
নেতাজি সুভাষ চন্দ্র বসু (জন্ম: ২৩শে জানুয়ারী ১৮৯৭) ছিলেন অন্যতম বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন। এই উদ্দেশ্যে তিনি “আজাদ হিন্দ ফৌজ”(ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি) প্রতিষ্ঠা করেছিলেন যার মধ্যে একটি মহিলা বাহিনীও অন্তর্ভুক্ত ছিল। ১৯৪১ সালে ব্রিটিশ সরকার সুভাষকে গৃহবন্দী করে, অর্থাৎ তাঁকে তাঁর নিজের বাড়িতেই বন্দী করে রাখে।
১৯৪০ এর ১৬ জানুয়ারি দিনটি ভারতের ইতিহাসে লেখা থাকল চিরকালের জন্যই। রাত ১ টা ৩৫ মিনিটে শিশির বোসের গাড়িতে উঠলেন নেতাজী। নাহ, এ তো অন্য লোক। জোব্বা মতো সালোয়ার, লম্বা গলা বন্ধ কোট পরে নিশ্চয়ই উত্তর ভারতীয় কোনো পাঠান। নাম তাঁর মহম্মদ জিয়াউদ্দিন। পরিচয় পত্রে এই নামের নীচে বড়বড় করে লেখা – বিএ, এলএলবি ট্র্যাভেলিং ইনস্পেকটর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ অ্যাসুওরেন্স কোম্পানি লিমিটেড।
বাড়ির জার্মান গাড়িটি চালিয়ে সবার চোখে ধুলো দিয়ে কাকাকে নিয়ে বেরিয়ে গেলেন শিশির বোস। পরের কয়েকটা দিন বাড়ির ভাইপো ভাগ্নেরা এমন ভান করলেন, যাতে সবার মনে হয় শারীরিক ভাবে অসুস্থ সুভাষ। তাই ঘর থেকে বেরোবেন না তিনি, অতএব খাবার পাঠিয়ে দেওয়া হল ঘরে। দিন দশেক পর বাড়ির এক রাঁধুনি আবিষ্কার করেন সুভাষ আদৌ বাড়িতে নেই।