🌟 পরিচিত হও 𝑪𝒚𝒃𝒐 (সাইবো) এর সাথে – আমাদের নতুন টেক বন্ধু! 🤖✨
🤖 𝑪𝒚𝒃𝒐, সাইবারনেটিকস রোবো একাডেমির নতুন সদস্য – যে তোমাদের শেখাবে কোডিং, রোবটিক্স আর প্রযুক্তির দুনিয়ার অসাধারণ সব রহস্য!
👀 এখন থেকে প্রতিটি ক্লাসে, কুইজে আর মজার ভিডিওতে 𝑪𝒚𝒃𝒐 থাকবে তোমাদের সঙ্গী!
🎉 𝑪𝒚𝒃𝒐 এর সাথে পাবে -
🔹 মজার মজার শিক্ষামূলক ভিডিও
🔹 রোবটিক্স ও প্রোগ্রামিং কুইজ
🔹 দৈনিক মস্তিষ্কের ব্যায়াম
🔹 আর থাকবে দারুন সব চমক!
🤖 𝑪𝒚𝒃𝒐 থাকবে আমাদের ক্লাসে, ফেসবুকে, পোস্টারে, এমনকি তোমার প্রিয় ভিডিওতেও!
❤️ লাইক করো, 🔔 ফলো করো, আর কমেন্টে লিখো “𝑯𝒊 𝑪𝒚𝒃𝒐!” – সাইবোকে শুভেচ্ছা জানাও এখনই!
Cybernetics Robo Academy
A division of Cybernetics Robo Ltd. (The 1st EdTech Company in Sylhet) providing STEAM education. Cybernetics Robo Academy (a division of Cybernetics Robo Ltd.)
is an after school program that offers courses on STEAM (Science, Technology, Engineering, Arts and Mathematics) education for children. We specialize in developing and conducting courses like Coding for Kids, Electronics for Kids, Robotics for Kids etc. Our students regularly participate in different national and international events like Bangladesh Robot Olympiad (BDRO), International Robot Olym

🎉 অভিনন্দন 𝐖𝐚𝐬𝐡𝐢𝐪 𝐉𝐚𝐡𝐞𝐝 𝐘𝐚𝐟𝐢!
✅ 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 এর -
𝐑𝐨𝐛𝐨𝐭𝐢𝐜𝐬 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐝𝐬 𝐁𝐚𝐭𝐜𝐡 𝟏𝟎 এর প্রাণবন্ত ছাত্র 𝐖𝐚𝐬𝐡𝐢𝐪 𝐉𝐚𝐡𝐞𝐝 𝐘𝐚𝐟𝐢. সে 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐇𝐢𝐠𝐡 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐂𝐨𝐧𝐭𝐞𝐬𝐭 𝟐𝟎𝟐𝟓 (𝐉𝐮𝐧𝐢𝐨𝐫 𝐂𝐚𝐭𝐞𝐠𝐨𝐫𝐲) এর 𝐃𝐢𝐯𝐢𝐬𝐢𝐨𝐧 𝐑𝐨𝐮𝐧𝐝 সফলভাবে অতিক্রম করে জাতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ অর্জন করে।
🏆 তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও প্রতিভার প্রতিফলন তার এই অসাধারণ সাফল্য।
🎓 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 পক্ষ থেকে 𝐘𝐚𝐟𝐢 এর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা রইল।
🫱🏻🫲🏽 এই সাফল্য শুধু একটি সূচনা—আমরা বিশ্বাস করি, 𝐘𝐚𝐟𝐢 ভবিষ্যতে দেশের গর্ব হয়ে উঠবে এবং অন্যদের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা হবে।

🏆 সাফল্যের আরেকটি নতুন গল্প ---------
🎉 অভিনন্দন 𝐑𝐚𝐣𝐯𝐢𝐫 𝐂𝐡𝐚𝐤𝐫𝐚𝐛𝐨𝐫𝐭𝐲-কে!
জাতীয় মাধ্যমিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫ (জুনিয়র বিভাগ)-এর জাতীয় পর্বে বিজয়ী হয়ে সে প্রমাণ করেছে, নিষ্ঠা আর অধ্যবসায় থাকলে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব।
✅ 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-এর 𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐁𝐚𝐭𝐜𝐡 𝟏𝟔-এর প্রতিভাবান শিক্ষার্থী 𝐑𝐚𝐣𝐯𝐢𝐫 𝐂𝐡𝐚𝐤𝐫𝐚𝐛𝐨𝐫𝐭𝐲 তার কঠোর পরিশ্রম, দক্ষতা ও আগ্রহ দিয়ে অর্জন করেছে এই অসাধারণ সাফল্য।
🏅 𝐑𝐚𝐣𝐯𝐢𝐫-এর এই কৃতিত্ব শুধুই তার একার নয় — এটি আমাদের একাডেমির জন্য গর্বের এবং অন্য শিক্ষার্থীদের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
🌈 আমরা তার এই অর্জনে অত্যন্ত গর্বিত।
𝐑𝐚𝐣𝐯𝐢𝐫-এর জন্য রইল অশেষ শুভকামনা — ভবিষ্যতেও সে যেন আরও বড় মঞ্চে সফলতার গল্প লিখতে পারে। 💐
— 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲

🌟 সাফল্যের এক নতুন গল্প
✅𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-এর 𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐁𝐚𝐭𝐜𝐡 𝟏𝟗-এর প্রতিভাবান শিক্ষার্থী 𝐌𝐝. 𝐓𝐚𝐬𝐤𝐢𝐧 𝐀𝐡𝐦𝐞𝐝 তার নিষ্ঠা ও প্রোগ্রামিং দক্ষতার মাধ্যমে অর্জন করেছে এক অসাধারণ সাফল্য!
🏆সে জাতীয় মাধ্যমিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে অতিক্রম করে জায়গা করে নিয়েছে জাতীয় পর্যায়ে!
🎉𝐓𝐚𝐬𝐤𝐢𝐧 এর এই সাফল্য শুধু অর্জন নয়, অন্যদের জন্য এক দারুণ অনুপ্রেরণা।শুধু অর্জন নয়, অন্যদের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
🌈 𝐓𝐚𝐬𝐤𝐢𝐧, তোমার এই অসাধারণ অর্জনে আমরা গর্বিত।
তোমার মেধা ও চেষ্টা যেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে সাফল্যের গল্প লেখে – এই শুভকামনাই রইল আমাদের পক্ষ থেকে। 💐✨
— 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲

🌟সাফল্যের এক নতুন গল্প ----------
🎉 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲-এর 𝐏𝐲𝐭𝐡𝐨𝐧 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐁𝐚𝐭𝐜𝐡 𝟏𝟖-এর মেধাবী শিক্ষার্থী চন্দ্রিমা সেন তার প্রতিভা ও পরিশ্রম দিয়ে গড়েছে এক অনন্য সাফল্যের দৃষ্টান্ত।
✅ সে 𝐌𝐞𝐭𝐫𝐨𝐩𝐨𝐥𝐢𝐭𝐚𝐧 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐢𝐭𝐲 আয়োজিত 𝐌𝐔 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠 𝐎𝐥𝐲𝐦𝐩𝐢𝐚𝐝 𝟐𝟎𝟐𝟓 – 𝐒𝐞𝐚𝐬𝐨𝐧 𝟎𝟐-এ হাজারো প্রতিযোগীর মধ্যে নিজের দক্ষতা প্রমাণ করে জায়গা করে নিয়েছে 𝐓𝐨𝐩 𝟏𝟎 𝐅𝐢𝐧𝐚𝐥𝐢𝐬𝐭𝐬-এর তালিকায়!
🏆 এই অর্জন শুধু চন্দ্রিমার একার নয় — এটি 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 পরিবারের জন্যও এক গর্বের মুহূর্ত এবং অন্যদের জন্য এক দারুণ অনুপ্রেরণা।
🌈 চন্দ্রিমা, তোমার এই সাফল্যে আমরা গর্বিত।
তোমার প্রতিভা ও নিষ্ঠা যেন ভবিষ্যতের পথ আরও উজ্জ্বল করে তোলে – এই কামনায় রইল অনেক ভালোবাসা ও শুভকামনা।
— 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
Khaled Parvez
🎉 আমাদের ছোট্ট শিক্ষার্থী 𝗕𝗮𝗹𝗮𝗿𝗸-এর অসাধারণ সাফল্য! ✨
✅ 𝗖𝘆𝗯𝗲𝗿𝗻𝗲𝘁𝗶𝗰𝘀 𝗥𝗼𝗯𝗼 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆-এর মেধাবী শিক্ষার্থী Balark (𝗘𝗹𝗲𝗰𝘁𝗿𝗼𝗻𝗶𝗰𝘀 𝗙𝗼𝗿 𝗞𝗶𝗱𝘀 𝗕 #𝟯𝟬) সম্প্রতি সম্পন্ন করেছে একটি চমৎকার এবং বাস্তবভিত্তিক প্রজেক্ট, যেখানে ব্যবহার করা হয়েছে 🖐️ টাচ মডিউল এবং 💧 ওয়াটার সেন্সর।
✅ এই প্রজেক্টে 𝗕𝗮𝗹𝗮𝗿𝗸 এমন একটি সিস্টেম তৈরি করেছে, যেখানে হাতের স্পর্শে আলো জ্বলে উঠে, আর কোথাও পানি পড়লেই অ্যালার্ম বেজে ওঠে। এটি একটি স্মার্ট সিস্টেম যা ভবিষ্যতে বাসা বা অফিসের নিরাপত্তা ব্যবস্থায় কার্যকরভাবে ব্যবহৃত হতে পারে।
এই প্রজেক্টটি প্রযুক্তি শিক্ষা ও বাস্তব জীবনের সমস্যার সমাধানকে একত্রিত করে একটি অনন্য উদাহরণ তৈরি করেছে।
✅ এই অভিজ্ঞতার মাধ্যমে Balark কেবল ইলেকট্রনিক যন্ত্রাংশের ব্যবহারই শেখেনি, বরং সমস্যা চিহ্নিত করে প্রযুক্তির মাধ্যমে সমাধানের কৌশলও রপ্ত করেছে। এটি তার সৃজনশীলতা, একাগ্রতা এবং শেখার প্রতি ভালোবাসার একটি উজ্জ্বল প্রমাণ।
👏 আমরা Balark এর এই অসাধারণ সাফল্যে গর্বিত এবং আশা করি ভবিষ্যতেও সে এভাবেই প্রযুক্তির পথে এগিয়ে যাবে।
#𝗖𝘆𝗯𝗲𝗿𝗻𝗲𝘁𝗶𝗰𝘀𝗥𝗼𝗯𝗼𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 #𝗦𝗺𝗮𝗿𝘁𝗧𝗲𝗰𝗵𝗙𝗼𝗿𝗞𝗶𝗱𝘀 #𝗧𝗼𝘂𝗰𝗵𝗦𝗲𝗻𝘀𝗼𝗿 #𝗪𝗮𝘁𝗲𝗿𝗦𝗲𝗻𝘀𝗼𝗿 #𝗙𝘂𝘁𝘂𝗿𝗲𝗜𝗻𝘃𝗲𝗻𝘁𝗼𝗿

❤ আস-সালামু আলাইকুম ও ঈদ মোবারক!! ❤
পবিত্র ঈদের আনন্দে আমাদের টিম কিছুটা সময় নিচ্ছে পরিবারের সঙ্গে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে।
তাই পরিবারকে সময় দেয়ার ফাঁকে ফাঁকে আমরা আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে চেষ্টা করে যাচ্ছি। সঙ্গত কারণেই আপনাদের উত্তর পেতে স্বাভাবিকের চেয়ে একটু বেশী সময় লাগছে।
এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনার সহানুভূতি ও ধৈর্যের জন্য কৃতজ্ঞ।
ঈদ মানেই ভালোবাসা, সংযোগ ও কৃতজ্ঞতা প্রকাশের সময়—আর আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আপনার এবং আপনার পরিবারের জন্য রইল শান্তি, ভালোবাসা ও আনন্দে ভরা ঈদের শুভকামনা। ❤
- সাইবারনেটিক্স রোবো একাডেমী পরিবার
🌙✨𝐄𝐢𝐝 𝐮𝐥 𝐀𝐝𝐡𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤!✨🌙
🌸 As we celebrate the spirit of sacrifice, unity, and gratitude,
May your home be filled with joy, your heart with peace,
And your life will be full of countless blessings.
❤️ Wishing you a joyful and meaningful Eid
With love from the 𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲 Family.
🚀 𝐓𝐡𝐢𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐤𝐧𝐨𝐰 𝐒𝐜𝐫𝐚𝐭𝐜𝐡 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐢𝐧𝐠? 🤔
Put your skills to the test with our fun and exciting Scratch Quiz!
Let the coding challenge begin! 🧠💻🔥
𝐺𝑜𝑜𝑑 𝐿𝑢𝑐𝑘 𝑃𝑎𝑙𝑠! 🥰

🎉 𝑰𝒏𝒕𝒓𝒐𝒅𝒖𝒄𝒊𝒏𝒈 𝑩𝒓𝒂𝒊𝒏𝒚 𝑴𝒖𝒏𝒄𝒉 – 𝑻𝒉𝒆 𝑼𝒍𝒕𝒊𝒎𝒂𝒕𝒆 𝑸𝒖𝒊𝒛 𝑯𝒖𝒃 𝒇𝒐𝒓 𝑲𝒊𝒅𝒔! 🎮🧠
Are you ready for an exciting new way to challenge your brain? Welcome to Brainy Munch – an all-new educational series designed just for YOU! 🎉
🔍 What is 𝑩𝒓𝒂𝒊𝒏𝒚 𝑴𝒖𝒏𝒄𝒉?
A fun-filled learning experience where kids can test their knowledge and creativity! 🥰
Fun quizzes on subjects like programming, electronics, robotics, math, general knowledge, and more!
Perfect for curious learners aged 6-16 who love to learn while having fun!
💡 Whether you're looking to improve problem-solving skills, expand your knowledge, or just have some fun, 𝑩𝒓𝒂𝒊𝒏𝒚 𝑴𝒖𝒏𝒄𝒉 has got you covered!
📅 New quiz videos will be uploaded regularly – so there’s always something fresh and exciting to look forward to!
👉 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆 𝒏𝒐𝒘 𝒂𝒏𝒅 𝒃𝒆 𝒕𝒉𝒆 𝒇𝒊𝒓𝒔𝒕 𝒕𝒐 𝒕𝒂𝒌𝒆 𝒕𝒉𝒆 𝒒𝒖𝒊𝒛𝒛𝒆𝒔! 𝑫𝒐𝒏'𝒕 𝒎𝒊𝒔𝒔 𝒐𝒖𝒕 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒇𝒖𝒏 𝒂𝒏𝒅 𝒍𝒆𝒂𝒓𝒏𝒊𝒏𝒈!
https://www.youtube.com/watch?v=6TTa6fD0Fk4
✨ 𝑳𝒆𝒕’𝒔 𝒎𝒂𝒌𝒆 𝒍𝒆𝒂𝒓𝒏𝒊𝒏𝒈 𝒂 𝑭𝑼𝑵 𝒂𝒅𝒗𝒆𝒏𝒕𝒖𝒓𝒆 𝒘𝒊𝒕𝒉 𝑩𝒓𝒂𝒊𝒏𝒚 𝑴𝒖𝒏𝒄𝒉! 🎮💥
𝐂𝐲𝐛𝐞𝐫𝐧𝐞𝐭𝐢𝐜𝐬 𝐑𝐨𝐛𝐨 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲
[A division of Cybernetics Robo Ltd.]
House #45, Sagardighir Par, Subidbazar, Sylhet.
☎️ 01761-500020
🌐 www.cyberneticsrobo.com
......
Scratch Programming Quiz for Kids | Fun Learning with Brainy Munch 🧠 Welcome to 𝑩𝒓𝒂𝒊𝒏𝒚 𝑴𝒖𝒏𝒄𝒉, your go-to spot for exciting and educational videos for young learners! In this interactive Scratch Programming Quiz, kid...
🎉 Quiz Timeeeeeeeeeeeeeeee! 🎉
Let’s test your brain with a quick coding challenge
— because boring days deserve a bit of excitement! 💻

👦👧 ছোট ছোট হাতে তৈরি হচ্ছে বড় স্বপ্ন... 🖥️✨
"স্যার, আমি একটা গেম বানাইছি!" 💝
এই কথাটুকুই আমাদের দিনের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। 💝💝
মাত্র ৮-১০ বছর বয়সের শিশুরা, যারা এক সময় কম্পিউটার বলতে শুধু ভিডিও দেখা আর গেম খেলা বুঝত—আজ তারা নিজেরাই গেম তৈরি করছে, গল্প বলছে, অ্যানিমেশন বানাচ্ছে! 🥰
স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখার প্রথম কয়েকটা ক্লাসেই তারা দেখিয়েছে—ইচ্ছা আর সুযোগ পেলে শিশুরা কী অসাধ্যকে সম্ভব করতে পারে! প্রযুক্তিকে আজ খেলনা বানিয়ে তারা শিখছে যুক্তি, সৃজনশীলতা আর আত্মবিশ্বাস। 👌
আমরা গর্বিত এই ক্ষুদে প্রযুক্তিবিদদের নিয়ে। 🌟
তাদের জন্য দোয়া করবেন যেন তারা একদিন দেশ ও জাতির গর্ব হতে পারে। 🤲
আপনার শিশুও হোক ক্ষুদে প্রযুক্তিবিদ। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা -
সাইবারনেটিক্স রোবো একাডেমী
[সাইবারনেটিক্স রোবো লিঃ এর একটি প্রতিষ্ঠান)
বাসা নং - ৪৫, সাগরদিঘিরপার, সুবিদবাজার, সিলেট।
☎️ 01761-500020
🌐 www.cyberneticsrobo.com
Click here to claim your Sponsored Listing.
Robotics & Computer Programming for Class 3 to University Level students
Cybernetics Robo Academy (an enterprise of Cybernetics Robo Ltd.) provides practical training on Robotics, IoT, 3D Printing, Mobile Apps Development and Computer Programming for programming contestants. Courses and Workshops are offered to students from class III to university level. We also arrange seminars and workshops at various schools, colleges & universities.
Phone: 01761 5000 20 , Sylhet, Bangladesh
Location
Category
Contact the school
Telephone
Website
Address
House # 45, Sagar Dighir Par, Subidbazar
Sylhet
3100
Opening Hours
Monday | 11:00 - 19:00 |
Wednesday | 11:00 - 19:00 |
Thursday | 11:00 - 19:00 |
Friday | 11:00 - 19:00 |
Saturday | 11:00 - 19:00 |
Sunday | 11:00 - 19:00 |