Chromosome to DNA
Biochemistry And Molecular Biology
Nearby schools & colleges
Kumargaon
3114
Shahjalal University of Science and Technology Kumargaon
Shahjalal University of Science and Technology Kumargaon
Shahjalal University of Science and Technology
সিলেট
3114
Sylhet/Sust
For Educational purpose.
Operating as usual

Fully Funded Scholarships 2023/2024 For International Students (Master’s/PhD)
1. Oxford Pershing Square Scholarship
Closing: Jan 2023
https://lnkd.in/gijaMgqt
2. World Bank Scholarships Program
Closing: Jan 2023
https://lnkd.in/gwgEiawf
3. Danish Government Scholarship
Closing: Jan 2023
https://lnkd.in/ghyRUVeX
4. Swedish Institute for Global Professionals
Closing: Jan 2023
https://lnkd.in/gZ85NzXM
5. Eiffel Scholarship Program Of Excellence
Closing: Jan 2023
https://lnkd.in/g3fUVRyy
6. President’s Scholarship 2019-20 at The Imperial College London
Closing: Jan/Mar/May 2023
https://lnkd.in/gQguKeAq
7. Chalmers IPOET Scholarships
Closing: Jan 2023
https://lnkd.in/gFeHFbqP
8. Orange Tulip Scholarship
Closing: Feb 2023
https://lnkd.in/g7cUJAJj
9. Rotary Peace Fellowship
Closing: Feb 2023
https://lnkd.in/g_7BYKdg
10. Lund University Global Scholarship
Closing: Feb 2023
https://lnkd.in/gnJ2xAnv
11. Uppsala University IPK Scholarship & Uppsala University President’s Club Scholarship
Closing: Feb 2023
https://lnkd.in/g4KyNJdm
12. Manaaki New Zealand Scholarship
Closing: Mar 2023
https://lnkd.in/gD7EArh7
13. Erasmus Mundus Joint Masters scholarships
Closing: Mar 2023
https://lnkd.in/gK3KFe2n
14. Commonwealth Shared Scholarship
Closing: Mar 2023
https://lnkd.in/gdpxFtnc
15. Australia Awards Scholarships
Closing: Mar 2023
https://lnkd.in/gZHa4Q6Z
16. Government of Romania Scholarship
Closing: Mar 2023
https://lnkd.in/g-ebTZsj
17. Fulbright Vietnamese Student Scholarship Program
Closing: Apr 2023
https://lnkd.in/gJsfcDKf
18. British Council scholarships for women in STEM
Closing: Apr 2023
https://lnkd.in/g6_wNKkd
19. Harvard University MBA Scholarship
Closing: May 2023
https://lnkd.in/gHxCdswj
20. MEXT Scholarships
Closing: May 2023
https://lnkd.in/g89s7AjB
21. GREAT Scholarships
Closing: May 2023
https://lnkd.in/gsbZD_F5
22. Scholarships of the Government of the Slovak Republic
Closing: May 2023
https://lnkd.in/gbXzwAH4
23. The Ignacy Lukasiewicz Scholarship Programme – Poland
Closing: May 2023
https://lnkd.in/gaYyUbR3
24. Italian Government Scholarship
Closing: Jun 2023
https://lnkd.in/gR434_yx
25. Helmut-Schmidt-Programme PPGG
Closing: Jul 2023
https://lnkd.in/gn-nUuaE
26. Orange Knowledge Programme
Closing: Aug 2023
https://lnkd.in/gDZAhP7E
27. Hubert H. Humphrey Fellowship Program
Closing: Aug 2023*
https://lnkd.in/gEqDgJ45
28. DAAD Scholarship
Closing: Sep 2023
https://lnkd.in/gjNec6BU
29. Cambridge University Scholarships
Closing: Oct 2023
https://lnkd.in/gSQA98N9
30. Gates Cambridge Scholarship
Closing: Oct 2023
https://lnkd.in/gCB6nsJp
31. Graduate Research Scholarships
Closing: Oct 2023
https://lnkd.in/gS_-d4xM
32. Government of Ireland Postgraduate Scholarships
Closing: Oct 2023
https://lnkd.in/g6KM_Xjs
33. Chevening Scholarship
Closing: Nov 2023
https://lnkd.in/gHpybbQ9
34. Swiss Government Excellence Scholarships
Closing: Nov 2023
https://lnkd.in/gJBWQdKS
35. Canada Graduate Scholarships
Closing: Dec 2023
https://lnkd.in/gSWR2M29
©Ummi Hasanah Zaidah
NSERC Canada Graduate Scholarships Masters program NSERC Students and Fellows Postgraduate Programs Canada Graduate Scholarships Masters program
How a synapse work ?

What is Sickle Cell Anemia and How Does the Disease Affect the Body? MEDICAL ANIMATION TRANSCRIPT: Sickle cell anemia is an inherited blood disease that affects your red blood cells. It’s one of the most common and usually mos...

Email us your CV by October 27, 2022

How to PCR work

আমি যেইভাবে ২০+ আমেরিকান ইউনিভার্সিটিতে ফ্রিতে এপ্লাই করি:
আমেরিকান ইউনিভার্সিটিতে এপ্লাই করার ক্ষেত্রে আমাদের মত সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বড় বাঁধা এপ্লিকেশন ফি কেননা এখানে প্রতিটি ইউনিভার্সিটিতে এপ্লাই করতে প্রায় ৬০-৭০ ডলার (বেশি-কম ও আছে) খরচ করতে হয়। তবে একটু কৌশলী হলেই এই ফি ছাড়াই এপ্লাই করা সম্ভব।
১। কিছু কিছু ইউনিভার্সিটি Graduate Open House আয়োজন করে। এটি মূলত একদিন/কয়েকদিন ব্যাপী একটি ওয়েবিনার।
(ক) ওখানে তারা একটি ফি ওয়েভার কোড দেয়।
(খ) কোন কোন ইউনিভার্সিটি কোড না দিয়ে ওয়েবিনার চলাকালীন ফরম পূরণ করতে বলে এবং সেই তথ্য কাজে লাগিয়ে ফি ওয়েভ করে।
(গ) কোন কোন ইউনিভার্সিটি আবার ওয়েবিনারের রিসোর্সের ওপর ভিত্তি করে কোয়েশ্চেনার দেয় এবং সেটি সম্পন্ন করলে ফি ওয়েভ করে।
(ঘ) যারা এই তিনটির কোনটিই করে না এবং শুধু তথ্য জানানোর জন্য Open House আয়োজন করে, অনেক ক্ষেত্রে ওয়েবিনার চলাকালীন তাদের কাছে ফি ওয়েভ করতে বললে তারা সেইটি করে দেয়।
এই Open House গুলো সাধারণত সেপ্টেমবর থেকে শুরু করে বিভিন্ন সময়ে হয়ে থাকে। এগুলোর তথ্য পাওয়া যায় লিংকডইন, ইউনিভার্সিটি ওয়েবসাইট, ফেসবুক, Yocket অ্যাপে।
২। সব ইউনিভার্সিটি ওপেন হাউস অর্গানাইজ করবে এমন না। সেই ক্ষেত্রে তাদেরকে নিজের সিচুয়েশন জানিয়ে ফি ওয়েভার চেয়ে ইমেইল করা যেতে পারে। এক্ষেত্রে আমি কেন ফি ওয়েভার চাই সেইটি জানাতে হবে। আমার ক্ষেত্রে আমি এবং আমার পরিবার কিভাবে কোভিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার হায়ার স্টাডির ওপর সেইটার প্রভাব জানিয়ে ফি ওয়েভার চেয়ে ইমেইল করেছিলাম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হায়ার স্টাডির ওপর পোস্ট কোভিড এফেক্ট এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব জানিয়ে ইমেইল করা যেতে পারে। ইমেইল করার ক্ষেত্রে নিজেকে অর্থনৈতিকভাবে অসচ্ছল ও মেধাবি হিসেবে উপস্থাপন।করতে ভুলবেন না। এই ইমেইল পাঠাতে পারেন:
(ক) গ্র্যাডুয়েট অ্যাডমিশন এর ইমেইল অ্যাড্রেসে
(খ) গ্র্যাডুয়েট অ্যাডমিশন চেয়ারের ইমেইল অ্যাড্রেসে
(গ) গ্র্যাডুয়েট অ্যাডমিশন চেয়ারের এসিস্টেন্টের ইমেইল অ্যাড্রেসে
(ঘ) ডিপার্টমেন্টাল চেয়ারের ইমেইল অ্যাড্রেসে
(ঙ) ডিপার্টমেন্টাল চেয়ারের সহকারীর ইমেইল অ্যাড্রেসে
(চ) ডিপার্টমেন্টের গ্র্যাডুয়েট কোঅর্ডিনেটরকে
ইমেইলের রিপ্লাইয়ে সাধারণত তারা ফি ওয়েভ করবে বা বলে দিবে কোন প্রসেস ফলো করলে ফি ওয়েভার পাওয়া যাবে বা বলে দিবে যে ফি ওয়েভার দেওয়া তাদের পক্ষে সম্ভব না।
বি.দ্র.: ১ বা ২ যেভাবেই ফি ওয়েভার নিতে চান না কেন প্রসেসটি আগে শুরু করাই ভালো কারণ অনেক ইউনিভার্সিটিতে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীর ফি ওয়েইভ করা হয় অর্থাৎ সেক্ষেত্রে এটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে করা হয়।
--->আমি যেইভাবে MS এর ক্ষেত্রে ফাণ্ডিং এর জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করি এবং ফাণ্ডিং পাই:
আমরা সবাই জানি ফাণ্ডিং সাধারণত TA/RA এই দুভাবে হয়ে থাকে। তবে আমার আণ্ডারগ্র্যাড মেজর সিএস হওয়াতে, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ব্রাউজ করে এবং আমার নেটওয়ার্কের মাধ্যমে আমি জেনেছি যে সিএস এর ক্ষেত্রে MS এর স্টুডেন্টদের শুরুতেই প্রফেসররা RA হিসেবে রিক্রুট করেন না। এসব তথ্যের অনেকটাই ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাওয়া যায়। তবুও RA এর জন্য আরবকটি অপশন থাকে। সেইটি হচ্ছে এমন ইউনিভার্সিটি সিলেক্ট করা যেইখানে পিএইচডি ডিগ্রি দেওয়া হয় না। তবে সাধারণত এসব ইউনিভার্সিটিতে এক্সট্রা ঝামেলা হচ্ছে তারা WES এর মত ক্রেডেনশিয়াল ইভেলুয়েশন চায়।
এখন আসি TA প্রসঙ্গে। প্রথমেই জানতে হবে কোন ইউনিভার্সিটি MS স্টুডেন্টদের শুরুতেই TA দিয়ে থাকে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্লেখ না থাকলে বিষয়টি জানতে চেয়ে আমাদেরকে ইমেইল করতে হবে:
(ক) ডিপার্টমেন্টের গ্র্যাডুয়েট কোঅর্ডিনেটরকে
(খ) ডিপার্টমেন্টাল চেয়ারের ইমেইল অ্যাড্রেসে
(গ) ডিপার্টমেন্টাল চেয়ারের সহকারীর ইমেইল অ্যাড্রেসে
(ঘ) ডিপার্টমেন্টের এসিস্টেন্ট বা এমন কারো ইমেইল অ্যাড্রেসে
রিপ্লাইয়ে উনারা জানিয়ে দেবেন যে নতুন ভর্তিকৃত এমএস শিক্ষার্থীদের তারা TA এর জন্য কনসিডার করেন কিনা। তাদেরকে জিজ্ঞেস করলে তারা আবেদনের উপায় ও জানিয়ে দেবেন। অনেক ইউনিভার্সিটিতে এডমিশনের আবেদনেটি TA এর আবেদন হিসেবে বিবেচিত হয়। আবার অনেক ইউনিভার্সিটিতে TA এর জন্য আলাদা আবেদনপত্র (নির্দিষ্ট ফরম পূরণ, সাপোর্টিং ডকুমেন্ট সহ কভার লেটার লেখা ইত্যাদি) জমা দিতে হয়। কোথাও এটি দিতে হয় একটি নির্দিষ্ট তারিখের আগে আবার কোথাও দিতে হয় চান্স পেলে। কোথাও কোথাও TA এর জন্য ডিপার্টমেন্টাল চেয়ার/ গ্র্যাডুয়েট কোঅর্ডিনেটর ইন্টারভিউ নিয়ে থাকেন। আমার ক্ষেত্রে তারা আমাকে আমার আণ্ডারগ্র্যাডের বিভিন্ন থিওরি কোর্স, ল্যাব কোর্সের ব্যাসিক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং আমি কোন কোন কোর্সে TA হিসেবে কাজ করতে পারব সেইটি জানতে চেয়েছিলেন।
বি.দ্র.: TA হিসেবে কনসিডারড হতে চাইলে অন্যান্য বিষয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের স্পিকিং সেকশনের স্কোর। আমার স্পিকিং স্কোর ৭.৫ হওয়ার কারনে স্পিকিংয়ে ৮ চাওয়া ইউনিভার্সিটি TA এর জন্য আমি আবেদন করতে পারিনি। তবে ৭/৭.৫ এবং ইকুইভ্যালেন্ট TOEFL স্কোর দিয়েও অনেক ইউনিভার্সিটিতে TA এর জন্য এপ্লাই করা যায়।
লিখেছেন/পোস্ট ক্রেডিটঃ
Tonmay Shikder

Basics of Literature Review | 5 Simple Steps
https://youtu.be/9w5cqeUVpZ0
How to Write a Review Article | Step by Step Guide
https://youtu.be/b72N-Qu7A90
Problem Statement
https://youtu.be/98vOS9yihRA
How to add or update articles in Google Scholar ?
https://youtu.be/fTlsRufXbDw
How to Write a Strong Thesis Statement
https://youtu.be/3y4tsQwHOUY
How to identify a research gap ?
https://youtu.be/gyimuqAdYyo
Five Simple Rules to Avoid Plagiarism https://youtu.be/iBm_kj8jNZM
Differences of Useful terms used in Research Methodology
https://youtu.be/fcnKStMNvuQ
Difference between Research Methods and Research Methodology https://youtu.be/RSUfNkJFWeU
Differences between Theoretical Framework and Conceptual Framework
https://youtu.be/qXeWfhc-X0I
Differences between Review Paper vs Research Paper
https://youtu.be/t5TTqfixL2A
Data Collection Websites
https://youtu.be/fN7RXVg4Q9Q
Interpretation of Regression Analysis
https://youtu.be/E-Gd8WNa1N8
Regression Analysis with Scientific Calculator
https://youtu.be/NHYLthpxQnw
How to install Add-ins
https://youtu.be/yku_A6f4I78
How to select Research Topic
https://youtu.be/1QuZ0Dp9i3g
How to cite and download articles from google scholar
https://youtu.be/fwnjg7jkvwI
Literature Databases
https://youtu.be/2WV0K8AaDqo
Basics of MS Excel
https://youtu.be/pbHbnHD_EyM
Research Methods For Business: A Skill Building Approach By UMA SEKARAN
https://youtu.be/lW-tYvM7Kbk
Best Books of Research for beginners
https://youtu.be/OeACYQwcgvU
Best Academic Paper Writing Books
https://youtu.be/c3aB7rI2mv8
How to Convert Word to PDF | Without Software or Internet
https://youtu.be/_ITupCafSyk
How to Convert PDF to word | Without Software or Internet
https://youtu.be/5BzZGghbFJw
Guidelines for Writing a Thesis or Dissertation
https://youtu.be/JIumBcr21yU
How to write the introduction?
https://youtu.be/S-koanSBMOY
MCQs on Research Methodology
Important for all Competitive Examinations
https://youtu.be/xKh3SLWweWs
Research Proposal Presentation Speech
https://youtu.be/RO_V_UQ9NPE
Article Writing Pros and Cons
https://youtu.be/HUYybGlHGEU
History of Gold Prices in Pakistan
https://y2u.be/F3-jAfeO5Hc
Basics of Literature Review | 5 Simple Steps This video contains the complete outline of how to write a literature review for any kind of thesis or dissertation. https://youtu.be/9w5cqeUVpZ0

1.Different hybridization conditions allow less than perfect DNA matching.
2.The use of nucleic acid hybridization to determine the region of a cloned DNA fragment that is present in an mRNA molecule.
3.Detection of specific RNA or DNA molecules by gel-transfer hybridization.
4.The insertion of a DNA fragment into a bacterial plasmid with the enzyme DNA ligase
5.Purification and amplification of a specific DNA sequence by DNA cloning in a bacterium.
6.The making of a yeast artificial chromosome (YAC).
7.Construction of a human genomic DNA library.
8.The synthesis of cDNA.
9.The differences between cDNA clones and genomic DNA clones derived from the same region of DNA.
10.Amplification of DNA using the PCR technique.
11.Use of PCR to obtain a genomic or cDNA clone.
12.How PCR is used in forensic science.

Methods for labeling DNA molecules in vitro

Drug Discovery/Basic Research/Drug Design
🔹Computer-Aided Drug Design
🔹Computational Chemistry
🔹QM, MM, Force Field, Basis Set
🔹Ins & Outs of Small Molecules
🔹Basics of Machine Learning (ML) for Small Molecules
🔹Uses of ML for Chemical Identifier & Fingerprints
🔹Small Molecules Drawing/Optimization
🔹Introduction to DNA, RNA & Protein
🔹Literature Study Guidelines for Searching Target
🔹Ins & Outs, Rational Ways for Target Selection
🔹Studies of Binding/Active Sites/Gatekeeper Residues
🔹Artificial Intelligence (AI) in Drug Design
🔹Uses of AI in Drug Design
🔹Molecular Docking in Modern Drug Discovery
🔹Rigid/Site Specific/Flexible Docking/Virtual Screening
🔹Superimposition/Protein-Ligand Interaction Analysis
🔹Molecular Dynamics (MD) Simulation
🔹Basics of Programming Language in MD
🔹TCL Programming Language, Scripting, Coding
🔹MD Running, Result Interpretations
🔹Data Analysis & Graphs Preparation
🔹Pharmacokinetic Profiling/ADME/Toxicity,
🔹Drug Likeness, Drug Side Effects Prediction
🔹Study Design & ‘A to Z’ of Manuscript Preparation
🔹Suitable Journal Selection/Predatory Journals
🔹Cover Letter, Manuscript Submission & Processes
🔹Reviewer Handling & Rebuttal Letter
🔹And Many More


RESTRICTION FRAGMENT LENGTH POLYMORPHISM
মানব বা অন্যান্য প্রাণীর জিনোমিক ডিএনএ অনুসরণ করার জন্য মার্কার হিসাবে ব্যবহার করার জন্য RFLP গুলি খুব দরকারী। এটা কি, যদিও? তাই মূলত, আপনি যদি ডিএনএ-র sequence অনুসরণ করেন, নির্দিষ্ট সাইটগুলি, চার থেকে আটটি নিউক্লিক অ্যাসিডের একটি সিরিজ, একটি restriction site পরিণত হয় যেখানে ব্যাকটেরিয়া থেকে একটি এনজাইম প্রকৃতপক্ষে সেই ডিএনএকে আবদ্ধ এবং বিচ্ছিন্ন করতে পারে। তাহলে কেন যে দরকারী? ঠিক আছে, আমরা এই সত্যের সুবিধা নিতে পারি আসলেই লোকেদের মধ্যে পার্থক্য খুঁজতে যদি তাদের সেই restriction এনজাইম সাইট থাকে বা না থাকে। সুতরাং দুই ব্যক্তির মধ্যে একটি একক base পার্থক্য সেই restriction সাইটের উপস্থিতি বা অনুপস্থিতির ফলাফল হতে পারে। তাহলে, আপনি যদি সেই স্থানটিকে ঘিরে থাকা DNA-এর টুকরোটিকে দুই জনের কাছ থেকে বিচ্ছিন্ন করেন, তাদের একজনের কাছ থেকে এটি এনজাইম দ্বারা কাটা হবে এবং অন্যটি তা হবে না। এবং এর ফলে একটি পলিমরফিজম বা সেই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য দেখা দেয়। আমরা সাধারণত এগুলি দেখি, বা আমরা ডিএনএকে বিচ্ছিন্ন করে, ব্যাকটেরিয়া restriction এনজাইম দিয়ে এটিকে কেটে এবং ইলেক্ট্রোফোরসিস ব্যবহার করে with gel run এইগুলি পর্যবেক্ষণ করি। একজন ব্যক্তির মধ্যে, এনজাইম সাইট ব্যতীত আপনি একটি ব্যান্ড দেখতে পাবেন, এবং যে ব্যক্তির এনজাইম সাইটটি রয়েছে, আপনি দুটি ব্যান্ড দেখতে পাবেন, দুটি ক্লিভড পণ্যের প্রতিনিধিত্ব করে। সুতরাং নিউক্লিক অ্যাসিড সিকোয়েন্স এবং restriction এনজাইম বাইন্ডিং সাইটগুলির এই পার্থক্যগুলির মানে হল যে এই দুটি ব্যক্তির মধ্যে difference in the sequence রয়েছে। সেই সিকোয়েন্সের পার্থক্যের মানে এই নয় যে এর সাথে কোন রোগ আছে। এটি একটি পলিমারফিজম যা আমরা ডিএনএর উত্তরাধিকার অনুসরণ করতে ব্যবহার করতে পারি।


What are dominant and recessive alleles?
Different versions of a gene are called alleles. Alleles are described as either dominant or recessive depending on their associated traits.
Since human cells carry two copies of each chromosome? they have two versions of each gene?. These different versions of a gene are called alleles?.
Alleles can be either dominant? or recessive?.
Dominant alleles show their effect even if the individual only has one copy of the allele (also known as being heterozygous?). For example, the allele for brown eyes is dominant, therefore you only need one copy of the 'brown eye' allele to have brown eyes (although, with two copies you will still have brown eyes).
If both alleles are dominant, it is called codominance?. The resulting characteristic is due to both alleles being expressed equally. An example of this is the blood group AB which is the result of codominance of the A and B dominant alleles.
Recessive alleles only show their effect if the individual has two copies of the allele (also known as being homozygous?). For example, the allele for blue eyes is recessive, therefore to have blue eyes you need to have two copies of the 'blue eye' allele.
ইতিহাসে প্রথম ক্যান্সারের প্রতিষেধক সফল, ট্রায়ালে সব রোগীর শরীর থেকে ক্যানসার উধাও।
বর্তমানে ক্যানসারের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত থাকলেও এই রোগ থেকে পুরোপুরি নিষ্কৃতি পাওয়ার নজির খুবই বিরল। বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে ক্যানসার থেকে নিরাময় পাওয়ার ওষুধ আবিষ্কারের চেষ্টা করছেন বহু বছর ধরেই। তবে মানব ইতিহাসে এই প্রথম এমন একটি ওষুধের সফল পরীক্ষামূলক প্রয়োগের তথ্য সামনে এলো, যা মাত্র ছয় মাসেই রোগীর শরীরের সমস্ত ক্যানসারের কোষকে ধ্বংস করতে সক্ষম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের বিশেষজ্ঞ ড. আন্দ্রেয়া সেরসেকের নেতৃত্বে সম্পন্ন হয়েছে এ গবেষণা। মাত্র ১২ জন রোগী নিয়ে খুব স্বল্প পরিসরে করা এই গবেষণার ফলাফল দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন গবেষকরা।
সম্প্রতি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ গবেষণার কথা জনসম্মুখে আনেন ড. সেরসক। এ সংক্রান্ত একটি গবেষণাপত্র রোববার (৬ জুন) প্রকাশিত হয়েছে ওষুধ বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ এবং গোটা গবেষণাটি করা হয়েছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তত্ত্বাবধানে।
বলা হচ্ছ, ডেস্টারলোম্যাব নামের এই ওষুধটি ক্যানসারের প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মতো যন্ত্রণাদায়ক নয়। এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ। মূলত এই ওষুধটি প্রয়োগ করা হয়েছিল মলদ্বারের ক্যানসারে আক্রান্ত ১২ জন রোগীর ওপর। প্রতি তিন সপ্তাহ পরপর ছয় মাস ধরে একটি করে ট্যাবলেট নিতো তারা। ছয় মাস পর তাদের আবারও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কোনো রোগীর শরীরেই আর বিন্দুমাত্র ক্যানসারের কোষ শনাক্ত হয়নি।
নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আন্দ্রেয়া সেরসেক বলেন, এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। যখনই গবেষণার ফল আমাদের সামনে এলো, খুশিতে তখন কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি আমরা। তিনি জানান, রেডিয়েশন, অস্ত্রপচার বা কেমোথেরাপির মতো প্রচলিত চিকিৎসা পদ্ধতির মতো এই ওষুধ নেয়ার পর তেমন কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপ অক্ষুন্ন থাকে।
তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের আগে এই ওষুধ নিয়ে আরও গবেষণা করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত এই ওষুধ যতটুকু সফলতা দেখিয়েছে তা মানব ইতিহাসে প্রথম।
সূত্রঃ যমুনা টিভি

https://www.ncbi.nlm.nih.gov/Class/MLACourse/modules.html
Introduction to Molecular Biology Information Resources (Modules) Module list for the three-day Medical Library Association (MLA) course on Introduction to Molecular Biology Information Resources

Each human chromosome has a short arm ("p" for "petit") and long arm ("q" for "queue"), separated by a centromere. The ends of the chromosome are called telomeres.
Each chromosome arm is divided into regions, or cytogenetic bands, that can be seen using a microscope and special stains. The cytogenetic bands are labeled p1, p2, p3, q1, q2, q3, etc., counting from the centromere out toward the telomeres. At higher resolutions, sub-bands can be seen within the bands. The sub-bands are also numbered from the centromere out toward the telomere.
For example, the cytogenetic map location of the CFTR gene is 7q31.2, which indicates it is on chromosome 7, q arm, band 3, sub-band 1, and sub-sub-band 2.
The ends of the chromosomes are labeled ptel and qtel. For example, the notation 7qtel refers to the end of the long arm of chromosome 7.

https://basicmedicalkey.com/to-cytogenetics-and-genome-analysis/
to Cytogenetics and Genome Analysis Figure 5-2 Ideogram showing G-banding patterns for human chromosomes at metaphase, with approximately 400 bands per haploid karyotype. As drawn, chromosomes are typically represented with…

Epigenetics refers to mechanisms of gene expression regulation that do not involve changes to the underlying DNA sequence. At least three systems including DNA methylation, histone modifications and non-coding RNAs (ncRNA) are considered to play fundamental roles in epigenetic regulation.
Epigenetic regulations play an important role in a variety of human disorders and diseases. In addition, age, environment, lifestyle, and other factors influence epigenetic states.
Epigenetic regulation of gene expression has been linked to discrete mechanisms that affect the stability, folding, positioning, and organization of DNA. The most studied of these mechanisms includes DNA methylation and chromatin remodeling, which work synergistically to organize the genome into transcriptionally active and inactive zones.
To better understand the bioinformatics approaches to studying the epigenetic changes in cells, it is firts important to understand the biology and the molecular assays that are used in researching these regulatory mechanisms.
স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, বুয়েটে পড়ার
কিন্তু বছরের অর্ধেক সময়ই অসুস্থ থাকতাম একুইট অ্যাজমা আর বাতজ্বরে, ফলে SSC তে ডাব্বা। কিন্তু তাতে কি, ভাঙ্গা শরীর আর বাজে রেজাল্ট নিয়েই ভর্তি পরীক্ষা দিলাম নটরডেম, বিজ্ঞান, রেসিডেনশিয়াল সহ অনেক কলেজে। ফলাফল, সবকটি থেকে রিজেক্ট। বুঝতে বাকি রইল না যে, আমি শুধু শারীরিক ভাবেই না, মেধায়ও দুর্বল। অবশেষে ভর্তি হলাম পলিটেকনিকে, তাও যদি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা বেঁচে থাকে! কিন্তু তাতেই চারদিকে উপহাস শুরু হয়ে গেলঃ তোমার বাবা একজন ফার্স্টক্লাস সরকারী কর্মকর্তা আর তুমি হবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার! আরও কত কি!
যাইহোক, একদিন ক্যাম্পাসে হঠাৎ দেখি আনন্দ মিছিল! কারন ছিল পুরো পলিটেকনিকে শুধুমাত্র একজন সিনিয়র ভাই DUET এ চান্স পেয়েছেন! খুশি হলাম এই ভেবে যে, যাক BSc ইঞ্জিনিয়ার হওয়ার পথ তাহলে এখনো খোলা আছে! কিন্তু ডুয়েট আমাদের কাছে একটি স্বপ্ন একই সাথে একটি আতঙ্কের নাম, কারন দেশের লক্ষ লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা লড়বে এই একটি মাত্র বিশ্ববিদ্যলয়ের জন্য। আন্যদের মত আমিও সেই স্বপ্ন দেখা শুরু করলাম এবং পাস করেই কোচিং এ ভর্তি হয়ে গেলাম। কিন্তু ইন্টারনাল ঝামেলার জন্য সেই বছর কোন এডমিশান টেস্টই হল না, ফলে অনেকই কোচিং ছেড়ে চলে গেল, ভর্তি হল প্রাইভেট ভার্সিটিতে। হাল ছাড়লাম না, চালিয়ে গেলাম পড়াশুনা। ভাগ্যক্রমে, চান্সও পেয়ে গেলাম CSE তে।
ডুয়েটে ৪র্থ বর্ষের শেষের দিকে, যখন থিসিস লিখছিলাম আর মাথায় টেনশন ছিল পাশ করার পর কি করব! অপশন ৩টিঃ সরকারী চাকুরী, প্রাইভেট কোম্পানিতে জব আর না হয় বিদেশে উচ্চশিক্ষা। আমার রুমমেটের জিআরই আর টোফেল পরা দেখে আমারও ইচ্ছা জাগত আম্যেরিকায় উচ্চশিক্ষার। তাই থিসিস লেখার সময়টা জিআরই তেই দিলাম। ফলে থিসিসে খারাপ করে ফাইনাল সিজিপিএ কমে গেল। দুঃখ এখানেই শেষ না, আমি ম্যাথ আর ইংলিশে এতটাই বাজে যে জিআরই তে পেলাম ১৬০০ তে মাত্র ৯৫০, যা দিয়ে কোথাও এপ্লাই করা সম্ভব না। দুঃখ ভারাক্রান্ত মনে একটা সফটওয়্যার কোম্পানিতে স্বল্প বেতনে জয়েন করলাম কিন্তু হাল ছাড়লাম না, IELTS এর জন্য প্রিপারেশান নিলাম। কিন্তু মাত্র ৬.৫ পেতে আমাকে দুবার পরীক্ষা দিতে হল। ভাবলাম এখন এমন দেশের জন্য ট্রাই করি যেখানে জিআরই লাগে না।
অফারও পেয়ে গেলাম একটা জার্মান ইউনিভার্সিটি থেকে কিন্তু বাধা হয়ে দাড়াল টাকা, কারণ জার্মান ইউনিভার্সিটিতে এডমিশন নেয়ার জন্য প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা শুধু দেখাতেই হয় না সাথেও নিয়ে যেতে হয়, পরে অবশ্য সব টাকা ফেরত দেয়। বাবা বললেন, সরকারি চাকুরী করি এত টাকা কই পাব! জমি বিক্রি কর। শুনে অনেক কষ্টে স্বপ্নটা দমিয়ে রাখলাম।
এর মধ্যে বিয়ে হল, সংসার হল। হঠাৎ একদিন ইমেইল পেলাম সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে যে “আপনি কন্ডিশ্নালি একসেপ্টেড” মানে আমাকে আবার জিআরই দিতে হবে। খুশিতে মুখটা কালো হয়ে গেল। কিছুদিন পর রিপ্লাই দিলাম “আমার পক্ষে পুনরায় জিআরই দেয়া সম্ভব না। এই স্কোরে পসিবল হলে আমি যেতে আগ্রহী” উত্তর আসল “ইয়েস” কিন্তু প্রথম সিমিস্টারে CGPA ৩.৫ এর উপরে পেতে হবে। আমার সুসংবাদ শুনে সবাই বলতে লাগল, কেউ সৌদিতে যায় ইঞ্জিয়ারিং পড়তে?!!! তুমি আরবি জান?! ইত্যাদি। কারো কথায় কান না দিয়ে চলে এলাম মরুর দেশে।
যাইহোক, ভালই চলছিল মাস্টার্স ...। কিন্তু শেষদিকে কাজের প্রেসার এত বেশি ছিল যে ল্যাবে ১০-১২ ঘণ্টা কাজ করা লাগত। সামার চলে আসল, দেশে যাওয়ার জন্য বছরে ছুটি এই একটাই। হাল ছাড়লাম না, দেশে না গিয়ে থিসিসের ব্যস্ততার মাঝেই আবারও জিআরই জন্য রেজিস্ট্রেশন করলাম। ছুটিতে সবাই দেশে চলে গেল, আমি হলের ৩য় তলায় আর নিচ তোলায় এক নাইজেরিয়ান সিনিয়র। ক্যাম্পাস এতটাই ফাকা যে রাতের বেলায় চিৎকার করে ডাক দিলেও কেউ সাড়া দিবে না। কথা বলার আর কেউ থাকলো না। আমার মাস্টার্স ছিল রোবটিক্স নিয়ে। কিছু দিন পর আমাকেও রোবট গোত্রের একজন ভাবতে শুরু করলাম আর মাঝে মাঝে আমার রোবটের সাথেই কথা বলতাম।
ছুটিতে ক্যফেও বন্ধ হয়ে গেল। তাই বাংলাদেশি হোটেল থেকে খাবার এনে ফ্রিজে রেখে দিতাম আর পুরো সপ্তাহ গরম করে খেতাম। এর মধ্যেই দিনে ল্যাবে থিসিস আর রাতে জিআরই চলতে থাকল। জিআরইর রেজাল্ট দিল, এইবার মোটামুটি এপ্লাই করার মত স্কোর পেলাম। MS শেষে কাতার ইউনিভার্সিটি থেকে জবের অফার পেলাম, জয়েন করে ওখান থেকেই প্রেফেসরদের ইমেইল করতাম। প্রোফাইল ভাল না হওয়ায় খুব একটা রিপ্লাই পেতাম না। তারপরও ডিসেম্বরের মধ্যে ৫টা ইউনিভার্সিটিতে এপ্লাই করে দিলাম। অবশেষে দীর্ঘ ৩ মাস অপেক্ষার পর দুটি ইউনিভার্সিটি থেকে ফুল ফান্ড স্কলারশিপের অফার পেলাম।
শুরু হয়ে গেল FIU তে PhD জার্নি। যাইহোক, পিএইচডিতে টিচিং এসিস্টান্ট এর দায়িত্ব পালনের সময়ই বুঝতে পারলাম যে, আমার ভেতরে টিচিং ম্যাটেরিয়াল নাই। তাই সবসময় মাথায় ঘুরপাক খেত যে, পাশ করে আমি কি করব! পথ একটাই তা হল ইন্ডাস্ট্রিতে জব করা। কিন্তু এই পথের সব চেয়ে বড় বাধা হলঃ কোডিং বা প্রোগ্রামিং কম্পিটিশান। সেই অভিজ্ঞতাতো আমার শূন্য!! জীবনে শুধুমাত্র একবারই প্রোগ্রামিং কম্পিটিশানে অংশগ্রহণ করছিলাম তাও আবার ফ্রিতে টি-শার্ট পাওয়ার জন্য।
সবারই জানা যে, ফেসবুক/গুগলের মত জায়েন্ট কোম্পানির জব ইন্টার্ভিউ যে কত ভয়াবহ কঠিন হয়। তা সত্ত্বেও, আমি ফেসবুক/গুগল কেই টার্গেট করলাম। সাত পাঁচ না ভেবে, সাহস করে জিরো থেকে কোডিং প্রাকটিস শুরু করে দিলাম। কিন্তু Leetcode এ প্রব্লেম সল্ভ করতে গিয়ে দেখি, সল্ভ তো দুরের কথা আমি প্রশ্নই বুঝি না। হতাশ হয়ে যেতাম যখন দেখতাম সারাদিনে মাত্র একটি easy প্রবলেমও সল্ভ করতে পারিনি!! হাল ছাড়লাম না, weekdays এ ল্যাবের কাজ শেষ করে রাতে প্রাকটিস করতাম আর ছুটির দিন কাজে লাগাতাম। মাস দুয়েক পর আবিষ্কার করলাম যে আমি এখন নিজে নিজেই easy প্রবলেম সল্ভ করতে পারি। আরও কয়েক মাস প্রাকটিসের পর বুঝতে পারলাম আমি এখন ইন্টারভিউয়ের জন্য রেডি।
আপ্লাই শুরু করে দিলাম জায়েন্ট সব কোম্পানিতে। বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ যেমন কঠিন, ইন্টারভিউয়ের ডাক পাওয়া তারচেয়েও কঠিন। শ'খানেক রিজেকশান ইমেইল পাওয়ার পর বুঝতে পারলাম, আমার Resume আর LinkedIn প্রোফাইল রেডি না। অন্যদিকে দুএকজন ছাড়া পরিচিত তেমন কেউ নাই যে আমাকে ঐসব কোম্পানিতে refer/recommend করবে। দীর্ঘ প্রতীক্ষার পর, প্রথম ডাক পেলাম Intel থেকে। ২ রাউন্ড ইন্টার্ভিউ পাশ করার পর, ডাক পেলাম ফাইনাল রাউন্ডের। মাত্র ১৩ পর্বের ফাইনাল রাউন্ড টেনেটুনে ভালই দিলাম। কিন্তু কয়েকদিন পর ইনবক্সে রেজেকশান ইমেইল দেখে দুঃখে কষ্টে মনে হচ্ছিল এই রাস্তা মনে হয় আমার জন্য না, বাদ দিয়ে দিব!
যাইহোক হাল ছাড়লাম না, একে একে ডাক পেলাম Roku, FeedEx, Nike, Stripe, LinkedIn, Tesla, Uber এর মত বড় বড় কোম্পানি থেকে। কিন্তু ফাইনাল সিমেস্টার, তাই একদিকে যেমন পিএইচডির কাজের প্রেসার অন্যদিকে ইন্টারভিউ। তারপরও সব ইন্টারভিউ ভালই দিলাম, আর মনে মনে আশা করতে থাকলাম যে, যদি মাল্টিপল অফার পাই, তাইলে কোনটাকে হ্যাঁ বলব!! কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই যে, সপ্তাহ না যেতেই একে একে সবগুলো কোম্পানি আমাকে রিজেক্ট করে দিল। শেষ বাতিটিও নিভে গেল, আশা করার মত আর কিছুই বাকি থাকল না। এতগুলা রেজেকশান খাওয়ার পর কিভাবে সোজা হয়ে দাঁড়াব! কিভাবে আবার নতুন করে প্রাকটিস শুরু করব! কিছুই মাথায় আসছিল না। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়ালেন আমার বউ। বললেন "দেখ, আমারা শুধু চেষ্টা করতে পারি, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা, হালছেড় না"। আন্যদিকে আব্বু আম্মু সবসময় দোয়া করতেন এবং সাহস দিয়ে বলতেন, লেগে থাকো বাবা, তোমার জব হবেই ইনশাল্লাহ।
এইবার এপ্লাই করে দিলাম ছোটবড় সব কোম্পানিতে। ডাকও পেলাম। ইন্টারভিউ দিতাম ঠিকই কিন্তু মনে কোন আশা রাখতাম না। হতাশা যখন চরম পর্যায়ে আর মানসিক ভাবে ভেঙ্গে চুরমার, ঠিক তখনই একটা স্টার্টআপ কোম্পানি থেকে প্রথম জব অফার পেলাম। এটা যে কি আনন্দের তা ভাষায় প্রকাশ করার মত না।
এদিকে পিএইচডি ডিফেন্স দিয়ে দিলাম। এবং এর কিছুদিন পরপরই ফেসবুক থেকে ইন্টারভিউয়ের ডাক পেলাম, দীর্ঘ ৭ রাউন্ড রোলার কোস্টারের পর একদিন বিকেলে হঠাত ফেসবুক থেকে কল পেলাম! বলল "আপনার সবগুলো ইন্টারভিউ ভাল হওয়ায় মেটা আপনাকে হেড অফিসে E4 Software Engnieer (ML) হিসেবে অফার করতে চায়!!........."
আনন্দে আমরা শুধু বাকরুদ্ধ হয়ে শুনছিলাম, যা এখন শুধুই ইতিহাস......
কেউ আপনাকে অবহেলা করবে, কেউবা উপহাস, কারও কাছে হয়ত তুচ্ছ, কেউবা খাটো করে দেখবে, কিন্তু আপনি তাৎক্ষনিকভাবে কথার মাধ্যমে উত্তর দিতে পারেন, অথবা সেগুলোকে শক্তিতে পরিণত করে আপনার কাজের মাধ্যমে উত্তর দিতে পারেন। স্বপ্ন দেখতে ভয় পাবেন না, বড় বড় স্বপ্ন দেখুন, আপনার যোগ্যতা বা সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখুন। নিরাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, অন্যের সাথে তুলনা করবেন না। মনে রাখবেন, যত বড় সফলতা আপনি অর্জন করতে চাচ্ছেন, তার চেয়েও বড় মাপের ব্যর্থতা হজম করার শক্তি আপনার থাকতে হবে। আপনার ঘড়িতে যখন সময় হবে তখন কেউ আপনাকে আটকাটে পারবে না। হাল ছাড়বেন না, একদিন আপনিও সফল হবেন।
Abdullah Al Mamun
Software Engineer (Machine Learning)
Meta (Facebook)
Menlo Park, California, USA
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Sylhet
Metropolitan University
Sylhet, 3100
Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent educationist.He is the Founder of IBIT and Metropolitan University, Bangladesh and a Founder Director of Mercantile Bank Limited
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114
This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal University of Science & Technology(www.sust.edu),Bangladesh
Akhalia
Sylhet, 345
All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130
Computer & Language institute
Sylhet
Sylhet
I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon
Sylhet
Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count
Zindabazar
Sylhet
This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with personal care at your home as a tutor. Inbox anytime. Thank You