20/07/2023
এই পেইজ এ স্কুলের কোনো তথ্য দেওয়া হবে না। নিচে দেওয়া নতুন পেইজ like এবং follow করে নিতে হবে।
https://www.facebook.com/profile.php?id=100077304872402&mibextid=ZbWKwL
Khajra Satish Chandra Memorial High School - HS
SCHOOL AND Students Oriented Information Given.
26/06/2023
বিশেষ বিজ্ঞপ্তি
আগামীকাল মঙ্গলবার (২৭/০৬/২০২৩) থেকে সভাপতি মহাশয়ের অনুরোধে Day School নির্দিস্ট সময়সূচি অনুযায়ী ১০-৩০ থেকে চালু থাকবে।
AHM CUM OFFICIATING HM.
26/06/23
21/06/2023
এমন দিনে স্কুলের কথা কার কার মনে পড়ে??
Photo courtesy - Shuddhasattwa Manna
20/06/2023
Financial Literacy Quiz Competition 2023
এই প্রতিযোগিতায় আমাদের ছেলেরা 3rd position পেয়েছে এবং ২০/২০ পেয়েছে। কিন্তু সময় নিয়েছে ২১ মিনিট ০৭ সেকেন্ড।
1st - Nachipore Adibasi High School(H.S). Score 20/20. Time 11 minute 21 sec.
2nd- Keshiary High School(H.S). Score 20/20
Time - 16minute 42 sec
3rd - Khajra S.C.M. High School (H.S). Score 20/20
Time - 21minute 07 sec.
নছিপুর স্কুল ১ম স্থান দখল করার জন্য District level এ Competition করার জন্য কেশিয়াড়ী ব্লক থেকে সুযোগ পেয়েছে।
আমাদের স্কুলের অংশগ্রহণ কারী ২ প্রতিযোগি ছাত্র ১)প্লাবন বেরা ২)তমোজিত পাল
এবং প্রতিযোগিতায় উৎসাহিত করার কারনস্বরূপ সম্মানীয় সহশিক্ষক গন ১)নবারুন বাবু,২)রামপ্রসাদ বাবু,৩)ধীরেন বাবু কে ও বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
AHM cm officiating HM. 20/06/2023
19/06/2023
Financial Literacy Quiz Block level Programme 2023.
Khajra S.C.M.High School (H.S.)
16/06/2023
নিচের লিস্টে থাকা ছাত্রীদের মধ্যে পরিচিত থাকলে অবিলম্বে বিদ্যালয়ে এসে অঞ্জু ম্যাডামের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।
বাকী ছাত্রীরা K2 ফর্ম পূরণ করলেও *এই 48 জন ছাত্রী কোনভাবেই যোগাযোগ করেনি বিদ্যালয় কতৃপক্ষ কিংবা অঞ্জু দিদি মণির সাথে।* বারংবার বিভিন্ন মাধ্যমে জানালেও তারা বিন্দুমাত্র কর্ণপাত করেনি, এমনকি সাক্ষাৎ করে তাদের যদি কোন সমস্যা থেকে থাকে সেটা জানানোর সৌজন্যটুকু দেখায়নি।
স্বাভাবিক নিয়মে *আগামী দিনে K2 ফর্ম পূরণ না করার জন্য সরকারের থেকে প্রদেয় কন্যাশ্রীর এককালীন ২৫০০০/-টাকা থেকে বঞ্চিত হবে উক্ত ছাত্রীরা*। সেক্ষেত্রে আমরাও নিরুপায় এবং পরবর্তীতে *বিদ্যালয় কতৃপক্ষ ও কন্যাশ্রীর দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকারা কোনভাবেই দায়ী থাকবে না তার এই টাকা না পাওয়ার বঞ্চনার জন্য*।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনার অনুরোধ রইলো।🙏
14/06/2023
আগামীকাল 15/06/2023 তারিখ বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের যথারীতি সময়সূচী অনুযায়ী পঠন-পাঠন ও বিদ্যালয় এর কার্যকলাপ শুরু হবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস আগামী 19/06/2023 তারিখ সোমবার থেকে শুরু হবে।
AHM CUM OFFICIATING HM
KHAJRA SCM HIGH SCHOOL
06/06/2023
OASIS SCHOLARSHIP
NOT BILLED STUDENT LIST DUE TO NPCI AND AADHAR VALIDATION FAILED এর যে লিস্ট গুলি দেওয়া হয়েছিল সেখানে NPCI Status, DEMO Auth যে ভাবে ঠিক করতে হবেঃ-
১. যাদের NPCI এ A থাকলে ঠিক আছে (NPCI = National payment corporation of India)
২. যাদের NPCI এ I আছে সেই সব Students Bank এ গিয়ে AADHAAR card আর Bank Passbook নিয়ে NPCI Portal এ নাম নথিভুক্ত করতে হবে
3. যাদের DEMO Auth Y থাকলে ঠিক আছে
4. যাদের DEMO Auth N আছে, তাদের Aadhaar Card, Caste Certificate, Bank Details দেখে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। (Aadhaar Card এ ভুল থাকলে Aadhaar center এ গিয়ে ঠিক করতে হবে, Caste Certificate এ ভুল থাকলে SDO এ গিয়ে ঠিক করতে হবে)
5 যাদের NPCI A এবং DEMO Auth Y আছে তাদের কিছু করতে হবে না।
বিঃদ্রঃ- Student end এ correction সম্পূর্ণ হলে School end থেকে revalidate করতে হবে।
An OASIS Scholarship beneficiary must have an Aadhar linked bank a/c (the Aadhar no. has been given in OASIS application form must be linked with the bank a/c given by the candidate in the same application form) A candidate is required to visit his/her concerned branch to verify these following details regarding his/her bank account given in OASIS Scholarship : 1) IS AADHAR AUTHENTICATION VALIDATED, 2) WHETHER NPCI(NATIONAL PAYMENTS CORPORATION OF INDIA) ENABLED 3)WHETHER DBT(DIRECT BENEFIT TRANSFER) ENABLED
30/05/2023
আগামীকাল 31/05/2023 তারিখে উচ্চমাধ্যমিকের Marksheet, Certificate এবং TC দেওয়া হবে। সবাই Original Admit Card সঙ্গে নিয়ে আসবে। সময়- দুপুর 2.30 থেকে বিকেল 4.00 টা পর্যন্ত। কাল অবশ্যই সকলকে Marksheet নিতে হবে নাহলে স্কুল খুললে পাবে।
26/05/2023
মাধ্যমিকে যারা PPS/ PPR করাতে ইচ্ছুক তারা অবশ্যই একটি সাদা কাগজে আবেদন করে এবং marksheet এর xerox নিয়ে 29/05/2023 তারিখের মধ্যে এবং বেলা 10.00 থেকে 11.00 টার মধ্যে স্কুলে যোগাযোগ করবে। এই তারিখের পরে আর কোনোভাবেই PPR/PPS করা যাবে না।
- AHM CUM OFFICIATING HM
12/05/2023
*OASIS ও Pre matric সংক্রান্ত আপডেট*
যেসব ক্যান্ডিডেট দের OASIS ও Pre matric এর টাকা ঢোকেনি তাদের মূলত দুটি সমস্যা আছে
1) *NPCI (National Payment Corporation of India) আপডেট:* OASIS এর DBT(Direct Benefit Transfer) প্রসেস অনুযায়ী প্রত্যেকটি বেনিফিশিয়ারি কে ব্যাংক এর অ্যাকাউন্ট এ NPCI আপডেট করাতে হবে। যাদের এই আপডেট করা নেই তাদের টাকা অ্যাকাউন্ট এ জমা হবে না। তাই প্রথমে ব্যাংক এ গিয়ে প্রত্যেককে দেখতে হবে NPCI আপডেট আছে কিনা , না থাকলে প্রথমেই এটি আপডেট করতে হবে। NPCI আপডেট হয়ে গেলে ব্লকে এসে আধার নম্বর টি দিয়ে যেতে হবে।
2) *Documents mismatch:* কিছু ক্যান্ডিডেট এর ব্যাংক এর অ্যাকাউন্ট, আধার কার্ড, এবং caste certificate এ নাম ও জন্ম তারিখ mismatch রয়েছে।। এদের ক্ষেত্রে ক্যান্ডিডেট কে যেটাতে ভুল রয়েছে সেটি সংশোধন করাতে হবে। সেক্ষেত্রে caste certificate এ correction করলে যদি ব্যাপারটি নিষ্পত্তি করা যায় তাহলে সেটি সহজেই করা সম্ভব হবে।
তাই sc, st ও obc ছাত্র-ছাত্রীদের টাকা ঢোকেনি তারা 19/5/23 তারিখে বিদ্যালয় এসে লিস্ট দেখে নেবে ও প্রয়োজনমতো সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে।
AHM cm Officiating HM
09/05/2023
আজ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী ।
29/04/2023
পরম শ্রদ্ধেয় হরিপদ বাবুর বিদায় সংবর্ধনা সভা
দ্বিতীয় পর্ব
29/04/2023
পরম শ্রদ্ধেয় হরিপদ বাবুর বিদায় সংবর্ধনা সভা উপলক্ষে বহুদিন পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ বিষয়ক নাটক "ভারসাম্য"। যদিও নির্বাক নাটক তবুও এই নাটককে ঘিরে ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল বিরাট। অভিনয়ে অংশগ্রহণ করেছিল যে সমস্ত ছাত্ররা তারা নিজেদের সেরাটা দিয়েই সবার মন জয় করেছে।
29/04/2023
আজ বিদ্যালয়ের প্রবীণ সহ শিক্ষক পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত হরিপদ পাত্র মহোদয়ের বিদায় সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
24/04/2023
Routine of 1st IFE (Internal Formative Evaluation) for Class IX & X
24/04/2023
Physical Education Exam এর্ routine
24/04/2023
***** জরুরী বিজ্ঞপ্তি ******
একাদশ শ্রেণির যে সকল ছাত্র ছাত্রী এখনও পর্যন্ত বিভিন্ন বিষয়ের প্রোজেক্ট (PROJECT)/প্র্যাক্টিক্যাল এখনও জমা দেওয়ার প্রয়োজন মনে কর নি/ দিতে যাও নি, তারা অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক /শিক্ষিকার সহিত দেখা করে নিজ দায়িত্বে আগামীকাল (২৫/০৪/২৩) এর মধ্যেই প্রোজেক্ট গুলি জমা দেবে।
পরবর্তী ক্ষেত্রে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়া শুধু নয়, ২০২৪ সালের দ্বাদশ শ্রেণির কাউন্সিল নির্ধারিত H.S. Exam.পরীক্ষা দেওয়ায় ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে।সেক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের কোন দায়ভার থাকবে না।
AHM CUM OFFICIATING HM.
24/04/23
24/04/2023
**** বিশেষ বিজ্ঞপ্তি ****
নবম এবং দশম শ্রেণির সকল ছাত্র ছাত্রী দের জানানো যাচ্ছে, আগামীকাল (২৫/০৪/২৩) থেকে শুক্রবার (২৮/০৪/২৩) 1st Summative exam. এর IFE (Internal Formative Evaluation) পরীক্ষা নেওয়া হবে। সকল ছাত্র ছাত্রী দের এই পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ও পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে সহায়ক।
সেহেতু সকল ছাত্র ছাত্রী দের প্রত্যহ বিদ্যালয়ে আসা ও পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ও আবশ্যিক।
৫ম থেকে ৮ম শ্রেণির সকল ছাত্র ছাত্রী দের জানানো যাচ্ছে, আগামীকাল (২৫/০৪/২৩) থেকে শুক্রবার (২৮/০৪/২৩) পর্যন্ত Phy. Education (শারীরশিক্ষা) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত দিনগুলোতে সকলের উপস্থিতি ও পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক।
অনুপস্থিত ছাত্রছাত্রীদের পরবর্তীকালে কোনো পরীক্ষা নেওয়া হবে না।
AHM CUM OFFICIATING HM.
24/04/2023
23/04/2023
আগামীকাল সোমবার (২৪/০৪/২০২৩) থেকে বিদ্যালয়ের পঠনপাঠন সহ অন্যান্য Official work নির্দিষ্ট সময় সূচী অনুযায়ী যথারীতি বজায় থাকবে।
AHM CUM OFFICIATING HM. 23/04/2023.
21/04/2023
***** জরুরী বিজ্ঞপ্তি ****
সকল সম্মানীয় অভিভাবক, অভিভাবিকা ও ছাত্র-ছাত্রীদের জানানো হচ্ছে, যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ডিসিএফ (DCF) ফর্ম এখনো পর্যন্ত জমা করেন নি/ করে নি, তাঁরা /তারা অবশ্যই আগামী সোমবার ও মঙ্গলবার এর মধ্যে বিদ্যালয়ে ফর্মটি জমা করবেন/করবে। ফর্ম জমা না করলে কোনরকম সরকারি সুবিধা পাওয়া যাবে না এবং এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অতি অবশ্যই মঙ্গলবার এর মধ্যে এই ফর্মটি জমা করতে হবে। সাথে আধার আধার কার্ড ও ব্যাংক পাস বইয়ের জেরক্স জমা দিতে হবে।
ফর্মটি বিদ্যালয় এর অফিসে অথবা বিদ্যালয় নিকটবর্তী জেরক্স দোকানে পাওয়া যাবে।
একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রী দের ও অতি অবশ্যই DcF form স্কুলে এসে নিজ দায়িত্বে জমা করতে হবে।অন্যথায় ট্যাবসহ অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হতে হবে।
AHM Officiating HM. 21/04/23
12/04/2023
বানিজ্য বিভাগ নিয়ে কেন পড়াশোনা করবো :-
আমরা জীবন ও জীবিকার প্রতিটি মুহূর্তে বানিজ্যক কার্যাবলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত । জীবনের প্রায় ৭০% সময় অতিবাহিত হয় বানিজ্যক ক্রিয়াতে । কর্মসংস্থানের নিরীক্ষে প্রায় ৮০% মানুষ এই কাজে যুক্ত থাকেন ।
আজ এই প্রতিবেদনে বানিজ্য বিভাগ নিয়ে কেন পড়াশোনা করবো তা আলোচনা হবে।
দশম শ্রেণী পাশের পর কেন সব চেয়ে Best Job Opportunity যুক্ত বিষয় নিয়ে পড়বো ইত্যাদি ইত্যাদি - এই নিয়ে আলোচনা।
চাকুরী ক্ষেত্রে দুই প্রকারের নিয়োগকর্তা আছেন। ১. সরকারি ২. বেসরকারি
সরকারি ক্ষেত্রে আবার নিয়োগকর্তা ১. রাজ্য সরকার ২. কেন্দ্র সরকার । অনুরুপ ভাবে বেসরকারি ক্ষেত্রে ১. কোম্পানি ২. অংশীদারি ২. সমবায় ইত্যাদি ইত্যাদি।
A .রাজ্য সরকার অফিসিয়াল কাজ ও শিল্প , ব্যবসা , বানিজ্যিক ক্ষেত্রে নিয়োগের জন্য PSC ,SSC , CO OPERATIVE সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন ।
সমস্ত বিভাগের প্রার্থীরা পরীক্ষায় বসার জন্য যোগ্য হলেও বানিজ্য বিভাগের স্নাতকরা কিছু ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকেন বা পরীক্ষা তে বসার জন্য যোগ্য হন (Audit & Accounts) ।
এ ছাড়া স্কুল সার্ভিস কমিশন ও কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে সুযোগ থাকে ।
B. কেন্দ্রিয় সরকার প্রয়োজন মতো অফিসিয়াল কাজ ও শিল্প , ব্যবসা , বানিজ্য বিভাগের জন্য বানিজ্য বিভাগের কিছু কিছু পরীক্ষা নিয়ে থাকেন ।এর জন্য UPSC, SSC- CGL , SEBI ,Rail, Post Office, Statutory body corporate , Bank, কর দপ্তর ইত্যাদি ইত্যাদি ক্ষেত্র বিশেষে ।
বেসরকারি ক্ষেত্রে সুযোগ:-
শিল্প ব্যবসা বাণিজ্যিক সমাজ জীবন কে আমরা অস্বীকার করতে পারি না ।
ছোট বড় মাঝারি সব প্রতিষ্ঠানে আয় ব্যয় , লাভ ক্ষতি , উন্নয়ন অবনমন ইত্যাদি ইত্যাদি জানতে হয় ও বুঝতে হয় । এর জন্য অবশ্যই বানিজ্য শাখার পড়াশোনার লোক নিয়োগ করতে হয় ।
ব্যাঙ্ক , বীমা, পরিবহন , ই কমার্স ইত্যাদি ক্ষেত্র এর উজ্বল উদাহরণ। এর প্রতিটি ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দরকার হয়।
এছাড়া ও আরো একটি Self dependent Professional দিক খোলা রয়েছে বানিজ্য বিভাগে । স্নাতক স্তরের পর ১০০% জব নিশ্চিত ১. Chartered Accountants (iCAI )
২. Cost Accountant (ICWAI)
৩. Company Secretary (ICSI)
৪.CMA
৫.CFA
৬.MBA (Retail & marketing, insurance, Finance, Banking,port folio Analyst , Humein Resources Management etc .)
৭. Tax Consultant (Direct & Indirect).
৮. Investment & Financial Consultant .
৯. Lawyer after L L.B.
১০. Accountant & Internal Auditor .
পরের আলোচনা তে বানিজ্য বিভাগের বিভিন্ন Entrance পরিক্ষা নিয়ে আলোচনা করবো।
সংরক্ষিত:-
31/03/2023
শান্তা দিদির অবসর গ্রহণ অনুষ্ঠান
পর্ব - ৩