Al-Arafat Student Consultancy

Al-Arafat Student Consultancy an overseas educational consultants has helped many students realize th

Operating as usual

16/12/2021

কাস ইন্টারভিউ কি? প্রস্তুতি কিভাবে নিবো?

যেসব স্টুডেন্ট জানুয়ারি সেশনে আসবেন তাদের অনেকেরই এখন ইউকে ইউনিভার্সিটি কাস ইন্টারভিউ নেয়া শুরু করেছে। আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো।

কাস বা (CAS)--Confirmation of Acceptance for Studies হলো এমন এক ধরণের ইন্টারভিউ যেখানে একজন স্টুডেন্টের 'credibility' বা সত্যতা অথবা 'Genuine' স্টুডেন্ট কিনা তা যাচাই করা হয়।

প্রস্তুতিটা হতে হবে নিজের মতো। প্রতিটি স্টুডেন্ট তার নিজের মতো করে প্রস্তুতি নিতে পারেন। এই ইন্টারভিউ তে খুব বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাই ভয়কে করো জয় রীতিতে বিশ্বাস রাখাটা খুব জরুরি। 'আত্নবিশ্বাস আর ইংরেজি স্পিকিং দক্ষতার টেস্ট' ও বলা যায় এই কাস ইন্টারভিউ কে। আপনার ইন্টারভিউয়ার আপনার মধ্যে আত্নবিশ্বাস আর ইংরেজি স্পিকিং এর দক্ষতাটা দেখতে চায়,এর বেশি কিছুইনা। তাই নিজেকে ভালোভাবে চর্চার মাধ্যমে প্রস্তুত করবেন।

বেসিক প্রশ্নগুলোর মধ্যে থাকবে আপনার নাম, আপনার শিক্ষাগত যোগ্যতা, ক্যারিয়ার, অর্থনৈতিক অবস্থা, ইউকের শিক্ষা, সংস্কৃতি সম্পর্কে জ্ঞান, ইউনিভার্সিটি সম্পর্কে জ্ঞান (নিজ নিজ বিষয় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখে নিবেন কয়েকবার), কয়টা সেমিস্টার, কত ক্রেডিটের সাবজেক্ট, কোন সেমিস্টারে কি কি সাবজেক্ট পড়ানো হবে, এর মধ্যে কোন সাবজেক্ট টা আপনার কাছে বেশি প্রাধান্য মনে হচ্ছে, আপনার ভবিষ্যতে ক্যারিয়ার ডেভেলোপমেন্টের ক্ষেত্রে যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন তা কিভাবে আপনি মনে করেন কাজে দিবে ইত্যাদি প্রশ্ন সচরাচর একজন স্টুডেন্ট কে কাস ইন্টারভিউ এ করে থাক।

মনে রাখবেন গট বাধা মুখস্ত উত্তর কখনোই দিতে যাবেন না তাতে হিতে বিপরীত হবে, কারণ এই ইন্টারভিউ টা ইংরেজি দক্ষতার ইন্টারভিউ তাই মুখস্থ বললে ইন্টারভিউয়ার যদি একবার বুঝে ফেলে তাহলে ফেইল করিয়ে দিবে এটা নিশ্চিত। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে যে, কেন আপনি এই ইউনিভার্সিটি চয়েজ করেছেন অথবা কেন ইউকে চয়েজ করেছেন? এর উত্তরেও সাবধাণতা অবলম্বন করবেন। অনেক স্টুডেন্ট কে আমি পেয়েছি ওদের কাস ইউনিভার্সিটি ইস্যু করেনা অথবা তাদের ভিসা রিফিউজড হয় কারণ তারা উত্তরে বলে, ইউনিভার্সিটি র লোকেশন ভালো, খরচ কম, ভালো টিচার, বড় লাইব্রেরি ইত্যাদি। আবার ইউকে চয়েজের ক্ষেত্রে বলে থাকে, ব্রিটিশ কালচার ভালো লাগে, মানুষগুলো ভালো, কাজের সুযোগ আছে ইত্যাদি। একবার ভেবে দেখুন এগুলোই গট বাধা টাইপ উত্তর যা বিশ্বের যেকোন ইউনিভার্সিটির সাথে মিলে যায়, শুধুমাত্র ইউকের ইউনিভার্সিটি না অথবা ইউকে না। তাই এই প্রশ্ন দুইটির উত্তর ইউনিক হতেই হবে।

শেষ কথা, ইউকে তে আপনার ইউনিভার্সিটি ফিস কতো,লিভিং খরচ কত, ডিপেন্ডেন্ট সহ গেলে কত বাড়তি খরচ হবে, ইউকে তে ট্রাভেল খরচ কত, খাবার খরচ কত এসব বিষয়ে অবশ্যই কিছুটা আইডিয়া নিয়ে রাখবেন। তাতে আপনাকে জেনুইন স্টুডেন্ট মনে হবে।

অনেক শুভকামনা থাকলো যারা প্রি-কাস ইন্টারভিউ দিবেন অথবা দিচ্ছেন।

21/06/2021

Are you looking for a student visa?

We are the best consultancy in SYLHET. We process the UK student files and offer letter within 2 days. Apply with IELTS, OIETC, DUOLINGO, or MOI to get free service before or after VISA.

Get your visa processed now! You can apply with our services today and we will give you a free service either before or after VISA processing. It’s easy as 1-2-3! Just MESSAGE or CALL us, then we will contact you about what needs to be done next!

Message us with your queries about STUDY IN UK or call us at this number: 01772981661

07/10/2019

ইউ.কে স্টুডেন্ট ভিসা।

সারা দুনিয়ায় ইউকে এর শিক্ষা ব্যবস্থা স্বীকৃত এবং প্রশংসনীয়। পৃথিবীর ১৮৭টির বেশি দেশ থেকে ছাত্ররা পড়াশুনা করতে আসে ইউকে তে। বাংলাদেশের অনেক ছাত্রদের স্বপ্নেও থাকে ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস-এ পড়াশুনা করার। কিন্তু উন্নত এই দেশ গুলোতে স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা লেভেল অব ইংলিশ এবং অর্থনৈতিক সমস্যা।

আমরা ইউ.কের জন্য ৩ ধরনের স্টুডেন্ট নিয়ে কাজ করি।

টাইপ -১
-যাদের IELTS স্কোর ৫.৫ এবং সর্বোপরি ৬ (কম হলেও সমস্যা নেই)
-সর্বনিম্ন SSC & HSC তে জিপিএ ৩ অথবা ৩ এর বেশি।
- যাদের অনার্স এর স্কোর সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ ।
উপরের এই বিভাগ অনেকেই ৩০০০-৪০০০ পাউন্ড পর্যন্ত বৃত্তি পেয়ে থাকেন।

টাইপ-২ IELTS এর স্কোর 5-9 এর মধ্যে ।

টাইপ-৩: যাদের স্টাডি গ্যাপ আছে ।

Al-Arafat Travels
🏢জল্লারপার রোড, জিন্দাবাজার, সিলেট (West World Shopping এর পাশে)
☎ ১৩১৮ ৩০১ ৮৩১
☎ ১৩১৮ ৩০১ ৮৩৪

25/09/2019

Attention recent story
সব ভিসার পরে টাকা দিব
ওদের জন্য।।

মাল্টা_ভিসা_বনাম_VFS_প্রতারণা

মাল্টায় যাবেন ?

হ্যা যাবো ভাই। যত টাকা লাগে দিব, মাল্টায় আমি যেতেই চাই কিন্তু একদম নিয়ম অনুযায়ী আমাকে ভিসা করে দিতে হবে এবং ভিসার পরে সব টাকা দিবো।

জ্বি ভাই ভিসা করে দিতে পারবো। আমার কাছে লোক আছে। ১২ লাখ টাকা দিলে একদম ১০০% vfs এ আপনি নিজে পাসপোর্ট জমা দিয়ে ভিসা নিবেন। ভিসা হাতে পেয়ে টাকা দিবেন।

আচ্ছা আমি রাজি।

উপরের এই কথা গুলো হয়ত এই দেশের সহজ সরল হাজার মানুষের কষ্টে ভরা প্রতারণার গল্পের শুরুর কথা। আমি আজ ঠিক এমন এক গল্প আপনাদের শোনাতে চাই।

ঘটনা ঃ
আমার এক পরিচিত ছেলে। শুনলাম সে মাল্টায় যাচ্ছে। খুব ভাল খবর। কিন্তু আমার বিশ্বাস হলো না। যোগ্যতা অনুযায়ী ম্যাচ করাতে পাড়লাম না তাকে। তবে পরে জানতে পাড়লাম টাকার বিনিময়ে সে যাচ্ছে। টাকা দিলে যেখানে সবই সম্ভব সেখানে ভিসা হয়ত হতেও পারে!!

তবে যেই মাল্টায় মানুষ গুলো এত সভ্য দেখলাম এখন তারাও আমাদের মত হয়ে গেল, টাকা খেয়ে ভিসা দেয় !!

যাইহোক ছেলেটি চলে গেল দিল্লি। কারন ভিসা নাকি সেখান থেকেই করতে হবে। সেখানে তার সকল কাগজপত্র আছে। তারমধ্যে উল্লেখ্য মাল্টায় থেকে তার জন্য Work permit ডকুমেন্ট এসেছে। এই সকল ডকুমেন্ট একত্রিত করে সে সয়ং নিজে দিল্লি vfs এ পাসপোর্ট জমা দিয়েছে। ফিঙ্গার প্রিন্ট, ছবি তোলা থেকে শুরু করে সকল কার্যক্রম দিল্লির vfs করেছে। জমা শেষে তাকে প্রিন্ট দিয়ে ভিসা ট্রাকিং নম্বর পর্যন্ত প্রদান করেছিল। এই সকল কার্যক্রমে কোন প্রকার ভুয়া আপনি মোটেও বলতে পারবেন না। ছেলেটি একমাস দিল্লি হোটেলে থাকলো। কত আশা কত স্বপ্ন। একমাস পর ম্যাসেজ আসলো vfs থেকে, তার পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য।

নিজে vfs যেয়ে ইন্ট্যেক্ট খাম খুলে দেখলো পাসপোর্ট এ এক বছরের work permit ভিসা লাগানো। মহা খুশি সে। আমাকে বলে- ভিসা পেয়ে গেছি ভাই। আমার বিশ্বাস কিছুটা বাড়তে থাকলো। imo তে ভিডিও কলে vfs জমা দেওয়ার দৃশ্য আমাকে দেখিয়েছিল সে আর এখন সেখান থেকেই ভিসা। যাইহোক সব টাকা পেমেন্ট করে দেশে এসেছেন। তাকে সেখান থেকে work permit কাগজ দিয়ে দিয়েছে যা নাকি এয়ারপোর্টে লাগবে।

ছেলেটি দেশে খুশির সাথে শপিং শুরু করলো, ডলার কিনলো, টিকিট কাটলো। দিল্লিতে একমাস হোটেলে থাকা, প্লেন টিকিট ও অন্যান্য খরচে তার বহু লাখ টাকা আরও লাগলো। সংসারের কষ্টের টাকা খরচ করে শেষ পর্যন্ত একটা উপায় হলো।

পরিবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্ট গেলো। এয়ারলাইন্সে পাসপোর্ট জমা দিতেই তারা বলে উঠলো এই ভিসা কোথা থেকে পেয়েছেন? এটিতো ভুয়া ভিসা।

ছেলেটির খুব আত্মবিশ্বাস। সে মানতে রাজি না। তর্ক শুরু করে চ্যালেঞ্জ করলো। এয়ারলাইন্স পাসপোর্ট নিয়ে ইমেগ্রেশনে গেলেন। সেখান থেকেও একই নিউজ আসলো। তারা তাকে এয়ারপোর্ট থেকে বেড় হয়ে যাওয়ার অনুরোধ করলো কিন্তু তিনি রাজি না হওয়াতে তাকে পুলিশ দ্বারা ধরে দেওয়া হলো।

যাইহোক সে জামিনে ফিরে আসলো। সে এখনো কনফিডেন্ট যে তার ভিসা জেনুইন এবং দালাল বলেছে সে যেতে পারবে।

সেই এখন তার পাসপোট চেক করার জন্য দিল্লী মাল্টা এ্যাম্বেসীতে গেল তারা বলল এই ভিসা তারা ইস্যু করে নি

এভাবে প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে এই ভিসা করতে যেয়ে। আমার ফেবুতে অনেকেই আছে যাদের পরিচিত জন অনেকে টাকা হারিয়েছে। আমার আজ লেখার একটাই উদ্দেশ্য মানুষ যেন প্রতারিত আর না হয় এবং আর যেন কোন বাবার কষ্টের টাকা পানিতে না ডুবে। জনকল্যাণে আশাকরি শেয়ার করবেন।

এই ভিসার ব্যাপারে আপনাদের উদ্দেশ্যে আমার পরামর্শ ঃ

কেউ যদি ১০০% ভিসা করে দিতে পারবে বলে তাদের থেকে দুরে থাকুন এবং VFS থেকে ভিসা গ্রহণের পর এ্যাম্বেসী থেকে Appointment date নিয়ে ঐ ভিসা ইস্যু করা হয়েছে কিনা তার সত্যতা নিশ্চিত করুন তারপর অর্থ লেনদেন করুন । কেননা VFS এর অসৎ কর্মকতাকে হাত করে দালালরা এসব Fake ভিসা গুলো করতেছে। অাপনার ওয়াক পারমিট কোম্পানিতে ইমেইল করে চেক করুন এবং সত্যতা নিশ্চিত করুন।
এই প্রতারক ১৮ জন বাঙ্গালী সাথে প্রতারণা করেছে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে

দালাল নামঃ-মাসুদ আহমেদ খান
মেইন বাড়ি কিতারগাউ।
বর্তমান ঃঠিকানা বাসা নং ৪০/১৩,জালালাবাদ আ/এ পোঃ-সিলেট ৩১০০, থানা -এয়ারপোর্ট, জেলা সিলেট

অফিস- রাজা ম্যানশন Way Star (৩য় তালা) জিন্দাবাজার,সিলেট।
এখন পলাতক আছে।

22/09/2019

Get ready for Session 2020!

30/08/2019

Take that aspiration and turn it into your foundation for a better future. Open up new avenues, both academically and personally, show the world what you are capable of, study abroad through Al-Arafat Student Consultancy. Grab your opportunity. Al-Arafat Student Consultancy will give you the opportunity to study overseas in the best locations in the world, undertaking the most modern courses for you to be able to gain qualifications that will take you forward in your career. We are working more then 150 Universities worldwide..

30/08/2019

আমাদের দেশের অনেক স্টুডেন্ট এর কাছে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেয়াটা আজীবন লালিত স্বপ্ন। সেই লালিত স্বপ্ন কে বাস্তবে রূপ দিতে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আল-আরাফাত ট্রাভেলস এর সাথে।

উচ্চশিক্ষার জন্য আমাদের মাধ্যমে যেসব দেশে আবেদন করতে পারেন -
- UK
- Europe
- CANADA
- AUSTRALIA
- GERMANY.

👉IELTS/Without IELTS
👉Scholarship Facilities
👉Full Free Education
👉Low Cost Tuition Fee
👉Part Time Job Opportunity

অনেকেই আগামী জানুয়ারি সেশন এ এসব দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যোগদান করার জন্য করার জন্য মুখিয়ে আছেন। আমাদের অভিজ্ঞ স্টুডেন্ট কনসালটেন্সি এর মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাকে আকর্ষণীয় স্কলারশিপ এনে দিয়ে স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আপনার যোগদান নিশ্চিত করতে।

☎️হটলাইন
📞0162 043 2307
📞0131 830 1834

🏠ঠিকানা
🏢জল্লারপার রোড, জিন্দাবাজার, সিলেট (West World Shopping এর পাশে)

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Sylhet
3100

Opening Hours

Monday 11:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00
Other Educational Consultants in Sylhet (show all)
OIETC Help DESK Sylhet OIETC Help DESK Sylhet
Eastern Plaza, Ambarkhana, Airport Road, Sylhet
Sylhet

Advisor Advisor
Kakoli Shopping Centre
Sylhet, 3110

ADVISOR: We are a professional consulting firm, dedicated to providing the best solutions to the stu

ΠRates ΠRates
Sylhet
Sylhet

Learn With Jahin Learn With Jahin
Sylhet, 3100

Lets grow together

Study in Abroad with Hasan's IELTS Study in Abroad with Hasan's IELTS
Niloy-60 (4th Floor Of Bank Asia), Chowhatta
Sylhet, 3100

Usually, it is a consultancy agency. We provide services to our students who wish to continue their

Ali’s Education Sylhet Ali’s Education Sylhet
402 Gallaria Shopping Complex, 4th Floor, Jallarpar Road, Zindabazar
Sylhet, 3100

TCL Global Sylhet TCL Global Sylhet
911/C, Al Hamra Shopping City, Zindabazar
Sylhet, 3100

Empowering individuals and surpassing boundaries to enrich the worldwide educational ecosystem.

Iftekhar EduFactor Iftekhar EduFactor
Sylhet
Sylhet, 3100

Welcome to Iftekhar EduFactor

Islamic online madrasha Islamic online madrasha
Sylhet

ইসলামিক ওনলাইন মাদরাসা(IOM) এর অফিসিয়াল পেজে আপনাকে স্বাগতম। 🥰

Secret's Academy For Medical Postgraduation Secret's Academy For Medical Postgraduation
Sylhet, 3100

FCPS part 1 / Residency / Diploma /MPhil Entrance Exams

Happiness Caoching Center Happiness Caoching Center
Tilagaon. Kulaura. Moulvibazar
Sylhet

an institute of educational sight.