
খেজুরহাটির স্টেপিং স্কুলে পালিত হল স্বাধীনতা দিবস
খেজুরহাটির স্টেপিং স্কুলে পালিত হল স্বাধীনতা দিবস - Nutanbhor নিজস্ব প্রতিনিধি :স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ভারতবর্ষের জুড়ে উদযাপন কর্মসূচি নেওয়া হয়।
A Quality Pre-school to Learn
Operating as usual
খেজুরহাটির স্টেপিং স্কুলে পালিত হল স্বাধীনতা দিবস
খেজুরহাটির স্টেপিং স্কুলে পালিত হল স্বাধীনতা দিবস - Nutanbhor নিজস্ব প্রতিনিধি :স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ভারতবর্ষের জুড়ে উদযাপন কর্মসূচি নেওয়া হয়।
Stepping Stone School
Celebrating Fruit shop
Admission going on.... Both campus
1, Sukantanogar, Burdwan
2, Khajurhati, Burdwan
Admission going on....
After overcoming the Covid situation, the school started at Stepping Stone School from today.
Let us celebrate our 74th Independence Day. I salute the gallant men who sacrificed their lives for ours'. I also salute them who are still fighting for our nation.
Now promise, we save our democracy and freedom from the dictators.
Lets spread love to each others.
May this Independence Day bring happiness for all the citizens who believe in it.
Happy “Independence Day” to all.
🇮🇳🇮🇳✊✊💙💙
Thanks & regards
SS Group
www.ssgroupedu.com
Eid mubarak to all of my friends, brothers, sisters..We are going through a tough situation ,may this eid bring smile on everyone's face,stay safe,stay healthy.
Eid mubarak for all 😍
Happy Mother's Day 2020
যদি ও এই দিনটি পালন করার জন্যে এক বিশেষ দিনের দরকার হয় না, 365 দিনই মাতৃ দিবস পালন করা যেতেই পারে। আজ একদিনে নিজের মা এর সাথে পৃথিবীর প্রত্যেক মায়ের প্রতি রইলো আমার আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম।
Stepping Stone School
আলহামদুলিল্লাহ,
সফলতার সাথে 3 ম বর্ষে
Stepping Stone School
আল্লাহ আপনার ভালো করুন। ,করোনায় সতর্ক থাকুন। বাড়িতে থাকুন।
বর্তমান পরিস্থিতিতে আমরা Stepping Stone ONLINE CLASSES নামে অনলাইন চ্যানেলের মাধ্যমে ক্লাস Play Group to Class VI এর জন্য একটি সহযোগিতা মূলক ক্লাসের ব্যাবস্থা সূচনা করা হয়েছে। বাড়ীতে বসেই যাতে পড়াশুনা র সাথে যুক্ত থাকা যাই।
লিঙ্ক :
https://ssgroupedu.com/admission/stepping-stone-play-school/
অাপনার পরিচিত জনকে মেসেজ টি ফরওয়ার্ড করুন হয়তো তার পরিচিত জনের উপকার হতে পারে।
School Online এ ভর্তি চলিতেছে।
সীমিত আসন। সত্তর যোগাযোগ করুন।
Admission Officer - 9064579282
Campus - 1 @ 9564650005 / 9609525252
Campus - 2 @ 9564650006 / 9609525252
www.ssgroupedu.com
সুখী জীবনের জন্য কিছু টিপসঃ
-----------------------------------------------
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন৷
২. নির্জন কোন স্থানে একাকী অন্তত ১০
মিনিট কাটান ও নিজেকে নিয়ে ভাবুন৷
৩. ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে
থাকার চেষ্টা করুন। সারা দিনের করণীয় গুলো সম্পর্কে মনস্থির করুন।
৪. নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে
তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত
খাবার কম খাবেন।
৫. সবুজ চা এবং পর্যাপ্ত জল পান করুন।
৬. প্রতিদিন অন্তত ৩ জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন।
৭. গালগপ্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা
করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয়
করবেন না। ভাল কাজে সময় ও শক্তি ব্যয়
করুন।
৮. সকালের নাস্তা রাজার মত, দুপুরের খাবার প্রজার মত এবং রাতের খাবার খাবেন ভিক্ষুকের মত।
৯. জীবন সব সময় সমান যায় না, তবুও ভাল
কিছুর অপেক্ষা করতে শিখুন।
১০. অন্যকে ঘৃনা করে সময় নষ্ট করার জন্য
জীবন খুব ছোট, সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য।
১১. কঠিন করে কোন বিষয় ভাববেন না। সকল
বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন।
১২. সব তর্কে জিততে হবে এমন নয়, তবে
মতামত হিসাবে মেনে নিতে পারেন আবার
নাও মেনে নিতে পারেন।
১৩. আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন,
ভূলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমানকে
নষ্ট করবেন না।
১৪. অন্যের জীবনের সাথে নিজের জীবন
তুলনা করবেন না।
১৫. কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই। আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে।
১৬. প্রতি ৫ বছরমেয়াদী পরিকল্পনা করুন
এবং ওই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন।
১৭. গরীবকে সাহায্য করুন। দাতা হোন,
গ্রহীতা নয়।
১৮. অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বরং অাপনি
অাপনাকে কি ভাবছেন সেটা মুল্যায়ন করুন ও
সঠিক কাজটি করুন।
১৯. কষ্ট পুষে রাখবেন না। কারণ সময়ের
স্রোতে সব কষ্ট ভেসে যায় তাই কষ্টের
ব্যাপারে খোলামেলা অালাপ করুন ও ঘনিষ্টদের সাথে শেয়ার করুন।
২০. মনে রাখবেন সময় যতই ভাল বা খারাপ
হোক তা বদলাবেই।
২১. অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকুরী অন্য
কেউ দেখভাল করবে না। করবে বন্ধু কিংবা
নিকটাত্মীয়রা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন।
২২. ফেইসবুক অনেক সময় নষ্ট করে।
পোষ্টটি পড়তে পড়তেই অনেক খানি সময় নষ্ট
করেছেন। ফেইসবুকে আপনার সময় নির্দিষ্ট
করুন।কতক্ষণ সময় থাকবেন এখানে।
২৩. প্রতি রাত ঘুমানোর আগে আপনার জীবনের
জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন।
২৪. মনে রাখুন জীবনের কোন কোন ভুলের জন্য
আপনি ক্ষমা পেয়েছেন। সেসব ভুল আর যেন না
হয় তার জন্য সতর্ক থাকুন।
Franchise Opportunity Best Business Opportunity In Pre - Schooling. Low Investment - High Return, Most Attractive Term Among All Pre Schooling. Excellent Franchise Support You Are Working Women Who Wants To Be An Entrepreneur & Second Time With Your Family
Housewives Can Also Apply
Call Now 9609525252 / 9064579282
Note :- Business Development Manager Required From All District
Celebrating Many many happy birthday of Stepping Stone Group of institutions
Grand Carnival celebration 2020
আগামী 27 জানুয়ারি সকাল 10 টা হইতে।খেজুরহাটি জনকল্যাণ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির, ও স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, বিনা মূল্যে হইবে।সকল শুভানুধ্যায়ীদের আসার জন্য আহ্বান জানাই।এছাড়াও,26 বেলা বারোটায় খিচুড়ি ভোগ,সন্ধ্যা সাতটায় যাত্রা পালা,27তারিখ রাত্রি আটটায় বাউল গান,শিল্পী কাজল গাইন,28 তারিখ রাত্রি আটটায় চলচিত্র জগতের খলনায়ক, কৌশিক ব্যানার্জী ও খ্যাতনামা শিল্পী সরাজ সরকার, সব প্রোগ্রাম বিনা মূল্যে।সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
Today's Christmas celebration at Stepping Stone school
৪২ তম বর্ধমান বইমেলা
Welcome all guests & visit our stall no 70.
অভিযান গোষ্ঠী অায়োজিত ৪২ তম বর্ধমান বইমেলা
Welcome all guests & visit our stall.
Happy children day celebration
Happy deepawali 2019
Friday | 8am - 5pm |
Saturday | 8am - 12am |
Burdwan Govt. Model Madrasah ( English Medium) offers high quality co-education.
রামপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত - 1966 স্থান - রামপুর, গলসী-১ , পূর্ব বর্ধমান https://www.facebook.com/Rampur.F.P/
Burdwan Adarsha Vidyalaya High School is situated in Kesabganj Chatti, Burdwan. This school has been
C.B.S.E. affiliated Co-Educational Senior Secondary English Medium School
School based on west Bengal board for the age group starts from two and half year old children.
Anukhal High School Estd- 1863 WB Govt sponsored, co-education