শয়তানের পেশাব!
এক ব্যক্তি সারারাত ঘুমিয়ে কাটালো। ফজরের সময় জাগলো না। রাসুলুল্লাহ ﷺ এর সামনে ওই ব্যক্তির কথা বলা হলে, তিনি বলেন,
بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ
তার কানে শয়তান পেশাব করেছে।
(সহিহ বুখারি, ১১৪৪)
যার, দিনের পর দিন ফজরের নামাজ নাই। সে তো শয়তানের পেশাবের টাংকি নিয়ে ঘুরে।
আল্লাহ হেফাজত করুন, আমিন।
Al Mansur
আল কুরআন মেমরাইজিং সেন্টার
Nearby schools & colleges
Sikondor Pur Rongboron
Akhalia
Sahjalal Jamia Islamia School and College
Muradpur
3114
Village & Post. Golmukapon
T. N. T Road
Sylhet
Bangobir Road
3100
Kaniz Plaza 2nd Floor
Sylher/Tamabil Road
3100
কুরআন এন্ড ইংলিশ লার্নিং পয়েন্ট
Operating as usual
'বান্দার জন্য অন্যতম ক্ষতিকর বিষয় হলো- অলস ও অবসর থাকা। কারণ, আত্মা কখনও অলস বসে থাকে না। উপকারী কোনো কিছুতে যদি তাকে ব্যস্ত রাখা না হয়, তাহলে ক্ষতিকর কোনো কিছুতে সে ব্যস্ত হয়ে পড়ে।'
(ইবনু কায়্যিমিল জাওযিয়া রাহিমাহুল্লাহ; ত্বারিকুল হিজরতাইন, পৃষ্ঠা: ২৮১)
ফিদাকা আবি ওয়া উম্মি
ইয়া রাসুলাল্লাহ
ﷺ
আমি পঞ্চাশ বছর আল্লাহর ইবাদত করেছি। কিন্তু তিনটা জিনিস ত্যাগ করার আগে আমি ইবাদতের স্বাদ পাইনি; সেগুলো হলো-
১. মানুষের সন্তুষ্টির কথা বাদ দিয়েছি; ফলে আমি সত্য কথা বলার শক্তি অর্জন করেছি।
২. ফাসিকদের সঙ্গ ত্যাগ করেছি; ফলে নেককারদের সুহবত ও নৈকট্য লাভ করেছি।
৩. দুনিয়ার স্বাদ-আহ্লাদ ছেড়ে দিয়েছি; ফলে আখিরাতের স্বাদ-মজা অর্জন করেছি।
(ইমাম আহমাদ ইবনু রজব রাহিমাহুল্লাহ; সিয়ারু আলামিন নুবালা: ১১/৩৪)
ভাল্লাগে না!
এমন অবস্থা প্রত্যেক মানুষের জীবনে হয়।
এর নিরসনে কেউ প্রকৃতির সুন্দর পরিবেশে ভালো লাগা খুজে।
কেউ প্রিয় মানুষের সাথে কথা বলে।
কেউ বন্ধুদের সাথে আড্ডা দেয়।
কিন্তু এতে সাময়িক প্রশান্তি মিললে ও আবার মনে জ্বালা জ্বালা ভাব অনুভব হয়।উত্তপ্ত উচ্চস্বাস বের হয়।
স্থায়ী সমাধান চান?
এমন অবস্থার সৃষ্টি হলে,,,
১-মিসওয়াক করার পর সুন্দর ভাবে অজু করুন।
সম্ভব হলে গোসল করুন।
প্রিয় জামা পড়ুন। সাদা রঙের হলে উত্তম।
প্রিয় সুগন্ধি আতর ব্যবহার করুন।
নির্জনে দু'রাকাত নামাজ পড়ুন।রাতের বেলা হলে আলো নিভিয়ে দিন।
সাজদায় কাঁদুন।দুগন্ড বেয়ে আশ্রু পড়ুক।
যত অশ্রু পড়বে মনে শান্তি ফিরে আসবে।
নামাজ শেষে কুরআন তেলাওয়াত করুন।
দু'হাত তুলে মুনাজাত করুন।
আপনার সবচেয়ে আপন প্রিয় মাওলার কাছে নিজের দু:খের কথা খুলে বলুন।
মনে শান্তি পাবেন।
কেননা দুনিয়া আখেরাতে আল্লাহ ছাড়া আমাদের প্রকৃত আপন কেউ নেই।
২-অধিক হারে ইস্তেগফার করুন। তাওবা করুন।
৩- দরুদ শরীফ পড়ুন।
৪- পিতামাতা জীবিত থাকলে তাদের সান্নিধ্যে থাকুন।গল্প করুন। মরহুম হলে কবরের পাশে গিয়ে তাদের মাগফেরাত কামনায় দোয়া করুন।
৫-আদর্শ উস্তাদের নিকট কিছু সময় ব্যয় করুন।
আমাদের জানা উচিত,মুমিন হৃদয়ের প্রশান্তি আল্লাহর স্মরণেই খুজে পাওয়া যায়,এর বিকল্প নেই।
আল্লাহ তাওফিক দিন।
"হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্ৰবেশ করো।"
[সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]
প্রিয় ব্যক্তিত্ব, আজ ৮:৪০ মিনিটের সময় দুনিয়ায় সফর শেষ করে পরকালের সফর শুরু করেছেন। রাহিমাহুল্লাহ।
এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে।
সালাত পড়তে অলসতা আসলে করনিয়:
.....................................................................
কখনো নামাজ পড়তে যদি অলসতা লাগে তাহলে এ কয়েকটি আয়াতের কথা স্মরণ করুন। আখিরাত সংশ্লিষ্ট কাজের জন্য আল্লাহ এমন ধরণের ক্রিয়াপদ ব্যবহার করেছেন যা শুনা মাত্রই আপনার হার্ট বিট বেড়ে যাবে, হিম্মত বেড়ে যাবে, কাল্পনিক শক্তি বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। আপনি কর্মচঞ্চল হয়ে উঠবেন ইংশা আল্লাহ।
১/
فاسعوا الى ذكر الله
আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত - হও।" (৬২:৯)
২/
وَ سَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَ جَنَّةٍ عَرْضُهَا السَّمَوتُ والارض اعدت للمتقين
তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের
ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাকীদের জন্য তৈরী করা হয়েছে। (৩:১৩৩)
৩/
سَابِقُوا إِلَى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ والارض
তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও যমীনের প্রশস্ততার মত। (৫৭:২১)
৪/
فاستبقوا الخيرات
সওয়াবের কাজে তোমরা - প্রতিযোগিতা করো।" (২:১৪৮)
যখন সৎ কাজের কথা আসে তখন এমনভাবে ধাবমান হও যেনো তুমি সমগ্র মানব জাতির মধ্যে এক নম্বর হতে চাও। তোমার নিজের জীবনে, তোমার দিনের ২৪ ঘন্টার মধ্যে ফাসতাবিকু। তুমি নাম্বার ওয়ান হতে চাও। তোমার দ্বারা যত বেশি ভালো কাজ করা
সম্ভব ক্ষিপ্রতার সাথে করতে থাকো।
চারটি ভার্ব - ফাসআও (শীঘ্র ধাবিত হও), সা-রিউ (দ্রুত অগ্রসর হও), সা-বিকু (প্রতিযোগিতায় অবতীর্ণ হও), ফাসতাবিকু (প্রতিযোগিতায় অবতীর্ণ হও)। 'সাবাকার' সর্বোচ্চ ভার্সন হলো 'ফাসতাবাকা' ।
এরপর দ্রুত উঠে পড়ুন। ওযু করুন। আর মসজিদের দিকে হাঁটা শুরু করুন। অথবা বাসায় পড়লে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করুন।
এভাবেই কুরআনের আয়াতের মাধ্যমে শয়তানকে পরাজিত করুন।
✍️ মুফতি আব্দুল্লাহ আল মানসুর খান
খতিব
দক্ষিনভাগ বাজার জামে মসজিদ
পরিচালক
আন নুর একাডেমি সিলেট
শয়তানের ধোকা ও আমাদের বাঁচার উপায়।
হে আল্লাহ ! তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান কর, এবং তাদের পরিবারকে সবরের তৌফিক দান কর।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Sylhet
3100
Mirermoidan, Shubidbazar
Sylhet, 3100
Best School of the country. http://bbsc.edu.bd
Golapgonj
Sylhet, 3160
M C ACADEMY,GOLAPGONJ Established in 1934. FOUNDER: Late Mohammed Chowdhury. RECOGNITION: The Board
Zindabazar
Sylhet
Sylhet Govt. Agragami Girls' High School & College
Sylhet
"Shahjalal Jamea Islamia Kamil Madrasha is one of the best and well known Madrashas (Islamic School) in Bangladesh. (SJIKM) is the institution that obtaine
Technical Road
Sylhet, 3100
Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the
Modina Market
Sylhet, 3110
BBIS was established in 1997,it is one of the leading schools in Sylhet. We believe in sharing, know
Sylhet, 3108
An open school is a more engaging environment for learning and makes a vital contribution to the com
Sylhet
গ্রিনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল, মজুমদারি সিলেট।