ADVANCED INTITUTE OF COMPETITIVE EXAM,which is full name of AICE.Head office at B.Garden Howarh,B.O.-Gariahat & Tarakeswar. #ADVANCED SPECIALIZATION COURSE(ASC)[* any 1]
(1) BANKING(PO/CLERK) SPECIALIZATION COURSE
(2) SSC (CGL+HS+MTS) SPECIALIZATION COURSE
(3) WBCS (PSC/WBSSC) SPECIALIZATION COURSE
(4) RAIL(CLERK / GUARD / GROUP-D) SPECIALIZATION COURSE
(A) ADMISSION TYPE :-A
(i) PACKAGE:-10,000/-(1- INSTALLMENT)
(ii) PACKAGE:-11,000/-(2- INSTALLMENTS)
(iii) PACKAGE:-12,000/-(3-INSTALLMENTS)
@FACILITIES:- 7 BOOKS + 12 MAGAZINES + 6 REPORT CARDS + 12 PROJECT PAPERS + 60 EXAMS.
Operating as usual
আজ 15TH AUGUST
আমাদের স্বাধীনতা দিবস
আর আজ থেকে ঠিক 12 বছর আগে 2009 15th August....
শুরু হয় আমাদের পথ চলা
AICE
সঙ্গী নিজে হাতে লেখা notes, 10 ft /10 ft একটা ভাড়ার ঘর আর 4 জন স্টুডেন্ট... পথ চলা শুরু হল AICE-এর.... মেঝেতে বোসেই পড়াশোনা করতে হতো স্টুডেন্ট দের... তারপর পিছনে ফিরে দেখতে বা পথের মাঝে দাঁড়িয়ে পড়তে হয়তো হয়নি আমাদের তবে সজ্জো করতে হয়েছে অনেক ওঠা পরা...
আজ 12 বছর পার করে আমরা পেয়েছি...
📌অসংখ্য সফল ছাত্র ছাত্রী...
📌 অগুনতি গুনমুগ্ধ অনুগামী..
📌 নিজেদের বানানো NOTES BOOK'S ..
📌 স্টুডেন্টদের জন্যে চেয়ার টেবিল..
📌 কিছু FRANCHISE সেন্টার..
📌 একটি WEBSITE
📌 একটি YOUTUBE CHANNEL
📌 3 টি FACEBOOK PAGE
📌 10 টি FACEBOOK GROUP
📌 8 টি WHATSAPP GROUP
📌 ONLINE CLASS শুরু হয়েছে..
📌 ফ্রী তে ONLINE MOCK TEST ..
📌 গরীব ছাত্ৰ ছাত্রীদের ফ্রী কোচিং..
এবং
#নিজেদের একটি সেন্টার...
আজ আমাদের এই সাফল্যের যে সব মানুষজন নানা সময়ে নানা ভেবে আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে রইলো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা 💐
আপনাদের প্রত্যেকের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে AICE যেনো দিন দিনে আরো সাফল্যের শীর্ষে পৌছে যেতে পারে এটাই আমাদের কাম্য....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤AICE GROUP❤ ❤
#ALGEBRA_SSCCHSL_SSCCGL_RAIL_PSC_WBCS_ADVANCEMATH_SHORTCUTMATH_COMPETITIVE_GOVTJOBEXAM FOR SSC RAIL PSC EXAM
WBCS (PRELIM) পরীক্ষার ফ্রী তে কোচিং নিতে চাইলে 9932332244 নম্বরে WHATSAPP করুন ।
📕IBPS / BANK পরীক্ষার FREE MOCK TEST দিতে চাও ?
যারা সত্যিই সিরিয়াস কেবলমাত্র তারা 9932332244 নম্বরে WHATSAPP করবে ।
TEACHER'S DAY CELEBRATION (2015 to 2020)🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আজ 15TH AUGUST
আমাদের স্বাধীনতা দিবস
আর আজ থেকে ঠিক 11 বছর আগে 2009 15th August....
শুরু হয় আমাদের পথ চলা
AICE
সঙ্গী নিজে হাতে লেখা notes, 10 ft /10 ft একটা ভাড়ার ঘর আর 4 জন স্টুডেন্ট... পথ চলা শুরু হল AICE-এর.... মেঝেতে বোসেই পড়াশোনা করতে হতো স্টুডেন্ট দের... তারপর পিছনে ফিরে দেখতে বা পথের মাঝে দাঁড়িয়ে পড়তে হয়তো হয়নি আমাদের তবে সজ্জো করতে হয়েছে অনেক ওঠা পরা...
আজ 11 বছর পার করে আমরা পেয়েছি...
📌অসংখ্য সফল ছাত্র ছাত্রী...
📌 অগুনতি গুনমুগ্ধ অনুগামী..
📌 নিজেদের বানানো NOTES BOOK'S ..
📌 স্টুডেন্টদের জন্যে চেয়ার টেবিল..
📌 কিছু FRANCHISE সেন্টার..
📌 একটি WEBSITE
📌 একটি YOUTUBE CHANNEL
📌 3 টি FACEBOOK PAGE
📌 10 টি FACEBOOK GROUP
📌 8 টি WHATSAPP GROUP
এবং
#নিজেদের একটি সেন্টার...
আজ আমাদের এই সাফল্যের যে সব মানুষজন নানা সময়ে নানা ভেবে আমাদের পাশে থেকেছেন তাদের সবাইকে আমাদের তরফ থেকে রইলো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা 💐
আপনাদের প্রত্যেকের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে AICE যেনো দিন দিনে আরো সাফল্যের শীর্ষে পৌছে যেতে পারে এটাই আমাদের কাম্য....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤AICE GROUP❤ ❤
🔴 মধ্যযুগের ভারতের ইতিহাস (6 TH CLASS)🔴
📕 ⬇️ একনজরে দেখে রাখুন⬇️📙
🛑 মৌর্য ও পরবর্তী মৌর্য যুগ🛑
📌 মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও শেষ রাজা ছিলেন বৃহদ্রথ।
📌 এই বংশের শ্রেষ্ঠ রাজার নাম অশােক।
📌 বিশাখদত্তের ‘ মুদ্রারাক্ষস ’ নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যকে ‘ বৃষল ’ ও ‘ কুলহীন ’ বলা হয়েছে।
📌 চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ছিলেন চাণক্য বা কৌটিল্য।
📌 চন্দ্রগুপ্তের আমলে ‘ বলি ’ ও ‘ ভাগ ’ নামে রাজস্ব আদায় করা হত।
📌 খ্রিঃপূঃ 305 অব্দে গ্রিক রাজা সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে এক যুদ্ধ সংঘটিত হয়।
📌 চন্দ্রগুপ্তের আমলে এক প্রদেশ শাসনকর্তা ‘ পুষ্যগুপ্ত ’ সৌরাষ্ট্রে জলসেচের জন্য ‘ সুদর্শন হ্রদ ’ নির্মাণ করেন।
📌 এই সময় গ্রিকদূত মেগাস্থিনিস ’ ভারতে আসেন ও ভারত ভ্রমণ বৃত্তান্ত রচনা করেন যার নাম ছিল ইন্ডিকা।
📌 চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার ও তার উপাধি ছিল অমিত্রঘাত, যার অর্থ শনিধনকারী।
📌 অশােকের প্রধান শিলালেখ-এর সংখ্যা 14 ও অপ্রধান শিলালেখ-এর সংখ্যা 2 টি। অপ্রধান শিলালেখ দুটি হল,
যথা— রূপনাথ ও বৈরাট।
📌 সম্রাট অশােক আনুমানিক খ্রিঃ পূঃ 273 অব্দে সিংহাসনে আরােহণ করেছিলেন।
📌 সম্রাট অশােক রাজুক, যুত, মহামাত্র কর্মচারীদের বৌদ্ধ ধর্মপ্রচারের কাজে নিযুক্ত করেছিলেন।
📌 সম্রাট অশােক সমগ্র সাম্রাজ্যে একই ধরনের শাসন ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্য ব্যবহার সমতা ’ ও সম অপরাধে
একই প্রকার দণ্ড বা শাস্তির ব্যবস্থা করেন তা ‘ দণ্ড সমতা ’ নামে পরিচিত।
📌 অশােকর শিলালিপির প্রথম পাঠোদ্ধার করেছিলেন 1837 খ্রিঃ-এ স্যার জেমস প্রিন্সেপ।
📌 মাস্কি লেখতে অশােক নিজেকে বলেছেন দেবানাং-প্রিয়-প্রিয়দর্শী।
📌 মৌর্য সম্রাট বৃহদ্রথের মত্যুর পর মগধে পুষ্যমিত্র শুঙ্গ ‘ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন।
📌 মৌর্য যুগে প্রদেশগুলিকে শাসনকার্যের সুবিধার জন্য ‘ অহর ’ বা ‘ বিষয় ’-এ ভাগ করা হয়।
📌 মৌর্য যুগে অশােকের সারনাথের স্তম্ভ খুবই বিখ্যাত। স্বাধীন ভারত সরকার জাতীয় প্রতীক হিসাবে চিহ্নিত করেছেন
এই স্তম্ভগুলিকে। এর চূড়া 7 ফুট উঁচু।
📌 কৌটিল্য ‘ অর্থশাস্ত্র রচনা করেন। 1905 খ্রিঃ-এ শ্যাম শাস্ত্রী এই পুঁথিটি আবিষ্কার করেন এবং 1909 খ্রিঃ-এ এটি
প্রকাশিত হয়।
📌 এই গ্রন্থের ভাষা ছিল সংস্কৃত ও বিষয়বস্তু ছিল রাষ্ট্রনীতি ’। মােট 150 টি অধ্যায় ছিল এই গ্রন্থে।
📌 মৌর্য পরবর্তী যুগে যে সব বৈদেশিক জাতি ভারতে আসে, তারা হল— ব্যাকট্রিয়, গ্রিক, শক, পার্থিয়ান, কুষাণ।
📌 ব্যাকট্রিয় গ্রিক রাজারা ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেন।
📌 ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মিনান্দার। তার রাজধানী ছিল ‘ শাকল।
📌 মিনান্দার বৌদ্ধধর্মে দীক্ষা নেন বৌদ্ধ ভিক্ষু নাগসেনের কাছে। তাঁদের মধ্যে বৌদ্ধ শাস্ত্র বিষয়ে আলােচনা লিপিবদ্ধ
করা হয় ‘ মিলিন্দপহাে ’ গ্রন্থে।
📌 ব্যাকট্রিয় শাসক ডিমিট্রিয়াসের ভারত আক্রমণকালে মগধের রাজা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ।
📌 শক রাজারা ‘ ক্ষত্রপ ’ উপাধি ধারণ করতেন।
📌 শক ক্ষত্ৰপ দুই ভাগে বিভক্ত ছিল, যথা — ক্ষহরত ও কর্দমাক।
📌 ক্ষহরত শকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন নহপান। | তিনি সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। তার রাজধানী ছিল
ভৃগুচ্ছ বা মান্দাসর।
📌 কর্দমাক শকদের রাজ্য প্রতিষ্ঠা করেন চষ্টন। তাঁর পুত্র রুদ্রদামন ছিলেন শ্রেষ্ঠ নৃপতি।
📌 রুদ্রদামনের বিখ্যাত লেখ হল ‘ জুনাগড় শিলালেখ'।
📌 পার্থিয়ানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন 'গন্ডােফার্নির্স'।
📌 শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি শুঙ্গ ও শেষ রাজা ছিলেন দেবভূতি।
📌 শুঙ্গ যুগে পতঞ্জলির ‘ মহাভাষ্য ’ ও ‘ মনুস্মৃতি ’ রচনা করা হয়।
📌 খ্রিঃপূঃ 75 অব্দে মগধে কান্থ বংশের প্রতিষ্ঠা করেন বাসুদেব কান্থ। এই বংশের শেষ রাজা ছিলেন সুশমন।
📌 কলিঙ্গের চেদী বংশের বিখ্যাত রাজা ছিলেন খারবেল। তাঁর কৃতিত্বের কথা জানা যায় ‘ হাতিগুম্ফা শিলালিপি থেকে।
📌 খারবেলের সমসাময়িক ছিলেন সাতবাহন রাজা প্রথম সাতকর্ণী।
📌 খারবেল উদয়গিরি ও খণ্ডগিরির পাহাড় গুহামন্দির তৈরি করেন।
📌 সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক।
📌 পুরাণে সাতবাহনদের ‘ অন্ধ্রভৃত্য বলা হয়েছে।
📌 সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠানপুর বা পৈঠান।
📌 প্রথম সাতকর্ণীর কৃতিত্ব জানা যায় নানাঘাট শিলালেখ ’-তে।
📌 শ্রেষ্ঠ সাতবাহন রাজার নাম হল গৌতমীপুত্র সাতকর্ণী। তাঁর কৃতিত্ব জানা যায় ‘ নাসিক প্রশস্তি ’ থেকে।
📌 সাতবাহন বংশের শেষ রাজা ছিলেন তৃতীয় পুলুমায়ী।
📌 সাতবাহনরা ‘ সীসা ও পােটিন ’ মুদ্রার প্রচলন করেন।
📌 সাতবাহন রাজা ‘ হল ’, ‘ গাথা সপ্তশতী ’ সংকলন করেন।
📌 কুষাণ সাম্রাজ্যের প্রথম শাসক ছিলেন কুজল কদফিসেস বা প্রথম কদফিসেস। এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন
প্রথম কনিষ্ক এবং শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাসুদেব।
📌 ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস।
📌 বিম কদফিসেস রােমান স্বর্ণমুদ্রা দিনারি ’ অনুকরণে তার স্বর্ণমুদ্রা প্রবর্তন করেন।
📌 প্রথম কনিষ্ক 78 খ্রিঃ সিংহাসনে বসেন। তিনি 78 খ্রিঃ থেকে ‘ শকাব্দ ’ চালু করেছিলেন।
📌 প্রথম কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর।
📌 প্রথম কনিষ্ককে ‘ অশ্বঘােষ ’ বৌদ্ধধর্মে দীক্ষিত করেন।
📌 প্রথম কনিষ্কের আমলে বৌদ্ধ পণ্ডিত ‘ বসুবন্ধু ’-এর নেতৃত্বে চতুর্থ বৌদ্ধ সংগীতি ’ আয়ােজন করা হয়েছিল।
⛔ আপনি কি BANK,রেল,SSC,WBCS পরীক্ষার প্রতিটি SUBJECT এর প্রতিটি চ্যাপ্টার শিখতে চান বা CONCEPT তৈরি করতে চান ?
⛔ MATHEMATICS CLASS
(ONLY Rs. 300/-P.M.)
⛔ ENGLISH CLASS
(ONLY Rs. 300/-P.M.)
⛔ MATHEMATICS ➕ ENGLISH CLASS
(ONLY Rs.500/- P.M.)
⛔ MATHEMATIC➕ REASONING/GI ➕ ENGLISH CLASS
(ONLY Rs.600/-P.M.)
⛔ GK(ECONOMY,POLITY, HISTORY, GEOGRAPHY & SCIENCE) CHAPTERWISE CLASS.(ONLY Rs.200/-P.M.)
🚸 ADMISSION HELP LINE :-99 32 33 22 44 / 96 81 20 34 18
⛔ প্রতিদিন অঙ্ক/GI/ENGLISH/GK এর ওপর অডিও -ভিডিও ক্লাস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করুন ।
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
https://www.youtube.com/channel/UC5Qt94_PRlpfUO32mZiS2fg
⛔প্রতিদিন বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার ওপর GK ও MOCK TEST দিতে চাইলে নিচের লিঙ্কে CLICK করুন।⬇️
https://chat.whatsapp.com/EIeCqG2P4007W6sxamAOqC
⛔ CLAUSE (1ST PART) সম্পর্কে জানুন⛔ ⬇️⬇️⬇️
🚸A Clause is a group of words which has a subject and a predicate of its own but forms part of a sentence.
👉 শব্দের ওই গােষ্ঠীকে Clause বলে যা একটি বড় বাক্যের অংশ ও যার একটি Finite Verb আছে, যেমন—
This is the boy who alone helped me.
Breaking up of a sentence into its component parts in order to show their mutual relationship is called Analysis.
কোন বাক্যকে ভিন্ন ভিন্ন ভাগে (উপ বাক্যে) বিভাজিত করাকে Analysis (বাক্য বিচ্ছেদ) বলে।
⛔ KINDS OF SENTENCES⛔⬇️⬇️⬇️⬇️⬇️
আগেই আমরা আলােচনা করেছি যে Meaning আর Word order (শব্দ-ক্রম) এর অনুসারে বাক্য প্রধানত চার প্রকারের হয়-(i) Statement, (ii) Question, (iii) Command আর (iv) Exclamation. Structure অনুযায়ীও Sentence চার প্রকার
হয়:
👉 1. Simple Sentence—(সরল বাক্য) A sentence is called simple sentence when it has only one subject and one predicate or a sentence that has one finite verb.
সাধারণ বাক্য বলে সেই বাক্যকে যাতে একটাই subject ও একটাই predicate (বিধেয়) থাকে বা এমন sentence যাতে কেবল একটাই finite verb এর প্রয়ােগ করা হয়েছে, যেমন
(i) Sushma speaks clearly.
(ii) He could not forget her.
👉2. Compound Sentence- (যৌগিক বাক্য) A sentence which is made up of Principal or Main clauses is called a Compound Sentence.
এমন বাক্য যাতে দুই বা দুয়ের অধিক স্বতন্ত্র Clauses থাকে অর্থাৎ একটি Principal Clause ও এক বা একাধিক Co-ordinate Clauses থাকে, যেমন
(i) You should give up drinking or you will ruin your health
(ii) The guard waved the green flag and the train started.
👉 3. Complex Sentence - (মিশ্রিত বাক্য )- A complex sentence is composed of one or two principal clauses and other sub-ordinate clauses .
মিশ্রিত বাক্য তাকে বলে যাতে একটি বা দুটি Principal Clauses আর অন্য Subordinate clauses থাকে, যেমন
(i ) This is the place where I was born.
(ii ) She said that she would pass.
এই বাক্যে This is the place ও She said, হচ্ছে Principal Clauses কিন্তু where I was born ও that she would pass হল Sub-ordinate Clauses
🚷A Subordinate clause is introduced by some Sub-ordinate conjunction, relative pronoun or relative adverb.
এই Clause আলাদাভাবে পরিস্কার করে কোন অর্থ ম্পষ্ট করে না ও অর্থ সম্পষ্ট করার জন্য Principal Clause এর উপর নির্ভর করে।
Subordinate clause, subordinate conjuction (or, either, neither, nor) Relative Pronoun (who, whose, whom), Relative Adverb (where, how) দ্বারা শুরু হয়।
⛔ আপনি কি BANK,রেল,SSC,WBCS পরীক্ষার প্রতিটি SUBJECT এর প্রতিটি চ্যাপ্টার শিখতে চান বা CONCEPT তৈরি করতে চান ?
⛔ MATHEMATICS CLASS
(ONLY Rs. 300/-P.M.)
⛔ ENGLISH CLASS
(ONLY Rs. 300/-P.M.)
⛔ MATHEMATICS ➕ ENGLISH CLASS
(ONLY Rs.500/- P.M.)
⛔ MATHEMATIC➕ REASONING/GI ➕ ENGLISH CLASS
(ONLY Rs.600/-P.M.)
⛔ GK(ECONOMY,POLITY, HISTORY, GEOGRAPHY & SCIENCE) CHAPTERWISE CLASS.(ONLY Rs.200/-P.M.)
🚸 ADMISSION HELP LINE :-99 32 33 22 44 / 96 81 20 34 18
⛔ প্রতিদিন অঙ্ক/GI/ENGLISH/GK এর ওপর অডিও -ভিডিও ক্লাস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করুন ।
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
https://www.youtube.com/channel/UC5Qt94_PRlpfUO32mZiS2fg
⛔প্রতিদিন বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার ওপর GK ও MOCK TEST দিতে চাইলে নিচের লিঙ্কে CLICK করুন।⬇️
https://chat.whatsapp.com/EIeCqG2P4007W6sxamAOqC
PSC ক্লার্কশিপ পরীক্ষার RESULT দেখতে চাইলে নিচের লিঙ্কে ⬇️⬇️ CLICK করুন ।
https://wa.me/message/H7M2ENM2HYTQC1
🔞 ভারতীয় অর্থনীতি(9TH CLASS)🔞
☢️আজকের বিষয়:-অর্থবিদ্যার শ্রেণীবিভাগ ☢️⬇️⬇️⬇️⬇️
⛔ অর্থ বিদ্যার বিষয়বস্তু শ্রেণীবিভাগ (CLASSIFICATION OF SUBJECT MATTERS OF ECONOMICS):-অর্থশাস্ত্রের বিষয়বস্তুকে মূলত ছয়টি ভাগে ভাগ করা যেতে পারে। যেগুলি হল – (১) ভােগ; (২) উৎপাদন; (৩) বণ্টন; (৪) বিনিময়; (৫) জাতীয় উৎপাদন বা আয় ও (৬) সরকারি আয় ও ব্যয়।
⛔ভোগ (Consumption): ভোগ বা consumption হল
মানুষের চাহিদা পূর্ণ করার জন্য দ্রব্য ও সেবাকার্যের চূড়ান্ত
ব্যবহার। যে ব্যক্তি ভােগ করে তাকে ভােক্তা বা ভােগী
(consumer) বলা হয়। ভােক্তার ভােগ নির্ভর করে অনেকগুলি
উপাদানের ওপর। এর অন্যতম একটি হল আয় (income)।
ভােক্তার ভােগের স্তর নির্ভর করে ভােগীর আয়ের ওপর। তবে,
ভােগের সঙ্গে বা অন্যান্য উপাদানের সম্পর্ক নির্ভর করে ভােক্তার
আচরণের ওপর। অন্যদিকে, সামগ্রিকভাবে একটি দেশের মােট
ভােগস্তর নির্ভর করে জাতীয় আয়ের ওপর। এই সম্পর্ক দেখানাে
হয় ভােগ অপেক্ষক (Consumption function) এর মাধ্যমে।
সুতরাং, এই অংশে ভােগীর আচরণ ও ভােগ অপেক্ষক নিয়ে
আলােচনা করা হয়।
⛔উৎপাদন (Production): অর্থবিদ্যার উৎপাদনের অর্থ বস্তুগত
দ্রব্য সৃষ্টি করা বা উপযােগ সৃষ্টি করা যাই হােক না কেন –
এটা নির্ভর করে উৎপাদনের উপকরণ (যেমন- শ্রম, মূলধন
ইত্যাদি), প্রযুক্তিবিদ্যা ও উৎপাদনের চাহিদা ইত্যাদির ওপর।
সুতরাং, অর্থবিদ্যার এই অংশে উৎপাদনের সঙ্গে উৎপাদন
উপকরণের সম্পর্ক, উৎপাদকের আচরণ ইত্যাদি আলােচনা করা
হয়ে থাকে।
⛔ বিনিময় (Exchange): কিছু ত্যাগ বা বর্জন করে কিছু অর্জন
করাই হল বিনিময়। বিনিময় অর্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ আলােচনা। অর্থের দ্বারা দ্রব্যের বা দ্রব্যের দ্বারা দ্রব্যের বা সেবাকার্যের দ্বারা দ্রব্যের বিনিময় কীভাবে হয়ে থাকে তা হল বিনিময়ের বিষয়বস্তু।
⛔ বণ্টন (Distribution): সমষ্টিগতভাবে বলতে গেলে একটি
দেশের জাতীয় আয় কীভাবে খাজনা, মজুরি, সুদ ও লাভ হিসাবে
বণ্টিত হবে তা অর্থবিদ্যার বিষয়বস্তু। আবার, ব্যষ্টিগত আলােচনায়
উৎপাদন উপকরণের উৎপাদনশীলতার ভিত্তিতে সমস্ত উৎপাদন
উপকরণের মধ্যে বন্টিত হয় মােট উৎপাদন।
⛔ জাতীয় আয় (National Income): জাতীয় আয় হল
একটি দেশের মােট উৎপাদনের প্রকৃত মূল্য বা আর্থিক মূল্য।
অর্থনীতির প্রসার বা উন্নয়ন নির্ভর করে মূলত এরই ওপর।
সুতরাং, জাতীয় আয় পরিমাপ করা ও নির্ধারণ করার পদ্ধতি
অর্থশাস্ত্রের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।
⛔ সরকারি আয় ও ব্যয় (Public Finance): দেশের
কেন্দ্রীয়, রাজ্য ও আঞ্চলিক সরকারের মােট আয়ের পরিমাণ,
আয়ের উৎস, ব্যয়ের পরিমাণ ও ব্যয়ের ধরনধারণ ইত্যাদি
আলােচিত হয় অর্থবিদ্যার এই অংশে।
আধুনিক চিন্তাভাবনায় অর্থবিদ্যার বিষয়বস্তুগুলিকে আলােচনার
সাপেক্ষে অর্থবিদ্যাকে মূল দুটি শাখায় ভাগ করা হয়। একটি হল
ব্যষ্টিগত অর্থবিদ্যা (Micro Economics) আর অন্যটি হল
সমষ্টিগত অর্থবিদ্যা (Macro Economics)।
🚸 1.ব্যষ্টিগত অর্থবিদ্যা (Micro Economics): অর্থবিদ্যার
এই শাখায় ব্যক্তি বা ব্যক্তিগত দলের অর্থনৈতিক ক্রিয়া সংক্রান্ত
তত্ত্বগত আলােচনা করা হয়। যেমন – ভােক্তার আচরণ, কোনাে
দ্রব্যের চাহিদা ও জোগান, কোনাে দ্রব্যের মূল্য, বাজারের স্বরূপ,
শ্রমের ও মূলধনের চাহিদা ও জোগান, বিভিন্ন উৎপাদন উপকরণের
মধ্যে উৎপাদনের বণ্টন ইত্যাদি নিয়ে আলােচনা করা হয় এই
শাখায়।
🚸2. সমষ্টিগত অর্থবিদ্যা (Macro Economics): ব্যষ্টিগত
অর্থবিদ্যার মতন সমষ্টিগত অর্থবিদ্যাতেও তত্ত্বগত আলােচনা
করা হয়ে থাকে। তবে, সমষ্টিগত অর্থবিদ্যার ব্যক্তি বা ব্যক্তিগত
দলের অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলােচনা করে না। সমষ্টিগত
অর্থবিদ্যার আলােচ্য বিষয় হল কোনাে অর্থনীতির সামগ্রিক
বিস্তারসমূহকে নিয়ে। যেমন – দেশের জাতীয় আয়ের পরিমাণ
নির্ধারণ ও বণ্টন, দেশের দ্রব্যের বাজার-শ্রমের বাজার ও অর্থের
বাজারের সামগ্রিক চাহিদা ও জোগান, দেশের মােট শ্রমশক্তির
নিযুক্তির পরিস্থিতি, দেশের সরকারের আয় ও ব্যয় সংক্রান্ত
নীতি, দেশের মােট ভােগ, মােট সঞ্চয় ও বিনিয়ােগ ইত্যাদি।
আধুনিক অর্থবিদ্যায় এই দুটি মূল শাখা ছাড়াও আরও শাখার
অস্তিত্ব বিদ্যমান। যেমন – (১) কল্যাণকামী অর্থবিদ্যা (Welfare
Economics); (২) বর্ণনাধর্মী অর্থবিদ্যা (Descriptive
Economics) এবং (৩) প্রায়ােগিক অর্থবিদ্যা (Applied
Economics)। এই তিনটি শাখার সংক্ষিপ্ত আলােচনা করা
👉 ১। কল্যাণকামী অর্থবিদ্যা: এই শাখায় মানুষ বা সমাজের
ভালাে-মন্দ, উচিত-অনুচিতের বিচার সংক্রান্ত আলােচনা করা
হয়ে থাকে। অর্থাৎ, যা হওয়া উচিত, যা প্রয়ােজনীয় তারই আলােচনা হয়ে থাকে এই শাখাতে।। এদিক থেকে অর্থবিদ্যাকে আদর্শবাচক বিজ্ঞান বলা হয়।
👉 ২। বর্ণনাধর্মী অর্থবিদ্যা: এই শাখায় বর্ণনামূলক আলােচনা
হয়ে থাকে। যেমন একটি দেশের বিভিন্ন ক্ষেত্রের আর্থিক
ব্যবস্থাপনার আলােচনা।
👉৩। প্রায়ােগিক অর্থবিদ্যা: অর্থবিদ্যার এই শাখায় বিবরণমূলক
আলােচনার প্রায়ােগিক দিকটাকে বুঝায়। যেমন – কৃষি সংক্রান্ত
অর্থবিদ্যা ও আর্থিক ব্যবস্থাপনার বিদ্যা ইত্যাদি প্রায়ােগিক অর্থবিদ্যার উদাহরণ।
উপসংহারে একটি কথা বিশেষভাবে উল্লেখ করা যায়, অর্থবিদ্যার
একাধিক শাখা থাকলেও এগুলি সবই একে অপরের সঙ্গে সম্পর্ক
যুক্ত এবং তাই কোনাে একটির আলােচনায় অন্যটির আলােক
প্রতিফলিত হয়।
🏧🔞🚳ONLINE/OFFLINE COACHING FOR BANK WBCS RAIL SSC PSC WBSSC EXAM 🔞🚳🏧⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
⛔ MATHEMATICS CLASS
(ONLY Rs. 400/-P.M.)
⛔ ENGLISH CLASS
(ONLY Rs. 400/-P.M.)
⛔ MATHEMATICS ➕ ENGLISH CLASS
(ONLY Rs.500/- P.M.)
⛔ MATHEMATIC➕ REASONING/GI ➕ ENGLISH CLASS
(ONLY Rs.600/-P.M.)
⛔ GK(ECONOMY,POLITY, HISTORY, GEOGRAPHY & SCIENCE) CHAPTERWISE CLASS.(ONLY Rs.200/-P.M.)
🚸 ADMISSION HELP LINE :-99 32 33 22 44 / 96 81 20 34 18
⛔ প্রতিদিন অঙ্ক/GI/ENGLISH/GK এর ওপর অডিও -ভিডিও ক্লাস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করুন ।
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
https://www.youtube.com/channel/UC5Qt94_PRlpfUO32mZiS2fg
⛔প্রতিদিন বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার ওপর GK ও MOCK TEST দিতে চাইলে নিচের লিঙ্কে CLICK করুন।⬇️⬇️⬇️ ⬇️⬇️⬇️⬇️
https://wa.me/message/H7M2ENM2HYTQC1
⛔ আধুনিক ভারতের ইতিহাস (6 TH CLASS) ⛔
🚯আজকের বিষয়:- রঞ্জিত সিংহ 🚯⬇️⬇️⬇️⬇️
⛔ একনজরে রঞ্জিত সিংহ ⛔
➡️ জন্ম তারিখ ও সাল :-১৩ নভেম্বর, ১৭৮০ খ্রিস্টাব্দ
➡️ জন্মস্থান :-গুজরানওয়ালা, সুকার চাকিয়া মিশল (বর্তমান পাকিস্তান)
➡️ পিতার নাম:- মহাসিংহ (সুকার চাকিয়া মিশলের অধিপতি)
➡️ মাতার নাম:- রাজকৌর (ঝিন্দের সর্দার গজপত সিংহের কন্যা )
➡️ রাজত্বকাল :-১২ এপ্রিল, ১৮০১ খ্রিঃ থেকে ২৭ জুন, ১৮৩৯ খ্রিঃ
➡️রাজ্যাভিষেক :-১২ এপ্রিল, ১৮০১ খ্রিঃ
➡️ স্ত্রীর নাম :-মেহেতার কৌর (কানহাইয়া মিশলের অধিপতি জয়সিংহের পৌত্রী)
রানি ঝিন্দন কৌর, গদ্দন বাঈ প্রমুখ। [রঞ্জিত সিংহের শিখধর্মাবলম্বী স্ত্রী ছাড়া
হিন্দু, মুসলমান স্ত্রীরাও ছিলেন
)
➡️শশ্রুমাতা :-সদা কৌর
➡️ উত্তরাধিকারী :-৭ জন পুত্র: খরক সিংহ (জ্যৈষ্ঠ), শের সিংহ, তারা সিংহ, কাশ্মীর সিংহ, পেশােয়ার সিংহ, মূলতানা সিংহ ও দলীপ সিংহ (কনিষ্ঠ) *
➡️উপাধি:- পাঞ্জাব কেশরী (শের-ই-পাঞ্জাব), লাহােরের মহারাজা, পূর্বভারতের নেপােলিয়ান, Lord of Five Rivers
➡️ ধর্মবিশ্বাস :-শিখবাদ (Sikhism)
➡️ রাজধানীর নাম:- লাহাের পাঞ্জাব (বর্তমান পাকিস্তান)
➡️মুদ্রা প্রবর্তন:- তিনি তার মুদ্রা গুরুনানকের নামে প্রচার করেন, যার নাম ছিল নানক শাহী মুদ্রা
➡️ বিখ্যাত উক্তি :-‘ সব লাল হাে যায়ে গা ’ (একদিন সমগ্র ভারতের মানচিত্র ইংরেজ অধিকারের প্রতীক লাল চিহ্ন ধারণ করবে)
➡️মূললক্ষ্য :-অখিল শিখরাজ্য গঠন করা।
➡️ রাজ্যবিস্তার :- অধিকৃত স্থান: ১৭৯২ খ্রিঃ সুকারচাকিয়া মিসালের নেতৃত্বে অমৃতসর (১৮০২ খ্রিঃ), ভেঙ্গি (১৮১০ খ্রিঃ), রামগেড়িয়া, কানাইয়া, আলুওয়ালিয়া প্রভৃতি শতদ্রর পশ্চিম তীরস্থ মিশল, লুধিয়ানা (১৮০৬), কাংড়া, পাঠানকোট, শিয়ালকোট ও মূলতান (১৮১৮) আটক (১৮১৩), নৌশেরা, পেশােয়ার (১৮২৩), কাশ্মীর (১৮১৯) লাদাখ (১৮৩৪), ডেরাগাজী খাঁ ও ডেরা ইসমাইল খাঁ ও হাজারাজেলা (১৮২০ খ্রিঃ) অধিকার করেন।
➡️ মৃত্যু তারিখ ও সাল :- ২৭ জুন, ১৮৩৯ খ্রিস্টাব্দ (প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ চলাকালীন)
➡️সমাধিক্ষেত্র :-লাহাের পাঞ্জাব (বর্তমান পাকিস্তান)
🏧 🔞🚳ONLINE/OFFLINE COACHING FOR BANK WBCS RAIL SSC PSC WBSSC EXAM 🔞🚳🏧⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
⛔ MATHEMATICS CLASS
(ONLY Rs. 400/-P.M.)
⛔ ENGLISH CLASS
(ONLY Rs. 400/-P.M.)
⛔ MATHEMATICS ➕ ENGLISH CLASS
(ONLY Rs.500/- P.M.)
⛔ MATHEMATIC➕ REASONING/GI ➕ ENGLISH CLASS
(ONLY Rs.600/-P.M.)
⛔ GK(ECONOMY,POLITY, HISTORY, GEOGRAPHY & SCIENCE) CHAPTERWISE CLASS.(ONLY Rs.200/-P.M.)
🚸 ADMISSION HELP LINE :-99 32 33 22 44 / 96 81 20 34 18
⛔ প্রতিদিন অঙ্ক/GI/ENGLISH/GK এর ওপর অডিও -ভিডিও ক্লাস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করুন ।
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
https://www.youtube.com/channel/UC5Qt94_PRlpfUO32mZiS2fg
🏧 🔞🚳ONLINE/OFFLINE COACHING FOR BANK WBCS RAIL SSC PSC WBSSC EXAM 🔞🚳🏧⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
⛔ MATHEMATICS CLASS
(ONLY Rs. 400/-P.M.)
⛔ ENGLISH CLASS
(ONLY Rs. 400/-P.M.)
⛔ MATHEMATICS ➕ ENGLISH CLASS
(ONLY Rs.500/- P.M.)
⛔ MATHEMATIC➕ REASONING/GI ➕ ENGLISH CLASS
(ONLY Rs.600/-P.M.)
⛔ GK(ECONOMY,POLITY, HISTORY, GEOGRAPHY & SCIENCE) CHAPTERWISE CLASS.(ONLY Rs.200/-P.M.)
🚸 ADMISSION HELP LINE :-99 32 33 22 44 / 96 81 20 34 18
⛔ প্রতিদিন অঙ্ক/GI/ENGLISH/GK এর ওপর অডিও -ভিডিও ক্লাস দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি SUBSCRIBE করুন ।
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
https://www.youtube.com/channel/UC5Qt94_PRlpfUO32mZiS2fg
⛔প্রতিদিন বিভিন্ন সরকারী চাকরির পরীক্ষার ওপর GK ও MOCK TEST দিতে চাইলে নিচের লিঙ্কে CLICK করুন।
⬇️⬇️⬇️ ⬇️⬇️⬇️⬇️
https://wa.me/message/H7M2ENM2HYTQC1
Full Name: Sishu Vihar Primary School Run by Estern Railway Women's Welfare Organisation ( E.R.W.W.O )
This page is for education purpose. I am a primary school teacher. I have an youtube channel with the same name. I am just trying to give a short concept about some topics to all primary students. Thank u
সকল বন্ধুদের খুঁজে পেতে page এ লাইক দিন
Run & Managed by:Shree Gujarati Samaj-Liluah
'LITTLE WITS' IS AN INITIATIVE BY 'SMIL' IN PRE-SCHOOL SEGMENT. ITS FOUNDATION LIES IN THE FACT THAT EARLY YEAR EDUCATION IS KNOWLEDGE OF CHILD'S SURROUNDING WORLD. SMIL' TARGET OF MAKING LEARNING VISIBLE (MLV) TO LITTLE WITS STUDENTS.
This is the best place for those childrens whose parents can't afford qualitative education in a bestest way.
Mahakalhati Primary School | It's a Government Aided !
Shilpalaya was founded on April 1997 with a Creative and Charitable thoughts. Our motto is creating classy artiest with creative thoughts.
Established in 1982 this Primary School is managed by Education Foundation Trust. Dedicated for providing Pre-Primary and Primary level quality education