The Aided High School Sylhet, Bangladesh

The Aided High School Sylhet, Bangladesh

Share

This is fan page for The Aided High School, Sylhet student.

Operating as usual

05/03/2022
01/08/2020

Sylheti
A nation
A language
An Identity
We must not forget

Listen a poet on our own language.

দি এইডেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তীকে সংবর্ধনা 05/07/2019

দি এইডেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তীকে সংবর্ধনাঃ

দি এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের (১৯৯৬ এসএসসি ব্যাচ) উদ্যোগে সাবেক প্রধান শিক্ষক শ্রী বিরাজ মাধব চক্রবর্তী ‘মানস বাবু’ স্যার এর জন্য এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ জুন) রাত ৮টায় এ সংবর্ধনার দেওয়া হয়।

সভার আহবায়ক ডা. এনামুল হক (প্রভাষক, কমিউনিটি মেডিসিন বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ) এর তত্ত্বাবধানে সভায় ‘মানস বাবু’ স্যারের সহধর্মিণী শ্রীমতী সন্ধ্যা চক্রবর্তী, ছেলে এডভোকেট বিপ্লব চক্রবর্তী ও বিশ্বপ্রিয় চক্রবর্তী (শিক্ষক, কম্পিউটার সায়েন্স বিভাগ, শাবিপ্রবি) এবং ১৯৯৬ এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র এবং তাদের সহধর্মিণী ও সন্তানরা উপস্থিত ছিলেন।

প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন ডা. এনামুল হক, স্বপন মাহমুদ, ফয়সল করিম মুন্না, রাজীব দাস, তাহের আলী পীর, ডা. শাহীন আহমদ, ইঞ্জিনিয়ার মৃত্যুঞ্জয় চক্রবর্তী দুলাল।

এছাড়া ‘মানস বাবু’ স্যারের পরিবারের সদস্যরাও স্মৃতিচারণ করেন।

‘মানস বাবু’ স্যার নিজের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁর প্রাক্তন সহকর্মী, পরিবারের সদস্য এবং ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপস্থিত প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, ''একটি সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ তথা বিশ্ব গড়তে সুশৃঙ্খল ও সৎ শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই।''

অত্যন্ত আন্তরিক ও ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রুবি বেগম (প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, শাহপরান সরকারি কলেজ, সিলেট)।

সভার শেষ ভাগে প্রাক্তন ছাত্র আহমুদুর রশীদ চৌধুরী (প্রিন্সিপাল অফিসার, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড) ১৯৯৬ এসএসসি ব্যাচের পক্ষ থেকে বিরাজ মাধব চক্রবর্তী ‘মানস বাবু’ স্যার এর জীবনীগ্রন্থ প্রকাশের ঘোষণা দেন এবং স্কুল প্রাঙ্গণে স্যারের নামে একটি স্ট্যান্ড নির্মাণের আহবান জানান।

পরিশেষে নৈশভোজ এবং ছবি তোলার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

দি এইডেড হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিরাজ মাধব চক্রবর্তীকে সংবর্ধনা দি এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের (১৯৯৬ এসএসসি ব্যাচ) উদ্যোগে সাবেক প্রধান শিক্ষক শ্রী বিরাজ মাধব চক্রবর্তী...

21/08/2018

সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার অনেক অনেক শুভেচ্ছা।
ত্যাগের প্রকৃত মহিমা উপলব্ধি করুক সবাই।

23/06/2018

"চলো, ফিরে যাই শৈশবে" এই আবেগঘণ শ্লোগান নিয়ে নর্থ-আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো দি এইডেড হাই স্কুল, সিলেট এর প্রাক্তন ছাত্রদের নর্থ আমেরিকান রিইউনিয়ন-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে গেইটস অফ কলাম্বাস ব্যানকোয়েট হল, ডেট্রয়েট, মিশিগানে আগামী ৩০.০৬.২০১৮ তারিখ শনিবার। অনুষ্ঠানটিকে সামনে রেখে পুরো নর্থ-আমেরিকার প্রাক্তন এইডেডিয়ানগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে!

এইডেডিয়ানস৯৩ এর উদ্যোগে আয়োজিত এই উৎসব অনুষ্ঠানটি সকল ব্যাচের জন্য উন্মুক্ত। মূলত: ইউএসএ এবং কানাডা প্রবাসী এইডেডিয়ানগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি হবার কথা থাকলেও সুদূর ইউকে থেকেও এইডেডিয়ানগণ অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করছেন এবং অনুষ্ঠানটি বৃহত্তররূপ গ্রহণ করে অনেকটা ট্রান্স-আটলান্টিক রিইউনিয়নে পরিণত হতে যাচ্ছে!

রেজিস্ট্রেশন কার্যক্রম প্রায় শেষ হবার পথে। এখনো যাঁরা রেজিস্ট্রেশন করেননি তাঁরা চলতি জুন মাসের ২৫ তারিখের মধ্যে নিজনিজ রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিতে পারবেন।

প্রতি একজনের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ ইউএসডি। স্বামী-স্ত্রী দু'জনের জন্য ৭৫ ইউএসডি। ১২ বছরের কম বয়েসী সন্তানদের জন্য ফ্রী।

যোগাযোগের জন্য কন্টাক্ট নাম্বারসমূহ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি সংযুক্ত ফ্লায়ারে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে!

আয়োজক কর্তৃপক্ষ নর্থ-আমেরিকাতে বসবাসরত সকল এইডেডিয়ানের প্রতি উৎসব অনুষ্ঠানটিতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ করেছেনঃ Arif Shahed Shahriar্
(https://www.facebook.com/Arifshahedshahriar)

19/05/2018

আমাদের সবার প্রিয় দি এইডেড হাই স্কুল এর প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন পেশায় কর্মরত আছেন। অনেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত। কেউ দেশে আবার কেউবা দেশের বাইরে। চলুন না নিজেরা নিজেরা একটু পরিচিত হয়ে নেই? আমরা কে কোথায় আছি তা কমেন্টের মাধ্যমে জানিয়ে নিজেদের মধ্যে পরিচিত হওয়ার সূচনা করি? সবার সম্মতি থাকলে এ ব্যাপারে একটি ডাটাবেজ তৈরি করার কথাও ভাবা যেতে পারে।

12/05/2018

N.American ReUnion-2018

14/04/2018

শুভ নববর্ষ ১৪২৫ বাংলা।
সবাইকে নতুন বৎসরের শুভেচ্ছা। দিনটি সবার কাটুক উৎসব আর আনন্দে। নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ। তবে শুধু নতুন বর্ষ উদযাপনে কিংবা শুধুমাত্র বৈশাখ মাসে নয়, আমাদের বাংলা সনের তারিখ ব্যবহার করা হোক প্রতিদিন, সবখানে।
শুভেচ্ছা আবারো সবাইকে।

05/04/2018

আজ আমাদের দি এইডেড হাইস্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সাময়িকী "আলোর ধারা" এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

31/03/2018

চলুন একটু স্মৃতি হাতরে আসি। বলুন তো, আপনার অধ্যয়নকালীন সময়ে কোন স্যারের ক্লাস করতে সবচেয়ে ভালো লাগতো আপনার? কোন স্যারের কথা মনে হলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে এখনো?

28/03/2018

সবার কাছেই স্কুলে অধ্যয়নকালীন সময়টুকুন খুবই মূল্যবান। জীবনের মধুর সময়টুকু আমরা অতিবাহিত করি এই স্কুল জীবনেই। আমাদের কতশত স্মৃতি রয়েছে এই প্রিয় স্কুলটিকে ঘিরে, তাইনা? তেমন কোন মজার স্মৃতি কি মনে পড়ছে কারো এই মুহূর্তে?

25/03/2018

Is any one here who willingly take over this page from me
if you interested please contract me on massage
thank you

04/06/2016

Inah Lilllahi oainnah ilaihi raziun
The greatest boxer
Mohammed Ali passed away few hours ago
In USA
May Allah grant him in Jannah
Amin

Our School 28/04/2014
03/03/2012

I need more picture about our school recently

12/11/2011

Khub jana taner ja abar shay sritita fira jata but parbo na jani tai to ekta bar school ka dekar khub echaa kora

06/03/2011

Koto sriti joranu ay schoola. I miss my school

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Location

Telephone

Address


Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00
Other Community Colleges in Sylhet (show all)
Department of Chemistry, SUST Department of Chemistry, SUST
B Building, SUST
Sylhet, 3403

Official page of Department of Chemistry, SUST

Department of English, Sylhet International University Department of English, Sylhet International University
Shamimabad, Bagbari
Sylhet, 3100

Department of English of SIU is the pioneer in establishing both the graduate and post graduate prog

Sylhet Commerce College Sylhet Commerce College
Bangladesh. Sylhet
Sylhet, 3100

Leading University Business Club Leading University Business Club
Leading University
Sylhet

Business Community in Sylhet, Bangladesh

Financial Training College-FTC Financial Training College-FTC
Gallaria Shopping Complex (7th Floor) Zindabazar
Sylhet, 3100

FTC is one of the best tuition provider and quality educational service institute in Sylhet.

Sylhet Polytechnic Institute Sylhet Polytechnic Institute
Technical Road
Sylhet, 3100

Diploma in Engineering (TVET) Institute.

MC College,Sylhet-এম.সি.কলেজ,সিলেট MC College,Sylhet-এম.সি.কলেজ,সিলেট
Tilaghor
Sylhet, 3100

মুরারিচাঁদ কলেজ (সংক্ষেপে: এমসি কলেজ) ?

Electronics and Communication Engineering Electronics and Communication Engineering
Sylhet, 3100

The mission of the Department of ECE is to produce high-quality graduates and researchers.

Dept. of Chemistry, M C College, Sylhet Dept. of Chemistry, M C College, Sylhet
Tilagarh, Tamabil Road
Sylhet, 3100

Kushiara Degree College Kushiara Degree College
Village: Alampur, Post Office: Deputy Bazar, Upazila: Golapgonj, District: Sylhet.
Sylhet, 3162

শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের পেইজের সঙ্গে থাকুন।

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, পাঠানটুলা, সিলেট
Pathantula
Sylhet

জাতীয় পর্যায়ে দু-বার নির্বাচিত শিক্ষ?