শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাসী, স্মার্ট করে তোলার জন্য কলেজে আমার ক্ষুদ্র প্রয়াস...
আবদুল্লাহ্ আল মামুন উজ্জ্বল
Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de আবদুল্লাহ্ আল মামুন উজ্জ্বল, Formation, Harua, Kishoreganj, Democratic Republic of the.

আমার বাবা টার জন্য সকলের কাছে দোয়া চাই

মানবিক একাডেমী'র ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং আমার অতি প্রিয় স্নেহের অনুজ Shakibul Hasan বাংলাদেশ ব্যাংকের 'জুনিয়র অফিসার' ক্যাশ মেধা তালিকায় ৫ম হয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছে। যদিও বর্তমানে সে NRBC ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে ঢাকার মতিঝিলে কর্মরত আছে। HSC আমাদের হাত ধরে সে তৎকালীন গুরুদয়াল সরকারি কলেজ থেকে মানবিক শাখায় GPA-5 (Golden) পেয়ে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করে। সে তার জীবনের সুখ- দুঃখ সবকিছুতেই আমার সিদ্ধান্তকেই খুব গুরুত্ব দিয়েছে। তার প্রতিটি সফলতার পেছনে আমার শক্ত অবস্থান তাকে আরো অনেক দূর নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। সকলেই তার এবং তার পরিবারের একমাত্র বৃদ্ধ পিতামাতার জন্য দোয়া রাখবেন।

আলহামদুলিল্লাহ....অভিনন্দন মামা
সহকারী পুলিশ সুপার পদে পদায়িত হওয়ার জন্য। আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।

ইনশাআল্লাহ বেঁচে থাকলে অন্ধের দেশে আয়না বিক্রি করমু!

অনার্স ১ম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ

প্রিয় মানবিক একাডেমী অফিস... কিশোরগঞ্জ জেলায় মানবিক শাখার প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান। গতকাল অত্র অফিসের এক ছোট বোনের ক্যামেরাতে এই ছবিটা ধারন করলো এ প্রতিষ্ঠান এবং এই অফিস কক্ষের সঙ্গে আমার সম্পর্কটা প্রায় ২০১৩ সাল হতে এখানকার শিক্ষকবৃন্দ জেলায় সেরা এ প্রতিষ্ঠানে আমি বাংলা ক্লাস করিয়ে আসছি। সে সুভাতে আমার হাজারো শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা করে বের হয়েছে বর্তমানে অনেকেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার,পুলিশ সহ সরকারি -বেসরকারি বিভিন্ন দফতরে চাকুরি করছে। বর্তমানে প্রায় ১০০ এর উপর শিক্ষার্থী বি.সি.এস লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য অপেক্ষা করছে। বর্তমানে ১০০০ এর বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এদের সকলের সঙ্গেই ছিলো আমার ব্যাক্তিগত ভালো একটা সম্পর্ক যাদেরকে আমি স্নেহ এবং ভালোবাসি তারাও আমার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়ে আসছে তাদেরকে অতি স্নেহের সঙ্গে স্মরণ করছি এবং তাদের জন্য অনেক শুভ কামনা। বর্তমানেও এই প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার সুভাতে অসংখ্য প্রিয় অনুজদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কিশোরগঞ্জ জেলা সহ প্রায় ১৯ উপজেলার শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছে এই প্রতিষ্ঠান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমার জীবনের অনেক অর্জন এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও প্রাণপ্রিয় শিক্ষার্থী থেকে। আমি এ প্রতিষ্ঠানের সার্বিক কল্যান কামনা করছি।
# # #সরকার কতৃক ইফতার মাহফিল বন্ধের ঘোষণাকে আমি স্বগত জানাই

শিক্ষা সফর ২০২৪ (গজনী অবকাশ)
বাংলা বিভাগ
ওয়ালী নেওয়াজ খান কলেজ, কিশোরগঞ্জ
দুপুরের খাবার গ্রহণ

ডিনার পূর্ববর্তী আড্ডা...

ওয়ালী নেওয়াজ খান কলেজ কতৃক আয়োজিত শিক্ষকবৃন্দের কক্সবাজার-সেন্টমার্টিন ভ্রমণ 2024,
কক্সবাজারের উদ্দেশে রওনা।

আমাদের শৈশব!!! ... এমনভাবে সাইকেল চালানোর স্মৃতি চমকপ্রদ ছিলো আমার। একবার গুরুদয়াল সরকারি কলেজ রোড বর্তমান সোনালি ব্যাংকের সামনে এক মুরগির উপর দিয়ে সাইকেল চালিয়ে মুরগি মেরে এলাকাবাসীর দৌড়ানো খেয়েছিলাম। স্মৃতিতে থাকুক এসব এ্যালবাম।
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Emplacement
Type
Site Web
Adresse
Harua, Kishoreganj
Democratic Republic Of The
২৩০০