It's The Original Facebook verified Official page Of JHAPORDAH DUKE INSITUTION, like it and stay joi
Operating as usual
রঙ বদল তো অনেক দেখলেন, আসুন একটু ভালো কিছু দেখি।
সংগৃহীত
সে বলে, "Always follow your dream and don't let anyone take it from you." ❤
মিটিং মিছিল সব হচ্ছে!!!
আর সরস্বতী পুজোতে স্কুল বন্ধ ?🙂🔥
একবেলা কি স্কুল টা খোলা যায়না?
Share it👆🙏
তুষারের জন্য সান্টার খোঁজ করছি আমরা, আপনি কি তুষারের জন্য সান্তা হতে পারবেন? উপহার হিসেবে ফিরিয়ে দিতে পারবেন ওর জীবন? নিচের ছবিটা অপুর। নন্দনের ফিরোজ, রাকেশ, শবনম দের কাছে অপু সান্টার সমান। আপনিও হয়ে উঠুন তুষারের সান্তা। একটা চকলেট বা কেকের দাম আপনি দিলেই তুষার ফিরবে ওর সাধারণ জীবনে।
#ক্যানসারে_আক্রান্ত_তুষারকে_বাঁচান
তুষার হাতী।বয়স ১৫বছর।দফরপুর মনসাতলা,ডোমজুড়, হাওড়া।গলায় ক্যানসার।অর্থের অভাবে বিনা চিকিৎসায় বাড়ীতেই পড়ে রয়েছে।প্রস্রাবের সাথে অনবরত রক্ত বের হয়ে চলেছে। সংসারের একমাত্র রোজগেরে বাবা শ্রীকান্ত হাতী গত একমাস আগে কিডনির রোগে মারা গেছেন।সঞ্চিত সমস্ত অর্থ তুষারের চিকিৎসায় ব্যায় হয়ে গেছে।এই মারণব্যাধির চিকিৎসায় যে বিপুল পরিমান অর্থের প্রয়োজন তার বিন্দুমাত্র নেই।সম্পূর্ন নিঃস্ব পরিবার। নিরূপায় মা সারাক্ষণ চোখের জল ফেলে চলেছেন।
সকলের কাছে অনুরোধ 🙏তুষারকে বাঁচাতে সাধ্যমত অর্থ সাহায্য করুন। আপনার যেকোন দান সাদরে গৃহিত হবে।সরাসরি ওর মা ভারতী হাতীর হাতে নতুবা ডোমজুড় সংস্কৃতি কেন্দ্রের আ্যকাউন্টের মাধ্যমে অর্থ সাহায্যের আবেদন করছি।
Account name - DOMJUR SANSKRITI KENDRA
INDIAN BANK,Domjur Branch
A/C No-972991142
IFSC Code-IDIB000D057
UPI ID- [email protected]
[email protected]
Account name - Amit Dey
ICICI Bank,Sakalake Bidhannagar Branch
A/C No- 105601546502
IFSC Code-ICIC0001056
UPI ID- [email protected]
Phone pe/ Gpay - 9874426276
এই বিষয়ে জানতে ফোন করুন
যুথিকা পাল-8017955788
রূপেশ ঠাকুর চক্রবর্তী -9231689154
Youth are the future of the country. Their enthusiasm if regulated and utilized the right way can lead a nation to its zenith. Here’s my small initiative to help the youth participate actively in competitive exams and shine bright in future.
Durga Tumi Maa ❤️
Arindam Leo X Anupam Choudhury
Full Video- https://youtu.be/wZml6u4chV0
| সুপার স্প্রেডারের তকমা পেতে চান? না চাইলে অবিলম্বে সংযত হোন |
--- ময়ূখ রঞ্জন ঘোষ
এইমাত্র খবর এলো ফ্রান্স ইমারজেন্সি ঘোষণা করেছে করোনাকে সামনে রেখে। যুদ্ধকালীন পরিস্থিতির মতো দেখা হবে, কারফিউ জারি রাখা হবে ফের। করোনাকে সামলানো যাচ্ছে না। লন্ডনেও কড়াকড়ি শুরু হয়েছে। রাশিয়া ভয় পাচ্ছে সেকেন্ড ওয়েভের। চিন বলেই দিয়েছে দ্বিতীয় এপিসোড আসতে চলেছে।
অলিম্পিক বন্ধ, রিও কার্নিভাল বন্ধ, দর্শকশূন্য আইপিএল, পৃথিবীর সবচেয়ে বড় বড় ইভেন্ট বাতিল হয়েছে আর বাঙালি জুতো কিনছে মচমচিয়ে স্বর্গ যাবে বলে৷ পুজোর চারটেদিন প্যান্ডেলে ঘুরে নিমতলা বা ক্যাওড়াতলা যাবে বলে। হলো কী বাঙালির?
সন্তোষ মিত্র স্কোয়ার এবার ঠিক করেছে দর্শনার্থী ছাড়াই নমঃ নমঃ করে পুজো সারবে৷ বৈপ্লবিক সিদ্ধান্ত। বাকি মণ্ডপগুলোও মোটামুটি তাই ভাবছে। যারা এবারও একশো কেজির সোনার প্রতিমা, হাজার টাকার ঝাড়বাতি,পৃথিবীর সবচেয়ে বড় প্রতিমার কম্পিটিশনে আছে, তাদের আয়োজকদের সিম্পলি কোন করোনা হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতি জানুক। অজ্ঞতা থাকতেই পারে কিন্তু তাই বলে নির্লজ্জ রকম টাকা জলে ঢালা মেনে নেবেন না। পরিস্কার জানতে চান, জনকল্যাণমুখী কাজ কী কী করছে আয়োজকেরা, তবে চাঁদা দেওয়া হবে। দরকার পরলে বলুন, ডিজিটাল হোক পুজো, ঢাকি থেকে পুরোহিত সব্বার জন্য চাঁদা তোলা হোক। ওদেরও সংসার আলো হোক এই মরশুমে৷
আপনারা সুপার স্প্রেডার হতে চান? ভালো লাগবে গোটা পৃথিবী পুজো কমিটিগুলোকে সুপার স্প্রেডার বললে? ভাবুন জাস্ট৷ একটা প্যান্ডেলে দুজন যদি করোনা আক্রান্ত হয়, তার থেকে পাঁচজন সংক্রমিত হলে, সেখান থেকে কী কী হতে পারে? সেই পাঁচজন পাঁচটা প্যান্ডেলে ছড়িয়ে পরলো৷ সেখান থেকে আরো পঞ্চাশজন সংক্রমিত হলো। ইতিমধ্যে এরা সব্বাই একের পর এক প্যান্ডেলে ঘুরে বেরাচ্ছে। পঞ্চাশটা পাঁচশো হলো, এরা রোল খেলো, ফুচকা খেলো, গরম লাগছে বলে মাস্ক খুলে বাসে উঠলো, জোড়ে জোড়ে কথা বলতে গিয়ে ড্রপলেট আরো কুড়িজনকে আক্রান্ত করলো। সংখ্যাটা ভাবতে পারছেন? ভয় লাগছে না? মা বাঁচাতে পারবে এতোজনকে?
এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই, এতো বেড নেই। হাজার হাজার বার বলুন যাতে এই আহাম্মকদের মাথায় ঢোকে। যারা ভাবছে পুজোটা হোক আগে, পরে দেখা যাবে, করোনা নিয়ে আর ভাবছিনা। এদের বোঝান পুজোর পরে সংক্রমণের সুনামি হবে। অনেক মানুষকে হারিয়ে ফেলবো আমরা এভাবে।
শুধু হারানোর ভয় না, ফের লকডাউনের ভয়, ফের কারফিউ এর ভয়, ফের ট্রেন বাস অফিস বাজার বন্ধ হওয়ার ভয়, ফের সবকিছু স্তব্ধ হওয়ার ভয়, ভাতে মারার ভয়। ভয় পান। অকুতোভয় সেজে পুজো উদযাপনের আগে ভয় পাওয়া ভালো৷
খুব বড় এক ঝড়ের মুখোমুখি হতে চলেছি আমরা। আমরা চাইলেই ললাটের লিখনটা বদলে দিতে পারি কিন্তু চেষ্টা করছি কই। এখনো সময় আছে। আবার লকডাউনের পরিবেশ তৈরি করবেন না, আবার মৃত্যু মিছিল দেখতে বলবেন না, ফের বেডের জন্য একটা মাকে হাহাকার করতে যেন না হয়- সুপার স্প্রেডার হতে চান? না চাইলে অবিলম্বে সংযত হোন। এবার উৎসব বন্ধ করুন। ছোট করে পূজা হোক, বোধন হোক, কলাবউ স্নান, সন্ধিপুজো হোক কিন্তু কার্নিভাল না। এবারের কার্নিভাল সুপার স্প্রেডার হওয়ার নিমন্ত্রণ পত্র৷ এবার লড়ি। আসছে বছর আবার হবে।
©----ময়ূখ রঞ্জন ঘোষ
Follow Mayukh Ranjan Ghosh Page for videos
ছবিঃ ফাইলচিত্র পুজোর ভীড়ের।
শুধু জোকস্ নয়, জ্ঞান ও বটে।
-----------------------------------
এক পর্যটক, এমন একটি শহরে বেড়াতে এল, যেখানে পুরো শহর ধারে ডুবে ছিল।
পর্যটক 500 টাকার নোট হোটেলের কাউন্টারে দিয়ে বলল :- আমি আপনার হোটেলের ভেতরে যাচ্ছি কামরা দেখে পছন্দ করার জন্য !
হোটেল মালিক সঙ্গে সঙ্গে ঘী ওয়ালার কাছে দৌড়োল আর তাকে 500 টাকা দিয়ে পুরোনো হিসাব মিটিয়ে দিল।
ঘী ওয়ালা দৌড়াল দুধ ওয়ালার কাছে আর পৌঁছে 500 টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিল !
দুধ ওয়ালা গেল গাই ওয়ালার কাছে আর 500 টাকা দিয়ে তার ধার শোধ করে দিল !
গাই ওয়ালা দৌড়ে গেল ঘাস ওয়ালার কাছে আর 500 টাকা দিয়ে তার হিসাব মিটিয়ে দিল !
ঘাস ওয়ালা ঐ হোটেলে দৌড়ে এল। ওখানে সে মাঝে মাঝেই রেস্টোরেন্টে ধারে খাবার খেত। 500 টাকা দিয়ে সে হাঁফ ছাড়ল !
পর্যটক কিছুক্ষণ পর ফেরত এল আর 500 টাকার নোট ফেরত নিয়ে বলল, কোনো রুম পছন্দ হল না !
*না কেউ কিছু নিল*
*না কেউ কিছু দিল*
সবারই হিসাব চুকে গেল !
*তাহলে বল গোলমালটা কোথায় ?*
কোথাও কোনো গোলমাল নেই
আসলে সবারই ভুল ধারনা হল টাকা আমার।
পৃথিবীতে খালি হাতে এসেছ
খালি হাতেই যেতে হবে।
এই একটু ভাব আর জীবনের আনন্দ উপভোগ কর।
সবসময় খুশি থাকো, নির্বিকার থাকো
সামাজিক দূরত্ব বজায় রাখো
হাসতে থাকো, হাসাতে থাকো
সৌজন্যে-Bijan banerjee
Proviamo ad immaginare per qualche minuto, un mondo "al contrario".
Illustrazioni di Steve Cutts
Video di Sushil
|| Last statement by Manisha
Kya hai iss kahani mein ki schools ne isey ban kar diya?
Let's find out with RJ Sayema
আজ মহান অভিনেতা শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়-এর জন্ম শতবর্ষে তাঁর কন্যা শ্রীমতি বাসবী ঘটকের কাছ হতে শুনে নিন কিছু কথা।🙏🙏
ভিডিও সৌজন্য-রোমি দিদি।
শুভ গণেশ চতুর্থী 🙏
বিনায়কের আশীর্বাদে সকলের সিদ্ধি লাভ হোক.......
I Can Get It - I Can Do It
Legend Retired Today At 7:29PM 😖
It's End Of An Era
ভারতের জাতীয় পতাকা কীভাবে আজকের চেহারা পেল, তার ইতিহাস।
Script - Somnath Chanda, Voice - RJ Roy(Mon-e Roy), Edit - Niladri Dutta
Indian National Flag Indian national flag Indian National Flag Indian national flag National Flag of India The National Flag of India
কলমে: Souvik Pramanik
"যেখানে দেখিবে ছাঁই,উড়িয়া দেখো তাই,পাইলেও পাইতে পারো অমূল্য রতন।"
অমূল্য রতন না পেলেও অমূল্য জ্ঞান অর্জন সম্ভব।আমরা দেবীদূর্গার আরাধনাও করি আবার তার কালভৈরবীরূপ মা কালীর ও আরাধনা করি।রসায়নের জগতে এমনই এক যৌগ-
।। Ammonium Nitrate ।।
NH3 + HNO3 = NH4NO3
Ammonia + Nitric Acid = Ammonium Nitrate
দূর্গারূপী Ammonium Nitrate, Ammonia এবং Nitric Acid দ্বারা ঘটিত লবণ(white Crystalline),যার প্রায় ৭৮% কৃত্রিম সার হিসাবে খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।আবার, ২২% কালভৈরবীরূপে, অন্যান্য বিস্ফোরকের Detonation Rate control করে(Ex:Ammonia Dynamites,Ammonals,Amatol etc.)যা মূলত Mining এবং Quarrying এ ব্যবহৃত হয়|
মজার ব্যাপার হল এই যে,বিশুদ্ধ Ammonium Nitrate সহজে বিস্ফোরণ ঘটায় না বা নিজে দাহ্য পদার্থ নয়।তাহলে প্রশ্ন হল এটি এত বড় বিস্ফোরণ ঘটালো কিভাবে????
আসলে, এটি প্রায় ২৩০℃ উষ্ণতায় বিয়োজিত হওয়া শুরু করে এবং Oxygen,Nitrogen গ্যাস এবং জলীয়বাষ্প উৎপাদন করে।
2 NH4NO3--->2 N2+4 H2O+O2
(Solid). ----> (Gas). (Gas). (Gas)
এটি একটি তাপমোচী(Exothermic)বিক্রিয়া অর্থাৎ Enthalpy change ∆H='-ve'; বিক্রিয়ায় মাত্র 2মোল বিক্রিয়ক থেকে 7মোল বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় অর্থাৎ Entropy change ∆S='+ve'; তাপগতিবিদ্যা(Thermodynamics) এর Gibbs এর সমীকরণ(∆G=∆H-T∆S,যখন উষ্ণতা[T] ও চাপ[P] ধ্রুবক) থেকে জানা যায়,কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ∆G='-ve' হলে সেই বিক্রিয়া স্বতস্ফূর্ত হয়;এক্ষেত্রে,-
∆H='-ve' & ∆S='+ve';ফলতঃ,T∆S='-ve',সর্বোপরি ∆G='-ve'
সুতরাং, বিক্রিয়াটি স্বতস্ফূর্ত।
এছাড়াও এই যৌগে একই সঙ্গে Nitrogen (সর্বনিন্ম'-3' ও সর্বোচ্চ'+5'অবস্হায় থাকে)জারক ও বিজারকধর্মী অংশের উপস্থিতিতে উষ্ণতা যখন ২৬০-৩০০℃ এ পৌছায় তখন বিভিন্ন বিক্রিয়ায় তা Ammonia,Nitrogen dioxide ইত্যাদি উৎপন্ন করে এবং কঠিন থেকে গ্যাসীয় পদার্থের উৎপত্তিতে দ্রুত আয়তন প্রসারণ-অল্প সময়ে প্রচুর শক্তি নির্গমন-উচ্চ উষ্ণতায় উৎপন্ন বিভিন্ন গ্যাস Supersonic বিস্ফোরণ ঘটায় ও shock wave উৎপন্ন করে যার ফল বিভিন্ন video তে আমরা দেখেছি।
Demonstrate link: https://youtu.be/27qh44Ljmsg
গত ৪ঠা আগষ্ট পশ্চিম এশিয়ার লেবাননের রাজধানী Beirut এ অনিচ্ছাকৃতভাবে এমনই এক পরিস্থিতি তৈরী হয়- গত ২০১৩সালে রাশিয়ান এক জাহাজ,Mozambique এর উদ্দেশ্য 2750টন টন Ammonium Nitrate নিয়ে পাড়ি দিয়েও আর্থিক কারণে Beirbut বন্দরে যাত্রা স্থগিত করে,সেখানেই বন্দরের কাছে এক Ware house এ ওই বিপুল পরিমাণ যৌগটি রাখা হয় নিরাপত্তাজনিত পদক্ষেপ না নিয়েই, গত ৪ঠা আগষ্ট প্রথমে ঐ Ware house এর কাছে কোনো এক Firework গুদামে(সম্ভবত) আগুন লাগে, ফলতঃ ঔ অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে,অশুদ্ধ Ammonium Nitrate ভেঙে বাতাসে Oxygen এর পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় যা যজ্ঞের আগুনে ঘি এর কাজ করে এবং অন্যান্য গ্যাস যেমন NO2 উৎপন্ন হয় যা সাধারণত কমলা বর্ণের ধোওয়া সৃষ্টি করে;আগুন লাগার পরও দ্বিতীয়বার এক বিরাট আকার ধোঁয়াসহ বিস্ফোরণে কেপে ওঠে Beirut।
যে যৌগ মানুষের খাদ্য উৎপাদনে জড়িয়ে থাকে,দ্রুত ফলনের মাধ্যমে মানুষের দুমুঠো খাবার জোগায়
মুহূর্তে কালভৈরবীরূপে কেড়ে নেয় প্রাণ.....
অবশেষে মৃতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলি,
"মহামায়া সনাতনী, শক্তিরূপা, গুণময়ী।
তিনি এক, তবু প্রকাশ বিভিন্ন..."
Magazine - ম্যাগাজিন
😐😐
Magazine - ম্যাগাজিন
Space Hotel ! 😯
আমাদের প্রিয় স্যারের ( পার্থ বাবুর) জন্য একটা vote ✌️হয়ে যাক...........
ভালোবাসা- ❤️
ভয় - 😢
শ্রদ্ধা - 😘
নতুন শিক্ষা ব্যবস্থা....
তাদের ডেডিকেট করছি যারা অন্তত একবার মাধ্যমিক দিয়েছো... 😂
Singer: Soham Mondal
Guitarist: Tanmoy Karmakar
Lyrics: Sushruto Chakraborty
Primary school is Junior school. Basic level of primary education.
Edu' Laureate Public School is a private educational institution designed to provide learning spaces and learning environments for the teaching of students under the direction of teachers for the better future.
Shree Jain Vidyalaya, Howrah, established by the Shree S. S. Jain Sabha, is one of the best schools in Howrah, which has endeavoured and fulfilled the noble mission of rendering education to the common masses at the most reasonable rates.
Provide quality education to unfold a child's inner power to be represent into this challenging world.
Education as we Understand it here, is a process of Inviting Truth and Possibility of Encouraging an giving Time to Discovery
This is a three decades old kindergarten school in Ramrajatala locality .The school has a wide lush green playground with other child friendly amenities. The medium of instruction in this school are English and Bengali.
An English Medium ICSE & ISC Co-Educational School committed to the cause of serving the society and the nation by providing education to all.
At first thanks for visiting our website. Dance is one type of body language. Everyone tries to dance. Dance is the best art. We all know that social media is a platform that is using by billions of people in this world in a day.
Julien Day School, Howrah offers classes from KG to Grade XII and follows the ICSE Board. At the ISC level, it also offers Science, Commerce and Humanities streams. Located in the heart of the city, the school is well connected on all fronts.