Think Know Learn

Think Know Learn

Started as an educational page with no experience and knowledge. But trying to level up. Be with us

Operating as usual

28/08/2023

ভেজা চোখ, কখনো দেখাইনি তোমায়! 💔

25/08/2023

যেটা ছিলো না ছিলো না। সেটা না পাওয়াই থাক!

সব পেলে নষ্ট জীবন...

21/08/2023

তাকে মেসেজ দিতে গিয়েও না দিতে পারার ব্যথা টা...>>>

22/07/2023

জীবনে বহু খারাপ এক্সাম দিছি,কিন্তু বন্ধু যে খারাপ এক্সাম দিয়ে ২০/২০ পায় তেমন খারাপ এক্সামই দিতে পারতেছি না।
কীভাবে বন্ধুদের মতো খারাপ এক্সাম দেয়া যায়?

23/04/2023

ফ্রেন্ডলিস্টে একজন আছে, যার ঈদের ছবি দেখে 🙈

Photos from Sports Diaries 's post 05/02/2023

Happy Birthday

02/02/2023

রাত দশটায় মাহফিলে বসে বসে ঝিমাচ্ছিলাম।
ঘুমে ঢুলে পড়ে যাবো, এমন সময় হুজুর মাইকে বললেন, "দাঁড়ান।"
আমি কিছু না বুঝে দাঁড়িয়ে গেলাম।
সবাই আমার দিকে ফিরে খুব প্রশংসা করলো। মাশাআল্লাহ, মারহাবার বন্যা বয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারলাম না।
তারপর হুজুর বললেন,"আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য 25 হাজার টাকা দান করবে এমন একজন ভাই পেলাম। আর কে কে আছেন দাঁড়ান।"
রাত দশটার পরে এগারোটা না বেজে আমার বারোটা বেজে গেল🙂

31/01/2023

Story তে ৫ টা করে লাভ দিচ্ছি তাও যদি না বুঝো, তাহলে কি করবো আমি বলো?🙂

26/01/2023

নাক ঘামলে জামাই বেশি আ'দ'র করে.!🙊

- এটা শুনে ফ‍্যান বন্ধ করে বসে থাকা আমি.!🙆‍♂️

25/01/2023

তগো আজকালের প্রেমের থেকে আমার আইলাইনার ও বেশিক্ষণ লাস্টিং করে।🤧

25/01/2023

শর্ট মেয়েদের জন্মই হয় লম্বা ছেলেদের হা'র্টবিট কা'পা'নোর জন্য.!🙂

25/01/2023

স্কুল শিক্ষক দারুণভাবে চিল্লিয়ে ফিল্লিয়ে ক্লাসে শেখালেন,
'আমাদের উৎপত্তি বানর থেকে ৷
আমাদের পূর্বসূরিরা বানর ছিল ৷
সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে আমরা এই আকৃতি ধারণ করেছি ৷'

সন্ধ্যার পর বাড়ির কাজ করতে বসে বাবা-ছেলের মাঝে কথা চলছে-
- ছেলে আগ্রহ ভরে জানতে চাইল,
'বাবা, আমাদের পূর্বসূরিরা নাকি বানর ছিল?'
- বাবা বললেন, 'না তো৷'
- ছেলে বলল, 'তাহলে কী ছিল আব্বু ?'
- বাবা বললেন,
'আল্লাহ প্রথমে আদম নামে একজন মানুষ বানিয়েছেন ৷
তিনি তাঁর প্রথম পয়গম্বর ছিলেন ৷
তারপর হাওয়া নামের একজন নারীকে বানালেন ৷
এই আদম ও হাওয়া দুইজন থেকে আমারা এসেছি ৷'

- 'কিন্তু আমাদের শিক্ষক তো বললেন,
বানর নাকি আমাদের পূর্বসূরী ৷'
- বাবা বললেন, 'আরে নাহ'৷
'আমাদের বংশীয় ব্যাপার তোমার শিক্ষক কী করে জানবেন?
তোমার শিক্ষক মনে হয় তার নিজের বংশের ব্যাপারে বলেছেন।
হয়তো তার নিজের বংশ বানর থেকে এসেছে ৷
কিন্তু আমরা এসেছি মানুষ থেকে ৷'

- ছেলে বলল, 'বুঝলাম আব্বু ৷' এবার ঠিক আছে।
স্যার বোধ হয় নিজের বংশের কথাই বলেছেন।😁

25/01/2023

এই কুতাবাসা যাস তো কলেজে এত সেজে যাওয়ার কি আছে?😤

25/01/2023

I'm free on 14 February. Tomader couple pic tule dewa lagle boilo
Per pic 10tk

25/01/2023

বান্ধবীরে বিয়া দিয়া ভুল করলাম নাকি...😑
সারাক্ষণ শুধু Couple Pic আপলোড দেয়!!!😒

25/01/2023

গালির উপর PHD করা একটা বন্ধু দেখা..!

Photos from Think Know Learn's post 24/01/2023

মরুভূমিতে ঘাস....
কেয়ামতের আলামত...!!!😅

24/01/2023

আব্বু'কে নিয়ে জাষ্ট একটা লাইন!🖤

24/01/2023

১৪ ই ফেব্রুয়ারি নিয়ে যাদের মাথা ব্যাথা নাই
তারাই মন থেকে বলি।
আলহামদুলিল্লাহ 🥰🥰

24/01/2023

৮ তারিখে এইচএসসির ফল প্রকাশের পর অনেকটাই দূরত্ব বেড়ে যাবে,
হতে পারে বাবা-মা
হতে পারে বন্ধুবান্ধব
বা হতেও পারে সমাজের কোন বড় ভাই আত্মীয়-স্বজনের কাছে। দুঃখজনক হলেও এটাই সত্য হবে।💔

24/01/2023

আমি বললেই দোষ😅

24/01/2023

আপনার খুব কাছের কোন বন্ধু নেই?
ঘুরার মত কেউ নেই? জি আপনাকে বলছি কারো উপর নির্ভর না করে আপনি নিজে নিজের বন্ধু হয়ে যান।
সপ্তাহে একবার কোন রেস্টুরেন্টে যান এবং নিজের পছন্দের কোন মেনু অর্ডার করে আরাম করে খান। বই পড়ুন, নতুন কিছু সম্পর্কে জানুন, নতুন কিছু শিখুন।
একটা টক্সিক সার্কেল এ থাকার চেয়ে একা একা থাকা অনেক ভালো এবং শান্তির।
আমরা যখন পৃথিবীতে আসি একাই আল্লাহ মায়ের গর্ভে পাঠিয়ে দেন। নেওয়ার সময় ও কিন্তু আমরা মারা গেলে আবার আমাদের রূহ নিজে নিজে একা আল্লাহর কাছে চলে যায়।
তাই বন্ধু নেই বলে হাহাকার করার দরকার নেই এই বন্ধু কিংবা জীবন সঙ্গী বিষয়টাও রিজিক এর অংশ।
রিজিক এ থাকলে এমনই হবে আর না হয় হবে না। ❤️

24/01/2023

সিরিয়াস মুহূর্তে হাসার অপ'রাধে নির্ঘাত আমি একদিন গ'ণো ধো-লাই খাবো!🙂

24/01/2023

মায়ের কোলই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল!❤️

24/01/2023

অপূর্ণতা থাকবেই , পূর্ণতার চিন্তা না করে, যা আছে তা নিয়ে খুশি থাকাটাই শ্রেয়!🙂

23/01/2023

সড়ক দু'র্ঘ'ট'না'য় পুরো পরিবার আমাকে ছেড়ে চলে গেলো। পরিবারের একমাত্র সদস্য আমিই বেঁচে রইলাম। এই দুনিয়ায় এখন আমার আপন বলতে কেউ নাই। এভাবেও কি বাঁচা যায়?💔

© - Rimon

31/12/2022

Wishing you 12 months of success, 52 weeks of laughter, 365 days of fun, 8,760 hours of joy, 525,600 minutes of good luck, and 31,536,000 seconds of happiness.

Happy New Year 2023

02/12/2022

Most FIFA World Cup goals scored :

🇧🇷Brazil - 232
🇩🇪Germany - 227
🇦🇷Argentina - 138
🇮🇹Italy - 128
🇫🇷France - 124
🇪🇸Spain - 106

Most FIFA World Cup winners :

🇧🇷Brazil - 5
🇩🇪Germany - 4
🇮🇹Italy - 4
🇦🇷Argentina - 2
🇺🇾Uruguay - 2
🇫🇷France - 2
🇪🇸Spain - 1
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England - 1

Most match wins in FIFA World Cup :

🇧🇷Brazil - 73
🇩🇪Germany - 67
🇮🇹Italy - 45
🇦🇷Argentina - 43
🇫🇷France - 34

Most FIFA World Cup points holder teams :

🇧🇷Brazil - 237
🇩🇪Germany - 221
🇮🇹Italy - 156
🇦🇷Argentina - 144
🇫🇷France - 118

Most participations in FIFA World Cup :

🇧🇷Brazil - 22
🇩🇪Germany - 20
🇮🇹Italy - 19
🇦🇷Argentina - 18
🇫🇷France - 16

Most free-kick goals in FIFA World Cup :

🇧🇷Brazil - 13
🇦🇷Argentina - 5
🇰🇷South Korea - 5
🇪🇸Spain - 5
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England - 4
🇷🇸Yugoslavia - 4
🇺🇾Uruguay - 4

Most FIFA World Cup Golden Boot win by country :

🇧🇷Brazil - 5
🇩🇪Germany - 3
🇦🇷Argentina - 2
🇮🇹Italy - 2
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 England- 2
🇭🇺Hungary - 2

Most FIFA World Cup Golden Ball win by country :

🇧🇷Brazil - 7
🇦🇷Argentina - 3
🇮🇹Italy - 3
🇺🇾Uruguay - 2

It's all about Brazil's Heritage . Confederação Brasileira de Futebol 🇧🇷❤

22/11/2022

বেলজিয়ামের ব্রাসেলস শহরে সাজ সাজ রব, আজকে এক বিশেষ অতিথি আসছেন তাদের দেশে। তিনি নাকি সারা পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, ফিজিক্সের আইন কানুনকে একেবারে উলটে ফেলেছেন। তাঁর নাম শুনলে সসম্ভ্রমে উঠে দাঁড়িন পৃথিবীর সেরা বিজ্ঞানীরা।

বেলজিয়ামের রাণী একদল অফিশিয়াল পাঠিয়েছেন বিজ্ঞানীকে স্বাগত জানাতে, তিনি ট্রেন থেকে নামলেই তাকে সসম্মানে গাড়িতে করে নিয়ে আসা হবে। হাতে ফুলের তোড়া নিয়ে তারা অধির আগ্রহে অপেক্ষা করতে লাগলেন স্টেশনে। কিন্তু ঝাঁকড়া চুলের ছেঁড়াফাটা কাপড় পরা যে মানুষটা ট্রেন থেকে নামলেন তাকে দেখে কারো মাথার একবারও আসলো না, এই মানুষটাই আসলে জগৎ-বিখ্যাত বিজ্ঞানী। মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরও মাথায় আসলো না তাকে নেওয়ার জন্য কেউ লোক পাঠাতে পারে।

রাণীর লোকজন দাঁড়িয়ে থাকলো স্টেশনে। বিজ্ঞানী নেমে পড়লেন রাস্তায়। বের করলেন তার ভায়োলিন।

স্টেশন থেকে প্রাসাদ পর্যন্ত পুরোটা পথ বিজ্ঞানী হাঁটতে হাঁটতে গেলেন। ব্রাসেলসের মানুষজন মুগ্ধ হয়ে শুনল তার অসাধারণ সম্মোহনী বাজনা। কেউ জানতেও পারলো না, অতি সাধারণ কাপড় পরা এই বেহালা বাদক পৃথিবীর সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।

Credit:- চা কফি আর কোয়ান্টাম মেকানিক্স
(নাইম হোসেন ফারুকী)

12/11/2022


Properties of the first element of the universe.

20/10/2022

এই তুলনার মাধ্যমে দেখানো হয়েছে যে দুই সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানীর মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে খুব ভিন্ন মতবাদ ছিল।

16/10/2022

সময় টিভির দুইটা চ্যানেল হ্যাকারদের নিয়ন্ত্রণে।বাংলাদেশের সর্ব বৃহত্তম টিভি চ্যানেল সময় টিভি ইউটিউব চ্যানেল হ্যাকারদের নিয়ন্ত্রনে।

15/10/2022

"শিক্ষকতা একটি অত্যন্ত মহৎ পেশা যা একজন ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যতকে গঠন করে। জনগণ যদি আমাকে একজন ভালো শিক্ষক হিসেবে স্মরণ করে, সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় সম্মান।"
- এপিজে আবদুল কালাম

09/10/2022

Eid Milad-Un-Nabi Mubarak to you and everyone in your family.

07/10/2022

চলতি বছর শান্তিতে নোবেল জিতলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

06/10/2022

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি এনৌ। সাহস এবং নিখুঁত তীক্ষ্ণতার মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সংযমের কথা উন্মোচন করার জন্য তাকে পুরস্কার দেওয়া হয়।

05/10/2022

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বের্টোজি, মর্টান মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস। ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদানের জন্য তাঁদেরকে এ পুরস্কার দেওয়া হয়।

05/10/2022

Your wisdom, dedication and kindness will always lead us to the right path and inspire us to be better human beings. Happy World Teachers Day!!

04/10/2022

চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যালান আসপেক্ট, জন ক্লাউসার, অ্যান্টন জেইলিঙ্গার। বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদেরকে এ পুরস্কার দেওয়া হয়।

Want your school to be the top-listed School/college in Swarupkati?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Newtonian Gravity | মহাকর্ষ বল | Think Know Learn

Location

Category

Telephone

Address


Swarupkati
Other Education in Swarupkati (show all)
Shahid Smrity Degree College Science Club Shahid Smrity Degree College Science Club
Swarupkati

Shahid Smrity Degree College Science Club established in 2021 with a view to bringing out talent

South Bengal Institute of Nursing Science and Midwifery South Bengal Institute of Nursing Science and Midwifery
Swarupkati, 8520

Diploma Nursing Institute

Swarupkati Collegiate Academy Online School Swarupkati Collegiate Academy Online School
Inderhat-Miarhat
Swarupkati

To spread education among the students.

Swarupkati Government College, Pirojpur Swarupkati Government College, Pirojpur
Swarupkati

Swarupkati Government College was established in 1965. It is a well recognised and reputed college i