Biopark - জীববিজ্ঞান আড্ডা
Nearby schools & colleges
গাজীপুর।, Tongibari
Surtorongo Road. Cherag Ali
Sultana Razia Road, Gazipur
Sur Taranga Road, Dhaka
Gazipur City Corporation
Tongi, Gazipur
College Road
Mahbub Enterprise Tongi, Gazipur
Nayem, Gazipura
All about biology its all about basic & magic biology
Operating as usual

রাত পোহালেই পরীক্ষা 🧐

HSC 2022 & 2023 বোটানি রিভিশন সেশনঃ অধ্যায়-১ (কোষ ও এর গঠনঃ লেকচার-২)
সবার জন্য ফ্রি ক্লাস হয়েছিল ২ ৭ মে ২০২২ (শুক্রবার) বিকাল ৩-৫ টা পর্যন্ত।
ক্লাস কেমন ছিল?
যারা ক্লাস করেছেন; তারা কমেন্টে জানাবেন।
কমেন্টে এটাও অনুগ্রহ পূর্বক জানাবেন কি কি সংযোজন ও বিয়োজন করা যেতে পারে (সামগ্রিক মান উন্নয়নে) |
HSC জুওলজি রিভিশন সেশনঃ অধ্যায়-২ (হাইড্রা) ক্লাস হবে আগামী শুক্রবার ৩ জুন ২০২২ বিকাল ৩ টা - ৫ টা।
সাথে থাকবে পরীক্ষা এবং সারপ্রাইজ গিফট।
পরীক্ষার সিলেবাসঃ। DNA ; RNA; Replication ; Central Dogma of Biology;
সুতরাং সবার সাথে দেখা হচ্ছে আগামী শুক্রবার দি স্কলার্স কলেজ ভবনের ৩০৭ নাম্বার কক্ষের জীববিজ্ঞান আড্ডায়।
বন্ধুদের মেনশন দিয়ে জানিয়ে দিতে পারেন।


ফ্রি অফলাইন ক্লাস ফর জুওলজি জিনিয়াস
Q: ক্লাস কারা করতে পারবে?
A: HSC 2022 & HSC 2023 ব্যাচের যে কোন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
Q: ক্লাস কে নিবেন?
A: ফয়সাল হোসাইন
সিনিয়র বায়োলজি টিচার
টেন মিনিট স্কুল
MBBS (session: 2017-2018)
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, টঙ্গী
Q: ক্লাসে আসলে অতিরিক্ত কি পাওয়া যাবে?
A: এই অধ্যায়ের সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নব্যাংক (HSC & Alim)
মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক
Q: ক্লাস কখন হবে?
A: ১১ মে ২০২২ (বুধবার)
১ম শিফটঃ বিকাল ৩ টা ১৫ – ৫ টা
২য় শিফটঃ ৫ টা ১৫ – ৭ টা
Q: ক্লাস কোথায় হবে?
A: বায়োপার্ক এর টঙ্গী শাখায়
অভিযান ৭/২, বারো তলা বিল্ডিং (পুরাতন স্কলার্স কলেজ ভবন) এর নীচতলায়, সফিউদ্দিন রোড ও মোক্তারবাড়ী রোড সংযোগ সড়ক, টঙ্গী কলেজ গেট,টঙ্গী
সুতরাং BioPark এর পেইজে মেসেজ দিয়ে ক্লাসে আপনার আসন নিশ্চিত করুন।
মেসেজ ফরম্যাটঃ
নামঃ ফয়সাল হোসাইন
কলেজঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল & কলেজ,ময়মনসিংহ
ব্যাচঃ HSC 2016
মোবাইল নম্বরঃ ০১৪০৬০৩৭৯৫৩
সুতরাং বন্ধুদের মেনশন দিয়ে জানিয়ে দিন,
সবার সাথে
দেখা হবে বায়োপার্ক – জীববিজ্ঞান আড্ডা’য়

পৃথিবীর প্রথম ভ্যাকসিন
আঠারো শতাব্দীর ইংল্যান্ড। বিশ্বের প্রতিটি প্রান্তে তখন ব্রিটিশ সাম্রাজ্যের জয় জয়কার। জ্ঞান-বিজ্ঞানের চর্চাটাও তখন অক্সফোর্ড-ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কুক্ষিগত। এধরনের একটি প্রতাপশালী অবস্থায় ব্রিটিশদের মনে যে বস্তুটি ভীষণ ভয়ের সঞ্চার ঘটাত তা হলো 'গুটিবসন্ত' (Small Pox). এই রোগে আক্রান্ত হলে মৃত্যু প্রায় অবধারিত। গুটিবসন্ত রোগীর সমগ্র শরীরজুড়ে ছোট ছোট গুটিগুটি দানা সৃষ্টি হয়। সেই দানার ভেতরে তৈরি হয় গন্ধযুক্ত পুঁজ। সেই পুঁজের সামান্য আঁচড় লাগতেই একজন সুস্থ ব্যক্তিও আক্রান্ত হয়ে পড়ে গুটিবসন্তে। তাই, স্বভাবতভাবেই আক্রান্ত রোগীদের সামাজিকভাবে আলাদা করে দেয়া হতো। সেসময় ইংল্যান্ডের বড় শহরগুলোতে মোট জনসংখ্যার প্রায় ২০% মানুষই গুটিবসন্তের কারণে মৃত্যুবরণ করত। তাই, ব্রিটিশ সাম্রাজ্যের তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গুটিবসন্তের প্রতিকার আবিষ্কার।
তৎকালীন মেডিক্যাল ব্যবস্থায় ভ্যারিওলেশন নামক একধরনের থেরাপির প্রচলন ছিল। গুটিবসন্ত আক্রান্ত ব্যক্তির শরীর থেকে শুকিয়ে যাওয়া মৃত চামড়া একজন সুস্থ ব্যক্তির গায়ে সামান্য পরিমাণে ঘষে দেয়া হতো। এতে সুস্থ ব্যক্তি অল্পমাত্রায় গুটিবসন্তে আক্রান্ত হতো যা তার শরীর সহজেই কাটিয়ে উঠতে পারত। কিন্তু সমস্যা হলো, ভ্যারিওলেশনের সময় জলজ্যান্ত গুটিবসন্তের জীবাণুটাই শরীরে ঢুকিয়ে দেয়া হচ্ছে। অধিকাংশ ভ্যারিওলেশন গ্রহীতাই বেশ বড়সড় গুটিবসন্তে আক্রান্ত হয়ে পড়ে। যার ফলে সেসময়ে কেউ গুটিবসন্তের জন্য এই ভ্যারিওলেশন পদ্ধতির শরণাপন্ন হতে চাইত না।
সেসময় ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে বাস করতেন এডওয়ার্ড জেনার নামক এক ব্রিটিশ চিকিৎসক। তিনি লক্ষ করে দেখলেন, Cow Pox বলে এক ধরনের বসন্ত রয়েছে, যা গবাদিপশুর দেহে গুটিবসন্তের মতো রোগ সৃষ্টি করতে পারে। সেই কাউপক্স গরুর শরীর থেকে মানুষের শরীরে চলে এলে খুবই সামান্য একধরনের বসন্ত তৈরি করে, যা একেবারেই জীবনঘাতী নয়। এমনকি সেসময়ে দুধওয়ালাদের অধিকাংশই ছিল কাউপক্সে আক্রান্ত। ড. জেনার একটু পর্যবেক্ষণ করে দেখলেন,যে সকল দুধওয়ালার ইতূিমধ্যে কাউপক্স হয়েছে তাদের গুটিবসন্তের মতো মরণঘাতী রোগগুলো আর হয় না। কিন্তু, এর পেছনে কী কারণ থাকতে পারে? আধুনিক কালের রোগতত্ত্ববিদ্যার প্রসারে আমরা জানি, আমাদের শরীরে শ্বেত B-cell নামক একধরনের কোষ থাকে, যারা একবার কোনো রোগে আক্রান্ত হবার পর সেই জীবাণুর চেহারাটা চিনে রাখে। এ ধরনের B-cell কে বলা হয় Memory B-cell কারণ তারা জীবাণুর মেমোরি তৈরি করে রাখে। তাই, একবার রোগ আক্রান্ত হওয়ার পর ভবিষ্যতে সেই একই চেহারার জীবাণু দেহে প্রবেশ করা মাত্রই আমাদের শরীরের B-cell গুলো পুলিশ হিসেবে NK (Natural Killer) cell এবং খাদক কোষগুলোকে ডেকে নিয়ে এসে ক্ষতিকর জীবাণুকে ফধ্বংস করে ফেলে। এখানে মজার ব্যাপার হলো, Memory B-cell এর স্মৃতিটা একেবারে ১০০% সঠিক নয়। অর্থাৎ কাছাকাছি চেহারার জীবাণু দেহে প্রবেশ করলেও সেই শ্বেতকোষগুলো তাদের মেরে ফেলার জন্য কাজ করতে পারে এবং এই বৈশিষ্ট্যের কারণেই আমাদের গল্পের নায়ক এডওয়ার্ড জেনার সাহেব তার জগৎ বদলে দেয়া বৈজ্ঞানিক পরীক্ষায় সফল হন।
জেনার ধারণা করেন, কাউপক্স এবং গুটিবসন্তের জীবাণুগুলো হয়তো কাছাকাছি গোত্রের। গুটিবসন্ত মানুষের জন্য মরণঘাতী; অন্যদিকে কাউপক্স অতি সামান্য জ্বরসৃষ্টিকারী। কাউকে যদি কাউপক্সে আক্রান্ত করে গুটিবসন্তের ছোবল থেকে বাঁচানো যায় তাহলেই তো বাজিমাত! কিন্তু, জেনারকে এখন সেই ধারণা প্রমাণ করে দেখাতে হবে। কারণ, বিজ্ঞান কেবল প্রমাণে বিশ্বাসী।
সারা নামের এক দুধওয়ালি জেনারের বাসায় দুধ সরবরাহ করত। কিছুদিন আগেই সারা কাউপক্সে আক্রান্ত হয়। জেনার সারার শরীর থেকে খানিকটা কাউপক্সের পুঁজ নিয়ে তার মালীর সুস্থ ছেলে জেমসের ত্বকে ঘষে দিলেন। কয়েকদিন পরই জেমসের হাল্কা জ্বর শুরু হলো, যা থেকে সে সহজেই সুস্থ হয়ে গেল। তারপর জেনার তার সবচেয়ে ভয়ংকর পরীক্ষা শুরু করলেন। ভ্যারিওলেশন ট্রিটমেন্টে ব্যবহৃত জলজ্যান্ত গুটিবসন্তের জীবাণু জেনার এবার ঢুকিয়ে দিলেন জেমসের শরীরে। কী হবে এখন? জেনার কি তার মালীর আট বছরের নিষ্পাপ শিশুকে জেনেশুনে মরণঘাতী গুটিবসন্তে আক্রান্ত করে ফেলেছেন? খুবই কঠিন ছিল সেসময়ের উত্তেজনা।কিছুই হলো না জেমসের। সারা বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এটা ছিল সবচেয়ে হাঁফ ছেড়ে বাঁচার খবর। জেলার সরাসরি একজন মানুষকে কাউপক্স নিয়ে আক্রান্ত করে তাকে গুটিবসন্তের বিরুদ্ধে প্রতিষেধী করতে সক্ষম হলেন। তাও সেই আঠারোশ শতকে। কাউপক্স এবং গুটিবসন্তের জীবাণু দেখতে কাছাকাছি হওয়ায় প্রথমে কাউপক্সের জীবাণু জেমসের শরীরে প্রবেশ করে সেখানে memory B-cell উৎপাদন করে। সেই কোষগুলো দ্বিতীয়বার যখন ক্ষতিকর গুটিবসন্তের জীবাণুর প্রবেশ বুঝতে পারে তখন তারা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তুলে গুটিবসন্ত প্রতিরোধ করে। এটাই আধুনিক যুগের ভ্যাকসিনেশনের মূল আইডিয়া। একটু কম ভয়ংকর কিছু জীবাণু জেনে শুনে শরীরে প্রবেশ করিয়ে দিয়ে অতি ভয়ানক একটি রোগ থেকে প্রতিকার পাওয়া যায়। এই আবিষ্কারের জন্য এডওয়ার্ড জেনার বিজ্ঞানের ইতিহাসে চিরদিন অবিস্মরণীয় হয়ে আছেন।
অনেক বিজ্ঞানীর মতে, জেনারের এই এক আবিষ্কার পৃথিবীর অন্য সকল আবিষ্কারের তুলনায় বেশি মানুষের জীবন বাঁচিয়েছে। ব্রিটেন আর ফ্রান্সের তখন যুদ্ধ চলছিল। ফ্রেঞ্চ অধিপতি নেপোলিয়ন এই আবিষ্কারের পর তার সৈন্যবাহিনীকে গুটিবসম্ভের ভ্যাকসিন প্রদান করেন। সেই ভ্যাকসিনের আবিষ্কারক জেনারের পাঠানো চিঠির প্রতি সম্মান দেখিয়ে নেপোলিয়ন তার কারাগার থেকে দুজন ব্রিটিশ কয়েদিকে নিঃশর্ত মুক্তি প্রদান করে বলেন, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারকের কথা ফেলে দেয়া আমার পক্ষে সম্ভব নয়।' হুম! এমনই শক্তি আমাদের এই বিজ্ঞানের। নেপোলিয়নের মতো যুদ্ধজয়ীদেরও বিজ্ঞান মাথানত করতে শেখায়।
“The greatest power in this world is called science.”
Written By-Tanvir Ahmed Rifat

We are offering a Job:
Job Details:
Position: Branch Executive
Job Modality: Permanent (Full Time)
Job Location: SSAC Road; Tongi College Gate; Tongi,Gaziupur
Salary: Negotiable
Probation - 45 Day
Company description:
বায়োপার্ক - জীববিজ্ঞান আড্ডা একটি হাইব্রিড (অনলাইন + অফলাইন) Ed-Tech স্টার্ট-আপ।
মাধ্যমিক থেকেই বায়োলজি কে এমন ভীতিকর ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় যাতে আমরা ধরেই নেই এটা মুখস্থ করতে হবে।
বায়োপার্ক - জীববিজ্ঞান আড্ডা'র কাজই হচ্ছে বায়োলজি কে আনন্দময় করে তোলা ।
পার্কে গিয়ে সাধারণত আমরা আড্ডা দেই;
এখানে ও আমরা আড্ডা দিবো;
বায়োলজি বিষয়ক আড্ডা দিবো।
আমাদের বায়োলজি বিষয়ক আড্ডা যাতে পরিকল্পিত ভাবে পরিচালিত হয় তার জন্য আমাদের বেশ কয়েকজন সহকর্মী প্রয়োজন।
আপাতত আমরা আমাদের Branch Executive এর সন্ধানে রয়েছি।
চাইলে আপনি ও আমাদের সাথে কাজ করতে পারবেন।
Job Description - Responsibilities - Qualifications:
আমরা একজন প্রাণবন্ত,বুদ্ধিদীপ্ত,মিশুক প্রকৃতির তরুণ/তরুণী কে খুজছি যিনি ইন্টারনেট ব্রাউজিং এবং মাইক্রোসট অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্যক ধারণা রাখেন;
* প্রতিদিন কি কি কাজ হবে অফিসে তা এক্সেল শীট এ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট টীম কে অবহিতকরণ, কাজের অগ্রগতি ও রিপোর্ট লিপিবদ্ধকরণ
* অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের কথা মনোযোগ সহকারে শোনা এবং তড়িৎ ব্যবস্থা করে সংশ্লিষ্ট টীম কে রিপোর্টিং
* প্রতিদিন কোন ব্যাচ এ কতজন উপস্থিত কিংবা অনুপস্থিত তা ডেইলি অ্যাটেনডেন্স শীট এ লিপিবদ্ধকরণ
* মার্কেটিং টিমে নিজের থট শেয়ার করা ও সাহায্য করা
* উদ্ভুত পরিস্থিতি সাপেক্ষে ওয়ার্ক লোড হ্যান্ডল করা।
যারা অনার্স ১ম বর্ষ/২য় বর্ষে পড়াশোনা করছেন দর্শন/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/পলিটিক্যাল সায়েন্স/বাংলা/সমাজকর্ম সাবজেক্টে তাদের কে আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হলো।
আবেদন এর নিয়মাবলিঃ
জীবনবৃত্তান্ত (CV), জন্ম-নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের অনুলিপি/ফটোকপি সমেত ছবিতে সংযুক্ত ঠিকানায় সংযুক্ত নাম্বারে (01406037953) কল করে চলে আসুন।
আসুন কাজ করি একসাথে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Tongi
1700
Tongi
Our aim is to help the language learners become not only proficient but also confident in English.
Tongi, 1711
We provide home tutors in Tongi. If you need a home tutor, then you are most welcome to call us.
College Gate, Gazipur
Tongi, 1710
Discussion about Chemistry and Physics problem if you find!!
Avijan/197, Shafiuddin Sarker Academy Road, Auchpara
Tongi, 1704
A completely exceptional institution. Directly supervised by Ex Cadet and BCS passed Teachers.
Tamirul Millat Kamil Madrash [Tongi ]
Tongi
Lecturer (Arabic) Tamirul Millat Kamil Madrasah. Tongi.
Rabindra Sharani
Tongi, 1230
We are providing home tutors at Dhaka city. Many of them are from reputed universities like BUET, Dhaka, Jagannath, Jahangirnagar etc. We also provide tutors from other reputed private universities. Feel free to contact us if you need any home tutor.