Madinatul Ulum Madrasah
মদিনাতুল উলূম মাদ্রাসা,সাগরদিঘী ঘাটা
Operating as usual

মদিনাতুল উলূম মাদরাসার জুন মাসের মাসিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র তুলে ধরা হলো।
আজ জুলাই--------07-07-2022
1/1/2022, তারিখ থেকে মদিনাতুল উলূম মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

সময়ের গুরুত্ব সম্পর্কে ইসলামের নির্দেশনা:
মানুষ সব সময় মহান আল্লাহর নিয়ামতরাজীতে ডুবে থাকে। তার মধ্যে অন্যতম একটি হলো মানুষের সময়। সময় ও জীবন আল্লাহ তায়ালার শ্রেষ্ঠ দান। সময়ের ইতিবাচক ব্যবহারই জীবনের পরিপূর্ণ সফলতা নিহিত। সময়ের অপচয় ও অপব্যবহার জীবনের চরম ব্যর্থতার দিকে নিয়ে যায়। সময়ের যথাযথ ব্যবহার না করা বা অপব্যবহার করার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে।
মহাগ্রন্থ কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন, ‘সময়ের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়।’ (সুরা আসর, আয়াত: ১-৩)।
একবার রাসূলুল্লাহ (সা.) কে প্রশ্ন করা হলো, সৌভাগ্যবান কারা? তিনি বললেন, সৌভাগ্যবান তারা, যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে। পুনরায় জিজ্ঞেস করা হলো, দুর্ভাগা কারা? তিনি বললেন, দুর্ভাগা তারা যারা দীর্ঘায়ু পেয়েছে এবং তা বদ আমলে কাটিয়েছে বা আমলবিহীন অতিবাহিত করেছে। (তিরমিজি: ২৩২৯, মুসনাদে আহমাদ: ১৭৭৩৪, হিলইয়াতুল আউলিয়া ৬:১১১)।
পরকালে মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। হাদিস শরিফে রয়েছে, ‘রোজ হাশরে শেষ বিচারের দিনে প্রতিটি মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া এক কদমও নড়তে পারবে না। তার জীবনকাল কী লক্ষ্যে কাটিয়েছে? যৌবনকাল কী কাজে ব্যয় করেছে? কোন পথে আয় করেছে? কী কাজে ব্যয় করেছে? জ্ঞান অনুযায়ী কর্ম সম্পাদন করেছে কি না?’ (তিরমিজি ৪:৬১২/২৪১৬)। কিন্তু মানুষ মোহের ঘোরে আচ্ছন্ন থাকে।
প্রিয় নবীজি (সা.) বলেন, ‘তোমরা পাঁচটি জিনিসকে তার বিপরীত পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো ও তার সদ্ব্যবহার করো। তোমার যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, সচ্ছলতাকে দারিদ্র্যের পূর্বে, অবসরকে ব্যস্ততার পূর্বে, জীবনকে মৃত্যুর পূর্বে।’ (বায়হাকি, শোআবুল ইমান: ১০২৪৮, মুসনাদে হাকিম: ৭৮৪৬, আত-তারগিব ওয়াত-তারহিব)।
পরকালে মানুষ যে বিষয়ে সবচেয়ে অনুতপ্ত হবে তা হলো, অবসর সময়ের সদ্ব্যবহার না করা। সময়ে নেক আমল করলে বান্দার অবস্থার উন্নয়ন হবে, বদ আমল করলে তার অবনতি হবে। আমল ছাড়া সময় পার করলে তাও তার জন্য প্রকারান্তরে ক্ষতি হিসেবেই গণ্য হবে। কারণ, মানুষের আয়ুষ্কাল প্রবহমান সময়। তা যদি সৎ কর্মে ব্যয়িত হয়, তবে নেক আমল হিসেবে গণ্য হবে; আর যদি নেক আমলবিহীন চলে যায়, তা বদ আমল হিসেবেই পরিগণিত হবে। যেহেতু নিষ্ক্রিয়তা বা অকর্মণ্যতাও একটি ক্রিয়া।উদাসীনতা বা সময়ের প্রতি অবহেলা সম্পর্কে সাবধান করে আল্লাহ তায়ালা কোরআনুল কারিমে বলেন: ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদিগকে মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা সমাধিসমূহ দেখতে পাও (তোমাদের মৃত্যু হয়)। এটি কখনো সংগত নয়! অচিরেই তোমরা জানতে পারবে। আবারও বলি, এটি মোটেই সমীচিন নয়; তা তোমরা অনতিবিলম্বে জানতে পারবে। না, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহগ্রস্ত হতে না। তোমরা (সময়ের প্রতি উদাসীন কর্মে অবহেলাকারীরা) অবশ্যই জাহান্নাম দেখবে (তাতে প্রবেশ করবে)। পুনশ্চ! অবশ্যই অতি অবশ্যই তোমরা জাহান্নাম চাক্ষুষ দেখে (তাতে প্রবেশ করে তার শাস্তি ভোগ করে) প্রত্যয় লাভ করবে। অতঃপর অবশ্যই সেদিন তোমাদিগকে প্রদত্ত সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।’ (সূরা ১০২ তাকাছুর, আয়াত: ১-৮)।
আমরা প্রায় সময় নানান ব্যস্ততায় ব্যতিব্যস্ত থাকি। যেকোনো উপলক্ষে অবসর যখন আসে, তা আমাদের জন্য মহামূল্যবান নিয়ামত। সময় আমাদের জীবনের এমন একটি মূলধন বা পুঁজি, যা বিনিয়োগ করলে আমরা ইহকাল ও পরকালে লাভবান ও উপকৃত হব; আর এটি হেলায় নষ্ট করলে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হব। সময় চলে গেলে তা আর কখনো ফিরে আসে না।
অবসরে আমরা যে আমলগুলো করতে পারি তা হলো, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত যথাসময়ে আদায় করা। পাঁচ ওয়াক্ত নফল নামাজ তাহাজ্জুদ, ইশরাক, চাশত, জাওয়াল, আউওয়াবিন, সলাতুত-তাসবিহসহ অন্যান্য সুন্নত ও নফল নামাজ পড়া। অজু, গোসল ও নামাজের মাসআলা-মাসায়েল, সুরা-কিরাত ও দোয়া-কালাম ভালোভাবে জানা। বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। অর্থ, ব্যাখ্যাসহ কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। কোরআন তিলাওয়াত শেখা ও শুদ্ধ করার চেষ্টা করা। কোরআনের বিশেষ বিশেষ ফজিলতের আয়াতসমূহ ও সুরাসমূহ মুখস্থ করা, ব্যাখ্যাসহ অধ্যয়ন করা। নবীজির ভাষা, কোরআনের ভাষা ও জান্নাতের ভাষা আরবি ভাষা এই অবসরে শেখার চেষ্টা করা। প্রতিটি বাসাবাড়িতে নামাজ ও ইবাদতের জন্য বিশেষ স্থান নির্ধারণ করা।
অবসরে পারিবারিক পরিমন্ডলে নিয়মিত দ্বীনি তালিমের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। এতে পরিবারের সদস্যরা একদিকে একঘেয়েমি থেকে যেমন মুক্তি পাবেন, অন্যদিকে নানা রকম মন্দ আকর্ষণ, আসক্তি ও হতাশা থেকেও রক্ষা পাবেন। সময়ও ভালো কাটবে, শরীর ও মন ভালো থাকবে। সময় ও কর্ম ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহর রহমত লাভ হবে। দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল হবে। আল্লাহ তায়ালা আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দিন।আমিন।
.......Collected

মদিনাতুল উলুম মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Madinatul Ulum Madrasah updated their business hours.

Madinatul Ulum Madrasah updated their website address.

Madinatul Ulum Madrasah updated their business hours.

আলহামদুলিল্লাহ।
মদিনাতুল উলূম মাদ্রাসার মাহফিলে হিফয সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান....

আলহামদুলিল্লাহ গতকাল সুষ্ঠু এবং সুন্দর ভাবে অনুষ্ঠিত হলো মদিনাতুল উলুম মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক আলমগীর শিশির। সাগরদিঘী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নাসির উদ্দিন, আমাদের সকলের শিক্ষক জনাব শহিদুল্লাহ স্যারসহ শিক্ষানুরাগী অনেকেই।
মাদ্রাসার প্রধান শিক্ষকের কন্ঠে গাওয়া জনপ্রিয় একটি ইসলামি গজল।Bangla Islamic Song 2021
মদ্রাসার প্রধান শিক্ষকের কন্ঠে জনপ্রিয় একটি ইসলামিক গজল। Bangla Islamic Song 2021.

এই রমজানে আপনার শরীরকে সুস্থ রাখতে সেহরি ও ইফতারে সাস্থকর খাবার আহার করুন।
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Hatimara, Sagordighi, Ghatail
Tangail
1984
নগর জালফৈ বাইপাস
Tangail, ১৯০০
এটি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
Santosh
Tangail
Hi, To get Home Tutor, feel free to call us 01568090754(Guardian only) Thank you so much.
Tangail
plz, sobai video gulo dekhun, jara notun a Electric kaj shikhtesen,.
Main Road, Elenga Bustand, Elenga
Tangail
A helping hand for Japanese & Korean language and also travel there.
Tangail
Welcome to "MR ME" . share videos about – Technology, Entertainment,Fun &Motivational. Make sure