
❤️
This is the only government school in Howrah. Established on 1st December 1845. This is not the offi Behind the outset of the school, there was a big reason.
Inauguration of English-education is a historical event in India and those historic days, when so many schools were already established in custody of British Government & East-India company, 'Howrah Zilla School' was one of them, a resplendent traditional institution of Bengal, Howrah. Deeming the educational problems of the students, the inhabitants (190) of Howrah put into setup a new school nea
Operating as usual
❤️
কাল 5-30pm এ RKM SIR আমৃতলোকে যাত্রা করেছেন। ওনার আত্মার শান্তি কামনা করি।
নতুন আঙ্গিক এ ❤️
পুরনো স্মৃতি নতুন ভাবে সেজে উঠছে।
আমাদের সকলের প্রিয় ভাই শুভঙ্কর চক্রবর্তী আজ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কঠিন লড়াইয়ের পর আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। হাওড়া জেলা স্কুলের “ম্যাজিশিয়ান” শুভঙ্কর আমাদের সকলের হৃদয়ে অমর হয়ে থাকবে। যেখানেই থেকো ভালো থেকো শান্তিতে থেকো, পরিবার পরিজনদের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে সমবেদনা রইল।
আজ সকালে ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন আমাদের বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ এর শিক্ষিকা শ্রীমতি কৃষ্ণা রায়। আমাদের প্রিয় কৃষ্ণা দিদি।
তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এবং তার আত্মার চিরশান্তি কামনা করি।
এর পাশাপাশি সকলের কাছে আবেদন এই অতিমারী এর পরিস্থিতিতে সকলে মাস্ক ব্যবহার করুন এবং যতটা সম্ভব বাইরে বেরোনো এড়িয়ে চলুন।
Glorious ❤️❤️❤️
Courtesy: Rabin Banik
Saraswati puja 2021!
Facebook memory,NewsFeed,Whatsapp ভরে রয়েছে এই বুড়োটার গতবছরের জন্মদিনের রঙচঙে ছবিতে, আজ আরো একটি ১লা ডিসেম্বর, ১৭৬তম জন্মদিন তাঁর। কিন্তু বিশের বিষে পরিবেশ যেমন অসুস্থ তেমনই বয়সের ভার ও বহু দিকপাল সন্তানদের হারিয়ে এই বুড়োও আজ অসুস্থ,শোকাহত, রাজমিস্ত্রির অধিনে চিকিৎসাধীন। ১৭৫বছরের সমাবর্তন অনুষ্ঠান এবছরের মত স্থগিত রাখলো তার সন্তান ও নাতিপুতিরা, তাদের আশা আগামী বছরে এই বুড়োটা আবার আনন্দে মাতবে সুস্থ পরিবেশে নবকলেবরে। বুড়োটার একটা সঙ্গী আছে,সেও বুড়ো,নাম তার বটবৃক্ষ....আসলে বটবৃক্ষ ব্যাপারটাই যেনো আগলে রাখার প্রতিক,তেমন ভাবে আগলে রাখে বুড়োটা তার নাতিপুতিদের।বুড়োটার নাম "হাওড়া জিলা স্কুল"। আর আজ তার ১৭৬তম জন্মদিন,১৭৫বছরের বৃদ্ধটার জন্মদিনে তাকে জানাই প্রণাম,সেলাম,শ্রদ্ধা ও ভালোবাসা।❤️🙏🏻
"হাওড়া জিলা স্কুল" জিন্দাবাদ
✍🏻 শুভজিৎ©️
হাওড়া জিলা স্কুল হারালো তাদের "প্রাক্তন" কে, চিরনিদ্রায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
হাওড়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠন 'Alumni Association'র পক্ষ থেকে রবীন্দ্র সদনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন সংগঠনের সদস্য নভনীল পাত্র, সন্দীপ মন্ডল, সুকান্ত সুর , সৌম্যজ্যোতি চোংদার প্রমূখ দাদারা। বাংলা ও বাঙালির মনের মানুষ 'ফেলুদা' 'অপু' তথা 'উদয়ন পন্ডিত' এর মৃত্যু তে শোকস্তব্ধ বিদ্যালয়ের প্রাক্তন থেকে বর্তমান ছাত্রবৃন্দ। কিংবদন্তির আত্মার শান্তি কামনা করি,
সৌমিত্র চট্টোপাধ্যায় অমর রহে🙏🏻
✍🏻 শুভজিৎ ধাড়া
"আমি মৃত্যু-চেয়ে বড়ো এই শেষ কথা বলে,
যাব আমি চলে।"
Howrah Zilla School
EDUCATIONAL tour 2012....:)
EDUCATIONAL tour 2012....:)
Howrah Zilla School rockz... \m/
আমফানের ঝড়ের পর আজ সকালে আমার বিদ্যালয় এ কিছু সময় ছিলাম ,আমফান এর প্রভাবে বড় গাছ গুলো পড়ে গেছে আবার সবুজায়ন করতে হবে ।।
ছবি -
লেখা -
অপ্রিয় আমফান...,
তুমি যথেষ্ট ক্ষতি করেছ আমাদের বাংলায়
সমস্তই সহ্য করে নিয়েছি
কিন্তু আজকের এই ছবিগুলো দেখার পর মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল,
ভালো থেকো #হাওড়া_জিলা_স্কুল।।
আবার সব কিছু সেরে উঠুক 💚
লেখা - Richik Bar
ছবি - Suman Manna
আজ কবিগুরুর ১৫৯তম জন্মজয়ন্তী...খুবই ছোট্ট একটা প্রয়াস বলা যেতে পারে আমাদের দুই প্রাক্তনীর তরফ থেকে....সবাইকে দেখার অনুরোধ রইল,আপনাদের মন্তব্য কামনা করি🙏🏻
ইতি: সন্দীপ ভট্টাচার্য, শুভজিৎ ধাড়া (২০১২)
Howrah Zilla School becomes the champion of QUIZ CONTEST held at Dharsha Mihir LAL khan Institution.❤️❤️
❤️❤️
"উৎসবের এই মহা লগ্নে আলোকিত মন"
রাত পোহালেই ১৭৫বছর উপলক্ষে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে পদার্পন করবে ''হাওড়া জিলা স্কুল''। দিনরাত ভুলে অক্লান্ত পরিশ্রমে শিক্ষক মহাশয়গণ ও ১৭৫বছর উদযাপন কমিটির সদস্যবৃন্দ সাজিয়ে তুলছেন বিদ্যালয় প্রাঙ্গণ।সারাবছর ব্যাপি অনুষ্ঠানের ডালি সাজিয়ে প্রস্তুত কমিটির সদস্যগণ,প্রজ্জলিত মশালে পদযাত্রার মাধ্যমে যে অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছিল তার যবনিকা পরতে একটি বছর অপেক্ষা করতে হবে,
তাই সকল HZSian হাতে হাত রেখে এই বিশাল কর্ম কান্ড কে সাফল্যমন্ডিত করতে ব্রতী হই...."জয় হাওড়া জিলা স্কুল"❤❤❤❤
©শুভজিৎ(২০১২)
হাওড়া জিলা স্কুলের একশো পঁচাত্তর বর্ষ উদযাপন। পদযাত্রা। হারিয়ে যাওয়া সময়ের পালকে দু এক টুকরো সোনালী রোদ্দুর।।
গর্বের ১৭৫
ভালোবাসার ১৭৫ ❤️
১৭৫ তম বর্ষ উদযাপন ❤️❤️
Howrah Zilla School
উত্তেজনা তুঙ্গে 💚
আর মাত্র 2 দিনের অপেক্ষা💚💚
# একশো পঁচাত্তরে হাওড়া জিলা স্কুল #
মহান শিক্ষাবিদ শ্রী ভূদেব মুখোপাধ্যায়। ডিরোজিও সাহেবের ইয়ং বেঙ্গলের সদস্য এবং মাইকেল মধুসূদন দত্তের classmate এই মানুষটি বাংলার শিক্ষার প্রসারে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন।
1846 খ্রিস্টাব্দে হিন্দু হিতার্থীর প্রধান শিক্ষক, পরবর্তীতে1848 খ্রিস্টাব্দে Calcutta Madrasa এর ইংরেজী শিক্ষক, 1856 তে HOOGHLY NORMAL SCHOOL এর প্রিন্সিপ্যাল এর দায়িত্ব সামলে 1862 খ্রিস্টাব্দে হাওড়া জিলা স্কুলের প্রথম বাঙালি প্রধান শিক্ষক পদে যোগদান।
পরবর্তীকালে বাংলা বিহার এবং উড়িষ্যার স্কুল ইনস্পেক্টরের দায়িত্ব সামলেছেন, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 1877 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের থেকে পেয়েছেন CIE (COMPANION OF THE ORDER OF THE INDIAN EMPIRE)।
বাঙালির ছেলেদের ইংরেজী শিক্ষায় শিক্ষিত করে তোলার ব্রতী এই যুগপুরুষ কিন্তু একই সাথে নিজের জাতীয়তাবাদ এবং সাহিত্যকর্ম বজায় রেখেছেন। তাই তার সম্বন্ধে ব্রিটিশ সরকারের উক্তি "Bhudeb with his CIE and 1500 in month is still anti-british"
হাওড়া জিলা স্কুলের ১৭৫তম প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে স্কুলের প্রথম বাঙালি প্রধান শিক্ষক মহাশয়কে স্মরণ করি এবং তার উদ্দেশ্যে জানাই আমার প্রণাম।
© অভীক
# একশো পঁচাত্তরে হাওড়া জিলা স্কুল- তিন #
শ্রদ্ধেয় বেণীমাধব দাস।
নেতাজী সুভাষচন্দ্রের ছাত্রজীবনের জাতীয়তাবোধের প্রথম অনুপ্রেরণা এবং বাংলার শিক্ষক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। এহেন প্রণম্য ব্যক্তি অলংকৃত করেছেন আমাদের হাওড়া জিলা স্কুলের প্রধান শিক্ষকের পদ।
তাঁরই সুযোগ্য ছাত্র হীরালাল মুখোপাধ্যায়। 1911 সালের IFA শিল্ড ফাইনালে east yorkshire regiment কে হারিয়ে প্রথমবার ভারতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, সেই দলের গোলকিপার ছিলেন হীরালাল। যিনি হাওড়া জিলা স্কুলের প্রাক্তনী।
এভাবেই জাতীয়তাবোধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-শিক্ষক মেলবন্ধনে হাওড়া জিলা স্কুলের নাম উজ্জ্বল করেছেন তাঁরা।
আমরা গর্বিত তাদের উত্তরসূরি হতে পেরে।
গর্বের নাম হাওড়া জিলা স্কুল।।
Courtesy : Abhik Mukherjee
প্রতীক্ষা মাত্র কয়েকটা দিনের
175 তম জন্মদিনের সাজে মেতে উঠেছে হাওড়া জিলা স্কুল প্রাঙ্গন ।।
Happy Birthday Ranjit Garang Sir. Wish you a many many happy returns of the day.
Happy Birthday R.G Sir. Wish you a many many happy returns of the day. Stay blessed.
KKC sir 💖💖
20.10.2019
This institution is completely dedicated for the education of ruler girl child
A co-educational Govt Sponsored school situated within South-Eastern Railway area at Santragachi, PO
Co Educational Higher secondary school with Science,Commerce and Arts Stream. Gym, Judo &Smart class
Welcome to the official page for Don Bosco Liluah.
It's an ex students association of Liluah T. R. G. R. Khemka High School (H.S)
<<A PLACE WHERE WE BECAME WHAT WE ARE TODAY>>
Howrah Zilla School is one of the most premier educational institutes in West Bengal, India. Establi