
Happy Teachers' Day .................
Our school is our pride......... use this complain box https://goo.gl/forms/TA6nAQtb5SKxSou12
Operating as usual
Happy Teachers' Day .................
প্রেসিডেন্ট সাহেবের পর্যবেক্ষণ।
সময় চলমান স্রোতের প্রায় অনুকূল,
প্রতিবন্ধকতার বেড়া ভেঙে সময় যান।
জোয়ার ভাটায় প্লাবিত করে দুই কূল,
সচল সে অষ্টম প্রহর রাত হোক বা দিনমান।
সময়-স্রোতের সাথে মিলে নবীন হয় প্রবীণ,
পুরানো দ্বীপ ভেঙে নদী গড়ে নতুন দ্বীপ।
প্রবীণের স্বাক্ষর লিপি, আশার আলো নবীন,
ঝাড়বাতির সৃষ্টি বুঝি গড়েছে তেলের প্রদীপ।
আভিজাত্যের ভিতে গড়া নকল এ ধরা,
তুচ্ছতার তৃণ ভাঙে সুখের স্বর্গ প্রাসাদ সমান।
পুরাতনের আশীর্বাদে চলমান এ ধরা,
অতীতের পদাঙ্ক অনুসরণ ঐতিহ্যের প্রমাণ।
তাই নবীন প্রবীণ পাশাপাশি উন্নত শির,
কালের গর্ভে বিলীন প্রাচীন বয়স্ক স্থাপত্য।
পাকা শিরের মেঠো পথে গর্জে ওঠো বীর,
হাতে হাত রেখে তবে সৃষ্টি হোক মিলিত আধিপত্য।
# # # #দিনের সেরা ছবি।
আজকের সারাবেলা।
উৎসব শুরুর দু-দিন আগেই সেজে উঠেছে আমাদের বিদ্যালয়।
প্রস্তুতি সঙ্গীতের।
বিদ্যালয়ে মিড ডে মিল হল।
প্রিয় বিদ্যালয়।
সম্পূর্ন অনুষ্ঠান সূচী।
বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তি উৎসব।
Platinum jubilee celebration-2023 উপলক্ষ্যে আয়োজিত ইন্টার স্কুল খো খো প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো।
বিজয়ী টিম - শ্রী কোল হাই স্কুল।
বিজিত - শশাটি নহলা কাঁটালদহ অবিনাশ উচ্চ বিদ্যালয়।
Our president speech about platinum jubilee celebration.https://youtu.be/8PPtXw7iuTQ
কথাবার্তা সঙ্গে রবি শঙ্কর। শ্যামসুন্দর মেটিয়া।
সবার আমন্ত্রণ ।।।।
Platinum Jubilee এর কাজে পূর্ণেন্দু স্মৃতি শিল্প গ্রামে শিল্পী রনজিৎ রাউত এর সাথে আলোচনা চক্রে।
আজ শশাটী নহলা কাঁঠালদহ অবিনাশ উচ্চ বিদ্যালয় (দেওড়া স্কুল) এর উদ্যোগে স্বাধীনতা দিবস ও বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলী (৭৫ বর্ষ) প্রচারের উপলক্ষে শশাটী বাজার পর্যন্ত পদযাত্রা।
বিদ্যালয়ের সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকার জন্য আহবান করছি।
15 আগস্ট সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় সবার আমন্ত্রণ ।
Sasati Nahala Kantaldaha Abinash High School (H.S)এর আমার স্নেহের সকল ছাত্র ছাত্রী দের জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
M.P. RESULTS (under covid-19 situation) at a glance👇
২০১৮ /২০১৯/২০২০তে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে ইংলিশ অনার্স(সেমিস্টার সিস্টেম) পড়ছো এরকম কোনো ছাত্র বা ছাত্রী এই পোস্টটি দেখতে পেলে কিংবা পরিচিত কেউ থাকলে একটু কমেন্ট বক্সে জানাও।
যাঁর কাছে শৃঙ্খলা এবং ছাত্রদের প্রতি ভালোবাসা ছিল একই মুদ্রার দুই পিঠ...যাঁর কাছে ছাত্র ছাত্রীদের সমস্ত সমস্যার সমাধান ছিল। একজন দক্ষ শিক্ষক এবং সু-প্রশাসক #গোলাম_বাবু sir🙏 অবসর জীবন খুশিতে কাটুক এবং ঈশ্বর আপনাকে দীর্ঘায়ু দিন।
#স্কুলের_একজন_কৃতী_ছাত্র_অক্ষয়_ডগর👇
কেউ টাকা নিয়ে জব করে দেবে বলেছিল। সেই চক্রে পড়ে নিখোঁজ। কেউ খোঁজ পেলে অনুগ্রহ করে জানাবেন।🙏
Video edited by
#সবুজ_সাথীর_সাইকেল_বিতরণ
Important 👇👇
West Bengal Board
Shri Netaji Vidyapeeth is a Hindi Medium school affiliated by Govt of West Bengal. Our school was aw
Junior DS is a highly acclaimed brand in the preschool sector of the nation.
Primary school is Junior school. Basic level of primary education.
TUTOPIA IS AN LEARNING APP FOR WEST BENGAL GOVT SCHOOL STUDENTS OF BENGALI MEDIUM AND ALSO FOR JOB A
Edu' Laureate Public School is a private educational institution designed to provide learning spaces
school for pre-nursery to class IV