ভার্টেক্স - Vertex Shadow Education

ভার্টেক্স - Vertex Shadow Education

Share

গুনগত মান সমৃদ্ধ সৃজনধর্মী পাঠদানের ? Education is the process of facilitating learning, or the acquisition of knowledge, skills, values, beliefs, and habits.

Educational methods include storytelling, discussion, teaching, training, and directed research. Education frequently takes place under the guidance of educators, but learners may also educate themselves. Education can take place in formal or informal settings and any experience that has a formative effect on the way one thinks, feels, or acts may be considered educational. The methodology of teaching is called pedagogy.

09/04/2025

★নিয়োগ বিজ্ঞপ্তিঃ

কোচিং পরিচালনার কাজে আগ্রহী সৎ ও বিশ্বস্ত অফিস সহকারি আবশ্যক। (অভিজ্ঞদের অগ্রাধিকার)

★পদের সংখ্যাঃ মেয়ে ১ জন

# শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি।
# ওয়াক টু ইন্টারভিউঃ ১১/৪/২৫ থেকে ১৭/৪/২৫ পর্যন্ত সকাল ১০ টা - বিকাল ৫ টার মধ্যে।
# বেতন আলোচনা সাপেক্ষে।

★কর্মস্থল ও যোগাযোগঃ
ভার্টেক্স শ্যাডো এডুকেশন।
বাসা-২৬, রোড- ১১ সেক্টর - ৬, উত্তরা।
মোবাইলঃ ০১৯১১ ৫৯৪১৬৩, ০১৭৫৩ ৭৩৮৩১৩

06/04/2025

৭ এপ্রিল- সোমবার
গ্লো’বা’ল স্ট্রা’ই’ক ফর গাজা এর সাথে একাত্মতা প্রকাশ করে ভার্টেক্সের সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকিবে।

Photos from ভার্টেক্স - Vertex Shadow Education's post 19/02/2025

2025 সালের HSC পরীক্ষার সময়সূচি

02/01/2025

২০২৫ শিক্ষাবর্ষের সকল শ্রেণীর পাঠ্যবইয়ের পিডিএফ লিংক কমেন্টে

04/12/2024

★জুনিয়র ট্যালেন্ট বৃত্তি পরীক্ষা। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি!!
#৪র্থ থেকে ৯ম শ্রেণী।
#পরীক্ষা 27 ডিসেম্বর ২০২৪। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২৪।
#প্রাতিষ্ঠানিক শিক্ষাবৃত্তি ১০ লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়াও রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট ও ফ্রি স্টাডি ট্যুর।
★অফিস থেকে ফরম সংগ্রহ করে জমা দেয়া যাবে।
#যোগাযোগ
Branch: বাসা-২৬, রোড-১১, সেক্টর-৬, উত্তরা। মোবাইল- 01977182156, 01911594163
Branch: এফ-২৫৭, জোড় পুকুরপাড়, উত্তর ছায়াবিথী, জয়দেবপুর। মোবাইল- 01841594163

12/11/2024

মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০০ মার্কের এক্সাম কার্যকর হলে যে ব্যাচ সবচেয়ে বেশি প্যারা খাবে সেটা হলো এইসএসসি ২৫ ব্যাচ।

২৩ ব্যাচের সেকেন্ড টাইমারদের জন্য সুখবর সেকেন্ড টাইমারদের কাটা যাবে ৩ মার্ক মাত্র। তবে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না।। কারণ অনেকেই মাত্র সিরিয়াস হবে যেটা দিয়ে তারা বেশিদূর যেতে পারবে না। কারণ সময় এখন মাত্র ২ মাস আছে। যারা বেশি পরিমান খাটাখাটুনি করতেছে দিন শেষে তারাই বিজয়ী হবে।

ফলে গতবছরের চেয়ে এবার হয়তো ৩০০/৪০০ বেশি পাবে ২৩ ব্যাচ থেকে। সেই ৩০০/৪০০ চান্স কমবে ২৪ ব্যাচ থেকে।

এই ২৪ ব্যাচ আবার সেকেন্ড টাইমার হিসেবে ২৫ ব্যাচের সাথে কম্পিট করবে। অটোপাশ হওয়াতে জিপিএ পয়েন্টে এগিয়ে থাকবে ২৪ ব্যাচ। কারণ এবার এ প্লাস বেশি পেয়েছে তারা।

সব বিষয়ে এইসএসসি'২৫ হলে জিপিএ ফাইভ ও কমবে ২৫ ব্যাচের।

তাই বলায় যায় ২৫ ব্যাচের উপর চাপ সবদিক থেকে বাড়বে। তবে ২৫ ব্যাচের ভয় পাওয়ার কিছু নেই এখন থেকেই তোমাদের কে সিরিয়াস হতে হবে। আগে এডমিশন টাইম টাই খাটাখাটুনি করতা এখন এইচএসসি ১ম বর্ষ থেকেই শুরু করতে হবে।।

সবার জন্য শুভকামনা ❤️

05/10/2024

বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য অনুপযোগী ও ক্ষতিকারক। এমন এক শিক্ষা ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশে বহাল থাকে তবে আমাদের সন্তানদের জন্য তা হুমকিস্বরূপ। এমতাবস্থায় সকল শিক্ষার্থী ও অভিভাবকের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা নিজ নিজ জায়গা থেকে স্বৈরাচারী সরকার কর্তৃক প্রণীত বিগত শিক্ষার্থী ধ্বংসকারী জাতীয় শিক্ষাক্রম ও রুপরেখা-২০২১ বাতিলের দাবির পাশাপাশি নিম্নোক্ত বিষয়গুলোর প্রতিও জোর দাবি জানাচ্ছি -

১. অবিলম্বে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি এই বইগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বার্ষিক পরীক্ষায় এই বইগুলো থেকে কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না।

২. স্কুলের শিক্ষক কোন ভাবেই তার নিজ স্কুলের শিক্ষার্থীদেরকে পড়াতে পারবেন না। নিজের কাছে পড়তে জোর করতে পারবেন না। তাদেরকে কোন ধরনের মানসিক চাপ প্রদান করা যাবে না। শিক্ষকদের এই প্রহসন মূলক আচরণ এবং তাদের ক্ষমতা প্রদর্শন অবিলম্বে আইন করে বন্ধ করতে হবে। একই সাথে শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও বাস্তবায়ন করতে হবে।

৩. মূল্যায়ন পদ্ধতি স্বচ্ছ হতে হবে। স্বচ্ছতা ধরে রাখার জন্য প্রতিটি স্কুল তার পার্শ্ববর্তী স্কুলের খাতার মূল্যায়ন করবে; যেখানে শিক্ষার্থীর কোন নাম থাকবে না। প্রতিটি শিক্ষার্থীর একটি ইউনিক কোড থাকবে যা ওই শিক্ষার্থীর পরিচয় বহন করবে। এ কোডটির মাধ্যমেই সে তার ফলাফল জানতে পারবে। এতে করে শিক্ষার্থীর খাতা মূল্যায়নের কোন ধরনের পক্ষপাতিত্বের ঘটনা ঘটবে না।

৪. অনতিবিলম্বে একটি পাঠ্য বই পরিমার্জন কমিটি গঠন করতে হবে। পাঠ্যবই পরিমার্জন কমিটির সদস্য কারা হবেন বা কারা হচ্ছেন সকলকে জানাতে হবে। কমিটিতে যারাই আসছেন তাদের পদবী এবং যোগ্যতা সংযুক্ত করে তাদের নাম প্রকাশ করতে হবে।

৫. প্রতিটি স্কুলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা বোর্ড বা NCTB এর সমন্বয়ে একটা করে আদর্শ ও কার্যকরী কমিটি গঠন করা যার মেয়াদ হবে সর্বোচ্চ ২ বছর এবং একই ব্যক্তি একের অধিক বার কমিটিতে থাকতে পারবে না এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রতিটি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হবে। স্কুল ভিত্তিক কমিটিতে স্কুলের শিক্ষার্থী সংখ্যার উপর ভিত্তি করে কমিটি সংখ্যা নির্ধারণ করবে যথাযথ কর্তৃপক্ষ।

৬. জেলা শিক্ষা অফিসারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জেলা শিক্ষা অফিসারের কার্যক্রম স্বয়ং এনসিটিবি পর্যবেক্ষণ করবে।

৭. এসাইনমেন্ট, দলগত কাজ, বন্ধুখাতা তৈরি, প্রজেক্ট এর নামে শিক্ষার্থীদের যে হয়রানি করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস শিক্ষার্থী উপযোগী হতে হবে। না পড়িয়ে অতিরিক্ত পড়া চাপিয়ে দেওয়া যাবে না। বার্ষিক পরীক্ষা পূর্ণ ১০০ নাম্বারের পরীক্ষায় হবে, শিক্ষকদের হাতে কোন নাম্বার রাখা যাবে না। এজন্য ধারাবাহিক মূল্যায়ন ও শিখনকালীন মূল্যায়ন বন্ধ করতে হবে। কারণ, শিক্ষকদের হাতে নাম্বার থাকলে তারা বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের মানসিক নির্যাতনের পাশাপাশি ভয় ভীতি প্রদর্শন করে যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাধা।

৮. আগামী বছর থেকে ৯ম শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এই তিন বিভাগ পুনরায় বহাল রাখতে হবে। কোনো অবস্থাতেই বর্তমান ভঙ্গুর শিক্ষাক্রম আগামী বছর আসতে দেয়া যাবে না। একই সাথে বাংলা ও ইংরেজি গ্রামারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে বাধ্যতামূলকভাবে ৫ম ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু করতে হবে এবং পূর্বের তুলনায় বেশি সংখ্যক বৃত্তি প্রদান করতে হবে। প্রয়োজনে সীমিত পরিসরে ফি নেওয়া যাবে। তবে সেটা কোন ভাবেই ২০০ এর বেশি হওয়া যাবে না।

৯. শিক্ষার্থীদের মূল্যায়ন হবে নম্বর ও সিজিপিএ ভিত্তিক। বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে ফলাফল সিজিপিএ -৪ আকারে প্রকাশ করতে হবে। পরীক্ষায় পাশ মার্ক হবে ৪০ এ। এতে করে শিক্ষার্থীরা গুরুত্বপুর্ন বিষয়গুলো গুরুত্ব সহকারে শিখবে।

১০. কোনো অবস্থাতেই শিক্ষার্থীদেরকে অটোপাশ দেয়া যাবে না। কারণ, অটোপাশ শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার অন্তরায়।

১১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাউশি, NCTB মিলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একই ধরণের সিলেবাস, একই সময়ে এবং একই রুটিনে সবার পরীক্ষার ব্যবস্থা করা। এতে সমগ্র দেশের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য থাকবে না।

আমাদের সন্তানের ভবিষ্যৎ আমাদেরই গড়তে হবে। তাই আসুন সকলে মিলে শিক্ষা নিয়ে যারা ব্যবসা করে, শিক্ষাঙ্গনকে যারা কলুষিত করে, শিক্ষাব্যবস্থাকে যারা ধ্বংস করে তাদের বিরুদ্ধে সোচ্চার হই।

💖


#বাংলাদেশ শিক্ষা সংস্কার
#সচেতন অভিভাবক সমাজ
#সচেতন শিক্ষক সমাজ
#সচেতন নাগরিক সমাজ
#বৈষম্য বিরোধী শিক্ষা আন্দোলন

Photos from Cornea - কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং উত্তরা's post 25/09/2024
14/09/2024

💥আগামী ১৬ সেপ্টেম্বর '২৪ শনিবার ফ্রি ক্লাস! #উত্তরা শাখায় সাধারণ জ্ঞান বেসিক ক্লাস। ক্লাস টি সবার জন্য উন্মুক্ত।
সময়ঃ সকাল ৯:০০-১১:০০টা।

📒🚧 নার্সিং -এ চান্স কঠিন নয়,
প্রস্তুতি যদি গোছানো হয়।🙂
🚧 ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪০০০ /- ছাড়ে ভর্তি চলছে অফলাইন ব্যাচে ।
🙂🚧 ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩০০০ /- ছাড়ে ভর্তি চলছে অনলাইন ব্যাচে ।

🙂🚧 ২০২৩-২৪ সেশনে নার্সিং ভর্তি পরীক্ষায় কর্নিয়া কোচিং থেকে ১ম, ২য়,৩য়,ও ৪র্থ সহ, প্রথম ৫০ জনে ৪২ জন, জাতীয় মেধায় ২৭৬১ জনের সাফল্য।
🙂🚧 অনেক ছাত্র-ছাত্রী গত সেশনে অন্য কোচিং এ ভর্তি হয়ে তাদের নিম্নমানের ক্লাস এবং পরীক্ষার কারণে চান্স না পেয়ে এখন সেকেন্ড টাইম ও থার্ড টাইম হিসেবে কর্নিয়া কোচিং এর উপর আস্থা রেখে নিয়মিত ভর্তি হচ্ছে।
তাই ভর্তির পূর্বে কর্নিয়া’র অফিস ভিজিট করে তারপর ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিন।
সেবা এবং স্ট্যান্ডার্ড কোর্স ম্যাটেরিয়ালস, সাথে তোমার কঠোর পরিশ্রম- এই সব কিছু মিলেই হবে সফলতা।

⏹️⏹️ অনলাইন কোর্স ফি:
⏹️ প্যাকেজ -০১:
অনলাইন ব্যাচের ২৯৯৯ টাকা ডিসকাউন্ট
➡️ ভর্তির সঙ্গে থাকছে এক সেট বই (মোট ৭টি) এবং সকল লেকচার শীটের প্রিন্টকপি ( অনলাইনের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে )।
⏹️ প্যাকেজ -০২
🛄 বিএসসি ইন নার্সি ভর্তি ফি ৩,৫০০ টাকা।
🛄 ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি ফি ৩,৫০০ টাকা।
(৩ টা বই এবং লেকচার শিটের প্রিন্টেড কপি কুরিয়ারে মাধ্যমে পাঠানো হবে)

🚟💧কেন কর্নিয়া'য় ভর্তি হবেন?
১। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী (DMC, DNC, DU) দ্বারা পাঠদান।
২। দক্ষ ব্যবস্থাপনা টিম, যাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নিশ্চিত করা হয় শিক্ষার্থীদের ব্যক্তিগত পর্যায়ের মনিটরিং।
৩। বিষয়ভিত্তিক পর্যাপ্ত ও সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং পরীক্ষা যা যে কোনো কোচিং এর তুলনায় দ্বিগুন।
৪। পর্যাপ্ত সংখ্যক সলভ্ ক্লাস।
৫। প্রতিটি লেকচারে প্রতিটি টপিক কার্যকরভাবে পুঙ্ক্ষানুপুঙ্ক্ষভাবে পড়ানো হয়।

💧🌊 কোর্স স্ট্রাকচার:
১। নিয়মিত লেকচার ক্লাস ও ক্লাস টেস্ট।
২। পর্যাপ্ত সংখ্যক টিউটোরিয়াল টেস্ট।
৩। নিয়মিত রিভিশন ও মেমোরাইজিং টেস্ট।
৪। পেপার ফাইনাল।
৫। প্রয়োজনীয় সংখ্যক সাবজেক্ট ফাইনাল।
৬। সর্বোচ্চ সংখ্যক চূড়ান্ত মডেল টেস্ট।

🚄🚄 ভর্তির সময় থাকছে:
১। গাইড বই, প্রশ্নব্যাংক ছাড়াও থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা বই এবং লেকচার শিটের প্রিন্টেড কপি।
২। টি-শার্ট, কলম, চাবির রিং, ডায়েরি এবং নোটবুক।

প্রয়োজনে: 01911-983058 (whatsapp )
01911-983058 (বিকাশ পেমেন্ট)
01911-983058 (নগদ পার্সোনাল নাম্বার)

🎆🎆“কর্নিয়া মেডিকেল এন্ড নার্সিং ভর্তি কোচিং
⏹️হেড অফিস (ফার্মগেট): আর এইচ হোম সেন্টার (৩য় তলা), সুইট নং-২৪৫, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা।

🚃 উত্তরা শাখাঃ
বাসা-২৬, রোড-১১, সেক্টর-৬, উত্তরা(রাজউক কলেজের পাশে)
মোবাঃ 01708-589907, 01911-594163








#নুরসেলিফে

Want your school to be the top-listed School/college in Uttarati?

Click here to claim your Sponsored Listing.

Our Story

Education is the process of facilitating learning, or the acquisition of knowledge, skills, values, beliefs, and habits. Educational methods include storytelling, discussion, teaching, training, and directed research. Education frequently takes place under the guidance of educators, but learners may also educate themselves. Education can take place in formal or informal settings and any experience that has a formative effect on the way one thinks, feels, or acts may be considered educational. The methodology of teaching is called pedagogy.

Location

Category

Telephone

Address


House-26, Road-11, Sector/06
Uttarati
1230