Comments
❤Happy Foundation Day to my to lovely School❤
❤শুভ জন্মদিন আমার স্কুল❤
খুব মিস করি তোমায়
বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ বাংলা ভাষায় । ক্লাস একাদশ এবং দ্বাদশ এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এর সমস্ত চ্যাপ্টার অনুযায়ী প্রাক্টিস প্রশ্নপত্র এবং সমাধান । বিগত 10 বছরের প্রশ্নপত্র এবং 5 টি মক টেস্টের সহজ সমাধান সম্পূর্ণ বাংলা ভাষায় ।
ফলো করো entrancepractice.com
You can contact with us anytime ...
We will help you to achieve your goals
Don't miss out the free demo class
Best of luck👍👍
যে ছবিটি দেখছেন সেটি হলো মেয়েদের কলকাতার পুরাতন পাঠশালার মধ্য একটি, যার নাম আদি মহাকালী পাঠশালা। ইহার বর্তমান ঠিকানা- ৩৫সি কৈলাস বসু ষ্ট্রীট ও পুরাতন ঠিকানা- ৬৮নং সুকিয়াস্ ষ্ট্রীট।
১৮৯৩খ্রি মহারানি তপস্বিনী মাতাজী গঙ্গাবাই এই পাঠশালার স্থাপন আপার সার্কুলার রোডের কাশিমবাজার এর মহারানি স্বর্ণময়ী দেবীর বাড়িতে করেন ও পরে এখানে উঠে আসে।
মহারানি তপস্বিনী মাতাজী গঙ্গাবাই (১৮৩৫-১৯০৭) ঝাঁসীর রানি লক্ষ্মীবাই- এর ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম মানে সিপাহি বিদ্রোহ এর সহ যুদ্ধিনী ছিলেন।
ওঁনার পিতা দক্ষিণ ভারতের বেলুড়ের জমিদার নারায়ণ রাও ছিলেন ও উঁনি লক্ষ্মীবাই এর আত্মীয় ও ছিলেন।
লক্ষ্মীবাই এর মৃত্যু পর ইনি নানাসাহেব এর সাথে নেপালে আত্মগোপন করেন ও ৩০ বছর সাধনা করেন, যাহার জন্য এঁনাকে মাতাজী বলা হয়।
পরবর্তী কালে কলকাতা এসে নারী সমাজের উৎথান হেতু এই পাঠশালা স্থাপন করেন। এই পাঠশালা হেতু কোনো বিদেশী অনুদান নেয়া হতো না আর না কোনো বিদেশী শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হতো। শিক্ষা লাভে পর শিক্ষার্থীরা যাহাতে রান্না থেকে দূরে না সরে যায় তাহার হেতু এই পাঠশালায় বিশেষ করে রান্না শিক্ষা প্রদান করা হতো। এই পাঠশালা পরিদর্শনে স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, দ্বারভাঙার ও বর্ধমানে মহারাজা, বড়লাট, ছোটো লাট প্রমুখ এসেছিলেন ও প্রশংসা করেছিলেন।
১৯৪৮খ্রি এই পাঠশালাকে কলকাতা বিশ্ববিদ্যালয়তে অন্তর্ভুক্ত করা হয়।
আজও এই পাঠশালা যথেষ্ট সংখ্যক ছাত্রী ও শিক্ষিকা নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দান করে যাছে।
পুরনো কলকাতার গল্পের সাক্ষী থাকা এই পাঠশালা আজও সক্রিয় আছে, এই জেনে খুব ভালো লাগে।
এটা আমার লেখা নয় একটা জায়গা থেকে পাওয়া তাই এখানে পোস্ট করলাম। আচ্ছা আমাদের স্কুলের কি কোন শাখা বহরমপুরে আছে? যদি কেউ বলতে পারেন ভালো হয় 🙏।
যে ছবিটি দেখছেন সেটি হলো মেয়েদের কলকাতার পুরাতন পাঠশালার মধ্য একটি, যার নাম আদি মহাকালী পাঠশালা। ইহার বর্তমান ঠিকানা- ৩৫সি কৈলাস বসু ষ্ট্রীট ও পুরাতন ঠিকানা- ৬৮নং সুকিয়াস্ ষ্ট্রীট।
১৮৯৩খ্রি মহারানি তপস্বিনী মাতাজী গঙ্গাবাই এই পাঠশালার স্থাপন আপার সার্কুলার রোডের কাশিমবাজার এর মহারানি স্বর্ণময়ী দেবীর বাড়িতে করেন ও পরে এখানে উঠে আসে।
মহারানি তপস্বিনী মাতাজী গঙ্গাবাই (১৮৩৫-১৯০৭) ঝাঁসীর রানি লক্ষ্মীবাই- এর ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম মানে সিপাহি বিদ্রোহ এর সহ যুদ্ধিনী ছিলেন।
ওঁনার পিতা দক্ষিণ ভারতের বেলুড়ের জমিদার নারায়ণ রাও ছিলেন ও উঁনি লক্ষ্মীবাই এর আত্মীয় ও ছিলেন।
লক্ষ্মীবাই এর মৃত্যু পর ইনি নানাসাহেব এর সাথে নেপালে আত্মগোপন করেন ও ৩০ বছর সাধনা করেন, যাহার জন্য এঁনাকে মাতাজী বলা হয়।
পরবর্তী কালে কলকাতা এসে নারী সমাজের উৎথান হেতু এই পাঠশালা স্থাপন করেন। এই পাঠশালা হেতু কোনো বিদেশী অনুদান নেয়া হতো না আর না কোনো বিদেশী শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হতো। শিক্ষা লাভে পর শিক্ষার্থীরা যাহাতে রান্না থেকে দূরে না সরে যায় তাহার হেতু এই পাঠশালায় বিশেষ করে রান্না শিক্ষা প্রদান করা হতো। এই পাঠশালা পরিদর্শনে স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, দ্বারভাঙার ও বর্ধমানে মহারাজা, বড়লাট, ছোটো লাট প্রমুখ এসেছিলেন ও প্রশংসা করেছিলেন।
১৯৪৮খ্রি এই পাঠশালাকে কলকাতা বিশ্ববিদ্যালয়তে অন্তর্ভুক্ত করা হয়।
আজও এই পাঠশালা যথেষ্ট সংখ্যক ছাত্রী ও শিক্ষিকা নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা দান করে যাছে।
পুরনো কলকাতার গল্পের সাক্ষী থাকা এই পাঠশালা আজও সক্রিয় আছে, এই জেনে খুব ভালো লাগে।
এটা আমার লেখা নয় একটা জায়গা থেকে পাওয়া তাই এখানে পোস্ট করলাম। আচ্ছা আমাদের স্কুলের কি কোন শাখা বহরমপুরে আছে? যদি কেউ বলতে পারেন ভালো হয় 🙏।
সকল শিক্ষিকাদের জানাই শিক্ষক দিবসের শুভেচ্ছা এবং আমার সশ্রদ্ধ প্রণাম
শিক্ষকদিবসে স্কুলের সকল দিদিদের জানাই প্রণাম।
সাল টা ২০০১ কি ২০০২, এই স্কুলের সঙ্গে সম্পর্ক ২ বছরের মাত্র। কিন্তু এই ২ বছরেই এত ভালবাসা, এতো মধুর স্মৃতি পেয়েছি এই স্কুল থেকে যে আজীবন মনে থাকবে। শান্ত, মুখচোরা মেয়ে টা স্কুলে তখন নতুন, আর মুখচোরা বলে কথা কম বলে, দেখে বেশি, মনে থাকে বেশি, আর বন্ধুও কম। একটাই বন্ধু ছিল, যে মেয়েটাকে বুঝত। স্কুল ছুটির পর মেয়েটার বাবা রোজ সবার শেষে নিতে আসত। আর ওর বন্ধুটাও ওর সঙ্গে দাঁড়িয়ে থাকত। ক্লাস টুয়ের মেয়েটা কে এই স্কুল ছেড়ে একদিন চলে যেতে হলো। সঙ্গে বিচ্ছেদ হলো সেই বন্ধুর সঙ্গেও। সেই থেকে এখনো সে খোঁজে তার প্রিয় বন্ধু কে। যদি এই গ্রুপ-এ থাকিস আর যদি তোর মনে পড়ে ,যোগাযোগ করিস বন্ধু সোমা মল্লিক। মেয়েটার নাম নাম-রিমি কংসবনিক।
I am actively looking for an opportunity in the field of data analytics. I am skilled with Analytics Analytics and . Please let me know if anyone can help
I am actively looking for an opportunity in the field of data analytics. I am skilled in R analytics, SAS Analytics, SPSS and VBA Macros. Please let me know if anyone can help.
Ami Banasree Das MP 1987
Partha Chatterjee