Sahid Rameswar Vidyamandir -H.S.

A renowned Govt. Sponsored Institution.

All round development of learners ensured through smart classes, tutorials, remedials, cultural Competitions, sports and games, yoga classes, excursions, community outreach programmes, publishing magazines etc.

Operating as usual

09/02/2024

গৌরবের, ঐতিহ্যের বিদ্যামন্দিরের ৭৫ বছর উদযাপনের সূচনা অনুষ্ঠানের সংবাদ Zee 24 Ghantaয়

13/01/2024

আনন্দের সাথে জানাই শহীদ রামেশ্বর বিদ্যামন্দিরের প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সতেরোই ডিসেম্বর প্রাথমিক পর্বের একটি সভা আয়োজিত হয়েছিল। প্রাক্তনীদের স্মৃতিচারণে , আলোচনায় ভরে উঠেছিল বিদ্যামন্দির প্রাঙ্গণ। এই সভার পরবর্তী পদক্ষেপ- আগামী 21শে জানুয়ারির প্রাক্তনী সভা (দ্বিতীয় পর্ব)। স্থান: শহীদ রামেশ্বর বিদ্যামন্দির প্রাঙ্গণ, সময়- সকাল সাড়ে দশটা। প্রতিষ্ঠালগ্নের অখন্ড শহীদ রামেশ্বর বিদ্যামন্দিরের রূপটি অক্ষুণ্ণ রেখে এই উদযাপনের উদ্যোগে বর্তমানের তিনটি বিভাগই আগ্রহী এবং সচেষ্ট হয়েছেন। প্রাক্তন এবং বর্তমান - বিদ্যামন্দিরের তিন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত থাকবেন ওইদিনের সভায়।

সকল প্রাক্তনীদের কাছে অনুরোধ , অনুগ্রহ করে নির্ধারিত সময়ে ওইদিনের সভায় উপস্থিত থেকে আপনাদের আবেগের ঐতিহ্যের বিদ্যামন্দিরের পঁচাত্তর বছর উদযাপনের পরিকল্পনাকে সমৃদ্ধ করে তুলুন।

12/01/2024

আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর জন্ম দিবস। আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই!

স্বামীজীর চিকাগো বক্তৃতার অংশবিশেষ আজ আমরা উদ্ধৃত করি । আমাদের সব রকমের সংকীর্ণতা দূর হোক। ভ্রাতৃত্ববোধের উন্মেষ হোক। প্রকৃত শিক্ষার আলো আমাদের আলোকিত করুক :

"আমি আপনাদিগকে একটি ছোট গল্প বলিব। এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করিলেন, তাঁহার কথা আপনারা সকলেই শুনিয়াছেন-‘এস আমরা পরস্পরের নিন্দাবাদ হইতে বিরত হই’। মানুষে মানুষে সর্বদা একটা মতভেদ থাকিবে ভাবিয়া বক্তা-মহাশয় বড়ই দুঃখিত। তবে আমি আপনাদের একটি গল্প বলি, হইতো তাহাতেই বুঝা যাইবে-এই মতভেদের কারণ কি।

একটি ব্যাঙ একটি কুয়ার মধ্যে বাস করিত। সে বহুকাল সেইখানেই আছে। যদিও সেই কুয়াতেই তাহার জন্ম এবং সেইখানেই সে বড় হইয়া উঠিয়াছে, তথাপি ব্যাঙটি আকারে অতিশয় ক্ষুদ্র ছিল। অবশ্য তখন বর্তমান কালের ক্রমবিকাশবাদীরা কেহ ছিলেন না, তাই বলা যায় না, অন্ধকার কূপে চিরকাল বাস করায় ব্যাঙটি দৃষ্টিশক্তি হারাইয়াছিল কি না; আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরিয়া লইব তাহার চোখ ছিল। আর সে প্রতিদিন এরূপ উৎসাহে কুয়ার জল কীট ও জীবাণু হইতে মুক্ত রাখিত যে, সেরূপ উৎসাহ আধুনিক কীটাণুতত্ত্ববিদ্‌গণেরও শ্লাঘার বিষয়। এইরূপে ক্রমে ক্রমে সে দেহে কিছু স্থূল ও মসৃণ হইয়া উঠিল। একদিন ঘটনাক্রমে সমুদ্রতীরের একটি ব্যাঙ আসিয়া সেই কূপে পতিত হইল।

কূপমণ্ডূকে জিজ্ঞাসা করিল, ‘কোথা থেকে আসা হচ্ছে?’

‘সমুদ্র থেকে আসছি।’

‘সমুদ্র? সে কত বড়? তা কি আমার এই কুয়োর মতো বড়?’ এই বলিয়া কূপমণ্ডূক কূপের এক প্রান্ত হইতে আর এক প্রান্তে লাফ দিল।

তাহাতে সাগরের ব্যাঙ বলিল, ‘ওহে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে সমুদ্রের তুলনা করবে কি ক’রে?’

ইহা শুনিয়া কূপমণ্ডূক আর একবার লাফ দিয়া জিজ্ঞাসা কলিল, ‘তোমার সমুদ্র কি এত বড়?’

‘সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা ক’রে তুমি কি মূর্খের মতো প্রলাপ ব’কছ?’

ইহাতে কূপমণ্ডূক বলিল, ‘আমার কুয়োর মতো বড় কিছুই হ’তে পারে না, পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছুই থকতে পারে না, এ নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব একে তাড়িয়ে দাও।’

হে ভ্রাতৃগণ, এইরূপ সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের কারণ।..."

শিক্ষার আলো আমাদের অন্ধকার থেকে আলোর পথযাত্রী করুক। সংকীর্ণ কুয়ো থেকে প্রসারিত উন্মুক্ত সাগরের অনুভব আমাদের উন্মুক্ত করুক। সকলের ভালো হোক। স্বামীজীর আবির্ভাব দিবসে এই অঙ্গীকার হোক আমাদের শ্রদ্ধার্ঘ্য ।

শহীদ রামেশ্বর বিদ্যামন্দির

16/12/2023

আগামীকাল দুপুর বারোটা। প্রাক্তনীদের সাথে আলোচনা। সকল প্রাক্তনীদের সাদর আমন্ত্রণ।

02/12/2023

আনন্দের সাথে জানাই রামেশ্বর বিদ্যামন্দিরের প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি সভা আয়োজন করা হয়েছে- আগামী ১৭ ই ডিসেম্বর দুপুর বারোটা থেকে। সমস্ত প্রাক্তন শিক্ষার্থীদের সাদর আমন্ত্রণ ।

প্রাক্তনীদের কাছে সনির্বন্ধ অনুরোধ, আপনারা inbox এ নিম্নলিখিত তথ্যগুলি জানান।

Name-
Pass out Year-
Contact No ( preferably whatsapp enabled)-

Photos from Sahid Rameswar Vidyamandir -H.S.'s post 22/09/2023

G 20 THINQ- THE INDIAN NAVY QUIZ CONTEST এ আমাদের বিদ্যামন্দিরের শিক্ষার্থী শ্রীমান কৌস্তব দেব এবং শ্রীমান দিব্যজ্যোতি দত্ত প্রথম স্তর পার করে দ্বিতীয় স্তরে উঠল। 11741 টি স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে 1st elimination round পার করে যাওয়া সত্যিই কৃতিত্বের। এইভাবেই এগিয়ে চলুক বিদ্যামন্দির শিক্ষার্থীদের সব রকম বিকাশের আদর্শ সামনে রেখে।

23/05/2023

শহীদ রামেশ্বর বিদ্যামন্দির
*************************
নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলছে ।

বিজ্ঞান, বাণিজ্য, কলা- তিন বিভাগেই অসংখ্য বিষয় থেকে শিক্ষার্থী বেছে নিতে পারে তার নিজের বিষয়টি। গত বছর থেকে তাদের কথা ভেবেই নতুন আরও চারটি বিষয় আরও যুক্ত হয়েছে- সংস্কৃত (SNSK), এনভায়রেনমেন্টাল স্টাডিজ(ENVS), নিউট্রিশন(NUTN), কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন(CSTX)।

সাতটি ল্যাবরেটরি সহ অডিও ভিস্যুয়াল পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান, শিক্ষা মূলক ভ্রমণ, খেলাধুলো, সংস্কৃতি চর্চা, সামাজিক দায়িত্ব পালন, কন্যাশ্রী, তরুণের স্বপ্ন, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ , পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ সহ নানা সরকারি সুযোগ সুবিধা পেতে শিক্ষার্থীদের সহায়তা করাই বিদ্যামন্দিরের বৈশিষ্ট্য। শহীদ রামেশ্বর বিদ্যামন্দির সৃষ্টিলগ্ন থেকেই শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের সহায়ক। শিক্ষার্থীদের পরিকল্পনা, তাদের রেজাল্ট, পরিস্থিতির বিচার করে সুনির্দিষ্ট পদ্ধতিতে কেরিয়ার কাউন্সেলিং করার জন্য শিক্ষণপ্রাপ্ত শ্রদ্ধেয়া শিক্ষক শিক্ষিকারা তাদের বিষয় নির্বাচনে সহায়তা করেন।

এ বছর ছিল শিক্ষার্থীদের আনন্দের আর সাফল্যের। প্রথাগত শিক্ষায় সাফল্যের পাশাপাশি মক পার্লামেন্ট, তাৎক্ষণিক বক্তৃতা বা প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় যেমন উত্তর চব্বিশ পরগনা জেলায় শিক্ষার্থীরা পুরস্কৃত হয়েছে, তেমনই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়স্তরের ক্যুইজ প্রতিযোগিতা UGENIUS 2022 তে সাফল্যের সাথে অংশ নিয়েছে। এ বছর থেকে সরকারী শিক্ষানীতি মেনেই শিক্ষার্থীদের সহশিক্ষামূলক গুণাবলীর যথাযথ বিকাশ, পারস্পরিক সমানুভবতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের চারটি পৃথক হাউস হয়েছে। প্রতি শনিবার শেষ পিরিয়ড শিক্ষার্থীদের সহশিক্ষামূলক গুণের বিকাশের জন্য আনন্দ পরিসর ক্লাস রূপে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রদের জন্য দশ কম্পিউটার যুক্ত পৃথক ল্যাবরেটরির ব্যবস্থা হয়েছে যেখানে বিনামূল্যে কম্পিউটার শিখছে ছেলেরা। স্মার্ট ক্লাস নেওয়ার পাশাপাশি CCTV সুরক্ষার উপযুক্ত পরিকাঠামো তৈরি হয়েছে। একটাই লক্ষ্য- কোনোভাবেই যেন পিছিয়ে না থাকে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা।

অবশ্য এই প্রচেষ্টা নতুন নয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শহীদ রামেশ্বর বিদ্যামন্দির শিক্ষাবিস্তার আর সমাজ গঠনকে তাঁর ব্রত রূপে গ্রহণ করেছে। আসুন, একটু চোখ রাখা যাক যাত্রা শুরুর দিনগুলোয়।

সন ১৯৪৫। ভারতের ইতিহাসের আগুনঝরা দিন। স্বাধীনতার সূর্য ওঠার প্রাকমুহূর্ত। সূর্য ওঠার আগে যেমন রক্তিম আকাশ, তেমনি রাঙা হয়ে উঠেছে ভারতীয় সমাজের প্রায় প্রতিটি কোণ। বঞ্চনা আর বৈষম্যের বিষ ঘনীভবনের ফলে চরম সান্দ্র। বিদ্রোহ, বিপ্লবের তুমুল তুফানে ব্রিটিশ নৌকো টালমাটাল। ভারতের মাটি বীরের জন্ম দেয়। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী, বিনয়-বাদল-দীনেশরা আদর্শ হয়ে ছড়িয়ে পড়ে ছাত্র সমাজের শিরায় উপশিরায়। ছাত্র সমাজ গর্জে ওঠে। ‘স্পর্ধায় চায় মাথা তোলবার ঝুঁকি’। রাজশক্তি তা মানবেন কেন? ভেঙে গুঁড়িয়ে এই স্পর্ধা আন্দোলনকে সমূলে বিনাশ করতে রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করেন। কিন্তু ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে’!

২১শে নভেম্বর, ১৯৪৫। ভবানীপুর। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে ছাত্রমিছিল এগিয়ে চলে ডালহৌসির দিকে। সংরক্ষিত স্থানে পৌঁছে আইন অমান্য করে মিছিল। শুরু হয় ব্রিটিশের দমন পীড়ন। গুলি চলে। রাজপথ রাঙা। লুটিয়ে আছে ভারত মায়ের বীর সন্তান –শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। ১৯ বছরের তরতাজা প্রাণ!

এমনই বহু আত্মবলিদানে স্বাধীনতার সূর্যোদয়। তবুও চাঁদের গায়ের দাগের মত গভীর ক্ষত আঁকে দেশ ভাগ। বাঁধভাঙা জলের মত উজিয়ে আসা উদ্বাস্তু বাঙালীরা ছেঁড়া শিকড়ে নতুন মাটি দেওয়ার খোঁজে বাসা বাঁধেন এই বাঙলায়। দমদমের অমরপল্লীও তেমনই এক আবাসভূমি।

বাঁচা মানে তো কেবল শ্বাস নেওয়া নয়। বাঁচার মত বাঁচতে হলে শিক্ষা চাই। সেই তাগিদ অনুভব করেন অমরপল্লীর প্রাণপুরুষ শিক্ষানুরাগী স্বর্গীয় জীবন কুমার মজুমদার। সেই তাগিদেই ১৯৫০ সালে অমর শহীদের নামে প্রতিষ্ঠা করেন শহীদ রামেশ্বর প্রাথমিক বিদ্যামন্দির।
সঠিক কাজে কোনো বাধাই তো বাধা নয়! কাজেই তাঁর এই বিদ্যালয় ক্রমোন্নতির শিখরে ওঠার প্রথম ধাপ ছুঁয়ে ফেলে ১৯৫৩তে। গভর্নমেন্ট স্পনসর্ড ফ্রি প্রাইমারি রূপে অনুমোদিত হয় শহীদ রামেশ্বর প্রাথমিক বিদ্যামন্দির।

কিন্তু প্রাথমিক শিক্ষায় থামলে চলবে কেন? কাজেই ১৯৫৪ সালের ৭ই জানুয়ারী পঞ্চম থেকে নবম শ্রেণিতে ৯২ জন ছাত্র নিয়ে শুরু মাধ্যমিক বিদ্যালয়ের। ক্রমশঃ তাঁর যোগ্য সহযোগী হয়ে ওঠেন র এক উদ্যোগী তরুণ। সকলের শ্রদ্ধেয় স্বর্গীয় রবীন্দ্রনাথ দে। তারপর ক্রম প্রচেষ্টার ফলশ্রুতিতে ১৯৫৭ থেকে ১৯৬৩ র মধ্যে অষ্টমশ্রেণি , দশম শ্রেণির অনুমোদনের ধাপ পেরিয়ে উচ্চমাধ্যমিক বিদ্যালয় রূপে অনুমোদিত হয় এই বিদ্যামন্দির।

১৯৫৪ থেকে ২০০০ পর্যন্ত বিদ্যামন্দিরে হাল ধরেছিলেন পরম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ দে মহাশয়। দীর্ঘ সময় প্রধানশিক্ষক থেকে যে অগ্রগমনের ধারা তিনি সঞ্চারিত করেছিলেন, বিদ্যামন্দিরের শিরায় উপশিরায় আজও তা অব্যাহত।

বর্তমানে বিভিন্ন বিষয় সম্বলিত কলা-বাণিজ্য-বিজ্ঞান বিভাগে সহশিক্ষামূলক পাঠদানের পাশাপাশি দশম শ্রেণি পর্যন্ত বালক বিভাগের শিক্ষাদান চলে। উন্নত পরীক্ষাগারে হাতে কলমে শিক্ষার পাশাপাশি অডিও-ভিস্যুয়াল এইড ব্যবহারে শিক্ষাদান চলে। শিক্ষার্থীদের আগ্রহ, মূল্যবোধ, বাস্তবতার নিরিখে প্রশিক্ষিত শিক্ষক মহাশয়দের তত্ত্বাবধানে চলে কেরিয়ার কাউন্সেলিং। নিয়মিত্র পত্রিকা আর প্রাচীরপ্ত্র প্রকাশে যেমন সুকুমার মতি শিক্ষার্থীদের মৌলিক চিন্তনে প্রেরণা যোগানো হয়, তেমনি মনীষীদের স্মরণ অনুষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন, ক্যুইজ-বিতর্ক-অঙ্কন-আবৃত্তি-সঙ্গীতের আধারে গড়ে তোলার চেষ্টা থাকে শিক্ষার্থীর মনোভূমি –মূল্যবোধ। শারীরশিক্ষার সুশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত যোগাসন,পি.টি., ব্রতচারীর পাশাপাশি ভিন্ন খেলাধুলো চলে। জেলাস্তর থেকে রাজ্যস্তরে বিদ্যামন্দিরের শিক্ষার্থীরা অংশ নেয়, পুরষ্কৃত হয়। প্রধানত ভূ-বিদ্যা বিষয়ের পরিচালনায় নিয়মিত চলে শিক্ষামূলক ভ্রমণ।

নির্মল ছাত্র-শিক্ষক সম্পর্কে এই শিক্ষাভূমি ক্রমশঃ হয়ে উঠেছে অঞ্চলের অন্যতম প্রধান শিক্ষাঙ্গন। অগণিত কৃতি অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক, অভিনেতা, ক্রীড়াবিদের জন্মভূমি এই শহীদ রামেশ্বর বিদ্যামন্দির তার স্বল্প পরিসরেই শিক্ষা অমৃত বিস্তারে আজও অঙ্গীকারবদ্ধ।

23/05/2023

গরমের ছুটি চলছে। তা বলে শিক্ষা তো থেমে থাকতে পারে না! সামার প্রজেক্টের অঙ্গ হিসেবে তাই শিক্ষামূলক ভ্রমণ। এই দমদম অঞ্চলের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করানোর জন্য ওদের নিয়ে যাওয়া হলো দমদম আয়ুধ নির্মাণীর ভিতরে আফগান ওয়ার মেমোরিয়ালে।

17/05/2023

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি

14/04/2023

আজ ভীমরাও রামজি আম্বেদকর এর জন্মদিন। ১৮৯১ সালের আজকের দিনে বর্তমান মধ্য প্রদেশের মোহ' (Mhow) অঞ্চলে তাঁর জন্ম হয়। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি ছিলেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর রূপরেখা ও নীতি নির্দেশিকা হিল্টন ইয়ং কমিশনে তাঁর দেওয়া প্রস্তাবনা থেকে তৈরি হয়।

ভারতীয় ব্যবহারশাস্ত্রজ্ঞ (জ্যুরিস্ট), রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী, বৌদ্ধ পুনর্জাগরণবাদী- এমন বহু সফল পরিচয়ের গন্ডীতেও কোনোভাবে তাঁর কৃতিত্বকে প্রকাশ করা যায় না। ভারতমাতার এই কৃতি সন্তানের জন্মজয়ন্তীতে আমাদের শ্রদ্ধার্ঘ্য।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

গরমের ছুটি চলছে। তা বলে শিক্ষা তো থেমে থাকতে পারে না! সামার প্রজেক্টের অঙ্গ হিসেবে তাই শিক্ষামূলক ভ্রমণ। এই দমদম অঞ্চলের...
আজ এগারোই জৈষ্ঠ্য। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস।  আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো বিদ্যামন্দিরে। অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত ধরে রাখার চেষ্টা করা হলো এ...
পরিচালন সমিতির শ্রদ্ধেয় সদস্য, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষা সহায়ক কর্মী এবং প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যাম...
নেতাজী সুভাষ চন্দ্র বসু- 125 তম জন্মদিবস উদযাপন আজ বিদ্যামন্দিরে  শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, পরিচালন সমিতির স...
বিদ্যাসাগর - অজেয় পৌরুষ অক্ষয় মনুষ্যত্ব
স্বাধীনতা দিবস, ২০২০
স্বাধীনতা দিবস, ২০২০
শ্রদ্ধায় স্মরণে বাইশে শ্রাবণ আজ বাইশে শ্রাবণ। অতিমারীর সতর্কতার কারণে বিদ্যামন্দির বন্ধ না থাকলে যথাযথ মর্যাদায় পালিত হত...
"7ই অগস্ট 1941 সাল  শ্রাবণ মাসের বাইশে আজ। ভোর চারটে থেকে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে । নিকট আত্মীয় বন্ধু পরিজন ...
বাণী বন্দনা- প্রস্তুতি  পর্ব

Location

Category

Telephone

Website

Address

68 Jessore Road, Dum Dum
Kolkata
700074

Opening Hours

Monday 10:30am - 5pm
Tuesday 10:30am - 5pm
Wednesday 10:30am - 5pm
Thursday 10:30am - 5pm
Friday 10:30am - 5pm
Saturday 10:30am - 2pm
Other High Schools in Kolkata (show all)
St. James' School, Kolkata St. James' School, Kolkata
165, AJC Bose Road
Kolkata, 700014

A place to show off our Jacobean pride, recall fond memories, and share updates. No inflammatory comments and posts, please.

National Gems Higher Secondary School National Gems Higher Secondary School
Kolkata, 700034

National Gems School was founded in 1968 by the Late Ganesh Prasad Khanna at 629, Diamond Harbour Ro

SOUTH POINT HIGH SCHOOL SOUTH POINT HIGH SCHOOL
82/7A Ballygunge Place
Kolkata, 700019

Soda lemon ginger pop, South Point on the top! This is a page run by alumni. It’s is NOT the official page of the School.

Kendriya Vidyalaya Fort William Kendriya Vidyalaya Fort William
Fort William
Kolkata, 700021

One of the best Kendriya Vidyalayas in Eastern India, picturesque campus, best faculties, and unique

M. P. Birla F.H.S. School M. P. Birla F.H.S. School
James Long Sarani, Behala
Kolkata, 700034

This page is created for the students of M. P. Birla Foundation H.S. School © All Rights Reserved

St Francis Xavier School, Kolkata St Francis Xavier School, Kolkata
GA Block, Purbanchal, Salt Lake City
Kolkata, 700097

✈️ A school for dreamers & achievers 🌟 Affiliated to CISCE - ICSE, ISC 📝 2023-24 Admissions Open

Ram Mohan Mission High School Ram Mohan Mission High School
P-1/C Prince Anwar Shah Road
Kolkata, 700045

This is the unofficial page of Ram Mohan Mission High School in facebook. To know about courses and

VICTORIA INSTITUTION VICTORIA INSTITUTION
78-B, Acharya Prafulla Chandra Road, P. O./Amherst Street
Kolkata, 700009

A Govt. of West Bengal Sponsored Bengali Medium School recognised by WBBSE & WBCHSE

Josim Josim
Gopalpur
Kolkata, 733215

Kin❤️🌹🌹❤️🌹🌹❤️🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Ramakrishna Missionary High School Ramakrishna Missionary High School
Baguiati
Kolkata, 700159

The aims of this Institute is to provide a complete of education as desire by Shri Ramakrishna and Vivekananda for Children of all communities irrespective of caste or religion. This institute is mainly based on ideal of Shri Ramakrishna and Vivekananda.

Sinthi Ramakrishna Sangha Vidyamandir Sinthi Ramakrishna Sangha Vidyamandir
76B, Kalicharan Ghosh Road
Kolkata, 700050

Lions Calcutta Vidya Mandir Lions Calcutta Vidya Mandir
Vidyasagar Block, Chowhati
Kolkata, 700149

Lions Calcutta (Greater) Vidya Mandir - To Create students with sound mind, strong body and character with high ideals to script the future of the nation. "Knowledge is Treasure"