21/07/2024
যে শিক্ষা দেয় সে শিক্ষক ঠিকই কিন্তু গুরু নয়, গুরু একমাত্র সে যে অনুপ্ররেণা জোগায়। জীবনে লক্ষ্যপূর্তির পথে এগিয়ে যাওয়ার জন্য যে অনুপ্রেরণা আপনি দিয়েছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ।
শুভ গুরু পূর্ণিমা। আপনার জন্যই আমি নিজেকে চিনতে পেরেছি, আর যা কিছু জানি যতটুকু জানি সব আপনার জন্য। আপনি বলেছিলেন যে আমি পারবো আর আমি পেরেছি। আপনার শিক্ষায়, আপনার অনুপ্রেরণায় আজ আমি স্বাবলম্বী। আমার যতটুকু আছে সবটাই আপনার শিক্ষায় উজ্জ্বলিত হয়ে অর্জন করা। আপনাকে প্রতি মুহূর্ত স্মরণ করি। আপনি আমার চিন্তায় সর্বক্ষণ। খারাপ ভালো সবেতে আমি প্রথমেই ভাবি যে আপনি হলে কি বলতেন। আশীর্বাদ করবেন স্যার আপনার কথা মতন সব কাজ যেন করে যেতে পারি।
শুভ গুরু পূর্ণিমা স্যার।
17/07/2024
সঈদ আমি চিনি না কে তুমি!
আমাদের সমস্যা এক তবে আলাদা ধমনী।
একমাথা মেধা তোমার, দুই চোখে স্বপ্ন ভরপুর
বুক ভরা সাহস তোমার, সমুদ্র ভাঙচুর
আস্ত একটা মেরুদন্ড, তোমার আগামী কার্যভার
পরিস্থিতি পাল্টেছো পেরেছো যতদূর।
তোমার রেখে যাওয়া বাকিটুকু "আঠারো" করবে পূরণ
কলরবে উঠবে ধ্বনি শিরায় জ্বলবে আগুন।
অমীমাংসিত আঠারোর ঝুঁকি আগামী জানুক
মাঝামাঝি দাঁড়িয়ে থাকা এক নিরস্ত্র সৈনিক
যার ফেলে আসা শৈশব, সামনে ফাগুন।
যুগে যুগে পেয়েও হারিয়ে ফেলি তোমারে বারবার
তুমিই সেই নায়ক, কবি সুকান্তের সেই নায়ক
প্রাণ যার "তীব্র আর প্রখর"
"আঠারো বছর বয়স" ফিরে আসবে আবার।
✍️ জয়ন্তী
02/03/2024
ভোরের সূর্যদয় আমি রোজ দেখি। চোখ ও মন ভরে দেখি। ভোরের এই সূর্য টা দেখলে মনে খুব জোর পাই। আগের দিনের ক্লান্তি, হেরে যাওয়া, ভাঙ্গা মনবল, দায়িত্বের লড়াই......সব কিছু আবার একটা দিনের সাথে শুরু হয়ে যায়। ভোরবেলা কাজে যাওয়ার পথে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি সূর্য টাকে। গ্যালারি ভর্তি হয়ে গেছে রোজ ছবি তুলে। এটা আজকের (২'রা মার্চ, ২০২৪, শনিবার, প্রায় ভোর ৬ টা) তোলা। একদিন যদি ও ভাবে আজ আমি দেরী করে উঠব, উঠব না অথবা কক্ষপথে ধীরে চলব... তবে তো দুনিয়াই শেষ হয়ে যাবে। সেরকম আমিও পারি না থামতে। আমি থামলেই আমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নিজেকে সূর্যের মত ভাবতে ভালো লাগে। সারা জীবন নিজেকে পুড়িয়ে চকচকে উজ্জ্বল হাসি নিয়ে নিজের পৃথিবী টাকে তার কক্ষপথে সচল রাখাই তো সূর্যের কাজ। আমাকেও সূর্যের মত কাজ করে যেতেই হবে। তোমরাও সূর্যের মত হয়ো। জীবনে যত যাই হোক, পরদিন উঠতেই হবে এটা মনে রেখো।
সপ্তাহের শেষ দিনটি শুভ হোক
✍️জয়ন্তী
20/02/2024
I have had the realization lately, that pushed me on my self-love journey... And I sincerely apologize to my inner self and ask for forgiveness for letting others devalue and use me for decades... I and my inner-child are best friends now. And I am doing all the justice to her which she deserves...Loving myself dearly is the best lesson I learned in this lifetime...
-jayanti
11/02/2024
নিজেকে প্রতিজ্ঞা করুন, লোকেরা আপনার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, প্রতিশোধ নেওয়ার জন্য কখনই খারাপ ব্যক্তি হবেন না। তবুও সদয় হোন। ঈশ্বর আপনার হৃদয়ের গভীর জানেন. ✍️ জয়ন্তী
Promise yourself, no matter how bad people treat you, never be a bad person to take revenge. Still be kind. God knows deep of your heart (translated)
11/01/2024
একলব্য সর্বশ্রেষ্ঠ ধর্ণূধার ছিলেন। অর্জুনকে সর্বসেরা করার জন্য দ্রোণাচার্য একলব্যের একটি আঙুল গুরুদক্ষিণা হিসেবে চেয়ে নিয়েছিলেন। তাই মহাভারতে অর্জুনকে যে সেরা ধর্ণূধার হিসাবে বর্ণনা করা হয়ে আসছে সেটা ভুল প্রমাণিত করার জন্য এই যুগে পুনরায় একলব্যের জন্ম হয়েছে। এটা তুলনা নয়। এটা একটা প্রমাণ যে, সত্য কখনো অন্ধকারে থাকে না। দিন কাল মাস বছর যুগ পরেও তা সামনে আসে। কোন যুগে ঘটে যাওয়া সেই অধার্মিক কাজ যার জন্য একলব্য তার যোগ্যতা প্রমাণ করতে পারেননি, তিনি ঠিক আগামী কোনো এক যুগে তার যোগ্যতা প্রমাণ করবেন তিনি সেদিন ভেবেই নিয়েছিলেন। তিনি নিশ্চয়ই এটাই ভেবেছিলেন যে কোনো এক জন্মে আমি শুধু আঙুল নয় দুহাত ছাড়া ধনুক চালিয়ে দেখাবো এবং সেরা হব। তাই একলব্য যখন ফিরে এসেছে তখন অর্জুন তো আর সেরা ধর্ণূধার রইল না।
সেদিন অঙ্গুষ্ঠহীন হয়ে একলব্য অনুশীলন বন্ধ করেছিলেন। নিজেকে প্রতিবন্ধী প্রমাণ করেছিলেন। এ জন্মে উনি সেই ভুল করেন নি। প্রতিবন্ধকতা যে মস্তিকে, শরীরের নয় এই শিক্ষা তিনি হাড়ে হাড়ে বুঝেছেন।
✍️জয়ন্তী
04/12/2023
The first time I met with sir was the 2019 fitexpo. I have only one photo with him in that place where the 1st time we met. Every year I post that to wish him. But this year Instead of posting his (sir's) photo, I thought this photo with ma'am and .khan92 sir would be the best thing I can post today on 4th December, to tell him "sir hum abhi bhi apne logo ke sathe hi hai aur hamesha rahenge".
Happy Birthday sir 💐.
I never missed you. You live in my heart where I keep very few people.
You are special sir.
30/11/2023
Never miss a chance to show your gratitude towards the people who made you who you are today.
I will always be in debt to my
and the people in it
This smile on my face because of them. ❤️
I AM MOLDED BY KAIZZAD
22/04/2022
Two day world. How many days have you thought to stay healthy? 🙂 Come on, don't do wrong. Do not kill the rights of others. I respect, I love in return. Be good as a human being before. If I can't do that, I don't do inhuman deeds without being inhuman. Trust in god May all souls in the world be beautiful. We also practice humanity in this regard.
In frame: