M C ACADEMY, GOLAPGONJ

M C ACADEMY, GOLAPGONJ

Comments

দেখে নিন এক ভদ্রবেশী শয়তানের চেহারা। আমাদের গোলাপগঞ্জ, মোল্লারচক এর বাসিন্দা মোঃ মোক্তার আলী এর জারজ পুত্র রাজু (ফ্রান্স প্রবাসী), সে এক শয়তানের পূজারী। নিজেকে জামায়াত-শিবির এর একনিষ্ঠ নেতা দাবি করে, ওমরাহ হজ করে এসেছে, অথচ ফ্রান্সে মদের ব্যাবসা এবং মাগীর দালালি করা তার পেশা! আমার মতো নাজানি কত ভুক্তভোগী আছে যাদের কে ফ্রান্সে নেবে বলে ৫ থেকে ৬ লক্ষ টাকা অগ্রীম নিয়ে জুয়া খেলে এখন আর উত্তর দেয়না। সে নিজেই জালিয়াত, মানুষ নেবে কিভাবে! সে আর তার বউ পারিবারিক ভাবে এই দালালী চক্র শুরু করেছে। খুব শীঘ্রই আঈনের ফাদে পড়বে তারা।
হ্যা ভাই ও বোনেরা, তার আসল পরিচয় পাইতাম না যদি প্যারিসের নিষিদ্ধ রাত্রে তাকে মাগী সাপ্লাই করতে নিজের চোখে না দেখতাম। তার পিতা মোক্তার আলী এলাকায় বলে বেড়ান যে তার পুত্র সৎ, হাজী। এলাকার ওয়াজ মাহফিলে আর মসজিদে দান খয়রাত করে, অথচ এই রাজু হারামি সৎ চেহারার আড়ালে কাজ করে রাত্রে। সে মদের দোকানে আর ড্যান্স বারে মাগী সাপ্লাই করে। হাজী সেজে দিনে তার অন্য রূপ, আর রাত হলেই জুয়ার নেশা। জুয়ার টাকা জোগাড় করতেই তার এই অবৈধ আলাপ। এই দান কি কাজে লাগে?
দেখে নিন এক ভদ্রবেশী শয়তানের চেহারা। আমাদের গোলাপগঞ্জ, মোল্লারচক এর বাসিন্দা মোঃ মোক্তার আলী এর জারজ পুত্র রাজু (ফ্রান্স প্রবাসী), সে এক শয়তানের পূজারী। নিজেকে জামায়াত-শিবির এর একনিষ্ঠ নেতা দাবি করে, ওমরাহ হজ করে এসেছে, অথচ ফ্রান্সে মদের ব্যাবসা এবং মাগীর দালালি করা তার পেশা! আমার মতো নাজানি কত ভুক্তভোগী আছে যাদের কে ফ্রান্সে নেবে বলে ৫ থেকে ৬ লক্ষ টাকা অগ্রীম নিয়ে জুয়া খেলে এখন আর উত্তর দেয়না। সে নিজেই জালিয়াত, মানুষ নেবে কিভাবে! সে আর তার বউ পারিবারিক ভাবে এই দালালী চক্র শুরু করেছে। খুব শীঘ্রই আঈনের ফাদে পড়বে তারা।
হ্যা ভাই ও বোনেরা, তার আসল পরিচয় পাইতাম না যদি প্যারিসের নিষিদ্ধ রাত্রে তাকে মাগী সাপ্লাই করতে নিজের চোখে না দেখতাম। তার পিতা মোক্তার আলী এলাকায় বলে বেড়ান যে তার পুত্র সৎ, হাজী। এলাকার ওয়াজ মাহফিলে আর মসজিদে দান খয়রাত করে, অথচ এই রাজু হারামি সৎ চেহারার আড়ালে কাজ করে রাত্রে। সে মদের দোকানে আর ড্যান্স বারে মাগী সাপ্লাই করে। হাজী সেজে দিনে তার অন্য রূপ, আর রাত হলেই জুয়ার নেশা। জুয়ার টাকা জোগাড় করতেই তার এই অবৈধ আলাপ। এই দান কি কাজে লাগে?
Suma Begum chy..... Class 10...kakura Digirpar WhatsApp number
❝জেড’ আকারে আসন বিন্যাস, দুই শিফটে এসএসসি-এইচএসসি পরীক্ষা❞
❝শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিরীক্ষায় হবে কমিটি❞

**বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:১৭ পিএম, ২০ আগস্ট ২০২১

#শঙ্কা কাটিয়ে ঘোষিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি
#১০ প্রশ্নের মধ্যে উত্তর দিতে বলা হবে চারটির
#শিক্ষক-পরীক্ষার্থী সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি

এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর কেন্দ্রে আসন বিন্যাস করা হবে ইংরেজি ‘জেড’ (Z) বর্ণের আকারে এক বেঞ্চে একজন করে বসিয়ে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি এবং এইচএসসির প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হতে যাচ্ছে। নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। সকাল-বিকেল দুই শিফটে এসব পরীক্ষার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কথা বলে এ তথ্য জানা গেছে।স্বাভাবিক সময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের প্রথম চতুর্ভাগে হলেও করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এ বছর এখনো আয়োজন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের জীবন থমকে যাওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে সংক্ষিপ্ত আকারে পরীক্ষা দুটি আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা পরিস্থিতির অবনতিতে কয়েক দফায় পেছানোর পর সম্প্রতি শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার সেখানে চারটির উত্তর দিতে বলা হবে।
আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সংশ্লিষ্টরা জানান, চলতি বছর সংক্ষিপ্ত আকারে তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে কেন্দ্রের বেঞ্চগুলোতে ইংরেজি বর্ণ ‘জেড’ আকারে বসানো হবে পরীক্ষার্থীদের। কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষকসহ সবাইকে মাস্ক পরে ঢুকতে হবে। প্রবেশের ফটকে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার। শিক্ষক ও পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব রেখে চালাতে হবে যাবতীয় কার্যক্রম।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এজন্য কেন্দ্রগুলোর জন্য বিশেষ কিছু নির্দেশনা দেয়া হবে। আমরা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় যখন ঘোষণা দেবে তখন পরীক্ষা নেয়া হবে।

করোনার মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু সংক্ষিপ্ত আকারে তিন বিষয়ের পরীক্ষা হবে এবং বিভাগভিত্তিক সকাল-বিকেল পরীক্ষার আয়োজন করা হবে। সেহেতু এসএসসির জন্য কেন্দ্র বাড়ানোর প্রয়োজন হবে না।এইচএসসির ফরম পূরণ শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। আবশ্যিক বিষয় থাকলে যে কেন্দ্রে ৫০০ শিক্ষার্থীর পরীক্ষা নেয়া হতো, আবশ্যিক বিষয় না থাকায় সেই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা হবে বড়জোর ১০০ জন। ফলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না।

বিভিন্ন শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, আগামী নভেম্বর মাসের মাঝামাঝি পরীক্ষার আয়োজন করতে ইতোমধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজ শেষ করা হয়েছে। চলতি মাসের ১৮ বা ১৯ আগস্ট থেকে জেলা প্রশাসকদের কাছে এসব প্রশ্নপত্র পাঠানো হয়। এরপর সেগুলো ট্রেজারিতে পাঠানো হয়।

অন্যদিকে ডিসেম্বরে এসএইচএসি ও সমমান পরীক্ষার আয়োজন করতে নির্বাচিত শিক্ষকদের মাধ্যমে নমুনা প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করা হয়েছে। এরপর লটারির মাধ্যমে কয়েকটি নির্বাচন করে সেগুলো ছাপাতে প্রেসে পাঠানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার এইচএসসিতে যদি কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয় পদার্থ, রসায়ন ও উচ্চতর গণিত থাকে, তাহলে তাকে এই তিন বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা দিতে হবে। তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। রচনামূলক অংশে নম্বর থাকবে ৩৫ ও এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) থাকবে ১৫ নম্বরের।

তবে প্রশ্নপত্র এখন যেভাবে হয়, সেভাবেই হবে। ফলে শিক্ষার্থীদের প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ থাকবে। আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্য থেকে আটটির উত্তর দিতে হতো, সেখানে এখন সেই ১০টি প্রশ্নই থাকবে। এর মধ্যে চারটির উত্তর দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে। প্রতি বিষয়ে মোট ১০০ নম্বরের বদলে ৫০ নম্বরের পরীক্ষা হবে। ৫০ নম্বরকে ১০০-তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জাগো নিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সময়ের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন জ্ঞান নিশ্চিত করতে আমরা অটোপাস দিতে চাই না। ফলে সমাজে নানা ধরনের সমস্যা তৈরি হয়। শিক্ষার্থীরাও ক্লাস অনুযায়ী শিক্ষা থেকে পিছিয়ে পড়ে। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে প্রস্তুতি শুরু হয়েছে।

আবশ্যিক বিষয়ে যেভাবে মূল্যায়ন
এবার এসএসসি ও এইচএসসির নৈর্বাচনিক বিষয় ছাড়া আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এসব বিষয়ে পরীক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এসএসসির ক্ষেত্রে জেএসসি এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফল মূল্যায়ন করা হবে। এসএসসিতে (ভোকেশনাল) জেএসসি ও নবম শ্রেণি এবং এইচএসসিতে (ভোকেশনাল) এসএসসি ও একাদশের ফল মূল্যায়ন করা হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট
এ বছর করোনার কারণে আবশ্যিক বিষয়ের পরীক্ষা নেওয়া না হলেও তার ওপর সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কাজ করানো হচ্ছে। শিক্ষার্থীদের শিখন জ্ঞান অর্জন করতে এ অ্যাসাইনমেন্টের কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে। এসএসসি-এইচএসসি, দুই স্তরে প্রতি সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট কাজ করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাসাইনমেন্ট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম সৈয়দ মো. গোলাম ফারুক জাগো নিউজকে বলেন, অ্যাসাইনমেন্ট কাজের মাধ্যমে একদিকে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে, অন্যদিকে ক্লাস অনুযায়ী যেন জ্ঞানার্জন করতে শিক্ষার্থীরা সক্ষম হয়, সেজন্য বাসার কাজ হিসেবে অ্যাসাইনমেন্ট করানো হচ্ছে।

তিনি বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীর অধিকাংশের কাছে এ কাজ দেওয়া নেওয়া সম্ভব হয়েছে। কিছু পরীক্ষার্থীর কাছে অ্যাসাইনমেন্টের কাজ পৌঁছানো সম্ভব হয়নি। তাদের সঙ্গে যোগাযোগ করতে মাঠ কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।

এমএইচএম/এমআরএম/এইচএ/এমকেএইচ

চলতি বছরের এসএসসি-এইচএসসির শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট নকল করছে কিনা বা নিজ হাতে অ্যাসাইনমেন্ট করে জমা দিচ্ছে কিনা তা সরেজমিনে মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ-সংক্রান্ত দুটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনায় শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সরেজমিনে মনিটরিংয়ে মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রধানদের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নেতৃত্বে অ্যাসাইনমেন্ট মনিটরিং কমিটি গঠন করবে।

এ কমিটিগুলোর করণীয় বিষয়ে অধিদপ্তর বলছে, সব পরীক্ষার্থী যেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়টি নিশ্চিত করবেন। শিক্ষার্থীরা যেন কোনোক্রমেই অ্যাসাইনমেন্টগুলোতে নকল বা কোনোপ্রকারের অসদুপায় অবলম্বন না করে সে বিষয়টি নিশ্চিত করবেন। কোনো শিক্ষার্থী যদি অ্যাসাইনমেন্টে নকলের আশ্রয় নিয়েছে বলে প্রতীয়মান হয় তাহলে তা বাতিল করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন এবং বিষয়টির যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে শিক্ষার্থীকে সতর্ক করবেন। শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্টগুলো নিজ হাতে লিখে জমা দেয় সে বিষয়টি নিশ্চিত করবেন।

আরও বলা হয়, অ্যাসাইনমেন্টগুলো শিক্ষক কর্তৃক যথাযথভাবে মূল্যায়ন, সংরক্ষণ ও নম্বরগুলো সঠিকভাবে এক্সেলশিটে এন্ট্রি করা হচ্ছে কিনা তা কমিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে কার্যকর করার লক্ষ্যে সার্বিকভাবে পর্যবেক্ষণ করবেন। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের থেকে সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এমএইচএম/বিএ
এই মানুষটাকে যদি কেউ চিনেন তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করুন প্লিজ
নাম:তায়েফ (বিদেশ তাকে)
পিতার নাম :হান্নান
বাড়ি :ফুলবাড়ী
ভাইয়ের নাম :তারেক
💠 ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!📢

🔵 Achievement Career Care সিলেট শাখায় ্রিলি_কোর্স,
(প্রিলি.+ রিটেন) কোর্স এবং
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ_প্রস্তুতি_কোর্সে ভর্তি চলছে...

🔸#অ্যাচিভমেন্ট_ক্যারিয়ার_কেয়ার কেনো সেরাঃ-
☑ দেশ সেরা শিক্ষক প্যানেল।
☑ উন্নত ও পূর্ণাঙ্গ লেকচার শিট।
☑ প্রতি সপ্তাহে সর্বাধিক ক্লাস।
☑ গঠনমূলক পরীক্ষা পদ্ধতি।
☑ সুচিন্তিত দিক নির্দেশনা।
☑ দক্ষ ম্যানেজমেন্ট।
☑ প্রতিটি ক্লাসরুম শীতাতপ নিয়ন্ত্রিত।
☑ শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি।

যোগাযোগ :
🏛 পয়েন্ট ভিউ শপিং সেন্টার (৪র্থ তলা),
আম্বরখানা, সিলেট।
☎ 01701 66 55 61

M C ACADEMY,GOLAPGONJ Established in 1934. FOUNDER:
Late Mohammed Chowdhury. RECOGNITION:
The Board of Intermediate and Secondary Education, Comilla / Sylhet.

Name of the institution : M.C. ACADEMY (MODEL SCHOOL & COLLEGE)

Institute ID (MPO) : Secondary : 1506031301 College : 1506033101
Institute Code (Board) : Secondary : 1150 College : 1076
Exam Centre : SSC : Golap-1 Centre Code : 106 HSC : Golap-3 Centre Code : 119
Location : Upazilla/Thana Headquarter, Golapgonj, Sylhet, Bangladesh. Mailing Address :
M.C. Academy (Model School & College)
PO + PS :

Operating as usual

23/04/2021

আল্লাহতালা আমাদের স্যারকে দ্রুত সুস্হতা দান করুন, আমিন।

01/04/2021
07/02/2021

এম সি একাডেমি স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ,অত্যান্ত শ্রদ্ধেয় শিক্ষক জনাব মাহমুদ চৌধুরী স্যার গুরুতর অসুস্থ অবস্হায় চিকিৎসাধীন আছেন, মাহমুদ স্যারের দ্রুত রোগমুক্তির জন্য দেশ বিদেশের সকলের কাছে দোয়া কামনা করি।

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 17/04/2020

শ্রদ্ধা আর মমতার প্রিয় দুই মুখ অবসরে। আপনারা ভাল থাকেন।

03/04/2020
22/03/2020

সকলের সচেতনতা এখনই দরকার

07/03/2020
24/05/2019

সরকারী এম,সি একাডেমী গোলাপগঞ্জের সদ্য প্রয়াত শিক্ষক মাওলানা খতিব উদ্দিন স্যার সহ প্রয়াত শিক্ষক ও ছাত্র/ছাত্রী স্মরনে এস,এস,সি ৯৪ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।সবাই আমাদের স্যারের জন্য দোয়া করবেন ।

17/05/2019

উইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল জয়ের বাংলাদেশের ব্যাটিং হাইলাইটস! 😍😍😍

মাত্র ২২.৫ ওভারে ২১৩ রান চেজ করে ৭ বল বাকি থাকতে ৫ উইকেটের দুর্দান্ত জয়! 🇧🇩🇧🇩🇧🇩

সৌম্যঃ৬৬ (৪১) 🔥
সৈকত৫২* (২৪) 🔥
মুশফিকঃ৩৬ (২২) 🔥

30/04/2019

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ,
আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব মাওলানা খতিব উদ্দিন সাহেব আর নেই ।

বাঘা গোলাপনগর ( মোল্লাবাড়ী) নিবাসী, এম,সি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক , সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হযরত মাও:খতিব উদ্দিন স্যার আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।

সবাই দোয়া করবেন মহান আল্লাহ্ পাক যেন স্যারকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন, আমিন।

05/03/2019
19/11/2018

কথা কম কাজ বেশী

13/07/2018
Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 01/06/2018

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post

08/04/2018

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের ফায়ারিং স্কোয়াডে পাঠানো উচিত_ রাষ্ট্রপতি

নকল না করে ফেল করলেও একটা ছাত্রের আত্মবিশ্বাস থাকবে, সে জানতে পারবে কোন বিষয়ে ভাল বা খারাপ

07/04/2018

HSC examination going on in M C Academy
Golapgonj. Best wishes to all

গোলাপগঞ্জে জিপিএ-৫ এ শীর্ষে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ - Bayanno News, 'ভাষার টানে, সত্য উচ 23/07/2017

গোলাপগঞ্জে জিপিএ-৫ এ শীর্ষে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ - Bayanno News, 'ভাষার টানে, সত্য উচ

গোলাপগঞ্জে জিপিএ-৫ এ শীর্ষে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ - Bayanno News, 'ভাষার টানে, সত্য উচ গোলাম দস্তগীর খান ছামিন, সিলেট (জেলা) প্রতিনিধি:

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 26/06/2017

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 23/06/2017

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 26/05/2017

Photos from M C Academy ex students reunion London, 21st May 2017

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 25/05/2017

আমার স্কুলের কথা, এম সি একাডেমীর প্রাক্তন ছাত্র ছাত্রীদের লন্ডন পুনর্মিলনী ২১ মে ২০১৭ এর লেখায়

21/05/2017

M C Academy Ex student reunion in UK 21st May 2017

21/05/2017

M C Academy Ex student reunion in UK 21st May 2017

21/05/2017

M C Academy Ex student reunion in UK 21st May 2017

এই লেখাটি অভিভাবকদের জন্য | কালের কণ্ঠ 20/05/2017

এই লেখাটি অভিভাবকদের জন্য | কালের কণ্ঠ

আমি এম সি একাডেমির ছাত্র ছিলাম, শিক্ষকতা পেশায়ও ছিলাম একসময়, আপনারা যারা অভিভাবক দয়া করে আমার শিক্ষক ড. জাফর ইকবাল স্যারের লেখাটি পড়বেন। শুধু A+ নয় ছেলেমেয়েদের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করুন।
এডমিন M C ACADEMY, GOLAPGONJ

এই লেখাটি অভিভাবকদের জন্য | কালের কণ্ঠ আমি আজকের লেখাটি একটি চিঠি দিয়ে শুরু করতে চাই। আমি চিঠিটি পেয়েছি দিন দশেক আগে। চিঠিটি পড়ার পর কী করব বুঝতে না পেরে

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 14/05/2017

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post

Timeline photos 07/05/2017

Timeline photos

Cover photos 05/05/2017

Cover photos

Timeline photos 01/05/2017

Timeline photos

Timeline photos 22/04/2017

Timeline photos

Timeline photos 17/04/2017

Timeline photos

Timeline photos 16/04/2017

Timeline photos

শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় গোলাপগঞ্জের এম,সি একাডেমী ও বিয়ানীবাজারের পি এইচ জি মডেল উচ্চ বিদ্ 06/04/2017

শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় গোলাপগঞ্জের এম,সি একাডেমী ও বিয়ানীবাজারের পি এইচ জি মডেল উচ্চ বিদ্

http://sylhetprothidin24.com

শিক্ষামন্ত্রীর প্রচেষ্টায় গোলাপগঞ্জের এম,সি একাডেমী ও বিয়ানীবাজারের পি এইচ জি মডেল উচ্চ বিদ্ সারাদেশে চারটি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এরমধ্যে শিক্ষামন্ত্রীর নির্বাচনী এলাকা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার দু’টি রয়েছে। জানা যায়, বিয়ানীবাজারের পঞ্চখণ্ড হরগোবিন্দ (পিএইচজি) মডেল উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। একই সাথে গোলাপগঞ্জের এমসি একাডেমী জাতীয়করণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হ...

Timeline photos 06/04/2017

Our Sir, Aftab Uddin Sir

Timeline photos 03/04/2017

Timeline photos

02/04/2017
28/03/2017

Video credit Mr Minhaj Choudhury

28/03/2017

Original video from organiser of " M C Academy Ex Students Reunion 21 May 2017 in London "

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post 27/03/2017

Photos from M C ACADEMY, GOLAPGONJ's post

Untitled album 26/03/2017

Untitled album

Videos (show all)

M C Academy Ex student reunion in UK 21st May 2017
M C Academy Ex student reunion in UK 21st May 2017
M C Academy Ex student reunion in UK 21st May 2017
Video credit Mr Minhaj Choudhury
Original video from organiser of  " M C Academy Ex Students Reunion 21 May 2017 in London "

Location

Category

Telephone

Website

.edu.bd

Address


Golapgonj
Sylhet
3160

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Schools in Sylhet (show all)
Blue Bird High School & College. Blue Bird High School & College.
Mirermoidan, Shubidbazar
Sylhet, 3100

Best School of the country. http://bbsc.edu.bd

Blue Bird High School & College (Alumni) Blue Bird High School & College (Alumni)
Mirer Moydan
Sylhet, 3100

Place for EX birdianz

Shajalal Jamia School's Ex Students Shajalal Jamia School's Ex Students
Mirabazar
Sylhet, 3100

এই ম্যাগাজিন শাহজালাল জামেয়া ইসলামিয়

Sylhet Sarkari Agragami Girls' High School Sylhet Sarkari Agragami Girls' High School
Zindabazar
Sylhet

Sylhet Govt. Agragami Girls' High School & College

Shahjalal Jamea Islamia Kamil Madrashah, Pathantula Sylhet Shahjalal Jamea Islamia Kamil Madrashah, Pathantula Sylhet
SHAHJALAL JAMEA ISLAMIA KAMIL MADRASHAH
Sylhet

"Shahjalal Jamea Islamia Kamil Madrasha is one of the best and well known Madrashas (Islamic School)

SYLHET POLYTECHNIC INSTITUTE SYLHET POLYTECHNIC INSTITUTE
Technical Road
Sylhet, 3100

Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the

BBIS BBIS
Modina Market
Sylhet, 3110

BBIS was established in 1997,it is one of the leading schools in Sylhet. We believe in sharing, know

Rangpani Captain Rashid Online School & College Rangpani Captain Rashid Online School & College
Jaintapur
Sylhet, 3100

school page

Jalalabad International Madrasah Jalalabad International Madrasah
Sylhet, 3100

অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে পাঠদ

প্রগতি উচ্চ বিদ্যালয় - Progati High School প্রগতি উচ্চ বিদ্যালয় - Progati High School
Dakshin Surma
Sylhet, 3100

প্রগতি উচ্চ বিদ্যালয়ের সকল প্রকার আপডেট এখানে নিয়মিত তুলে ধরা হবে।

Hazrat Shah Jalal R: K. G. And High School Hazrat Shah Jalal R: K. G. And High School
Bahubol Hobigonj Putijuri Vobanipur
Sylhet

Sonar Bangla High School Scouts Group Sonar Bangla High School Scouts Group
Sylhet

This a sonar bangla high school scouts group