Surer Tori

Surer Tori

Share

We also prepare students for the"Trinity College of London's examination"

#SURER_TORI is an institution ⛵🎻
Here we guide students in violin,
#Indian #Western #classical
and all other songs
We provide #staff #Indiannotation as per students' requirements.

25/05/2025

প্রতিদিনের ব্যস্ততায় পুরোনো দিনের ও শৈশবের স্মৃতি, কোনো এক বন্ধু, তার সাথে কাটানো সুখ দুঃখের প্রতিটি মুহূর্ত মনের দুয়ারে এসে হাজির হয় যা কখনও ভোলা যায়না। আমরা চাই সেই সময় , সেই বন্ধু যেন আবার ফিরে পাই আর বলি...

"আবার দেখা যদি হল, সখা, প্রাণের মাঝে আয়" 🎻

23/05/2025

মেঘ আর সাগর খুব কাছাকাছি থাকলেও কখনও তারা একে অপরকে ছুঁতে পারেনা , কেবল মেঘের প্রতিবিম্ব টুকুই সাগর প্রতিফলিত করে , তেমনই দুঃখ চুপিসারে পদচিহ্ন ফেলে আর আমিত্ব মিলায় যায় মরণ সাগরে আর কিছুই যেন থাকেনা জীবনতরী বয়ে যায়.....।

বেহালায় - মলয় মন্ডল 🎻

21/05/2025

পার্থিব জগতের মায়া, বন্ধন কাটিয়ে আপন আত্মা ঈশ্বর অর্থাৎ পরম সত্তার সান্নিধ্য পেতে ব্যাকুল হয়ে ওঠে, তখন রবিঠাকুরের গান হয়ে ওঠে সেই ভাব প্রকাশের একমাত্র পাথেয় যেখানে তিনি বলেন

" না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে "

বেহালায় - সাবর্ণ বন্দ্যোপাধ্যায় 🎻

19/05/2025

সুরের মাধুর্যতা ও মুদ্ধতা সমগ্র বিশ্বকে আলোকিত করে, সকল হৃদয়কে আলোড়িত করে , ইহার শক্তি ' পাষাণ টুটে ' বয়ে যায় নিজের সুরধনী নিয়ে। কিন্তু কবি গাইতে চেয়েও সুর খুঁজে না পেয়ে, সুরের জালে আবদ্ধ হয়ে ব্যাকুল সুরে গেয়ে বলেন

" কইতে কী চাই, কইতে কথা বাধে, হার মেনে যে পরান আমার কাঁদে "

বেহালায় - অমৃতায়ু দাস 🎻

17/05/2025

জীবনের তরঙ্গায়িত পথে আমাদের নিত্যদিনের সাথী - হাসি , কান্না , দুঃখ , দৈন্য, বিরহ, বেদনা, এই সকল অনুভূতিই যেন রবিঠাকুরের গানের সাথে বড্ড মিলে যায় , প্রাণে সঞ্চার করে এক পরম তৃপ্তির, সেই সুরে আমরা গেয়ে চলি -
*"কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ"*

বেহালায় - কৃত্তিকা রায়, ঋতজা মুখোপাধ্যায়, উর্নিশা দাস, সুমনা সানি, বৃটা বেরা, অন্তরা সাহা
ক্ল্যাপ বক্স - জিৎ সরকার🎻
https://youtu.be/3V53G6rYbR0?si=9k_NyEwTuHXYwlUe

16/05/2025

যে শারদপ্রাতে কাননে ফোটা প্রথম ফুল তাকে সঁপেছিলাম , আমার মন - প্রাণ কেন নতুন করে সেই বিদেশিনীর কাছে আশ্রয় চাইছে , বুঝিলাম সে কেবল সিন্ধুপারের অতিথি।

বেহালায় - সম্বমূর্তি রামকৃষ্ণন

15/05/2025

গ্রীষ্মের প্রবল প্রকটতা কেটে যাওয়ার পর আসে বর্ষা । বর্ষার প্রতি ফোঁটাতে যেন পৃথিবী নতুন প্রাণ পায়। তটিনী কল্লোল তুলে বয়ে যায়। কুঞ্জে কুঞ্জে পিহু গেয়ে যায়, তটিনীর পাড়ে পাড়ে নব তৃণ ফুলের দল বাদলের হাওয়ায় মাথা নাড়িয়ে আপন তালে দোলে আর দোলে।

বেহালায় - দেবারতি মল্লিক ও দেবীপ্রসাদ মল্লিক 🎻

13/05/2025

দেহ মনের ঊর্ধ্বে উঠে আপন আত্মাকে খুঁজে পাওয়ার নামই হল মুক্তি । এই মুক্তি বিরাজমান আকাশে , বাতাসে, এই প্রকৃতিতে , সকলের মনের মাঝে, যা সকল দুঃখ কষ্টকে তুচ্ছ করে দেয় এবং রবিঠাকুরের কথায়
*" গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে"*

বেহালায় - শরণ্যা প্রধান

11/05/2025

আমাদের প্রত্যহ জীবনের দুঃখ কষ্টকে দূরে সরিয়ে রেখে, একে অপরের প্রতি হাত বাড়িয়ে, উচিত আনন্দ, হাসিকে জীবনের মূল সুর করে তুলে ,জীবনকে সদা প্রফুল্লিত রাখা। গান বাজনা ও সপ্ত সুরের বন্ধনে দুঃখ কষ্টকে ভুলে আমরা -
*"রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ"*

বেহালায় - নীলোগ্রীব সাহা, বিরাজ শর্মা, শ্রেয়ান সামন্ত, সাবর্ন বন্দ্যোপাধ্যায়





https://youtube.com/?feature=shared

09/05/2025

জগতে যিনি রাজা, যাঁর অসীম প্রতাপ বিশ্বজুড়ে বিস্তারিত, জীবনে চলার পথে যাঁর বাণীতে আমরা নিত্য জেগে উঠি , যাঁর সৃষ্টি আমাদের জীবনের প্রতিটি আবেগের সাথে জড়িত , হ্যাঁ আজ সেই বরেণ্য মহাপুরুষ রবিঠাকুরের জন্ম দিবস -- একপ্রকার মানবতার নতুন চেতনার জন্মদিন। সেই বিশ্বস্মরণীয় দিন ২৫ শে বৈশাখ কে শ্রদ্ধা জ্ঞাপন করে সুরের তরীর প্রথম নিবেদন *"আনন্দলোকে মঙ্গলালোকে"*।।🙏

বেহালায় - আলোলিকা দাস, সীমা মল্লিক, দেবীপ্রসাদ মল্লিক।🎻

02/05/2025

🌸 বাঙালির wishlist🌸

ফেলুদার মতো বুদ্ধি
গুপী বাঘার সারল্য
উদয়ন পণ্ডিতের মেরুদন্ড
লালমোহনের মতো বন্ধু.....
... আর
...
সত্যজিতের মতো প্রতিভা।।

জন্মদিবসে শ্রদ্ধা।
মহারাজা...
তোমারে সেলাম।। 🙏🏼

বেহালায় সুরের তরীর সদস্য সাবর্ণ।

02/05/2025

যার হাত ধরে বাংলা সিনেমা নবজাগরণ পথে হাঁটলো, যার পদচিহ্ন ছড়িয়ে আছে সাহিত্য সৃষ্টি, ছবি আঁকা থেকে সংগীত পরিচালনা সর্বত্র, সেই মানুষটির আজ জন্মদিন।
শুভ জন্মদিন সত্যজিৎ রায় 🙏🏼
তাঁকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করেছে সুরের তরীর অন্যতম সদস্য মলয়।

Want your school to be the top-listed School/college in Howrah?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Belur
Howrah

Opening Hours

Monday 8am - 9pm
Tuesday 8am - 9pm
Wednesday 8am - 9pm
Thursday 8am - 9pm
Friday 8am - 9pm
Saturday 8am - 9pm
Sunday 8am - 9pm