28/02/2023
স্বপ্নসিঁড়ি কালচারাল একাডেমী ও বালিটিকুরি সজীব সংঘের যৌথ আয়োজনে বসন্ত উৎসবের আয়োজনে কোন খামতি ছিল নাl স্বপ্নসিঁড়ির নিজস্ব যোগা নাচ এবং গিটারের অনুষ্ঠান তো ছিলই সঙ্গে ছিল সোমনাথ দের পরিচালনায় শ্রুতি মঞ্জিলের আবৃত্তি জয়দীপ চোঙদার এর পরিচালনায় স্কুল অফ মিউজিকের গান ও অনিন্দ্য রায়ের পরিচালনায় ডান্সারস গিল্ডের অনবদ্য নৃত্যানুষ্ঠান। আরো যোগ দিয়েছিল সবুজ সংঘ কিন্ডারগার্টেন রাজকুমারী বালিকা বিদ্যালয় ও সদানন্দ মিশন হাই স্কুলের সবুজ অবুঝ ছাত্র-ছাত্রীরা। সোৎসাহে হাজির হয়েছিলেন শলপ সর্ব শ্রী সংঘ ও অলংকার নাট্য মন্দির এর সদস্যরা।হাওড়ার বিভিন্ন সংবাদপত্র এবং tv9 বাংলা ও জি বাংলার ২৪ ঘন্টা চ্যানেলে উৎসবের খবর ব্যাপকভাবে প্রচারিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রায় পাঁচশ ছাত্র-ছাত্রী এবং উপস্থিত ছিলেন হাজার পাঁচেক শ্রোতা দর্শক।
27/02/2023
এক রাশ পলাশ শিমূল যেন জানান দিচ্ছিলো বসন্ত এসে গেছে। স্বপ্নসিঁড়ি ও সজীব সংঘের যৌথ আয়োজনে বসন্ত উৎসবে সবুজ সংঘ কিন্ডারগার্টেন, সদানন্দ মিশন স্কুল, রাজকুমারী বালিকা বিদ্যালয়ের হলুদ রাঙা ফুলকুঁড়িদের গভীর অপেক্ষা -কখন অনুষ্ঠান শুরু হবে।
26/02/2023
আজ স্বপ্নসিঁড়ি ও সজীব সংঘ আয়োজিত বসন্ত উৎসবের সমস্ত নিউজ মিডিয়া উপস্থিত ছিল।
22/01/2023
পাইক পাড়া মোহিত মৈত্র মঞ্চে ক্রিয়েশন ড্যান্স একাডেমীর (কার্তিক বসু) আমন্ত্রণে স্বপ্নসিঁড়ির ছাত্রীদের পরিবেশনা।
Send a message to learn more.
21/01/2023
পাইক পাড়া মোহিত মৈত্র মঞ্চে কার্তিক বসুর আমন্ত্রণে স্বপ্নসিঁড়ির ছাত্রীদের পরিবেশনা
Send a message to learn more.
21/01/2023
গতকাল পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে কক্রিয়েশন ডান্স একাডেমির(কার্তিক বসু ) আমন্ত্রণে স্বপ্ন সিঁড়ির ছাত্রীদের নৃত্যানুষ্ঠান।
01/12/2022
Send a message to learn more.
16/11/2022
ঝুমুরের তালে স্বপ্নসিঁড়ির শিশু উৎসবের লোকনৃত্য বিভাগের শিশুরা
Send a message to learn more.
14/11/2022
পাগলা হওয়ার বাদল দিনে ❤️
Send a message to learn more.
14/11/2022
শিশু উৎসবের আর একটি আকর্ষণ ছিল, সব শিশুদের প্ৰিয় ছোটা ভীম
14/11/2022
স্বপ্ন সিঁড়ির গিটার বিভাগের পরিবেশনা।
14/11/2022
স্বপ্ন সিড়ির ভরতনাট্যম বিভাগের ছাত্রীদের উদ্বোধনী নৃত্য - ভুবন মোহিনী।
Send a message to learn more.
14/11/2022
করোনা ডেঙ্গুর যৌথ আক্রমণে মানুষ যখন আতঙ্কে কম্পমান তখনই এক আকাশ নির্মল বাতাস নিয়ে এলো স্বপ্ন সিঁড়ি তাদের শিশু উৎসবের অনুষ্ঠানে। বালটিকুরি ব্রাহ্মণপাড়ায় সংস্থার নিজস্ব ভবনে গান-নাচ-আবৃত্তি-গিটার যোগার ছাত্র-ছাত্রী ছাড়াও সহযোগী অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন শ্রুতিমঞ্জিল তাঁদের আবৃত্তি ব্যান্ড নিয়ে ও জয়দীপ চোঙদার স্কুল অফ মিউজিক তাদের অসাধারণ সঙ্গীতানুষ্ঠান নিয়ে ।
Send a message to learn more.
04/06/2022
নৃত্য শিক্ষার সঙ্গে যোগাসন এবং শরীর চর্চা।
যোগাযোগ -9830307216
04/06/2022
শনিবারের ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ চলছে, অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা।
17/07/2020
ঈপ্সিতা মন্ডল
স্বপ্ন সিঁড়ির ছাত্রী
অনেক অভিনন্দন । 💕