Sourav Debnath

Assistant commissioner of tax

Operating as usual

13/01/2024

Link in comment box

12/01/2024

Link in first comment

বিসিএস/জব এক্সামের লিখিত খাতা উপস্থাপনা(BCS Written/Focus writing presentation 12/01/2024

https://youtu.be/89lq8oIxt-M?si=5gPKwAStYumSqqkc

বিসিএস/জব এক্সামের লিখিত খাতা উপস্থাপনা(BCS Written/Focus writing presentation বিসিএস লিখিত পরীক্ষায় পার্থক্য তৈরি করে লিখিত খাতা প্রেজেন্টেশন। আপনার লিখিত খাতা প্রেজেন্টেশনের উপর নির্ভর কর...

11/01/2024

বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ

10/01/2024

নন স্টেট এক্টরস কারা?

08/01/2024

Bank vocabulary যেভাবে কাভার করা যেতে পারে।

07/01/2024

বিসিএস এবং ব্যাংক জবে এক্সামে অনুবাদ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অনুবাদের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আমাদের বিবেচনায় রাখা উচিত

07/01/2024

জব সলিউশন কিভাবে দ্রুত পড়বেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। Hopefully it will help you

05/01/2024

ইংরেজি বলার ভীতি প্রায় সবার রয়েছে। ইংলিশ স্পিকিং স্কিল বাড়াতে কিছু বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।

05/01/2024

বিসিএস ভাইভায় Introduce yourself

05/01/2024

বিসিএস প্রিলিমিনারির আন্তর্জাতিক প্রস্তুতি পর্ব

04/01/2024

A roadmap to BCS JOURNEY

Photos from Sourav Debnath's post 06/03/2023

Some workout in Balcony

14/02/2023

বসন্ত!!

29/09/2022

৪০ তম বিসিএস ভাইভা

বোর্ডঃ নাই বা হলো বলা

বোর্ডে প্রবেশ করে সালাম দিলাম। প্রায় এক মিনিট দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর চেয়ারম্যান স্যার বসতে বললে আসন গ্রহন করলাম।

চেয়ারম্যানঃ আমার ডকুমেন্টস পড়ে পড়ে বাকি স্যারদের শোনাচ্ছিলেন আর আমিও সম্মতিসূচক মাথা নাড়াচ্ছিলাম।

হঠাৎ প্রশ্ন করলেন তোমার তো সুনামগঞ্জ বাড়ি। তাহলে নিশ্চই হাসন রাজার নাম শুনেছো।

আমিঃ জ্বি স্যার শুনেছি।

চেঃ হাসন রাজার মত আরো দুজন মানুষ সুনামগঞ্জে রয়েছেন। বলতে পারবে?

আমিঃ স্যার হাসন রাজার মত আরো দুজন শিল্পী সুনামগঞ্জে অনেক জনপ্রিয়। একজন হচ্ছেন শ্রদ্ধেয় রাধারমণ দত্ত এবং আরেকজন হচ্ছেন শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম।

চেঃ বেশ সন্তুষ্ট হলেন। এখন বলোতো হাসন রাজার একজন নাতি যিনি কিনা সুনামগঞ্জের মেয়র ছিলেন, তিনি কে এবং কিভাবে মারা যান?

আমিঃ স্যার, হাসন রাজার নাতি শ্রদ্ধেয় কবি মমিনুল মইজুদ্দীন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। তিনি ২০০৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।

চেয়ারম্যান ঃ ঠিক আছে। তিনি সুনামগঞ্জের মেয়র থাকাকালে রাত বারোটার পর কিছু একটা করতেন। কি করতেন?

আমিঃ স্যার তিনি সুনামগঞ্জের মেয়র থাকাকালে কোন এক চাঁদের রাতে ১২ টার পর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন এবং নগরবাসিদের নিয়ে জ্যোছনা যাপন করতেন। ব্যাতিক্রমী এই উৎসবের নাম জ্যোছনা যাপন অনুষ্ঠান।

চেয়ারম্যানঃ ভেরি গুড। ঠিক বলেছো। হাসন রাজা জ্যোছনা খুব পছন্দ করতেন তো, তাই তিনি এই উৎসব প্রচলন করেছেন।

এই একটি প্রশ্নে স্যার খুব সন্তুষ্ট হয়েছেন। এর পর তিনি আর প্রশ্ন করেন নি। তিনি এরপর আমাকে ১ম এক্সটার্নাল স্যারের হাতে সোপর্দ করেন।

এক্সটার্নাল -১ঃ আপনি তো প্রথম চয়েস প্রশাসন দিয়েছেন।কেন দিয়েছেন? অনেকেই তো অনেক কথা বলে। তুমি সেক্ষেত্রে কি বলবে?

আমিঃ (প্রশ্ন করার আগেই স্যার যেহেতু একটা আভাস দিয়েছেন তাই যা প্রস্তুতি নিয়েছি তা না বলে সম্পূর্ণ ভিন্ন কিছু বলা শুরু করলাম)

স্যার, আমার জন্ম এবং বেড়ে উঠা হাওরের পাড়ে। সেই হাওর পাড় থেকে এই পিএসসি ভবন পর্যন্ত আসতে আসতে আমায় বহু problem face করতে হয়েছে। সেই সমস্যাগুলো সমাধান করতে হলে আমার এমন একটি সার্ভিসে আসা উচিৎ যেখান থেকে চাকুরিজীবনের প্রতিটি স্তরে স্তরে বিভিন্ন সেক্টরে অবদান রাখতে পারি। আর বিসিএস প্রশাসন যেহেতু এই সুযোগটা আমায় দিচ্ছে তাই সে সুযোগ আমি নিতে চাই।

এক্সটার্নাল-১ঃ স্যার উত্তর নিলেন এবং বললেন তুমি বলেছো তুমি অনেক problem face করেছো

আমিঃ স্যার আমি problem না বলে এটাকে চ্যালেঞ্জ বলতে চাই।

এক্সটার্নাল -১ঃ আচ্ছা বলো, what is problem?

আমিঃ problem is something that creates an obstacle to achieve any Goal

এক্সটার্নাল -১ঃ What are the horizontal and vertical dimensions of problem?

আমিঃ sir, I think my knowledge is limited regarding those dimensions.

এক্সটার্নাল -১ঃ ওকে। তুমি তো মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছো। এটা প্রশাসনে কিভাবে কাজে লাগাবে?

আমিঃ৷ Sir. মার্কেটিং সবসময় জনগনকে নিয়ে কাজ করে। মার্কেটিং এর প্রতিটি কাজ জনগণ তথা ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। একইভাবে প্রশাসনের প্রতিটি কাজও জনগনকে কেন্দ্র করে করা হয়ে থাকে। এদিক থেকে এই দুটি বিষয়ের কোন পার্থক্য নেই।

এছাড়া ব্যাবসায় প্রশাসনের ছাত্র হিসেবে আমি প্রশাসন সম্পর্কে মোটামুটি ধারণা রাখি যা আমাকে প্রশাসনের কাজে সহায়তা করবে।

এক্সটার্নাল -১ঃ প্রশাসনের তো অনেক কাজ। বাজেট প্রস্তুত করাও প্রশাসনের কাজ। বলোতো বাংলাদেশের বাজেট কি ধরনের?

আমিঃ স্যার বাংলাদেশের বাজেট ঘাটতি বাজেট।

এক্সটার্নাল -১ঃ আমি আসলে জানতে চেয়েছিলাম বাজেট কত প্রকার?

আমিঃ স্যার বাজেট দুই প্রকার। রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট।

এক্সটার্নাল -১ঃ রাইট। রাজস্ব বাজেট কি? একটা উদাহরণ দিতে পারবে?

আমিঃ স্যার বাজেটের যে অংশ হতে সরকারি ব্যাবস্থাপনার ব্যায় নির্ধারিত হয় তাকে রাজস্ব বাজেট বলা হয়। যেমনঃ সরকারি রাজস্ব খাতের অন্তর্ভুক্ত কর্মচারীদের বেতন ভাতা রাজস্ব বাজেট হতে নির্ধারিত হয়।

এক্সটার্নাল -১ঃ এ বাজেটের অর্থসংস্থান কিভাবে হয়?

আমিঃ স্যার এন বি আর কর্তৃক আহরিত রাজস্ব হতে এ বাজেটের অর্থসংস্থান হয়।

এক্সটার্নাল -১ আরেকটা কি?

আমি- আরেকটা বাজেট হলো উন্নয়ন বাজেট। স্যার সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যায় নির্বাহ করা হয় উন্নয়ন বাজেট হতে।

এক্সটার্নাল -১ উন্নয়ন বাজেটের অর্থসংস্থান কিভাবে হয়?

আমি- বিভিন্ন সংস্থার ঋণ-অনুদান এবং বিনিয়োগ থেকে উন্নয়ন বাজেটের অর্থসংস্থান হয়।

এক্সটার্নাল -১ঃ বাজেটের খাত কয়টি?
আমিঃ আমার জানামতে বাজেটে আয়ের খাত ১৫ টি।

এক্সটার্নাল ১- কয়েকটি সেক্টরের নাম বলো।
আমিঃ স্যার বাজেট সম্পর্কে আমার আরো জানার আছে।

এক্সটার্নাল -১ ওকে। বাংলাদেশে এখন কোন পরিকল্পনা চলছে।
আমিঃ স্যার বাংলাদেশ এখন ভিশন ২০৪১ কে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

এক্সটার্নাল -০১- আমি আসলে অন্য কিছু জানতে চেয়েছিলাম।

আমিঃ স্যার, ২০২১-২০৪১ সালে আমরা বাংলাদেশ প্রেক্ষিতঃ পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছি।

এক্সটার্নাল -০১- এখন ঠিক আছে। ২০৪১ সাল শেষে আমরা কেমন দেশ হব?

আমিঃ স্যার, ২০৪১ সাল শেষে আমরা উন্নত দেশের মর্যাদা লাভ করব।

এক্সটার্নাল ১ঃ আমরা সম্প্রতি এল ডিসি থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছি। এটি কোন সংস্থার স্বীকৃতি?

আমিঃ স্যার জাতিসংঘের UNSOC আমাদের এই স্বীকৃতি দিচ্ছে।

এক্সটার্নাল - ১ জাতিসংঘের কয়টি ক্লাসিফিকেশন আছে?

আমিঃ স্যার জাতিসংঘের চারটি ক্লাসিফিকেশন আছে। স্বল্পোন্নত, নিন্ম মধ্য আয়ের দেশ, উচ্চ মধ্য আয়ের দেশ এবং উচ্চ আয়ের দেশ।

এক্সটার্নাল -০১ আরেকটি সংস্থা এরকম ক্লাসিফিকেশন করেছে? সংস্থাটি কি এবং কয়টি ক্লাসিফিকেশন আছে এতে?

আমিঃ সংস্থাটির নাম বিশ্বব্যাংক এবং খুব সম্ভবত ৩ ভাগে ভাগ করেছে।

এক্সটার্নাল -তিন ভাগে?

আমিঃ স্যার এ ব্যাপারে আমি নিশ্চিত নই।

এক্সটার্নাল -অকে , থ্যাংক ইউ।

স্যার এবার সেকেন্ড এক্সটার্নালের কাছে আমায় তুলে দিলেন

এক্সটার্নাল -২. তুমি বলেছিলে তুমি হাওর এলাকা থেকে এসেছো। এবার বলোতো হাওর এলাকার প্রধান সমস্যাগুলো কি?

আমিঃ স্যার, হাওর এলাকার সব থেকে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ সমস্যা। সুনামগঞ্জের বেশির ভাগ এলাকা পানিতে প্লাবিত থাকে। কয়েকটি উপজেলার যোগাযোগ মোটামুটি ভালো হলেও বেশিরভাগ এলাকা এখনো বিচ্ছিন্ন।

এক্সটার্নাল -০২ এই বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা তার সমাধান কি?

আমিঃ স্যার এক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় উদ্যোগ সমস্যাটির স্থায়ী সমাধান করতে পারে। তিনি হাওর অঞ্চলকে মূলধারার সড়কের সাথে যুক্ত করতে উড়াল সড়কে নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে হাওরবাসীর জীবনধারা বদলে যাবে।

এক্সটার্নাল -০২. আমরা উদ্যোগটি নিচ্ছি। কিন্তু এটি সময়সাপেক্ষ। বর্তমানে এই যোগাযোগ সমস্যার সাময়িক সমাধান কি?

আমিঃ স্যার দ্রুতগামী কিছু জলযান যেমন স্পিডবোট বা স্পিডি ওয়াটার বাস দেওয়া যেতে পারে। কিংবা কিছু ভালো মানের নৌকা সাপ্লাই করা গেলে সেটি এই সমস্যার সাময়িক সমাধান দিতে পারে।

এক্সটার্নাল ০২ আর কি সমস্যা আছে হাওরে?

আমিঃ শিক্ষা হাওরের আরেকটি বড় সমস্যা। অনেকেই প্রাথমিক শিক্ষা নিলেও মাধ্যমিক শিক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ে। এর মূল কারণ হচ্ছে যোগাযোগ ব্যাবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা।

এক্সটার্নাল -০২ হাওর অঞ্চলের সব থেকে বড় opportunity কি?
আমি- হাওরের সবথেকে বড় সম্ভাবনাময় খাত হচ্ছে হাওরভিক্তিক টুরিজম। অনেক টুরিস্ট হাওরে ঘুরতে যান। কিন্তু নিরাপত্তার অভাবে তারা সেখানে দ্বিতীয়বার যান না। যদি অল্প কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তবে আমি একথা বলতে পারি যে আগামী দিনে বাংলাদেশের টুরিজমের কেন্দ্রবিন্দু হবে হাওর।

এক্সটার্নাল - অকে। থ্যাংক ইউ।

এরপর চেয়ারম্যান স্যার সবার দিকে থাকালেন এবং বললেন ওকে তাইলে ছেড়ে দেই।

সালাম দিয়ে কাগজপত্র নিয়ে বের হয়ে এলাম।

পুরো ভাইভাতে তিনজন এক্সামিনার খুব মনযোগ দিয়ে শুনছিলেন।

SAWRAB DEBNATH
ASSISTANT COMMISSIONER OF TAX (RECOMMENDED)
40TH BCS

09/02/2019

Welcome!!
We crossed 10 thousands

13/01/2019

৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি
সাধারণ জ্ঞান

-রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৮ সালের ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেফতার হন
-যুক্তফ্রন্ট গঠিত হয়-১৯৫৩ সালে
-যুক্তফ্রন্টে দল ছিল-৪ টি
-বাংলাদেশ নামকরন করা হয়-১৯৬৯ সালের ৫ ডিসেম্বর
-২০১৯ সালের প্রোডাক্ট অব দ্যা ইয়ার হচ্ছে-কৃষিজাত পণ্য
-জাতিসংঘে ১৯৭১ সালের ডিসেম্বরে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় -যুক্তরাষ্ট্র। তাতে ভেটো দেয় রাশিয়া
-জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়-২৬ জুন, ১৯৪৫
-পোল্যান্ড স্বাক্ষর করে-১৯৪৫ সালের ১৫ অক্টোবর
-বঙ্গবন্ধু জুলিও কুরি পদক পান-১৯৭২ সালে
-বঙ্গবন্ধু সংবিধান রচনার দায়িত্ব দেন-গনপরিষদের সদস্যদের।
-মুক্তিযুদ্ধকালীন গঠিত অস্থায়ী সরকারের অন্য নাম- মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার

- কোন বিদেশী মিশনে প্রথম বাংলাদেশী পতাকা উড়ানো হয়- ভারতের কলকাতায় অবস্থিত পাকিস্তানি মিশনে। (কমিশনার ছিলেন এম হোসেন আলী)

By
সৌরভ দেবনাথ সাগর
MBA, SUST

12/12/2018

#কিছু_গুরুত্বপূর্ণ_বাংলা_সাহিত্যকর্ম

★ বিবাহ বিভ্রাট প্রহসনের রচয়িতা -- অমৃতলাল বসু।

★ আনোয়ারা' চলচ্চিত্রের পরিচালক -- জহির রায়হান।

★ আনোয়ারা ' উপন্যাসের লেখক -- নজিবর রহমান।

★ কয়েকটি মৃত্যু ', তৃষ্ণা' উপন্যাস দুইটির লেখক -- জহির রায়হান।

★ কলিকাতা কমলালয়' গ্রন্থের রচয়িতা -- ভবাণীচরন বন্দ্যোপাধ্যায়।

★ নিয়তি কি অবনতি' গ্রন্থের রচয়িতা -- মীর মশাররফ হোসেন।

★ একালে আমাদের কাল ' আত্মজীবনী মূলক গ্রন্থ -- বেগম সুফিয়া কামাল।

★ বেদান্ত গ্রন্থ ও বেদান্তসার গ্রন্থ দুইটির রচয়িতা -- রাজা রামমোহন রায়।

★ জীবনানন্দ দাসের কাব্যকে " চিত্ররূপময় " বলে আখ্যায়িত করেছেন -- রবীন্দ্রনাথ ঠাকুর।

★ মতিজনের মেয়েরা' গল্পগ্রন্থের লেখক -- সেলিনা হোসেন।

★ চাঁদের অমাবস্যা ' সৈয়দ ওয়ালীউল্লাহ্ এর -- অস্তিত্ববাদী উপন্যাস।

★ ক্রীতদাসের হাসি' শওকত ওসমান এর -- প্রতীকাশ্রয়ী উপন্যাস।

★মগ্নচৈতন্য শিস - উপন্যাসটির রচয়িতা -- সেলিনা হোসেন

★ প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা -- শহীদ জননী জাহানারা ইমাম।

★ প্রভাবতী সম্ভাষণ ' গ্রন্থটি -- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর

★ কাজীনজরুলের যা কিছু প্রথমঃ

প্রথম রচনা -- বাউন্ডেলের আত্মকাহিনী।
প্রথম গ্রন্থ -- ব্যাথার দান।
প্রথম কবিতা -- মুক্তি।
প্রথম কাব্যগ্রন্থ -- অগ্নিবীণা।
প্রথম উপন্যাস -- বাধনহারা।
প্রথম প্রবন্ধ -- তুর্কমহিলার ঘোমটা খোলা।
প্রথম নাটক -- ঝিলিমিলি।
প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ -- বিষের বাশি।

★রবীন্দ্রনাথ ঠাকুরের যা কিছু প্রথমঃ

প্রথম কাব্যগ্রন্থ -- বনফুল।
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের--কবি কাহিনী।
প্রথম কবিতা -- হিন্দুমেলার উপহার
প্রথম প্রকাশিত নাটক -- বাল্মীকি প্রতিভা।
প্রথম উপন্যাস -- বৌ ঠাকুরানির হাট
প্রথম ছোটগল্প -- ভিখারিনী

By
Songita

08/12/2018

#সাধারন_জ্ঞান

★ বেঙ্গল ছাগলের জীবন রহস্য উন্মোচন -- ১৩ নভেম্ভর।

★ ইন্দোনেশিয়ার বোয়িং -৭৩৭ ম্যক্স-৮ মডেলের বিমান - ১৮৯ জন যাত্রী সহ - জাভা সাগরে বিধ্বস্ত হয় -- ২৯ অক্টোবর ২০১৮

★ বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর -- ইস্তাম্বুল, তুরস্ক। উদ্বোধন হয় -- ২৯ অক্টোবর ২০১৮

★"A Broken Deam" কার আত্মজীবনী - - এস কে সিনহা

★কফি আনানের একমাত্র আত্মজীবনীর নাম -- A Life in War and Peace.

★ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি -- নাজমুল হাসান পাপন ( ১৭ নভেম্বর ২০১৮ থেকে)

★ বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা -- ২৬ টি।

★ মোট তফসিল ভুক্ত ব্যাংক -- ৫৯ টি।

★ ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ -- ১৯৪ টি ( ১৯৪ তম- ভানুয়াতু)

★ “You will see history made if the conspirators fail to come to their senses ” উক্তিটি করেন-- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

★ অভিষেক টেস্টে সর্বকনিষ্ট বোলার হিসেবে ৫ উইকেট নেওয়া বিশ্বরেকর্ড -- নাইম হাসান ( বাংলাদেশ)

★কার্জন হল কখন নির্মিত হয় -- ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি

★পাকিস্থান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় -- ২৩ সেপ্টেম্বর ১৯৭৪

★বাংলাদেশের কোথায় সাদা মাটি পাওয়া যায় -- নেত্রকোনা জেলার বিজয়পুরে।

★১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন লাভ করে - ২৩৬ টি

★নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত -- মেঘনা নদী

★ “বাংলাদেশ: পলিটিক্স, ইকোনোমি অ্যান্ড সিভিল সোসাইটি” বইটির লেখক
– ডেভিড লুই

★ সংবিধানে রাষ্ট্রধমর্ম সম্পর্কিত বিধান -- সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মও সমমর্যাদা পাবে।

★ সংবিধানের প্রাধান্য সম্পর্কিত অনুচ্ছেদ -- ৭ নং অনুচ্ছেদ।

★ অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা -- ১৭ নং অনুচ্ছেদে।

★ জবরদস্তি মূলক শ্রম নিষিদ্ধ -- ৩৪ নং অনুচ্ছেদে।

★ চলাফেরার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ -- ৩৬ নং অনুচ্ছেদ।

★সমাবেশ করার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ -- ৩৭ নং অনুচ্ছেদ।

★গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন বলা হয়েছে -- যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।

★‘ইনডেমনিটি’ -- Indemnity এর অর্থ হলো; শাস্তি এড়াবার আইনী ব্যবস্থ। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা ও একই বছর কারাগারে ৪ নেতার হত্যার বিচার এড়ানোর জন্য ১৯৭৫ সালে এই ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি হয়। এটি বাতিল হয় ১৯৯৬ সালের ১২ ই জুন।

★ লালবাগ কেল্লার নির্মাতা - শাহজাদা আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন এবং শায়েস্তা খান শেষ করেন।

★পূর্ব বাংলার নাম পরিবর্তন করে কত সালে পূর্ব-পাকিস্তান রাখা হয় -- ১৪অক্টোবর ১৯৫৫ সালে

★ বাংলা প্রাইমার সংগ্রহ'-গ্রন্থের সম্পাদক -- আশিস খাস্তগীর

★যুক্তরাজ্য মর্যাদপূর্ণ জামিল পুরস্কার লাভ করেছেন -- মেরিনা তাবাসসুম।

★এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয় -- উত্তর কোরিয়া

★সুমাত্রা ও ম্যানিলা -- উন্নত জাতের তামাক।

★ জাতীয় পরিবেশ নীতি ২০১৮ এ অন্তর্ভুক্ত খাত -- ২৪ টি

★ দেশের প্রধান অর্থনৈতিক বলয় -- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।

By
Songita

27/11/2018

We are now 9K in number 😍
Thanks Everyone
Stay With Us Plz

15/11/2018

#কম্পিউটার_তথ্য_প্রিপারেশন

১. ইন্সটাগ্রাম চালু -- ২০১০ সালে।

২. বাংলাদেশে প্রথম অফলাইন ইমেইল চালু -- ১৯৯৬ সালে।

৩. কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে -- ফায়ারওয়াল।

৪. pop3 -- ইমেইল রিসিভিং প্রটোকল।

৫. অপরাধী শনাক্তকরন, মৃতদেহ শনাক্তকরনে ব্যাবহৃত হয় -- বায়োমেট্রিক্স পদ্ধতি।

৬. বিশ্বগ্রাম ধারনার প্রবর্তক -- মার্শাল ম্যাকলুহান।

৭. সর্বপ্রথম 'রোবট' শব্দটি ব্যাবহার করেন -- চেকোশ্লোভাকিয়ান নাট্যকার -- কারেল চাপেক -- ১৯২০ সালে।

৮ রোবটিক্স শব্দটি সর্বপ্রথম ব্যাবহার করেন -- আইজ্যাক আশিমো -- ১৯৪১ সালে।

৯. টুইটার চালু হয়েছে -- ১৫ জুলাই ২০০৬ সালে।

১০. ফেইসবুক -- মার্ক জুকারবার্গ -- ২০০৪ সালে।

১১. ATM আবিষ্কার করে -- আইবিএম কোম্পানি।

১২. আইবিএম এর প্রতিষ্ঠাতা -- টমাস জন ওয়াটসন -- ১৯১১ সালে।

১৩. মাইক্রোসফট প্রতিষ্ঠিত -- ৪ এপ্রিল ১৯৭৫ সালে -- বিল গেটস ও পল এলেন।

১৪. মাইক্রোসফট এর সার্চ ইঞ্জিন -- Bing

১৫. গুগল প্রতিষ্ঠিত হয় -- ৪ সেপ্টেম্বর ১৯৯৮ -- লেরি পেইজ ও সের্গেই ব্রিন।

১৬. অবৈধ ভাবে যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় -- ক্র‍্যাকার।

১৭. Fax এর পূর্ণরুপ -- Faxcimile

১৮. উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা -- জুলিয়ান আসাঞ্জ।

১৯. Cookie -- ইন্টারনেট ইনফরমেশন ফাইল।

২০. Cc এর পূর্ণরুপ -- Carbon Copy // Bcc -- Blind Carbon Copy

২১. POP -- Post Office Protocol

২২. WWW এ Home page এর এড্রেসকে বলা হয় -- URL ( Uniform Resource Locator)

২৩. ইন্টারনেট এর সাথে সংযুক্ত প্রতিটা কম্পিউটারের ঠিকানা -- IP Address.

২৪. ইন্টারনেট সংযোগ এ সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল -- TCP/ IP

২৫. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক এর নাম -- আরপানেট।

#কিছু_কমন_প্রশ্ন

১) প্রথম কম্পিউটার প্রোগ্রামার -- আডা অগাস্টা।

২) প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার -- ENIAC

৩) বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন - বিল মোগরিজ।

৪) আধুনিক কম্পিউটারের জনক -- জন ভন নিউম্যান।

৫) কম্পিউটারের জনক -- চার্লস ব্যাবেজ।

৬) মিনি কম্পিউটারের জনক -- কেনেথ এইচ ওলসেন।

৭) বাংলাদেশে প্রথম কম্পিউটার -- ১৯৬৪ সালে -- IBM 1620 -- পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা।

৮) মাইক্রোপ্রসেসর এর যাত্রা শুরু -- ১৯৭১ সালে।

৯) বাণিজ্যিক ভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর -- ইনটেল 4004

১০) সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার -- সুপার কম্পিউটার।

১১) বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার -- সানওয়ে তাইহুলাইট-২ (চীন)

১২) প্রথম ল্যাপটপ -- ১৯৮১ সালে -- এপসন কম্পানি ।

১৩) F1 - F12 পর্যন্ত কিগুলাকে বলা হয় -- ফাংশন কি -- মোট ১২ টি।

১৪) GUI এর পূর্ণরুপ -- Graphical User Interface

১৫) RAM থাকে -- মাদারবোর্ডে।

১৬) মডেম -- ইনপুট এবং আউটপুট ডিভাইস।

১৭) মাউস আবিষ্কার করেন -- ডগলাস এঞ্জেলবার্ট -- ১৯৬৩ সালে।

১৮) MICR এর পূর্নরুপ -- Magnetic Ink Character Reader -- ব্যাংকের চেকের নম্বর ও লেখা পড়ে

১৯) কম্পিউটারে তথ্য প্রদর্শন এর ক্ষুদ্রতম একক -- পিক্সেল (পিকচার ইলিমেন্ট এর সংক্ষিপ্ত রুপ)

২০) প্রিন্টার এর রেজুলেশনের পরিমাপের একক -- DPI ( Dot Per Inch)

09/11/2018

#সাধারন_জ্ঞান_প্রিপারেশন

১. ২০১৮ সালে অস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র - The Shape of Water

২. ট্রাম্প-পুতিন বৈঠক - হেলসিংকি, ফিনল্যান্ডে - ১৬ জুলাই ২০১৮

৩. সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন?--- লুসি হল্ট

৪. ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায়-- ৬ মার্চ ২০১৮।

৫. বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে
উর্ত্তীণ হয় - ১৬ মার্চ ২০১৮।

৬. সুখি দেশের তালিকায় বাংলাদেশ - ১১৫ তম,১ম - ফিনল্যান্ড

৭. বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কততম--৬২ তম।

৮. সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম --নেপাল।

৯. ইউনেস্কো ঘোষিত মোট বিশ্ব ঐতিহ্যের সংখ্যা -- ১০৯২

১০. ২০১৮ সালে যে ক্ষেত্রে নোবেল ঘোষণা হয় নি -- সাহিত্য।

১১. ফার্স্টবয়দের দেশ ' বইটি লিখেছেন -- অমর্ত্য সেন।

১২. ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন হবে - ২০২০ সালে, মালয়েশিয়া।

১৩. গ্রিন বুক' বইটির লেখক - কর্ণেল গাদ্দাফি।

১৪. থাম লুয়াং গুহা - থাইল্যান্ড এ। যেখানে একটি ফুটবল দল আটকা পরে।

১৫. জাপান কোরিয়া দখল করে -- ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ - ১৯০৫ সালে।

১৬. ইরানে ইসলামী বিপ্লব - ১৯৭৯ সালে।

১৭. আফিম যুদ্ধ - চীন এবং যুক্তরাজ্যের মধ্যে।

১৮. ইদলিব, / খান শেখুইন, / দামেক্স,/ হোমস,/ আলেপ্পা এবং রাকা / গৌতা ও ডুমা অবস্থিত -- সিরিয়ায়।

১৯. ন্যাটো প্রতিষ্ঠিত হয় - ৪ এপ্রিল ১৯৪৯। সদস্য - ২৯ টি, সর্বশেষ - মন্টিনিগ্রো।

২০. শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ -- সোমালিয়া সবচেয়ে কম -- নিউজিল্যান্ড।

২১.2022 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে --বেজিং, চীন।

২২. SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
--এলন মাস্ক।

২৫. গ্রিনপিসের সদর দপ্তর -- আমস্টারডাম, নেদারল্যান্ডস।

২৬. প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন -- ১৮৪৩ সালে, লন্ডনে।

২৭. আধুনিক অলিম্পিকের জনক -- ব্যারন পিয়েরে দ্য কুবার্তা।

২৮. The Lowland গ্রন্থের লেখক - ঝুম্পা লাহিড়ী।

২৯. পাঙন উপজাতি বাস করে -- মৌলভীবাজার।

৩০. ECNEC এর বিকল্প চেয়ারম্যান -- অর্থমন্ত্রী।

৩১. OPEC এর সর্বশেষ সদস্য -- কঙ্গো প্রজাতন্ত্র, ২২ জুন ২০১৮।

৩২. লাউস এর মুদ্রার নাম -- কিপ।

৩৩. অপারেশন জ্যাকপট এর নির্মাতা - গিয়াসুদ্দিন সেলিম।

৩৪. জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল -- চীন

৩৫. বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর -- ময়নামতি।

৩৬. বাংলাদেশের Smart Card তৈরি হয়--ফ্রান্স।

৩৭. কাঁকন বিবি কে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়--উঃ১৯৯৬। তিনি -- খাঁসিয়া সম্প্রদায়ের। মারা যান -- ২১ মার্চ ২০১৮ মারা যান।

৩৮. গ্লাসনস্ত নীতি - মানে খোলামেলা, প্রবর্তক -- মিখাইল গর্ভাচেব-- ১৯৮৭ সালে।

৩৯. ডমিনো তত্ত্ব -- দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য। এই তত্ত্বের মূলকথা ছিল -- একটি রাষ্ট্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে তার পাশের রাষ্ট্রেও সমাজতন্ত্র প্রতিষ্টা পাবে।

৪০. ইয়াল্টা কনফারেন্স -- ১৯৪৫ সালে, রাশিয়ায়। মূল লক্ষ্য -- যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠন এবং জাতিসংঘ প্রতিষ্ঠা

By
Songita

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
নন স্টেট এক্টরস কারা?
Bank vocabulary যেভাবে কাভার করা যেতে পারে।
বিসিএস এবং ব্যাংক জবে এক্সামে অনুবাদ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অনুবাদের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আমাদের বিবেচনায় ...
জব সলিউশন কিভাবে দ্রুত পড়বেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। Hopefully it will help you
ইংরেজি বলার ভীতি প্রায় সবার রয়েছে। ইংলিশ স্পিকিং স্কিল বাড়াতে কিছু বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।
বিসিএস ভাইভায় Introduce yourself
বিসিএস প্রিলিমিনারির আন্তর্জাতিক প্রস্তুতি পর্ব
A roadmap to BCS JOURNEY

Location

Category

Telephone

Website

Address


Sylhet
Other Education in Sylhet (show all)
Dr. Toufique Rahman Chowdhury Dr. Toufique Rahman Chowdhury
Metropolitan University
Sylhet, 3100

Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent educationist.He is the Founder of IBIT and Metropolitan University, Bangladesh and a Founder Director of Mercantile Bank Limited

SGPHS 2001 Batch SGPHS 2001 Batch
Kalighat
Sylhet

The Sylhet Government Pilot High School (সিলেট সরকারি পাইলট উচ?

SUST Robotics, Aeronautics & Interfacing R.G. SUST Robotics, Aeronautics & Interfacing R.G.
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114

This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal University of Science & Technology(www.sust.edu),Bangladesh

SUST BICS SUST BICS
Akhalia
Sylhet, 345

All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.

Learning Point Learning Point
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130

Computer & Language institute

Smart Study Smart Study
Chhatiain
Sylhet, 3333

This is the best educational page in social media.

Home tutor Sylhet Home tutor Sylhet
Sylhet, 3100

sylhet

SSB Academy SSB Academy
Sylhet
Sylhet, 3128

৫ম থেকে ১০ শ্রেণির একাডেমিক কোচিং এর ন

Learning English With Minhaj Learning English With Minhaj
Sylhet
Sylhet

I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon

Learn With MR. Sheikh Learn With MR. Sheikh
Shahi Eidgah
Sylhet, 3100

A place where you can learn freelancing <3

Learn Quran Online  BD Learn Quran Online BD
Sylhet

Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count

Decker Cruise Decker Cruise
Zindabazar
Sylhet

This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with personal care at your home as a tutor. Inbox anytime. Thank You