19/05/2024
Tutors' Welfare Association of India এর Chairperson হলেন সুজয় কুমার বর্মন
গৃহ শিক্ষকদের যে একটি সংগঠন হতে পারেন এই কনসেপ্ট এর জনক এবং এই কনসেপ্ট কে বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করেন উনি। আজ বর্তমানে তিনটি গৃহ শিক্ষকদের সংগঠন ... জলপাইগুড়ি জেলার সকল সাংবাদিক সুজয় বর্মন স্যার কে চেনেন এবং মানেন। তাই, কোর্ট কেসের প্রসঙ্গ নিয়ে উনার মতামত জানতে চান সংশ্লিষ্ট সাংবাদিক। কিন্তু , সাংবাদিক অধিক উৎসাহী হয়ে কিছু বাড়তি কথা ছাপিয়ে দেন খবরের কাগজে যা সুজয় বাবু বলেননি।
Barasat Private Tutors' Welfare Association এর সম্পাদক বলে পরিচয় দিয়ে কোন এক ব্যক্তি সুজয় বাবুকে অসম্মান করার দুঃসাহস দেখানোর চেষ্টা করেন। সংগঠনের পক্ষ থেকে সেই ব্যক্তির নিন্দনীয় ভয়েস শোনার পরে সেই ব্যক্তিকে ধিক্কার জানানো হচ্ছে। আশাকরি, ভবিষ্যতে উনি সংযত হয়ে কথা বলবেন।
ধন্যবাদান্তে,
সোহম ভট্টাচার্য্য
সাধারণ সম্পাদক
TWAI India
03/05/2023
Court এর রায় অনুযায়ী স্কুল শিক্ষকরা টিউশন করতে পারবেন না। হাতে সময় ৯০ দিন। দ্রুত নিজের নিজের বিধানসভার বিধায়কদের কাছে টিউশন রত স্কুল শিক্ষকদের নাম তুলে দিন। যাতে উনারা পরে না জানার কথা বলতে পারে।
18/11/2022
স্কুল শিক্ষকের বেআইনি কাজ ।
পুলিশে অভিযোগ।
প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও গৃহ শিক্ষকতা করার অভিযোগ দেবাশিস মন্ডলের বিরুদ্ধে
প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও গৃহ শিক্ষকতা করার অভিযোগ দেবাশিস মন্ডলের বিরুদ্ধে #বাংলাতাজাখবর #.....
16/11/2022
আজ দুর্গা নগর এলাকায় একজন সরকারি স্কুল শিক্ষককে টিউশন পড়ানো অবস্থায় ধরা হয়। বিস্তারিত সকালে পাবেন।
14/07/2022
অভিযুক্ত সরকারি স্কুল শিক্ষকদের নামের তালিকা D.I সাহেবের হাতে তুলে দিন TUTORS' WELFARE ASSOCIATION OF INDIA এর মাধ্যমে। সঙ্গে প্রমাণ দেবেন কিন্তু।
30/06/2022
স্কুলের প্রধান শিক্ষক দের আগে অভিযুক্ত স্কুল শিক্ষকদের সম্পর্কে তথ্য জানা থাকলেও FIR করার অধিকার ছিল না। এবার থেকে আর কোন বাধা থাকলো না।
http://dhunt.in/xy8sL?s=a&uu=0x8072a8274c8db1e8&ss=wsp
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে কড়া স্কুলশিক্ষা দপ্তর, FIR করতে পারবেন প্রধান শিক্ষকও
দীপঙ্কর মণ্ডল: করোনাকালে হোক বা গরমের ছুটিতে, স্কুল বন্ধ থাকলেও বেতন নেওয়ার পাশাপাশি চুটিয়ে টিউশন করেছেন স্কুল-শ.....
29/06/2022
আরো কড়া নির্দেশিকা আসছে। 27 th June সোমবার একটি প্রকাশিত হয়েছে এবং অপরটি অপেক্ষায়।
28/06/2022
TUTORS' WELFARE ASSOCIATION OF INDIA সব নজরে রাখছে। সঙ্গে প্রমাণ। নির্দেশিকা প্রকাশিত হওয়ার পর যারা পড়াবে তারা বুঝবে বেআইনি কাজ করলে কি হয়।
16/06/2022
TUTORS' WELFARE ASSOCIATION OF INDIA
রাজ্যজুড়ে যখন প্রাথমিকে টেট দুর্নীতি নিয়ে তোলপাড় , ঠিক সেই সময় প্রাইমারী স্কুল শিক্ষক দের বেআইনি ভাবে সরকারি নির্দেশিকা না মেনে টিউশন করার জন্য কঠোর নির্দেশিকা প্রকাশিত হলো বিকাশ ভবন থেকে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া , বীরভূম ,নদীয়া ও কুচবিহারের প্রাথমিকের একশ্রেণীর শিক্ষকগণ অবাধে সরকারকে অন্ধকারে রেখে ট্যাক্স ফাঁকি দিয়ে বেআইনি ভাবে টিউশন করছেন। হয়তো প্রকাশিত এই লিস্টের মধ্যে এমন শিক্ষকরাও ( কেউ কেউ) থাকতে পারেন যারা বেআইনি ভাবে টিউশন করে ঘুষ দেওয়া টাকা ছাত্র ছাত্রীদের থেকে তোলার চেষ্টা করছেন। মহামান্য আদালতের রায় বলে দিচ্ছে একটা বড় অংশের স্কুল শিক্ষক যোগ্যতার মাধ্যমে চাকরি পায়নি। আমরা প্রথম থেকে বলে আসছি এই ধরনের স্কুল শিক্ষক থেকে সাবধান। যারা আইন মানে না তারাই কিন্তু সমাজে দুর্নীতি কে প্রশ্রয় দেয় ।
টিউশন রত স্কুল শিক্ষক যাদের নাম প্রকাশিত হলো তারা যদি with ইমিডিয়েট এফেক্ট অবৈধ টিউশন এবং সরকারকে কর ফাঁকি দেওয়া বন্ধ না করে তাহলে তাদের আইনানুক ব্যাবস্থা এবং চাকরি হাতছাড়া হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
03/06/2022
🙏🏻🙏🏻
রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় সফল সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে জানাই আমার স্নেহ, আদর এবং আশীর্বাদ।
তোমরা তোমাদের সাধ্যমত পরিশ্রম করেছ, তার ফল পেয়েছ। বেশিরভাগ ছাত্র ছাত্রী তোমাদের আশানুরূপ ফল পেয়েছ। অনেকের হয়তো কিছুটা আফসোস আছে সেটা উচ্চমাধ্যমিকে ভালো ফল করে নিজেদের প্রমান করে দেবে।
এ বছরের তোমাদের কৃতিত্ব অসম্ভব সম্মানের। কারণ করোনা মহামারী এবং তার জন্য লকডাউন,অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় অবকাশ, তার মধ্যেও তোমরা তোমাদের লক্ষ্যে অবিচল থেকে সাফল্য অর্জন করেছ। সেখানে প্রধান ভূমিকা ছিল তোমার মা বাবা ,তোমার স্কুল সর্বোপরি তোমার গৃহশিক্ষক গন।
স্কুল ছুটি থাকার ফলে কোথাও কোথাও অনলাইন ক্লাস হয়েছে একথা ঠিক ,কিন্তু সমস্ত শিক্ষা ব্যবস্থা টাকে ধরে রেখেছে রাজ্যের অগণিত গৃহশিক্ষক। যারা সর্বদাই পর্দার আড়ালেই থেকে যায়। তোমরাও পারিপার্শ্বিক কারণে তাদের নাম সামনে আনতে অনেকেই কুন্ঠাবোধ করো।
এই গৃহ শিক্ষক সমাজ সর্বদাই শিক্ষা ব্যবস্থাটাকে সাম্য প্রদান করে চলেছে। তারা অমানুষিক পরিশ্রম করে তোমাদের সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। তোমাদের সাফল্য এই গৃহ শিক্ষকদের কাছে বড় পুরস্কার। তোমরা হয়তো বলবে তোমরা পারিশ্রমিক দিয়েছো, সেটা 100% সঠিক। কিন্তু তাদের নামের পেছনে বড় কোনো ছাপ নেই যে ছাত্র-ছাত্রী সর্বদাই তাদের কাছে ছুটে আসবে। তোমাদের সাফল্য তাদের আগামী দিনের চলার পথ।
কিছু স্কুল শিক্ষক বেআইনিভাবে টিউশন প্রদান করে থাকে, তারা তোমাদের স্কুলের পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার জন্য অসাধু কৌশল অবলম্বন করে থাকে। কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় তাদের অবদান থাকে না, অবদান থাকে গৃহশিক্ষক দের, নিপাট গৃহ শিক্ষক দের।
তাই আজ রাজ্যের সমস্ত গৃহ শিক্ষক দের কে জানাই আন্তরিক অভিনন্দন ।আপনারা আজ আপনাদের পরিশ্রমের ফল পেয়েছেন।
উজ্জ্বল দত্ত।
সর্বভারতীয় সভাপতি
TWAI
01/06/2022
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে গঠিত হলো নতুন ইউনিট।
কাজ শুরু হলো। সাফল্য পাওয়া অবধি লড়াই চলবে।
27/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/131118729575843/
ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রচারিত।
ভাবতে খারাপ লাগে। স্কুলশিক্ষকদের অসম্মানের কথা দেখে। বিগত কুড়ি পঁচিশ বছর যাবত যারা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগই হয় ঘুষ দিয়ে, নয় প্রভাব খাটিয়ে। সেই অযোগ্য লোকেরা শিক্ষক নামক শব্দটি কে অবমাননা করেছেন।
তারা আবার গৃহ শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আমি হলফ করে বলতে পারি বেশিরভাগ গৃহ শিক্ষক যোগ্যতা সম্পন্ন। তাদের প্রভাব ছিল না বা লক্ষ লক্ষ টাকা ছিলনা। তাই আপনি অযোগ্য হয়ে সেই চেয়ারটায় বসেছেন এবং স্কুলের ঐতিহ্য কালিমালিপ্ত করেছেন।
আপনি টিউশন কেন করেন? আর যদি করেন ই, তাহলে আপনার সন্তান সন্ততি স্ত্রী বা স্বামী বা শ্বশুরবাড়ি আত্মীয়-স্বজন সবাইকে বলুন যে আপনি বেআইনি উপায় রোজগার করেন। কোন কোন শিক্ষক আবার আইন কে ভয় পেয়ে বলেন "আমি পড়াই না আমার স্ত্রী পড়ায়" । কিছুদিন পর তাহলে .......???
কেউ কেউ আবার স্কুলের প্রধান শিক্ষক আপনারা। বাড়িতে চুটিয়ে টিউশন করাচ্ছেন। আপনি বা আপনারা কখনোই স্কুলের শ্রীবৃদ্ধি ঘটুক বা ছাত্রছাত্রীরা উন্নতি করুক তা চান না। শুধুমাত্র বেআইনিভাবে অর্থ রোজগার আপনাদের উদ্দেশ্য।
আপনাদের হাতে পড়ে অনেক ছাত্র তাদের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করতে বাধ্য হয়েছে। কতিপয় বিচক্ষণ মা-বাবা তাদের সন্তানদেরকে সঠিক গাইড করে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বেশিরভাগই আজ নিজেদেরকে প্রতিযোগিতায় শামিল করতে পারছে না শুধু আপনাদের জন্য।
এসব বন্ধ করুন। আবেদন করছি, বন্ধ করুন। আপনাদের কি কোনো লজ্জা নেই?
উজ্জ্বল দত্ত
সর্বভারতীয় সভাপতি।
TWAI
19/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/128151289872587/
রাজ্যের স্কুল শিক্ষার সদর দপ্তর।
যে সকল দুর্নীতি পরায়ন স্কুল শিক্ষক সরকারের আইন কে মান্যতা না দিয়ে, স্কুলটিকে তাদের tuition ধরার বিজ্ঞাপন ক্ষেত্র হিসাবে পরিণত করেছেন, তাদের কথা বলতে গেছিলাম।
তৎসহ যদি কোন গৃহশিক্ষক সেই সকল স্কুল শিক্ষকদের প্রশ্রয় দেয় তাদেরও ব্যবস্থা হবে। কারণ সরকারের তৈরি আইন সকলেই মানতে বাধ্য। মনে রাখবেন আইনের হাত কিন্তু অনেক লম্বা।
ছাত্র-ছাত্রীদের সাথে যদি কেউ quality compromise করেন তাকেও ছাড়া হবে না,তিনি স্কুল শিক্ষকই হন বা গৃহশিক্ষক হন ।
17/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/127327586621624/
সমাজের উন্নতমনা সংস্কৃতিবান শিক্ষিত মানুষের কাছে ....
14/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/126060913414958/
2nd May অভিযানের পর.....
সবকিছুরই একটা অন্ত আছে। কোন কিছুই চিরন্তন নয়। একটু সময় কে সময় দিতে হয়।
মাস্টারমশাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন ,কাকে কত টাকা দিয়েছেন ? ভেবেছিলেন অবৈধ উপায়ে টাকা উদ্ধার করবেন। আমার ই দুঃখ হচ্ছে।
এবার থেকে প্রতিবছর সম্পত্তির হিসাব দিতে হবে। ভুল তথ্য দিয়ে বুঝিয়ে দেবেন? We are everywhere,
সরকারের এই পদক্ষেপ কে স্বাগত জানাই।
"Ring out wild bell"
14/05/2022
বিকাশ ভবন অভিযানের জের👇 ২ রা মে
10/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/124326633588386/
ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করা আমার প্রধান কাজ।।
চাকরিরত স্কুল শিক্ষক বৃন্দ তাদের বেআইনি কাজ বন্ধ করবেন, সেদিন আর বেশি দূরে নয়। রাজ্য তথা দেশের শিক্ষাব্যবস্থা সঠিক পথে চালনা না হওয়া পর্যন্ত আমরা থাকবো না।
আর একটা কথা, আমরা শিক্ষক। এবং আমরা শিক্ষক হয়েছি ছাত্র ছাত্রীদের দ্বারা। তাই আমাদের আন্দোলনের প্রধান এবং প্রথম মুখ হবে ছাত্র স্বার্থ রক্ষা করা।
যদি কোন গৃহ শিক্ষক ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে,, quality compromise করে, সস্তা বিজ্ঞাপনের জোরে,বা কোন স্কুল শিক্ষকের সঙ্গে Nexus করে, ছাত্র-ছাত্রীদের পড়ান, আমরা #সর্বভারতীয়_গৃহশিক্ষক_সংগঠন, সেটা করতে দেবো না।
তাই আপনারা সবাই সাবধান হোন।
03/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/120765067277876/
নিবেদিতা ভবন, বিকাশ ভবন এর পদস্ত আধিকারিকদের কে ইতিমধ্যেই আমাদের ডেপুটেশন জমা দেওয়া হয়েছে।
এবার বিদ্যাসাগর ভবন। আগামী 6 মে 2022 বিদ্যাসাগর ভবন।
In service school teacher should have a shame.
আর কত অপমানিত হতে চান আপনারা। আপনার নিজের সন্তানকে বা পরিবারকে কিভাবে মুখ দেখাবেন। সন্তানদেরকে বলুন ," তোদের জন্য মান-সম্মান খুইয়ে আমি বেআইনিভাবে রোজগার করছি" । যেভাবে চোর-ডাকাত ও দুর্নীতিবাজ লোকেরা রোজগার করে।
আরেকটা কথা মাস্টার মশাই, আপনি কোথাও আপনার পরিচয় দিতে গিয়ে কখনোই বলবেন না, যে আপনি স্কুল মাস্টার ।বলবেন "আমি টিউশন পড়িয়ে রোজগার করি"এবং স্কুলের নাম ভাঙ্গিয়ে, তা না হলে তো ছেলে মেয়েরা পড়তে আসবেনা"।
03/05/2022
আগামী ৬ ই মে শুক্রবার বিদ্যাসাগর ভবন অভিযান।
02/05/2022
আজ ২ রা মে বিকাশ ভবন অভিযান... একসাথে দই আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়ার মাধ্যমে টিউশনরত স্কুল শিক্ষকদের নামের তালিকা তুলে দেওয়া হয়। এবার কালোবাজারি বন্ধ করবোই।
আগামী ৬ ই মে বিদ্যাসাগর ভবন ডেপুটেশন। সবাই প্রস্তুত হন।
https://youtu.be/IWtkgDVSec0
টিউশনরত স্কুলশিক্ষক দের নামের তালিকা জমা দিল Tutors' Welfare Association of India
টিউশনরত স্কুলশিক্ষক দের নামের তালিকা জমা দিল Tutors' Welfare Association of India #বাংলাতাজাখবর #বাংলাখবর ...
02/05/2022
https://www.facebook.com/100959369258446/posts/120548557299527/
আজ ছিল বিকাশ ভবনে ডেপুটেশনের দিন। অভিযুক্ত স্কুল শিক্ষকদের নামের তালিকা সংশ্লিষ্ট আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্ট আধিকারিক।
30/04/2022
আন্দোলন সফল হতে গেলে প্রয়োজন রাস্তায় নেমে আন্দোলন। আধিকারিকদের কাছে নিয়মিত সমস্যা তুলে ধরা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা।
Whatsapp এ বা Facebook এ আন্দোলন কোনদিনও সফল হতে পারে না।চায়ের কাপে তুফান তুলে লাভ নেই। রাজপথে নেমে কাজ করতে হবে। তানাহলে কোন লাভ হবে না।
আসুন সরকারি আইন ভেঙে যে সকল স্কুল শিক্ষক দুর্নীতি করছেন তাদের পর্দা ফাঁস করি। প্রমান তুলে ধরি।
কলকাতার কাজ শেষ হলে দিল্লির যন্তরমন্তরেও যাবো আমরা প্রতিবাদ করে শিক্ষাকে দুর্নীতি মুক্ত করতে।