SIU Debating Club-SIUDC

We will help to develops your skills and knowledge that will help the debater become an elite person

Operating as usual

16/12/2023

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবসে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকলকে বিজয় দিবসের শুভেচছা ❤️

15/12/2023

শুভজন্মদিন ঐশী,সদস্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। জন্মদিনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

12/12/2023

শুভজন্মদিন রাকিব
সদস্য, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।

Photos from SIU Debating Club-SIUDC's post 02/12/2023

৪ ঠা নভেম্বর ২০২৩ ইংরেজি বাংলাদেশ সংবিধান দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। আজ উক্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় যে দুটি দল ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় তারা হল :টিম ফেলকন ও টিম ঊষার আলো। আজ তাদের যুক্তি তর্কের মাধ্যমে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস মুখরিত হয়।উক্ত ফাইনালে চ্যাম্পিয়ন দল হলো টিম ফেলকন, উক্ত টিম সদস্য হলেন মাহমুদূর রাহমান, মাহিম চৌধুরী ও লোকমান মিয়া এবং রানারআপ টিম ঊষার আলো, উক্ত টিম সদস্য হলেন, তামান্না মুক্তা, কলি বেগম, শাহ ঐশী জালাল এবং শাহিবুর রাহমান ।এছাড়াও উক্ত প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে প্রধান বিচারক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি Emon Chowdhury ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক Muktadir Ali।
উক্ত প্রতিযোগিতায় যে দুটি দল ফাইনাল রাউন্ড উত্তীর্ণ হয়েছে তাদেরকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন।

27/11/2023

বাংলাদেশ সরকারের আইসিটি মিনিস্ট্রি স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ডিগ্রী অর্জন করায় রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাবেক সভাপতি ড. তারেকুল ইসলাম মারুফ'কে অভিনন্দন।

আমরা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব আপনাকে নিয়ে গর্বিত। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

15/11/2023

এমডিএস ফ্রেশার রিসেপশন- ২০২৩ সফল হোক।

মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত নতুন সদস্যদের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:
কে আর চৌধুরী ইমন,
সভাপতি,
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।

13/11/2023

একটি শোক সংবাদ....
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান শ্রদ্ধেয় Humayun Kabir স্যারের মমতাময়ী মা আজ ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইল্লাহি রাজিউন।
আমরা ক্লাবের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন স্যারের আম্মাকে জান্নাতুল ফেরদৌসের দান করেন (আমিন) এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Photos from SIU Debating Club-SIUDC's post 03/11/2023

সিলেট ডিবেট ফেডারেশন(এসডিএফ) কর্তৃক আয়োজিত 'বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ ইংরেজি ' উক্ত প্রতিযোগিতায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের টিম অংশগ্রহন করে।টিম সদস্যরা হলেন, মাহমুদুর রহমান, মাহিম চৌধুরী,লোকমান মিয়া ও আমীর হামজা।

Photos from SIU Debating Club-SIUDC's post 01/11/2023

৪ঠা নভেম্বর ২০২৩ ইংরেজি 'বাংলাদেশ সংবিধান দিবস' উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা।উক্ত প্রতিযোগিতায় নির্ধারিত চারটি টিম অংশ গ্রহন করে। তাদের বিতর্কের মাধ্যমে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস উৎসব মুখর পরিবেশ ছিল।উক্ত প্রতিযোগিতার আজকে প্রথম রাউন্ডের কার্যক্রম শেষ হয় এবং চারটি টিমের মধ্যে ২টি টিম ফাইনাল রাউন্ডে উত্তীর্ন হয়।টিম দুইটি হচ্ছে,
১.টিম ফেলকন
২.টিম ঊষার আলো
উক্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট কে. আর চৌধুরী ইমন ও বিচারক হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক মোক্তাদির আলী। এছাড়াও উক্ত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কার্য নিবাহী কমিটির সদস্য সহ অন্যান্য সকল সদস্যরা।

25/10/2023

শুভ জন্মদিন সাজেদা রিয়া (যুগ্ম-সাধারণ সম্পাদক সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব) জন্মদিনের শুভেচ্ছা ও ভবিষ্যতের জন্য রইলো শুভকামনা।

20/10/2023

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদের জানাই শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে
~কে.আর চৌধুরী ইমন
সভাপতি,
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।

~মোক্তাদির আলী
সাধারণ সম্পাদক,
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।

Photos from SIU Debating Club-SIUDC's post 19/10/2023

লিডিং ইউনিভার্সিটিতে Bakemans's 3rd International Language League "Divisional Round Debate" প্রতিযোগিতায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের দুইটি টিম সফল ভাবে অংশগ্রহণ করে। টিমের সকল সদস্যদের অভিনন্দন।

Photos from SIU Debating Club-SIUDC's post 30/09/2023

বিডিএফ ৯ম জাতীয় বিতর্ক উৎসব এর শেষে প্লাবন গাঙ্গুলীকে সভাপতি এবং জিহাদ আল মেহেদী কে সাধারন সম্পাদক করে বাংলাদেশ ডিবেট ফেডারেশন এর ১১তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সিলেট ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব এর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।

সেই সাথে নিরন্তর শুভকামনা সদ্যবিদায়ী সভাপতি আব্দুল্লাহ মহম্মদ শুকরানা এবং সাধারণ সম্পাদক মুরাদ রনিসহ বিগত কার্যকরী পরিষদের প্রতি।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা 17/12/2022

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে বারোয়....

16/12/2022

যুক্তি হলো প্রজ্ঞার শুরু, শেষ নয়.......
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে,
#বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা-২০২২"
অনুষ্ঠানসূচি:- ১৭ই ডিসেম্বর সকাল ৯ ঘটিকা।

14/12/2022

মহান বিজয় দিবস উপলক্ষে,
বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২২ ইং

#বিষয়ঃ- যদি আরো একটু সময় পেতাম.......

সময়ঃ-১৭ ডিসেম্বর সকাল ৯:০০টায়।
ভেন্যুঃ-১০২ নং কক্ষ।
আয়োজনেঃ-সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব।

Photos from SIU Debating Club-SIUDC's post 19/09/2022

আজ বিশ্ববিদ্যালয়ের ১০২ নং কক্ষে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার এবং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল জয় লাভ করে, এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আইন বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ লোকমান মিয়া।

বঙ্গবন্ধুর স্মরণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা 22/08/2022

বঙ্গবন্ধুর স্মরণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মরণে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘বা.....

Photos from SIU Debating Club-SIUDC's post 20/08/2022

আলহামদুলিল্লাহ!
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে "বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২২" সফলতার সাথে সম্পন্ন হয়েছে। উক্ত বিতর্ক প্রতিযোগিতার সকল বিজয়ীকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং যারা বিজয়ী হতে পারেন নি আপনাদের আগামীর জন্য শুভকামনা রইলো।

15/08/2022

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় চেয়ারপার্সন জনাব রাজীব আহমেদ স্যারের সাথে ডিবেটিং ক্লাবের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সাক্ষাৎ করেন ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Photos from SIU Debating Club-SIUDC's post 09/08/2022

একশনএইউ-প্রথম আলো বন্ধুসভা জাতীয়
বিতর্ক উৎসব-২০১৯ এর প্রথম রাউন্ডে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে বিজয়ী হয়েছিল, এবং সেমিফাইনালে পরাজিত হয়ে সিলেট বিভাগের মধ্যে ৩য় স্থান অর্জন করে।

দলের নামঃ-"এস.আই.ইউ অনির্বাণ"।

সদস্যঃ-
★সুমন আহমেদ
★কে.আর.চৌধুরী ইমন
★জান্নাতুল ফেরদৌস মীম

Photos from SIU Debating Club-SIUDC's post 06/08/2022

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২২ (Debate For Ifty) এর কোয়ার্টার ফাইনাল রাউন্ডের বিতর্ক শেষে "এস.আই.ইউ.অনির্বাণ"।

Photos from SIU Debating Club-SIUDC's post 05/08/2022

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিভাগীয়
বিতর্ক প্রতিযোগিতা-২০২২ (Debate For Ifty) এর
দ্বিতীয় রাউন্ডে 'সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়'কে পরাজিত
করে "এস.আই.ইউ.অনির্বাণ" এখন কোয়ার্টার ফাইনালে।

দ্বিতীয় রাউন্ডে সেরা বিতার্কিক কে.আর.চৌধুরী ইমন

Photos from SIU Debating Club-SIUDC's post 05/08/2022

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২(Debate for Ifty) এর ১ম রাউন্ডে বিজয়ী হয়ে ২য় রাউন্ডে "এস.আই.ইউ অনির্বাণ"।

27/07/2022

Finally, we can declare this with pride that Bangladesh is now the Champion of the World Cup of Debating.
Congratulations to BRAC A consisting of Sourodip Paul and Sajid Asbat Khandaker for winning the Belgrade World Universities Debating Championship 2022.

We, SIU Debating Club wholeheartedly congratulating you for this historical achievement. It's a proud moment for the nation. We are really proud to share this moment with you.

03/07/2022

📣𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐅𝐚𝐢𝐫, 𝐒𝐩𝐫𝐢𝐧𝐠-𝟮𝟬𝟮𝟮📣
𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐃𝐞𝐚𝐝𝐥𝐢𝐧𝐞: 𝟔𝐭𝐡 𝐉𝐮𝐥𝐲, 𝟐𝟎𝟐𝟐

⭐𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞 𝐨𝐟𝐟𝐞𝐫:
𝟏𝟓% 𝐖𝐚𝐢𝐯𝐞𝐫 𝐨𝐧 𝐭𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐟𝐞𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐟𝐢𝐫𝐬𝐭 𝟐𝟓 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬

𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐎𝐟𝐟𝐞𝐫𝐬:
📢 𝟏𝟎𝟎% 𝐖𝐚𝐢𝐯𝐞𝐫 𝐨𝐧 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞
📢 𝐔𝐩𝐭𝐨 𝟓𝟎% 𝐖𝐚𝐢𝐯𝐞𝐫 𝐨𝐧 𝐓𝐮𝐢𝐭𝐢𝐨𝐧 𝐅𝐞𝐞 (𝐁𝐚𝐬𝐞𝐝 𝐨𝐧 𝐆𝐏𝐀)

17/04/2022

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব(এস.আই.ইউ.ডি.সি) কতৃক আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর চ্যাম্পিয়ন সিলেট সরকারি মহিলা কলেজ।

Photos from SIU Debating Club-SIUDC's post 12/04/2022

৯ এপ্রিল ২০২২ ইং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (এস.আই.ইউ.ডি.সি) কতৃক আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠিত হয় হোটেল হলি ইনে,উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা এবং আইন অনুষদের সম্মানিত ডীন মাহমুদুল হাসান খান স্যার,ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ক্লাবের উপদেষ্টা প্রণব কান্তি দেব স্যার এবং ডিবেটিং ক্লাবের সভাপতি সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক কে আর চৌধুরী ইমন সহ ক্লাবের অন্যান্য সদস্য'রা।

08/04/2022

আগামীকাল ৯ এপ্রিল...
ডিবেটিং ক্লাবের সকল সদস্যদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, উক্ত ইফতার পার্টিতে ডিবেটিং ক্লাবের সকল সদস্য রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে সবার উপস্থিতি নিশ্চিত করবেন।

★প্রত্যেকের জন্য নির্ধারিত
রেজিস্ট্রেশন ফি=২০০/- টাকা।

★বিকাশ পার্সোনালঃ ০১৭৫২০৪৯৯৭৬
রেজিস্ট্রেশন ফি পাঠিয়ে অর্থ-সম্পাদকের ইনবক্সে নিজের নাম,সেমিস্টার এবং ফোন নাম্বারের শেষের ৪ ডিজিট পাঠাবেন। অথবা বিকাশের রেফারেন্সে লিখে দিবেন।

Photos from SIU Debating Club-SIUDC's post 05/04/2022

"আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২" এ রানার আপ হয়েছে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

Photos from SIU Debating Club-SIUDC's post 03/04/2022

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার স্যার এবং বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব রাজিব আহমেদ স্যার, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য শামীম আহমেদ স্যার, সাহিদা ইয়াসমিন চৌধুরী ম্যাম এবং অত্র ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ স্যারের কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেছে "আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২" এর প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর টিম (দূর্বার) এবং টিম (উন্মীলন)।

Photos from SIU Debating Club-SIUDC's post 31/03/2022

আলহামদুলিল্লাহ সবকিছু প্রস্তুত
রাত পোহালে শুরু "আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২"।

Photos from SIU Debating Club-SIUDC's post 27/03/2022

"আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২" এর আমন্ত্রণপত্র ২৭ মার্চ সিলেট বিভাগের স্বনামধন্য কলেজ গুলোতে পৌঁছে দিয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের:

সুমন আহমেদ(সভাপতি)
কে আর চৌধুরী ইমন(সাধারণ সম্পাদক)
রাকিব উদ্দিন রাসেল(যুগ্ম সাধারণ সম্পাদক)
শাহিনুর ইসলাম সম্রাট(যুগ্ম সাধারণ সম্পাদক)

২৭ মার্চ সিলেট শহরের যে কলেজ
গুলোতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে :
★ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,সিলেট
★মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ,সিলেট
★মুরারি চাঁদ কলেজ,সিলেট(এম.সি কলেজ)
★সিলেট সরকারি মহিলা কলেজ,সিলেট
★মদন মোহন কলেজ,সিলেট
★সিলেট সেন্ট্রাল কলেজ,সিলেট
★সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,সিলেট
★সেন্ট্রাল ডেন্টাল কলেজ,সিলেট
★শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসা,সিলেট
★সিলেট উইনার স্কুল এন্ড কলেজ,সিলেট
★সিলেট আইডিয়াল কলেজ,সিলেট
★সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ,সিলেট।

Photos from SIU Debating Club-SIUDC's post 26/03/2022

"আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-2022"
সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের শ্রদ্ধেয় উপদেষ্টাবৃন্দ, মডারেটর মহোদয় এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ।

24/03/2022

"আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২২" এর আমন্ত্রণপত্র সিলেট বিভাগের স্বনামধন্য কলেজ গুলোতে পৌঁছে দিচ্ছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের:

সুমন আহমেদ (সভাপতি)
কে আর চৌধুরী ইমন (সাধারণ সম্পাদক)
জান্নাতুল ফেরদৌস মীম (যুগ্ম সাধারণ সম্পাদক)

আজ সিলেট শহরের যে কলেজ
গুলোতে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে :
★ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ,সিলেট
★ স্কলার্সহোম গার্লস স্কুল এন্ড কলেজ,সিলেট
★ শাহজালাল সিটি কলেজ,উপশহর,সিলেট
★ ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ,সিলেট
★ আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ,সিলেট
★ ইউনিভার্স্যাল কলেজ,সিলেট।

23/03/2022

আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২২
আয়োজনে: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব(এস.আই.ইউ.ডি.সি)

স্থান:হল রুম,সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিতর্ক সম্পর্কিত কিছু তথ্য-
............................................
১. উক্ত বিতর্ক প্রতিযোগিতা সংসদীয় পদ্ধতিতে হবে।
২. সংসদীয় পদ্ধতির যাবতীয় আইন মানা হবে।
৩. টিম রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৩০ মার্চ ২০২২ ইং বিকাল ৪টা পর্যন্ত।
৪. টিম রেজিস্ট্রেশন ফি ৩০০/=(তিনশত টাকা মাত্র)
৫. প্রতি টিমে ০৩ জন করে রেজিস্ট্রেশন করতে হবে।
৬. রেজিষ্ট্রেশন ফি বিকাশ নাম্বার ০১৭১৬৮৮৬৬৭৭ এ আগামী ৩০ মার্চের ভিতরে পেমেন্ট করতে হবে।
৭. রেজিস্ট্রেশন ফি ছাড়া এন্ট্রি গ্রহণযোগ্য হবে না।

যোগাযোগ:
সুমন আহমেদ
☎️০১৭৯২১৭৪২২৭
সভাপতি,সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব(এস.আই.ইউ.ডি.সি)

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Shamimabad, Bagbari
Sylhet
3100
Other Education in Sylhet (show all)
Dr. Toufique Rahman Chowdhury Dr. Toufique Rahman Chowdhury
Metropolitan University
Sylhet, 3100

Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent e

SGPHS 2001 Batch SGPHS 2001 Batch
Kalighat
Sylhet

The Sylhet Government Pilot High School (সিলেট সরকারি পাইলট উচ?

SUST Robotics, Aeronautics & Interfacing R.G. SUST Robotics, Aeronautics & Interfacing R.G.
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114

This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal Unive

Learning Point Learning Point
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130

Computer & Language institute

SSB Academy SSB Academy
Sylhet
Sylhet, 3128

৫ম থেকে ১০ শ্রেণির একাডেমিক কোচিং এর ন

Learning English With Minhaj Learning English With Minhaj
Sylhet
Sylhet

I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon

Learn With MR. Sheikh Learn With MR. Sheikh
Shahi Eidgah
Sylhet, 3100

A place where you can learn freelancing <3

Learn Quran Online  BD Learn Quran Online BD
Sylhet

Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count

Decker Cruise Decker Cruise
Zindabazar
Sylhet

This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with

Abul Kasim Abul Kasim
Sylhet

হযরত আয়শা সিদ্দিকা রাঃ ফুলবাড়ী রুপশাইল মহিলা মাদ্রাসা হযরত আয়শা সিদ্দিকা রাঃ ফুলবাড়ী রুপশাইল মহিলা মাদ্রাসা
Sylhet, 3100

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

Assignment Help UK Assignment Help UK
Sylhet
Sylhet

This Page is made for OIETC & Duolingo assistance