
Eversity - Entrepreneur University
Nearby schools & colleges
Dhaka 1711
Uttara, Dhaka
Nasitabad Chittagong, Chittagong
Dhaka 1230
Dhanmondi, Dhaka
Lalmatia, Dhaka
Main Campus , House #05, Road, Dhaka
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eversity - Entrepreneur University, Education Website, House-22, Road-8, Sector-9, Uttara, Uttarati.
Our aim is to make all kinds of world-class training available to create successful entrepreneurs and to provide all kinds of cooperation until the entrepreneurs are successful.
Operating as usual


আমাদের স্টল।
LEADERSHIP SKILL BY DON SUMDANY
Leadership is like being the captain of a team. It helps everyone know where to go, keeps them excited to reach the goal, and makes sure everyone works together. Good leaders make things happen and help everyone do their best.
২০২৩ আমাদের সামনে চ্যালেঞ্জ দিয়েছে, শিখিয়েছে অনেক কিছু। আর এখন সময় ২০২৪ এ নিজেকে পরখ করার। আর আপনার এই নতুন সূচনা, নতুন যাত্রাকে সফল করতে Eversity হাজির হয়েছে নতুনভাবে, নতুন কিছু নিয়ে।
২০২৪ হোক আপনার লিমিটেশনস ব্রেক করার বছর!
সাহসী পদক্ষেপ নেওয়ার বছর! নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরী করার বছর! আর আপনার এই যাত্রাপথ শক্তিশালী হোক Eversity এর সাথেই
"Happy New Year!!!!"

"Wishing you a year filled with new hopes, new joys, and new beginnings."
নতুন কিছু করবেন করবেন করে আর করা হয়ে উঠে না,
মজার ব্যাপার হচ্ছে,
এতো না ভেবে শুরু করে দিয়ে দেখুন,
ভালো কিছু একটা হয়েই যাবে।

স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত এই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।

Eversity - Entrepreneur University would like to extend our warmest congratulations and best wishes for the success of all the stall that have participated in this fest. We are truly inspired by your vision to learn, network, and grow.
We are also excited to work together to create even more opportunities for entrepreneurs in the future. Together, we will work to provide mentorship, training, and resources to help young entrepreneurs start and grow their businesses.
Wish you all the best again. Eversity is always there for the entrepreneurs. Lets grow together, grow bigger.
TeamEversity
.0

Introducing EFk23's Promotional Sponsor
Join us in extending a warm welcome to our Promotional Sponsor, Eversity (Entrepreneur Versity).
Together, we're set to amplify the entrepreneurial spirit, spread innovation, and inspire greatness like never before. Get ready for an unforgettable journey of growth and empowerment!
Stay tuned as Eversity takes us on a promotional adventure that will ignite your entrepreneurial passions! 🚀
বাবা মানেই নির্ভরতা, বটবৃক্ষের ছায়া..
বাবার তুলনা শুধু বাবাই।
বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি রইল শ্রদ্ধাবনত শুভেচ্ছা....

Eversity has decided to sponsor an upcoming event called "Battle of Words, Debate Fest 2023" organized by the PSTU Career Club!

সীমিত সময়ের জন্য এই অফার!!
কিভাবে শুরু করবেন সফল এক্সপোর্ট বিজনেস?
আমরা সবাই জানি যে, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত অধিক হারে বৈদেশিক মুদ্রা অর্জন। আর সে অর্জনের প্রধানতম উপায় হলো রপ্তানি-বাণিজ্য। আর আপনি কি জানেন, বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানির কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানে বিশ্বায়নের যুগে ব্যবসা-বাণিজ্য আর একটি নির্দিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ নেই। অভ্যন্তরীণ গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য বেচাকেনায় শুরু হয়েছে প্রতিযোগিতা। বাংলাদেশে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প রয়েছে, যেগুলো নানা ধরনের পণ্য আমদানি-রপ্তানি করে থাকে।
বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য যেমন−হস্তশিল্প, চামড়াজাত দ্রব্য, পোশাকশিল্প, ওষুধশিল্প পোলট্রি খাদ্যসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি এই রপ্তানীকৃত পণ্যের মধ্যে পাটজাত পণ্যের কদর বেড়েছে। তাই আপনি যদি এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান, তবে আজকের ভিডিও আপনার জন্যই। এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙখ ভাবে আলোচনা করবো, কিভাবে আপনি বাংলাদেশে একটা সফল এক্সপোর্ট বিজনেস দাড় করাতে পারেন।
পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাবে এবারের ঈদ হয়ে উঠুক আরো প্রাণোচ্ছল ও উপভোগ্য,
আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
★ঈদ মোবারক★

“যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে। আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার পদযুগল স্থির রাখেন। অর্থাৎ যেন আল্লাহ তোমার এ মর্যাদা ধরে রাখেন। অভ্যাসকে জয় করাই পরম বিজয়।”
—- হযরত আলী (রঃ)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
"যারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলেছে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি হঠাৎ তাদের কাছে যখন কেয়ামত উপস্থিত হবে তখন তারা বলবে, হায়! এটাকে আমরা যে অবহেলা করেছি তার জন্য আক্ষেপ। তারা তাদের পিঠে নিজেদের পাপ বহন করবে; দেখুন, তারা যা বহন করবে তা খুবই নিকৃষ্ট।"
~(সুরা আল-আনআম: আয়াত ৩১)

সব ইবাদত আল্লাহর জন্য। রোজার বহুবিধ বিশেষত্বের কারণে শুধু একেই মহান রাব্বুল আলামিন নিজের জন্য বিশেষ করে নিয়েছেন এবং বলেছেন,
"রোজা তো আমারই জন্য।তাই রোজার প্রতিদান তিনি নিজেই দান করবেন। বে-হিসাব দান করবেন বলে তিনি রোজাদারকে সুসংবাদ দান করেছেন।"
~(লাতায়িফ : ১৬৮-১৭০)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি নেকি (সওয়াব) ১০ গুণ থেকে (ক্ষেত্র বিশেষে) ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়।
আল্লাহ তাআলা বলেন, ‘কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন। কারণ, রোজা আমার জন্য। সুতরাং এর প্রতিদান আমি নিজেই প্রদান করব।’
~(বুখারি ১৮৯৪, মুসলিম ১১৫১/১৬৪)

আল্লাহ বলেন-
‘আত্মীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।'
(সুরা বনি ইসরাঈল : আয়াত ২৬-২৭)

'যে কেউ সৎপথে চলে, তারা নিজের মঙ্গলের জন্যেই সৎ পথে চলে। আর যে পথভ্রষ্ট হয়, তারা নিজের অমঙ্গলের জন্যেই পথ ভ্রষ্ট হয়। কেউ অপরের বোঝা বহন করবে না। কোনো রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি দান করি না।'
~(সুরা বনি ইসরাঈল : আয়াত ১৫)

আল্লাহর ফরজ বিধান হলো রোজা পালন করা। ইসলাম কখনো মানুষের শক্তি, সামর্থ্য ও সাধ্যের বাইরে কোনো বিধান চাপিয়ে দেওয়া হয়নি।
আল্লাহ তাআলা বলেন,
"আল্লাহ কারও ওপর এমন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না, যা তার সাধ্যাতীত।"
~(সুরা বাকারা : ২৮৬)।

এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘জিবরাইল আলাইহি ওয়া সালাম আমার কাছে এসে বললেন,
"হে আল্লাহর রাসুল! আপনাকে কি এই সংবাদ খুশি করে না যে, আপনার উম্মতের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি আপনার ওপর একবার দরুদ পাঠ করে তবে আমি তার জন্য দশবার মাগফেরাত চাইবো। আর কেউ যদি আপনাকে একবার সালাম পাঠায় আমি তার প্রতি দশবার সালাম পাঠাব।"
~(নাসাঈ ১২৯৮)।

"হে মুমিনগণ! তোমাদের জন্য (রমজানের) রোজা ফরজ করা হয়েছে। অনুরূপ তোমাদের আগের লোকদের ওপরও ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।"
~(সুরা বাকারা: আয়াত ১৮৩)।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন,
"হে আমার বান্দাগণ! তোমরা রাতদিন অপরাধ করে থাকো। আর আমিই সব অপরাধ ক্ষমা করি। সুতরাং তোমরা আমার কাছে মাগফেরাত প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব।"
~(মুসলিম ৬৪৬)।

There are many low-budget business ideas that can be profitable in Bangladesh. Here are a few ideas-
✅online shop: Start an online shop selling products that are in demand, such as clothing, electronics, and household items. You can start with a small budget by using social media platforms like Facebook, Instagram, or Daraz to sell your products.
✅Food Delivery: You can start a food delivery business with a small investment by partnering with local restaurants and delivering their food to customers. This business can be started with a bike or a scooter.
✅Cleaning Service: You can start a cleaning service that provides services to homes and offices. You can start with a small team and gradually expand as your business grows.
✅Tutoring Service: You can start a tutoring service where you provide private lessons to students in different subjects. This can be done online or in-person.
✅Event Planning: You can start an event planning business where you plan and organize events such as weddings, birthdays, and corporate events. You can start with a small budget by focusing on one type of event and gradually expanding your services.
✅Mobile Repair: You can start a mobile repair business where you repair mobile phones and other electronics. You can start with a small shop and gradually expand as your business grows.
✅Homemade Products: You can start a business selling homemade products such as jams, pickles, and cakes. You can start by selling to friends and family and gradually expand your customer base through word-of-mouth marketing.
Remember, success in business depends on a combination of factors, including hard work, determination, and innovation. Good luck with your new venture!
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
House-22, Road-8, Sector-9, Uttara
Uttarati
1230
Sector #12, Khalpar, Sohel Market, Turag, Dhaka
Uttarati, 1230
Ideal life School & College is one of the most famous educational institute at Uttara in Dhaka. Our Journey was start 2017 .The Institute was founded by "Sirajul Islam" Sir. Location :Sector#12, Khalpar ,Sohel Market,Turag,Dhaka-1230.
Road 1 & 27, Sector 7
Uttarati, 1230
UHSC Online Class is a page managed by Some UHSC Teachers and Admins. Only Teachers May publish thei
Plot: 6, Ave: 6, Sector: 17/H/1
Uttarati, 1230
This is the Official page of Interior Architecture Department, Shanto-Mariam University of Creative Technology(IA-SMUCT) Be Unique, Be Special, Be an Interior Architect. www.smuct.edu.bd
Road: 2 & 5
Uttarati, 1230
A well known women education is at Uttara. An institution that commits to provide quality education.
House# 07, Road# 11, Sector# 06, Uttara, Dhaka
Uttarati, 1230
Physics, Chemistry, Biology, Math and ICT learning (Class 9-12) Medical & Engineering Admission
58 South Mollartek (Besides Sowan Garments), Ashkona, Dakhshin Khan, Uttara, Dhaka
Uttarati, 1230
Medha Bkash Academic School & Addmission care is an educational place. It's an institution having Pl