Jalalabad International Madrasah

Jalalabad International Madrasah

Share

অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে পাঠদান করা হয়। জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসা একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান।

Operating as usual

13/03/2023

আস'সালামু আলাইকুম
বরকতময় ফজরের শুভেচ্ছা।

29/03/2022
29/03/2022

পবিত্র রমজান মাস উপলক্ষে দারুল ক্বিরাত শুরু হবে, আপনার সন্তানকে সহীহ শুদ্ধ কোরআন পাঠ, নামাজ, দোয়া সহ দ্বীনি শিক্ষা দিন।
ভার্তির জন্য আজই যোগাযোগ করুন।
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসা অফিস।

Photos from Jalalabad International Madrasah's post 17/03/2022

জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ ইং
ও ১৭ ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের ড্রয়িং প্রতিযোগিতার একাংশের ছবি।

16/03/2022

আমরা যারা ১৯৮৫- ২০০০ সালের মধ্যে জন্মেছি
আমরা বিশেষ কিছু ছিলাম না
,তবে আমরা ভাগ্যবান ছিলাম।
যা বর্তমানের ছেলে মেয়েদের জন্য গল্প।।।
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই।
একটা কলম ছিলো যার চার রকমের
কালি ছিলো, আর তার চারটা বোতাম
একসাথে টেপার চেষ্টা করতাম।
আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম।দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে,
সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম ।রাতে হাটার সময় ভাবতাম
আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে💥কারেন্টের সুইচের দুইদিকে আঙ্গুল চেপে
সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃।
ক্লাসে কলম কলম খেলা🖋,
খাতায় ক্রিকেট খেলা🏏,
চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি!!
এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,
হাওয়াই মিঠাই খেতে না পারলে
মনটাই খারাপ হয়ে যেত।
হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে
সবাই রুম থেকে বের হয়ে আকাশের
দিকে তাকাই থাকতাম।
স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম
মিনা কার্টুন দেখবো বলে।
শুক্রবার দুপুর ৩ টা থেকে অপেক্ষা করতাম
কখন BTV তে সিনেমা শুরু হবে।
এবং সন্ধার পর আলিফ লায়লা,
সিন্দবাদ,রবিনহুড,ম্যাকাইভার, হাতিম, দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম।
ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম
পেটের ভিতর গাছ হবে কিনা।😭
মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর
ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈
কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে🤣
বিকেলে কুতকুত,কানামাছি,গোল্লাছুট,
না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত।
ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে।
নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার
এটাই তো ছিলো সময়।
ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়,
ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল।
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাইয়া আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো,
ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি!
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম !! আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি। 😥
............. (কালেক্ট করছি)!!

Photos from Jalalabad International Madrasah's post 15/03/2022

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ ইং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের কিছু ছবি।

Photos from Jalalabad International Madrasah's post 14/03/2022

বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ইং
১৪/০৩/২০২২

10/03/2022

সবক প্রদান ২০২২

02/01/2022

#একাদশ_শ্রেণির_ভর্তি_বিজ্ঞপ্তি-
আবেদন শুরুঃ ০৮/০১/২০২২ (শনিবার)
আবেদনের শেষ সময়ঃ ১৫/০১/২০২২ (শনিবার)
অনলাইনে সবোর্চ্চ ১০টি, সর্বনিম্ন ৫টি কলেজ দিয়ে আবেদন করা যাবে।

Photos from Jalalabad International Madrasah's post 01/01/2022

টিকার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধনের নির্দেশ।।
মাদরাসা শিক্ষা ডট কম রিপোর্ট
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল মাদ্রাসার ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিড-১৯ টিকা প্রদান নিশ্চিতকল্পে সকল শিক্ষার্থীদের আগামী সাত দিনের মধ্যে Online Birth Registration আবশ্যিকভাবে সম্পন্ন করতে আজ 29 শে ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাদরাসা শিক্ষা ডটকম পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

।।অধিদপ্তরের নোটিশ।। তারিখঃ 29-12-21

বিষয়: ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীর কোডিড-১৯ টিকা প্রদান নিশ্চিতকল্পে নির্দেশনা।
২৯.১২.২০২১ খ্রি. তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে ১২ (বার) বছর থেকে ১৮ (আঠার) বছর বয়সী জনগোষ্ঠীকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য সুরক্ষা অ্যাপের সাথে জন্ম নিবন্ধন সনদ সফটওয়্যারকে Application Programming Interface (API) এর আওতায় আনয়ন সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীদের (১২ থেকে ১৮ বছর বয়সী) টিকা প্রদান নিশ্চিত করতে নিম্নরূপ নির্দেশনা প্রদান কর হয়।

১)আগামী ৭ দিনের মধ্যে ১২-১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীদের Online Birth Registration আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বিষয়টি নিশ্চিত করবেন; এবং
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের উদ্যোগে উপজেলা/জেলা শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা/সিভিল সার্জনের সাথে সমন্বয় করে প্রত্যেক শিক্ষার্থীকে আগামী ১২ জানুয়ারির মধ্যে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত তারিখ ও সময়ে টিকা প্রদান নিশ্চিত করতে হবে।

০২। বর্ণিতাবস্থায়, ১২-১৮ বছর বয়সী শতভাগ শিক্ষার্থীকে আবশ্যিকভাবে কোভিড-১৯ এর টিকা প্রদানের বিষয়ে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য গত 27-12-21 তারিখের নোটিসে বলা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা দিয়ে দ্বিতীয় ডোজ টিকার পূর্বে টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।

Photos from Jalalabad International Madrasah's post 31/12/2021

সকাল ১১.০০
তারিখঃ ০১/০১/২০২২

31/12/2021

দাখিল ও এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে #জালালাবাদ_ইন্টারন্যাশনাল_মাদরাসার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

30/12/2021

আলহামদুলিল্লাহ
আল্লাহর লক্ষকোটি শুকরিয়া ৭টি এপ্লাস ও ১৪টি এ।

25/12/2021

আপনার সন্তান, সিদ্ধান্ত আপনার, ভর্তির দায়িত্ব ও আপনার।
ভাল মানুষ করে গড়ে তুলা আমাদের দায়িত্ব।

22/12/2021

২০২২ সালে জানুয়ারীর ২ তারিখ থেকে ক্লাস শুরু হবে।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন।

Photos from Jalalabad International Madrasah's post 16/12/2021

আসসালামু আলাইকুম,
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি...

08/12/2021

১৬তম বর্ষে পদার্পণ

Photos from Jalalabad International Madrasah's post 07/12/2021

শিশুদের মেধা বিকাশের জন্য বিনোদনের ব্যবস্থা....

06/12/2021

অভিভাবকদের বসার জন্য সু-ব্যবস্থা....

06/12/2021

জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদরাসায় খেলার মাঠ ও শিশুদের বিনোদনের জন্য দোলনা এবং স্লিপারের ব্যবস্থা রয়েছে।

03/12/2021

আপনার সন্তানকে ইসলামিক শিক্ষা দিন, মৃত্যুর পরে আপনার জানাজা পড়াবে এবং কবরের পাশে দাড়িয়ে দোয়া করবে।

03/12/2021

করোনা কালীন বিশেষ ছাড়ে ভর্তি চলছে....

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Sylhet
3100