and soft news. হার্ড নিউজ আর সফট নিউজের মধ্যে পার্থক্য গড়ে দেয় সময় timeliness বা সময় ভিত্তি। সাম্প্রতিক ঘটনা বা বিষয়ের তথ্যই কেবলমাত্র হার্ড নিউজ হয়ে উঠতে পারে। সময় পেরিয়ে গেলে তার আর কোনো মূল্য থাকে না। শহরে বড় অগ্নিকান্ডের ঘটনা আজকে ঘটে থাকলে তা হার্ড নিউজ, কিন্তু কিছু দিন পেরিয়ে গেলে তার আর কোনো সংবাদমূল্য (news value) থাকে না। কিন্তু শহরে অগ্নিনির্বাপন ব্যবস্থার ঘাটতি নিয়ে তথ্যভিত্তিক একটি সংবাদ লিখলে তা সফট নিউজ। তার সংবাদমূল্য দীর্ঘস্থায়ী। তবে পাঠকের মনে ধাক্কা মারার ক্ষমতা হার্ড নিউজের অনেক বেশি। সফট নিউজের কম। সফট নিউজ পাঠককে বিস্তারিত ও গভীর ভাবনায় সাহায্য করে থাকে।
(For tuition contact 9231623131)
যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকস্তরে Journalism and Mass Communication (Hons) নিয়ে এই বছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলে তাদের দ্বিতীয় পত্রের জন্য এই বিষয়টি পড়তেই হবে। যারা বাংলায় পড়ছো তাদের জন্য একটি বই এবং যারা ইংরাজিতে পড়ছো তাদের জন্য আরেকটি বই আমি আগেই সাজেস্ট করেছি। এখানে বই দুটির ছবিও দিলাম। যদি কেউ পিডিএফ ফরম্যাটে বইদুটি পড়তে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে নিজের জিমেল আইডি দিয়ে জানাতে পারো। আমি তাঁকে পিডিএফ বই পাঠিয়ে দেবো।
(For Tuition Contact 9231623131)
The official FB page for students (past, present and future) and faculty members of Career Launcher, Kolkata. At CL, you get the best online support and the City's best CAT / CLAT Trainers!
Want to make soft toys sitting at home? Come and visit us @ www.debjanicreations.com. Here you will get Design and detailed Instructions of various soft toys so that you can create your favorite cartoon character or soft toys by sitting at home.
Follow Us on, Twitter: twitter.com/eShikshaTweet Instagram: instagram.com/eshiksha.official Subscribe our YouTube Channel: youtube.com/eShikshaAcademy For more info visit our website https://eshiksha.co.in Join Our Telegram Channel : t.me/eShikshaAcademy
Diksha Academy | ICSC and CBSE Teacher | Baishakhi Bhowmick
We offer one to one online Maths tutoring from age group 6 to 18 years.We teach IGCSE,GCSE,CBSE,ICSE,US CURRICULUM,STATE BOARD MATHS.Also Vedic Maths and Competetive Maths.
A skill based learning platform to enable you to get on your own feet. Not mere classroom lectures,
eTutor Manoshri focuses on providing access to free education to the students. Our goal is to make easy and exciting learning videos on science. YouTube: https://www.youtube.com/c/etutormanoshri Website: https://simpletute.com/
Computer Training Center
This page is focused on providing Law coaching to students of Classes 11, 12 (Legal Studies), LLB Entrance exam and LLB Semester classes of Calcutta University (Undergraduate)
Ballet enthusiasts , those of you are eager to learn Ballet from home.Let your dream of becoming a B