Shine Coaching Home

Shine Coaching Home

Share

The Official Page Of "SHiNE Coaching Home".

09/04/2025

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা–২০২৫
সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা!

তোমাদের অধ্যবসায়, পরিশ্রম আর আত্মবিশ্বাসই এ পরীক্ষায় সফলতার চাবিকাঠি। আত্মবিশ্বাস ধরে রেখে মনোযোগ ও সাহস রেখে পরীক্ষা দাও। কঠোর পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়, তাই সঠিক প্রস্তুতি নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাও।

**🕊️কিছু পরামর্শ:**
- শেষ মুহূর্তে নিজেকে হালকা রাখো, গুরুত্বপূর্ণ ও সবগুলো টপিক রিভিশন দাও।
- 'Admit Card , Registration Card, কলম, পেন্সিল, স্কেল' ইত্যাদি আগে থেকে গুছিয়ে রাখো।
- পরীক্ষার হলে সময়মতো পৌঁছাও, অন্তত ৩০ মিনিট পূর্বে প্রতিদিন পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। ১ম দিন অন্তত ৫০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাও।
- প্রশ্ন পেয়ে ধৈর্য্যের সাথে উত্তরলেখন শুরু করো। রুল, রেজিষ্ট্রেশন, বিষয় কোড, বহুনির্বাচনি সেট কোড সতর্ক হয়ে লিখবে, ভুল করবে না।
- অপ্রয়োজনে চাপ নিও না, প্রতিটি প্রশ্নের উত্তর যত্ন সহকারে লেখার চেষ্টা করো, সময়ের দিকে খেয়াল রেখো।
- ১ম পরীক্ষায় ভালোভাবে সবগুলো উত্তর করে আসো, তাহলে পরবর্তী পরীক্ষাগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে।

*মনে রেখো, এই পরীক্ষা তোমাদের জীবনের একটি ধাপ মাত্র। পরিবার ও শিক্ষকদের ভালোবাসা ও দোয়া তোমাদের সঙ্গে আছে।
📚 **শুভ হোক পথচলা!❤️🌟

– রুহুল আমিন
প্রভাষক (ইংরেজি),
বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট।
প্রতিষ্ঠাতা ও পরিচালক, শাইন কোচিং হোম, সিলেট।

15/10/2024
15/10/2024

চীনে ছাত্ররাজনীতি নাই। চীনের ছেলে-মেয়েরা দুনিয়া দখল করে নিচ্ছে। আমেরিকা-জাপান, জার্মানী কিংবা কানাডায়—চীনের ছেলে-মেয়েদের জয়জয়কার।

দুনিয়ার এমন কোন সেরা বিশ্ববিদ‍্যালয় নেই যেখানে তারা নাই। সারা পৃথিবীতে তারা এখন টপার। এমন গবেষণা প্রতিষ্ঠান দুনিয়াতে খুব কম যেখানে চীনের ছেলে-মেয়েদের প্রভাব নাই। ছাত্রদের যেটা কাজ, যেটা দায়িত্ব, ওরা সেটাই করছে। অন‍্যকিছু করে সময় নষ্ট করলে নিজে যেমন বিশ্বদৌঁড়ে পিছিয়ে যেতো, তেমনি ওদের দেশও পিছিয়ে পড়তো।

ইউরোপের বিশ্ববিদ‍্যালয়ে কোন দলীয় দাসত্বের ছাত্ররাজনীতি নাই। আমেরিকায় নাই। কানাডায় নাই। জাপানে নাই। দক্ষিণ কোরিয়া নাই। সিঙ্গাপুরে নাই।

ওরা চাঁদে যাচ্ছে। মঙ্গলে যাচ্ছে। ওরা পৃথিবীর সকল মহামারিতে ওষুধ, ভ‍্যকসিন নিয়ে হাজির হচ্ছে। প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার তৈরি করছে। বুলেট ট্রেইন তৈরি করেছে। কি না করছে!

কিন্তু ছাত্ররাজনীতি লাগবে বাংলাদেশে। দলের দাস হয়ে থাকতে হবে। নেতার পাছার পেছনে স্লোগান দিতে হবে। ক‍্যাম্পাসে মারামারি হবে। ছাত্র খুন হবে। হল থেকে অস্ত্র পাওয়া যাবে। ছাত্ররা রাজনীতি করবে—নেতা হবে। শিক্ষকরা রাজনীতি করবে—নেতা হবে।
ফলে আমরা ৫৩ বছরে কি চুলটা ছিঁড়েছি? —আমাদের দৌঁড় হলো মধ‍্যপ্রাচ‍্যের শ্রমিক হওয়া পর্যন্ত!

গ্লোবাল ইনোভেটিভ কালচারে আমাদের অবদান শূণ‍্য! দুনিয়ার তালিকা তো বহু দূর, দক্ষিণ এশিয়ার তালিকাতেই দেশের একটা পাবলিক ইউনিভার্সিটি শীর্ষে থাকতে পারে না। আর যেসব স্টুডেন্টদের সামর্থ‍্য থাকবে কিংবা যোগ‍্যতা থাকবে—তারা দেশ ছাড়বে, আর ফিরবে না।

যে জাতি সময় থাকতে, চোখ খুলে অন‍্যের কাছ থেকে শিখে না, তাকে শেখানো কঠিন!
অন‍্যজাতির দাস হওয়া কিংবা মাইর খাওয়া ছাড়া এমনসব জাতির বিকল্প পথ থাকে না।
©

15/10/2024

🔥এইচএসসি-২০২৪ এবারের পাসের হার ৭৭.৭৮% জিপিএ-৫ পেয়েছে ১,৪৫,৯১১ জন।
◾দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ।
◾চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ।
◾ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ।
◾কুমিল্লা বোর্ডের পাসের হার ৭১.১৫ শতাংশ।
◾বরিশাল বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ।
◾রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ।
◾ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।
◾সিলেট বোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ।
◾যশোর বোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ।
◾মাদরাসা শিক্ষাবোর্ডের পাশের হার ৯৩.৪০ শতাংশ।
◾কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৮৮.০৯ শতাংশ।

15/10/2024

সরকারি চাকরিতে বয়স ৩৫/৩৭ এবং অবসর ৫৯ চূড়ান্ত।

03/10/2024

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা...

05/09/2024

বাক স্বাধীনতা ফিরে পাওয়ার ১ মাস পূর্ণ হল আজ!

22/08/2024

ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলাতে ভয়াবহ বন্যা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সতর্কতা অবলম্বন করার অনুরোধ করছি।

22/08/2024

এইচএসসি পরীক্ষা ২০২৪ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমেই হবে স্থগিত বিষয়ের ফল।

সূত্র : কালের কন্ঠ
বিস্তারিত কমেন্ট এ...

20/08/2024

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ বাতিল। অনুষ্ঠিত হওয়া পরীক্ষা ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল হওয়ার সম্ভাবনা। রেজাল্ট কিভাবে হবে তা পরবর্তীতে জানাবে।

Photos from Shine Coaching Home's post 15/08/2024

উপরের রুটিনে পরবর্তী পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। বাংলা ও ইংরেজি পরীক্ষার রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার আর রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার পরামর্শ রইলো।
– Ruhul Sir, BMSC.

05/08/2024

আজ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ক্লাস ও কার্যক্রম শুরু...

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Amberkhana
Sylhet
3100