04/07/2024
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন জানুয়ারিতে
২০২৫ সালের জানুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনের অনুমতি দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১.৩০ ঘটিকায় বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় সম্মতি জ্ঞাপন করেন । এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ।
সাক্ষাতকালে / বৈঠকে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও গবেষণার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এছাড়া প্রতিনিধি দলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
15/10/2023
Congratulations
Professor Dr Samsul Alam Sir
Dept of Chemistry, sust
24/09/2023
https://www.facebook.com/100071567358648/posts/352850970443812/?mibextid=Nif5oz
দুই ব্যক্তিই কিছু বিষয়কে ছোট পরিসর থেকে বড় পরিসরে নিয়ে গেছেন। যেমন ধরুন, শুরুটা হয়েছে নারীর চাকরি করা দিয়ে। গণতান্ত্রিক দেশে কোনো নারী চাকরি করবেন কি করবেন না...
21/09/2023
https://bangla.thedailystar.net/news/bangladesh/news-516586
‘উপাচার্য পদে থাকার অধিকার হারিয়েছেন ফরিদ উদ্দিন আহমেদ’
‘সবচেয়ে দুঃখের বিষয় হলো বেশিরভাগ জায়গায় এখন এরাই লিড করছে। বড় বড় গুরুত্বপূর্ণ পদে এরাই রয়েছে। সেটা আমাদের জন্য খ.....
14/09/2023
Masters in IT (MIT) প্রোগ্রামে ৬ষ্ঠ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি (সান্ধ্যকালীন)
আবেদনের শেষ তারিখ- নভেম্বর ২৯, ২০২৩ খ্রিঃ
04/09/2023
📍নেপাল ভ্রমণ 🇳🇵
নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত হিন্দিতে কথা বলে।
বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।১)by air
২)land border
By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।
A traveler can apply using the website :
https://nepaliport.immigration.gov.np/onlinevisa-mission/application
এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।
required
1)Digital photo
3)Passport scan copy
3)Round Ticket
Collected
Online Visa Application
03/09/2023
আজ ৩ সেপ্টেম্বর , ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী সিন্ধান্ত মোতাবেক পলিটিক্যাল স্টাডিস বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইসরাত জাহান( রেজি- ২০২১২৩৫০৪০) এবং একই শিক্ষাবর্ষের জহিরুল ইসলামকে র্যাগিং সংক্রান্ত অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। উক্ত ঘটনা অধিকতর তদন্তের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। কমিটি নিম্নরুপ-
১. প্রফেসর ড. লায়লা আশরাফুন- আহবায়ক
২. সহযোগী অধ্যাপক ড. সৈয়দ ওমর ফারুক- সদস্য
৩. সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব - সদস্য
উক্ত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদান করবে।
উক্ত তথ্য কতৃপক্ষের নির্দেশক্রমে জনস্বার্থে প্রকাশ করা হলো।
10/08/2023
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবসে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি
08/08/2023
অভিনন্দন
অধ্যাপক ড. আসিফ ইকবাল স্যার কুমিল্লার কৃতি সন্তান
নবনিযুক্ত প্রশাসক
মেডিকেল সেন্টার, শাবিপ্রবি, সিলেট
07/08/2023
শাবিপ্রবি থেকে ৪১তম বিসিএসে ক্যাডার হলেন যারা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৪১তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের ৪৯ জন শিক্ষার্থী।বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসি) ওয়েবসাইটে ৪১তম বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজনরা।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে বিসিএস ফরেন ক্যাডারে নিয়োগ পেয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান,
পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহিব রুমেল, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের আবু সায়েদ।
প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ অমিয়, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর সজীব, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রভাকর রায়, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের নওরোজ কোরেশী দীপ্ত, মোহাইমিনুল মামুন, সমাজকর্ম বিভাগের কাওসার আহমেদ, অর্থনীতি বিভাগের রাহুল ঘোষ, রসায়ন বিভাগের শরীফ শুভ, ব্যবসায় প্রশাসন বিভাগের নওশীন জাহান।শুল্ক ও আবগারী ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রিতম রায় প্রিন্স, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের রাফিন রিফাত, অর্থনীতি বিভাগের নিঝুম তালুকদার।
ফ্যামিলি প্লানিং ক্যাডারে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের চিন্ময় চক্রবর্তী, আরিফুল ইসলাম।জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌমিক আহমেদ। তিনি এ ক্যাডারে প্রথম হয়েছেন।
এছাড়াও একই বিভাগের শিক্ষার্থী মাহদী হাসান মামুনও একই ক্যাডারে নিয়োগ পেয়েছেন।
গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম শরীফুল ইসলাম, দিহান মজুমদার, মোশাররফ হোসাইন, আবু দায়ান আবদুল্লাহ।
সড়ক ও জনপথ ক্যাডারে নিয়োগ পেয়েছেন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী স্বর্ণা, বন ক্যাডারে ফরেস্ট্রি এন্ড এনভায়ররনমেন্ট সায়েন্স বিভাগের শিক্ষার্থী সুনিম সোহানা।
শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিমা আক্তার, রাসেল আহমেদ, মুক্তা দে, আতিকুর রহমান,
ইংরেজি বিভাগের রাজন কান্তি দাস, সাহেল আহমদ, জুয়েল কাইরি,
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদিব হাসান রিশাত, জিল্লুর রহমান দিদার, স্বপন আহমেদ, সায়মা সাহেদ, শিল্পী দাস, মো. মইন উদ্দিন,
শিক্ষা ক্যাডার (হিসাববিজ্ঞান) ব্যবসায় প্রশাসন বিভাগের আল-আমীন ভূইয়া, সুবীর রায়, ফরহাদ ফ্লোরেন্স, আরিফ আহমেদ, সৌরভ অর্নব (রাষ্ট্রবিজ্ঞান), আশরাফুল ইসলাম মুকুল (সমাজকর্ম), আল আমিন জয়, মেহেদী হাসান তুহিন (রসায়ন), মাহমুদুল হাসান জুবায়ের (সমাজবিজ্ঞান) তথ্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিনা তানি। এছাড়াও অনেকে রয়েছেন বলে ধারাণা করা হচ্ছে।
03/08/2023
সর্বশেষ তথ্য অনুযায়ী ৪১ তম বিসিএস এ শাবিপ্রবি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন যারা -
প্রশাসন ক্যাডার
১.তানভীর সজীব - নৃবিজ্ঞান
২.প্রভাকর রায় - ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি
৩.নওরোজ কোরেশী দীপ্ত - পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং
৪.মুহিব রুমেল- ইংরেজি
৫.অনিরুদ্ধ অমিয়-পাবলিক এডমিনিস্ট্রেশন
৬.কাওসার - সমাজকর্ম
৭.রাহুল ঘোষ- ইকোনমিকস
৮.মোহাইমিনুল মামুন - পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং
ফরেন ক্যাডার
১.জাহিদ হাসান -বিএমবি
ট্যাক্স ক্যাডার
১.প্রিতম রয় প্রিন্স - আইপিই
২.রাফিন রিফাত - এফইএস
৩.নিঝুম তালুকদার- ইকোনোমিকস
পুলিশ ক্যাডার
১.মিজান রহমান- সিভিল
২.মুহিব রুমেল- ইংরেজি
৩.আবু সায়েদ- বিএমবি
জনস্বাস্থ্য প্রকৌশল
১.সৌমিক আহমেদ -সিভিল (মেধাক্রমে প্রথম)
২.মাহদী হাসান মামুন - সিভিল
গণপূর্ত
১. এস এম শরীফুল ইসলাম- সিভিল
২. দিহান মজুমদার - সিভিল
৩. মোশাররফ হোসাইন - সিভিল
৪.আবু দায়ান আবদুল্লাহ - সিভিল
সওজ
১. স্বর্ণা - সিভিল
বন ক্যাডার
১.সুনিম সোহানা- এফইএস
শিক্ষা ক্যাডার (বাংলা)
১.ফাহিমা
২.রাসেল আহমেদ
৩.মুক্তা দে
৪.আতিকুর রহমান
শিক্ষা ক্যাডার (ইংরেজি)
১.রাজন কান্তি দাস
২.সোহেল আহমদ
৩.জুয়েল কাইরি
শিক্ষা ক্যাডার (অর্থনীতি)
১.আদিব হাসান রিশাত
২.জিল্লুর রহমান দিদার
৩.স্বপন আহমেদ
৪.সায়মা সাহেদ
৫.শিল্পী দাস
শিক্ষা ক্যাডার (অন্যান্য)
১. আল-আমীন ভূঁইয়া (বিবিএ)
২. সৌরভ অর্নব ( পিএস এস)
৩.সুবীর রায় (বিবিএ)
৪.ফরহাদ ফ্লোরেন্স (বিবিএ)
তথ্য
১ তানজিনা তানি -ইংরেজি
সবাইকে অভিনন্দন।। ❤️❤️❤️🌹🌹🌹
03/08/2023
আজ ৩ আগস্ট, ২০২৩ তারিখ নির্মাণাধীন বিশ্ববিদ্যালয় গেট পরিদর্শন করেন মাননীয় প্রো - ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।
29/07/2023
https://www.sylhetview24.news/news/355534
আইন লঙ্ঘন করে রাজনৈতিক কর্মসূচিতে শাবি শিক্ষকের যোগদানের অভিযোগ
চাকরির আইন লঙ্ঘন করে রাজনৈতিক সংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি .....
14/07/2023
https://www.jagonews24.com/m/campus/news/869019
শাহজালাল বিশ্ববিদ্যালয় / শোকাবহ আগস্টে সিন্ডিকেট নির্বাচন না করতে চিঠি
শোকাবহ মাস আগস্টে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন না করার অনুরোধ জা.....