জেনে রাখা ভাল।
শিক্ষনীয়ঃ
⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !
⭕ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !
⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !
⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !
⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।
Nibra high school
This is a official page of Nibra High School (H.S). So please don't post anything bad and try not to This is an official page of Nibra High School (H.S)
Operating as usual
*নোটিশ - (04/01/2024)*
এত দ্বারা বিদ্যালয়ের 2024 সালের মাধ্যমিক পরিক্ষার্থীদের জানানো হচ্ছে যে, আগামীকাল (০৫/০১/২০২৪) শুক্রবার 1:30 মিনিটে তোমাদের টেষ্ট পেপার দেওয়া হবে। অতএব ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় এর নির্ধারিত পোশাক পরেই কাল টেষ্ট পেপার নিতে আসতে হবে।
*আদেশানুসারে*
*নিবড়া হাই স্কুল (উ.মা.)*
Big shout out to my newest top fans! 💎
Akib Brand Ded
*Notice (Date - 20/12/2023)*
আমাদের স্কুলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তির ফর্ম দেওয়া চলছে, ভর্তি শুরু হবে আগামী 04/01/2024 তারিখ থেকে।
সেইসঙ্গে আরও জানাই যে পঞ্চম থেকে নবম শ্রেণীর পুরানো সকল ছাত্রছাত্রীদের ভর্তি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে।
তাই 2023 সালে ছাত্রছাত্রীরা যে যে ক্লাসে পড়তো তার পরবর্তী ক্লাসের ভর্তির জন্য নিম্ন লিখিত দিনে স্কুলে আসবে।
*যথাক্রমে 02/01/2024 তারিখ মঙ্গলবার নবম ও দশম শ্রেণী* এবং *03/01/2024 তারিখ বুধবার সপ্তম ও অষ্টম শ্রেণি* এবং *04/01/2024 তারিখ বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির* ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে।
*ভর্তির সময় 11টা থেকে 1:30মিনিট পর্যন্ত।*
*ভর্তির সময় ছাত্রছাত্রীদের 2023 সালের ক্লাস, রোল নাম্বার ও কারেন্ট বা সক্রিয় মোবাইল নাম্বার জানা আবশ্যক।*
যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরের স্কুল থেকে আমাদের নিবড়া হাইস্কুলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, তাঁরা ভর্তির জন্য নিম্ন লিখিত কাগজপত্র সঙ্গে নিয়ে আসবে।
আদেশানুসারে -
*স্কুল কর্তৃপক্ষ*
*Notice (Date - 11/12/2023)*
সমস্ত অভিভাবকদের জানাই যে, আমাদের নিবড়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে উচ্চ মাধ্যমিক দেবে *আগামীকাল মঙ্গলবার 12/12/2023 তারিখ* বেলা 12 টা থেকে 1টা পর্যন্ত তাদের ফর্ম ফিলাপ করা হবে। সুতরাং তাদের অনুরোধ করা হচ্ছে যে উক্ত সময়ে রেজিস্ট্রেশন এর জেরক্স ও একটি কালার পাসপোর্ট সাইজ ছবি সহ 250/- টাকা ফি নিয়ে স্কুলে উপস্থিত হয়ে সোমা ম্যাম ও নাসিমুল স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
সেইসঙ্গে আরো জানাই যে, দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীদের মোবাইলের / ল্যাপটপের বিল আছে, তাঁরা সেটি আগামীকাল ই নিয়ে আসবে।
সুতরাং আগামীকাল দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অবশ্যই স্কুলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
*আদেশানুসারে -*
নিবড়া হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)
*নোটিশ - (10/12/2023)*
এতদ্বারা বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে,আগামী 22/12/2023 তারিখ শুক্রবার বেলা ১১টায় পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উক্ত দিনে সঠিক সময়ে সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের উপস্থিতি বাধ্যতামূলক।
*আদেশানুসারে*
*নিবড়া হাইস্কুল(উ.মা.)*
আনন্দবাজার পত্রিকায় গত দুইদিন যাবৎ যে মিথ্যা সংবাদ প্রকাশিত হচ্ছে তার প্রতিবাদে।
অভাব কাকে বলে ? 😢😢😥
অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?
-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।
-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?
ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...
ছেলেটি এবার বলতে শুরু করল।
১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।
২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।
৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।
৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।
৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।
৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।
৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....
পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!
স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝
বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!
এটাই বাস্তব !
সংগৃহীত
Teachers Day Celebration 2023
পূর্ব বর্ধমানের মধ্যবিত্ত পরিবারের ছেলে মোহাম্মদ আকিল খান এর ছোটবেলা থেকেই "কুইজ" ছিল প্যাশন এবং সেই সূত্রেই বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় জীবনের লক্ষ্য হয়ে ওঠে WBCS(Executive) অফিসার হওয়া অর্থাৎ BDO সাহেব। এরপর একের পর এক রাজ্য স্তরের কুইজে সাফল্য আসতে থাকে, পরপর তিনবার "যুব সংসদ কুইজ" প্রতিযোগিতায় রাজ্যে প্রথম হওয়াতে আরও আগ্রহ বাড়তে থাকে।
২০১৪ সালে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করে প্রস্তুতি শুরু হয় WBCS এর।২০১৫ সালে প্রথম বারেই প্রিলিমিনারী পাস করে কিন্তু মেন পরীক্ষায় ব্যর্থ হয়।২০১৬ সালে ইন্টারভিউ দিয়েও চাকরি মেলেনি।২০১৭ সালে WBCS গ্রুপ C তে ACTO পদে সিলেক্ট হয়।এরপরে ২০১৯ সালে গ্রুপ A তে ইন্টারভিউ দিলেও ফাইনাল মেরিট লিস্টে নাম আসেনি।সর্বশেষে ২০২১ সালের পরীক্ষায় WBCS Executive এ ২১ নাম্বারে নাম আসে।
এই দীর্ঘ ৮-৯ বছরের জার্নি একেবারেই সহজ ছিল না।বারবার এসেছে ব্যর্থতা,প্রতিকূল অবস্থা কিন্তু সৃষ্টিকর্তার এর প্রতি আস্থা ও পরিবারের আশীর্বাদ কে পাথেয় করে আজকে সাফল্য এসেছে।
White Politics এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইলো❤️💐
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
NH6, Nibra
Howrah
711409
SAMABAYPALLY
Howrah, 711205
This institution is completely dedicated for the education of ruler girl child
Jagacha, Santragachi
Howrah, 711111
A co-educational Govt Sponsored school situated within South-Eastern Railway area at Santragachi, PO
Howrah
Co Educational Higher secondary school with Science,Commerce and Arts Stream. Gym, Judo &Smart class
109, Abhay Guha Road, Liluah
Howrah, 711204
Welcome to the official page for Don Bosco Liluah.
23 Rabindra Sarani, Liluah
Howrah, 711204
It's an ex students association of Liluah T. R. G. R. Khemka High School (H.S)
243, GT Road (N), Liluah
Howrah, 711204
<<A PLACE WHERE WE BECAME WHAT WE ARE TODAY>>
9, Biplabi Haren Ghosh Sarani (9, Church Road, India)
Howrah, 711102
This is the only government school in Howrah. Established on 1st December 1845. This is not the offi
9 CHURCH Road
Howrah, 711101
Howrah Zilla School is one of the most premier educational institutes in West Bengal, India. Established on 1st December 1845, this institute is one of the most reputed and highly respected Govt. high schools in the state.