21/06/2023
"ফিরে এসো রিণ্টু"
"স্যার কম্পিটিশন টা আমরা জিতবই" ....এই আত্মবিশ্বাস টা আর দেখাবে কে??
"স্যার নাটক টা আমি করছি"। ....এই সাড়াটা দেবে কে??
"স্যার চলুন গাছ লাগাই"...এই হাত টা বাড়াবে কে??
উত্তর আছে তোমাদের কাছে??
একান্ত অনুগত, অমায়িক, লাজুক ছেলেটি আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গেছে না ফেরার দেশে। শোক জ্ঞাপনের ভাষা নেই, গর্ভধারিনী মাতা ও জন্মদাতা পিতা কে সান্ত্বনা দেবার শব্দ রচনা হয়নি এখনও ।
হ্যাঁ, ওরা রথ দেখতে গিয়েছিলো, ওর বন্ধুরা ফিরেছে আর ও পাড়ি দিয়েছে স্বর্গরথে চড়ে বহুদূরে। বছর ফিরে রথে চড়ে আসবেন জগন্নাথ কিন্তু আমাদের রিণ্টু আর ফিরবে না। একটা অনভিপ্রেত বাইক দুর্ঘটনা এক লহমায় খালি করে দিলো সেই মায়ের কোল, যিনি স্বপ্ন দিয়ে রচনা করেছিলেন সন্তানের ভবিষ্যৎ সাফল্য , গড়েছিলেন বালির বাঁধ।
উৎসবের দিনে এভাবে কাউকে কেন চলে যেতে হয়??
অল্প দিনের অতিথি হয়ে এসেছিলে তুমি। তোমার অসম্পৃক্ত জীবনকাল সম্পৃক্ত করতে , তোমার পিতা মাতার দেখা স্বপ্ন সফল করতে, তোমার বন্ধু আত্মীয় দের আত্মার সংযোগ স্থাপন করতে ফিরে এসো রিণ্টু।
তুমি কি দেখতে পাচ্ছো শোকে পাথর তোমার পিতা মাতা। ম্রিয়মান তোমার জন্মস্থান, শোকাতুর তোমার বিদ্যামন্দির, শোক বিহ্বল প্রকৃতি।
আমার হৃদয়ে যে স্হান তুমি গ্রহণ করেছিলে ,যে হাতটা সেই চারা রোপণে বাড়িয়েছিলে সেই ছোট্ট চারা মহীরুহ হয়ে তোমার একান্ত উপস্থিতি আমাদের শ্বাস প্রশ্বাসের অক্সিজেন জোগাবে, কত পাখির কূজনে মুখরিত হবে আমার বিদ্যাঙ্গন।
ফিরে এসো, ফিরে এসো দেখে যাও রিণ্টু।
..... তোমার প্রিয়
প্রধান শিক্ষক
তেঁতুলকুলী হাই স্কুল (উ: মা:)
14/06/2023
।। *বিজ্ঞপ্তি* ।।
সরকারি নির্দেশে বর্ধিত তাপপ্রবাহের ছুটি শেষ। তাই আগামী কাল ১৫/০৬/২০২৩ বৃহস্পতিবার থেকে সকল শ্রেণীর (পঞ্চম থেকে দ্বাদশ) বিদ্যালয়ের নির্ধারিত সময়ে পঠন পাঠন শুরু হবে।
।। আদেশানুসারে ।।
23/04/2023
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে তাপপ্রবাহের ছুটি শেষ তাই আগামী সোমবার (24.4.23) যথারীতি বিদ্যালয় খুলবে।
08/04/2023
।। "দিদির সুরক্ষা কবচ " ।।
মাননীয় বিধায়ক কল্যান ঘোষ মহাশয় এবং অন্যান্য সমাজসেবী শিক্ষানুরাগী সহযোগে বিদ্যালয়ের ভালো মন্দ,অভাব অভিযোগ নিয়ে আলোচনা ।।
24/03/2023
।।বিজ্ঞপ্তি।।
আগামী ২৮/০৩/২০২৩ মঙ্গলবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর এবং
২৯/০৩/২০২৩ বুধবার অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক সভা অনুষ্ঠিত হবে।
সময় ২:৩০ মিনিট
বিষয়: ১) আসন্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ণ(পরীক্ষা) সংক্রান্ত
২) ছাত্র ছাত্রীদের উপস্থিতি সংক্রান্ত
৩) বিদ্যালয় শৃঙ্খলা সংক্রান্ত
৪)পঠন পাঠান সংক্রান্ত
৫)বিবিধ ।
সকল অভিভাবক/অভিভাবিকাবৃন্দের উপস্থিতি একান্ত কাম্য।
প্রধান শিক্ষক
তেঁতুল কুলি হাই স্কুল (উ:মা:)
14/02/2023
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
।।বিজ্ঞপ্তি।।
এতদ্বারা বিদ্যালয়ের মাধ্যমিক- ২০২৩ পরীক্ষার্থীদের জানানো হচ্ছে *আগামী ১৫/০২/২০২৩ বুধবার বেলা ১২টা* থেকে ADMIT CARD দেওয়া হবে।
কেবলমাত্র ছাত্র ছাত্রী অথবা বাবা মা আসবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাথে নিয়ে। অন্য কাউকে এডমিট কার্ড দেওয়া হবে না।
*সেণ্টার ফি ২০/-(কুড়ি টাকা) আনতে হবে।*
।।আদেশানুসারে।।
03/02/2023
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এবং সম্মানীয় বিধায়ক কল্যান ঘোষ মহাশয়ের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু মূহূর্ত।।
27/01/2023
অবশেষে সম্পন্ন হলো সাধের প্রীতিভোজ।
যাদের জন্য এই আয়োজন তাদের ভালো লাগলেই এর স্বার্থকতা।
তাদের পছন্দের মেনু......
১) মিনারেল ওয়াটার
২)নান পুরি
৩)চানা পনীর মশালা
৪) বাসন্তী পোলাও
৫)শাহী আলুর দম
৬) চাটনি
৭)পাপড়
৮) নলেন গুড়ের রসগোল্লা
৯) সন্দেশ
১০) আইসক্রিম
১১) পান মশলা
ধন্যবাদ
27/01/2023
আমরা প্রস্তুত
তোমাদের প্রতীক্ষায়।
26/01/2023
কাল শুক্রবার ২৭/০১/২০২৩ সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রীতিভোজ
চলছে তার আয়োজন আর খোঁজ।।
26/01/2023
।। সরস্বতী পূজা ২০২৩ ।।
প্রস্তুতি থেকে পূজাপর্ব.......
আগামী কাল ২৭/০১/২০২৩ শুক্রবার প্রীতিভোজ, বর্তমান শিক্ষাবর্ষে পাঠরত সকল ছাত্র ছাত্রীদের আমন্ত্রণ।
25/01/2023
বাগদেবীর আরাধনায়
সকলকে সাদর আমন্ত্রণ।।
14/01/2023
বিজ্ঞপ্তি
১) আগামী সোমবার ১৬/০১/২০২৩ বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাম-রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে।
২) আগামী ২০/০১/২০২৩ শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।