
মাধ্যমিক পরীক্ষার্থীরা....
The Official page of Sibpur S S P S Vidyalaya, Howrah - 711103
Operating as usual
মাধ্যমিক পরীক্ষার্থীরা....
বর্ষব্যাপী প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের শেষে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা। 24/1/2025.
পদযাত্রা ২৩/১/২৫
এটাই ছিল বিদ্যালয়ের সাবেকি রং। তখন এলা মাটি দিয়ে হলুদ রং করা হতো। তারপর 2012-13 সালে বার্জারের সৌজন্যে রং হল পেস্তা-সবুজ। 2018 সালে সরকারি অনুদানে রং হলো নীল সাদা, যদিও সব টাকা পাওয়া যায়নি! কিন্তু সবার মনে যে আবেগ ছিল সে আবেগকে গুরুত্ব দিতে বার্জারের সৌজন্যে আবার সেই পুরোনো হলুদ রং ফিরে এলো।
আজকের আনন্দবাজার পত্রিকার 'হাওড়া ও হুগলি' পাতায়।
স্বর্ণযশা সব পেয়েছির আসর আজ থেকে আমাদের বিদ্যালয়ে তার কাজ শুরু করল।
৩১শে ডিসেম্বর রাতে হোমাগ্নি প্রজ্বলন ও বাজি পোড়ানোর মাধ্যমে শেষ হল দ্বিতীয় বার্ষিক 'বিদ্যালয়ে বইমেলা'। সাংস্কৃতিক মঞ্চে ছিল বিদ্যালয়ের ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডঃ বাসুদেব ভট্টাচার্যর আবৃত্তি এবং ছাত্র-শিক্ষক-শিক্ষিকাদের নিবেদিত নাটক 'শুদ্ধ মাটির সন্ধানে'।
আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত খবর। আজ মেলার শেষ দিন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে মোটামুটি বিকেল সাড়ে পাঁচটা থেকে। প্রথমে ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর বেসুর অধ্যাপক বাসুদেব ভট্টাচার্যর আবৃত্তি। সবশেষে ছাত্রদের নাটক। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বাজি পোড়ানো এবং অনুষ্ঠানের সমাপ্তি। সকলকে বিদ্যালয়ের প্রাঙ্গনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আজ বইমেলার পঞ্চম দিনে ছিল ম্যাজিক শো।
আজ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ একটু অন্যরকম ভাবে হল। প্রথমে প্ল্যাটিনাম জয়ন্তীর মঞ্চ থেকে প্রথম দশজনের নাম ঘোষণা করে তাদের হাতে প্রগতি পত্র তুলে দেওয়া হলো। তারপর ক্লাস রুমে গিয়ে বাকিদের প্রত্যেকের হাতে প্রগতি পত্র তুলে দেওয়া হলো।
বইমেলার চতুর্থ দিন। প্রাক্তন ছাত্র যতীন গোপের গান এবং রূপায়ণ ড্যান্স একাডেমির নাচের অনুষ্ঠান।
বইমেলার তৃতীয় দিন। ব'সে আঁকো এবং ধ্রুবা ড্যান্স একাডেমির নিবেদন।
গতবছর বইমেলায় এসেছিল বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত সুলেখা কালি। এবছর এলো বিশেষ নোটবুক। পাওয়া যাচ্ছে মেলায় সুলেখার স্টলে।
বইমেলার দ্বিতীয় দিন। দ্য টাকিয়ান্স কর্তৃক পরিচালিত ক্যুইজ প্রতিযোগিতা আর বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষিকাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ আমাদের বিদ্যালয়ে শুরু হল দ্বিতীয় বার্ষিক বইমেলা। উদ্বোধন করলেন অধ্যাপক ড. কুন্তল চট্টোপাধ্যায়। বইমেলা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে ৮টা পর্যন্ত।
আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের বিদ্যালয়ের মাঠে। প্রতিদিন বিকেল তিনটা থেকে আটটা পর্যন্ত। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলায় বিশেষ কিছু চমক থাকছে এবং প্রত্যেকদিনই থাকছে নানা মনোজ্ঞ অনুষ্ঠান। সবাইকে সাদর আমন্ত্রণ জানাই।
কলামঞ্জরী সংস্থার তরফে মূকাভিনেতা সুমন মুখোপাধ্যায় এবং তার স্ত্রী নিবেদিতা মুখোপাধ্যায় আজ আমাদের বিদ্যালয়ে মূকাভিনয়ের কর্মশালা আয়োজন করেছিলেন। ছাত্র-শিক্ষক শিক্ষিকা অভিভাবক মিলে ৫০জন অংশ নিয়েছিল।
Monday | 10:40am - 4:30pm |
Tuesday | 10:40am - 4:30pm |
Wednesday | 10:40am - 4:30pm |
Thursday | 10:40am - 4:30pm |
Friday | 10:40am - 4:30pm |
Saturday | 10:40am - 4:30pm |