কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিষদ আয়োজিত সরস্বতী পূজো।
Faruk R Ahamed Faruk R Ahamed
Chhatra Parishad NSUI Supporters
Nearby schools & colleges
KOLKATA 700009
KOLKATA 700009
KOLKATA
Joka, KOLKATA
Brindaban Mullick First Lane, KOLKATA
Ramkrishna das Lane, KOLKATA
শিক্ষার প্রগতি � সংঘবদ্ধ জীবন � দেশপ্রেম
Operating as usual
কংগ্রেসের অঙ্গীকার:
১) আইনের শাসন প্রতিষ্ঠা।
২) শিক্ষাক্ষেত্রে উন্নয়ন।
৩) স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়ন।
৪) শিল্প-সংস্কৃতি রক্ষা।
৫) সামাজিক সুরক্ষা প্রদান।
বিজেপির মিথ্যা ইস্তাহার !
আপনারা জবাব দেবেন ব্যালটে ।
With the approval of NSUI National Secretary & WBSCP In-Charge Shri Roshan Lal Bittu, West Bengal State Chhatra Parishad President Shri Sourav Prosad has appointed Faruk R Ahamed as the chairperson of State Chhatra Parishad Social Media and also appointed the following names as Chhatra Parishad Social Media State coordinators.
We wish them all the best for their new responsibility and future endeavors.
Join India's largest Students movements
বাংলার যুবক - যুবতিদের স্বার্থে
দলে দলে যোগ দিন..
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেসের দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস এর এআইসিসি'র ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শ্রী জিতিন প্রসাদ , প্রদেশ কংগ্রেস এর এআইসিসি'র ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শ্রী বিপি সিং এর উপস্থিতি তে আইন শৃঙ্খলার অবনতি , দ্রব্যমূল্য বৃদ্ধি , কৃষক বিরোধী কালা কানুন বাতিলের দাবিতে এবং বন্ধ কারখানা খোলা ও বেকারদের চাকরির দাবীতে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস(শহর) এর ডাকে মহা মিছিলে উপস্থিত ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ।
এসএসসি এবং উচ্চ প্রাথমিকের চাকরি-প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে এবং আন্দোলনরত হবু শিক্ষকদের উপরে রাতের অন্ধকারে ‘পুলিশি আক্রমণে’র প্রতিবাদে বিধান ভবন থেকে মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ছাত্র পরিষদ। রিসার্চ স্কলারদের বকেয়া ফেলোশিপ দেওয়া ও নিয়মিত স্কলারশিপের দাবিও তুলেছে তারা। ডরিনা ক্রসিংয়ে পুলিশ মিছিল আটকালে ছাত্র পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের, আহত হন সংগঠনের দু-তিন জন। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে ওখানেই অবস্থানে বসে পড়েন কর্মী-সমর্থকেরা।
গণধর্ষণ-কাণ্ডে বিক্ষোভ শহরে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ-সহ কয়েক জন ছাত্র নেতা ওই ঘটনায় আহত হলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
NEET পরীক্ষার আগের দিন লকডাউন প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র পরিষদের । নিজস্ব সংবাদদাতা : "সরকারে নেই , দরকারে আছি" - এই স্লোগান যে তাদের ষোলো আনাই ঘাঁটি , কংগ্রেসের ছাত্র সংগঠনের দৈনন্দিন ...
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, পুলিশের বিরুদ্ধে প্যান্ডেল খুলতে বাধ্য ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগে মহাজাতি সদনের সামনে প্যান্ডেল খুলতে বাধ্য করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ছাত...
ছাত্র পরিষদের ওপর আক্রমন । অন্যায়ভাবে ভেঙে দেওয়া হচ্ছে ২৮শে আগষ্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহাজাতি সদনে তৈরী করা ছাত্র পরিষদের প্যান্ডেল ।
ছিঃ ছিঃ ধিক্কার জানাই ।
প্রায় 450 জন ভারতীয়, যার মধ্যে বেশির ভাগ বাঙালি পরিযায়ী শ্রমিক, করোনা মহামারী তে আটকে পড়েছিল সৌদি আরবে, ঘটনাক্রমে তাদের ভিসা ও অন্যান্য অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আজ তারা সেখানে জেল খাটছে ।
বিষয় টি বিদেশ মন্ত্রীর নজরে এনে তাদের দেশে ফেরানোর জন্য চিঠি লিখলেন বাংলার জন প্রতিনিধি শ্রী অধীর রঞ্জন চৌধুরী ।
আজ আমাদের ছেড়ে চলে গেলেন সোমেন জেঠু । উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি । ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই । উনি যেখানেই থাকুক, খুব ভালো থাকুক । 🙏🙏
Important Notice for B.COM 3rd Semester Students.
Publication of result for B.Com Semester- III (Honours/General/ Major) Examination, 2019 (Under CBCS)
Result will be published on Friday, 24th July at 2:30 PM.
Website - www.wbresults.nic.in
www.exametc.com
দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র পরিষদকে মান্যতা দিল রাজ্য শিক্ষা দপ্তর - Pratidin24x7 নিউজ ডেস্ক: ছাত্র পরিষদের দাবীকে মান্যতা দিয়ে আজ অর্থাৎ রবিবার রাজ্য শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করলো। দের...
রাজস্থানের কোটা থেকে ছাত্র-ছাত্রীরা বাড়ি ফিরছে,ঘরমুখী পড়ুয়ারা ধন্যবাদ জানালো অধীর চৌধুরী ও খবর২৪বাংলা :- করোনা ভাইরাসের হাত থেকে দেশকে রক্ষা করতে লকডাউন জারি করা হয়েছে, আপাতত আগামী ৩ মে পর্যন্ত এই লকডাউন চল....
Shri Rahul Gandhi ji will be addressing a Press Conference LIVE via video conferencing at 1PM today.
Follow our Page.
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফিস বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি ছাত্র পরিষদ বৈঠকখানার খবর : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি শ
**লকডাউন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের অস্বাভাবিক যে ফি বৃদ্ধি পেয়েছে তা অন্তত দু'মাসের ফি মুকুব ও রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলির সেমিস্টার পরীক্ষা পিছিয়ে দেওয়ার ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ যেন পিছিয়ে না যায়,সেই ব্যবস্থার করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের**
লকডাউন ; রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির দু'মাসের ফি মুকুব করার আবেদন ছাত্র পরিষদের
আমাদের গর্ব সৌরভ প্রসাদ
আবার মানবিক সৌরভ প্রসাদ ।
লোকসভা নির্বাচনে ভোট প্রচারে বনগাঁ লোকসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন । কথা দিয়েছিলেন যখনই প্রয়োজন পড়বে তখনই তার সাথে যোগাযোগ করতে। নির্বাচন শেষ হয়ে গেছে। তবু বনগাঁর মানুষ সৌরভ প্রসাদকে ভোলে নি , সৌরভ প্রসাদ ভোলেননি বনগাঁর মানুষদের কথা। লকডাউনের জেরে বনগাঁ লোকসভার অন্তর্গত চম্পাবেড়িযার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস সহ পাঁচজন বেঙ্গালুরুতে এবং আলআমীন খান অন্ধ্রের বিজয়ওয়াড়াতে আটকে পড়েন। এমত অবস্থায় কী করবেন বুঝতে পারছিলেন না,খুব বিপদের মধ্যে ছিলেন। এমন সময় তারা বিগত বনগাঁ লোকসভার কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবঙ্গ রাজ্য ছাএ পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের সঙ্গে যোগাযোগ করলে ,সৌরভ প্রসাদ তৎক্ষণাৎ নিজেদের লোক পাঠিয়ে চাল,ডাল,আলু,তেল এবং খাদ্যসামগ্রী পাঠানোর ব্যবস্থা করেন এবং তাদেরকে সব রকমের সহযোগিতা করেন। বিশ্বজিৎ বাবু – আল আমীন খান সহ আটকে থাকা সকল শ্রমিকরা সৌরভ প্রসাদকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সৌরভ প্রসাদ বনগাঁর মানুষকে ভোটের সময় কথা দিয়েছিলেন তিনি সবসময় তাদের পাশে থাকবেন,সাথে থাকবেন। সেই কথানুযায়ী তিনি নীরবে মানুষকে সাহায্য করে যাচ্ছে। এছাড়াও সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করেন, যারা এখন লকডাউনের ফলে আটকে পড়েছেন সেই দিনআনা-দিনখাওয়া মানুষগুলোর বিপদের দিনে রাজ্যের তাবড় নেতারা যখন হাতগুটিয়ে আছে সেসময় রাজ্য কংগ্রেসের এই যুবনেতা পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের সভাপতি খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন, যা কংগ্রেসের নতুন প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে।
http://deshoeishomoy.in/souravprasad-love-bongaon/
নির্বাচনী প্রতিশ্রুতি, বনগাঁর পাশে সৌরভ প্রসাদ - দেশ ও এইসময় দেশ ও এই সময় নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে ভোট প্রচারে বনগাঁ লোকসভার এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেরিয়েছেন ।
সবাই বলুন “আলো আমরা নেভাবো না” --"মোমবাতি,টর্চ আমরা জ্বালাবো না"
-------**প্রধানমন্ত্রীর ঘোষিত অবৈজ্ঞানিক কার্যকলাপের বিরুদ্ধে ছাএ পরিষদের প্রতিক্রিয়া।।**
পশ্চিমবঙ্গ রাজ্য ছাএ পরিষদ স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে আমরা এই অবৈজ্ঞানিক পদ্ধতিকে মানছি না। যেখানে দেশে এত মানুষ মারা যাচ্ছে ও দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে ,তাদের সুচিকিৎসা কোনো ব্যবস্থা না করে,প্রধানমন্ত্রী পরিকাঠামোহীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলেছে।
প্রধানমন্ত্রী দেশবাসীকে বলেছেন যে আজ ৫ই এপ্রিল
রাত ৯টার সময় বাড়ির লাইট বন্ধ করে মোমবাতি, টর্চ জ্বালিয়ে দেশের এই অবস্থার সময়ে শক্তি সঞ্চার করতে।
কিন্তু করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই প্রধানমন্ত্রী'র এই রকম ফালতু কুসংস্কার ও অবৈজ্ঞানিক পদক্ষেপ নেওয়ার বিরোধিতা করছি আমরা। আমরা দেখতে পাচ্ছি দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের ভুখা মিছিল থেকে স্বাস্থ্য-কর্মীদের উপযুক্ত সুরক্ষার অনুপস্থিতি ।।চলুন আজ আমরা প্রধানমন্ত্রীর এই অবৈজ্ঞানিক কর্মসূচিকে অসফল করে ছুড়ে ফেলে দিই । কারণ আমরা এই ৯ মিনিটের মোমবাতি প্রজ্জ্বলনকে সমস্যার সমাধান মনে করি না। আমরা এই সময় সবচেয়েবেশি যে দাবিগুলি জানাই
১) পরিযায়ী শ্রমিক সহ দেশের সকল শ্রমজীবী মানুষের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
২) সকল সাফাই কর্মী, স্বাস্থ্যকর্মী ও অত্যাবশ্যকীয় পরিষেবার সাথে যুক্ত মানুষদের জন্য উপযুক্ত সুরক্ষা সরঞ্জাম ও পরিবহনের ব্যবস্থা করতে হবে।
http://deshoeishomoy.in/kolkata/
"আলো আমরা নেভাবো না"- সৌরভ প্রসাদ - দেশ ও এইসময় দেশ ও এই সময় নিউজ ডেস্ক, কলকাতা: প্রধানমন্ত্রীর লাইট নেভানোর আবেদনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের স...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
19, Raj Kumar Chakrabarty Sarani
Kolkata
700009
Plot No III/B-11, Action Area III, New Town, Rajarhat, Kolkata/
Kolkata, 700027
"Managerial Brass with Army Class" Army Institute of Management, Kolkata (AIMK) was established in
KRIYA STUDIO. 26/3 Ballygunge Circular Road. Next To Red Hot Chilli Peppers
Kolkata, 700019
KriyaKids is a unique regular comprehensive enrichment program for 2-5 yr olds at the KRIYA STUDIO.
St. Xavier's College (Autonomous)
Kolkata, 700016
We are the representative society of the B.Com Department of St. Xavier’s College, Kolkata.
3 Pretoria Street
Kolkata, 700071
Kredent Academy - (www.kredentacademy.com) is a Capital Market Training Institution.
Rabindranath Thakur Road, 153, Diamond Harbour Rd, Mukund Das Colony, Thakurpukur
Kolkata, 700063
Vivekananda college Trinamool Chatra Parishad
Kolkata
Sudip Chakraborty is an upcoming and promising Tabla player in India who is presently a front-line student under the tutelage of Pandit Bickram Ghosh. He has performed extensively throughout India, accompanying acclaimed performers of IndianClassicalMusic
Kolkata
শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্ত ভালোবাসি!
Radhanagar Hospital More
Kolkata, 721445
I am so much love my "School"