
Rose Garden School
Comments
I (আই) = আমি
Me (মী) = আমাকে
My (মাই) = আমার
Mine (মাইন) = আমার
We (উঈ) = আমরা
Us (আস) = আমাদেরকে
Our (আউয়ার) = আমাদের
Ours (আউয়াজ) = আমাদের
He (হী) = সে, তিনি (পুরুষ)
Him (হিম) = তাকে, তাঁকে
His (হিজ) = তার, তাঁর
She (শী) = সে, তিনি (মহিলা)
Her (হার) = তাকে, তাঁকে, তার, তাঁর
You (ইউ) = তুমি, তোমরা
You (ইউ) = তোমাকে, তোমাদেরকে
You (ইউ) = আপনাকে, আপনাদেরকে
Your (ইয়োর) = তোমার, তোমাদের
They (দেই) = তারা, তাঁরা, ওরা, ওঁরা
Them (দেম) = তাদেরকে, তাঁদেরকে
Their (দেয়ার) = তাদের, তাঁদের
Theirs (দেয়াজ) = তাদের
It (ইটা) = ইহা, এটা, এটি (বস্তু)
It (ইট) = ইহাকে
Its (ইটস) = ইহার, তার
This (দিস) = এই, এটা
These (দীজ) = এইগুলো
That (দ্যাট) = ঐ, যে, যা
Those (দৌজ) = ঐগুলো, সেগুলো
What (হোঅট) = কি, যা
Which (হুইচ) = কোনটি, যেটি
Who (হু) = কে, কারা, যে, যারা
Whom (হুম) = কাকে, কাদেরকে
Whose (হুজ) = কার, কাদের
Myself (মাইসেল্ফ) = নিজে নিজে
Ourselves = আমরা নিজেরাই
Yourself = তুমি নিজেই
Yourselves = তোমরা নিজেরাই
Himself = সে নিজেই
Herself = সে নিজেই
Themselves = তারা নিজেরাই
Itself = ইহা নিজেই, ইহা স্বয়ং
Each (ঈচ) = প্রত্যেক
Every (এভরি) = প্রত্যেক
Everybody = প্রত্যেক ব্যক্তি
Everyone = প্রত্যেক ব্যক্তি
Everything (এভরিথিং) = সবকিছু
Either (ঈদার) = দুয়ের যেকোন একটি
Neither (নীদার) = দুয়ের কোনটি নয়
Both (বৌথ) = উভয়ই
Any (এনি) = যে কেহ, কোনো
Anything (এনিথিং) = যে কোনো কিছু
Anybody (এনিবডি) = যে কেউ
Anyone (এনিওআন) = যে কেউ
Many (মেনি) = অনেক
Many thing (মেনিথিং) = অনেক কিছু
Some (সাম) = কয়েক, কিছু, কতিপয়
Something (সামথিং) = কোনো কিছু
Somebody (সামবডি) = কেউ
Some one (সামওআন) = কেউ
All (ওল) = সব, সকল
One (ওআন) = যে কেহ, কোন একজন
Oneself = নিজে, নিজেকে
No (নৌ) = কেউ না
Nobody (নৌবডি) = কেউ না।
1.Ant: (অ্যান্ট)-পিঁপড়া
2.Bee: (বী)-মৌমাছি
3.Bug: (বাগ)-ছারপোকা
4.Butterfly: (বাটারফ্লাই)-প্রজাপতি
5.Black bee: (ব্লক বী)-ভ্রমর
6.Bee-hive: (বীহাইভ)-মৌচাক
7.Cockroach: (ককরোচ)-তেলাপোকা
8.Cricket: (ক্রিকেট)-ঝিঁঝি পোকা
9.Cobra: (কোবরা)-গোগরো সাপ
10.Crocodile: (ক্রেকোডাইল)-কুমির
11.Crab: (ক্রাব)-কাঁকড়
12.Drone: (ড্রন)-পুরুষ মৌমাছি
13.Dragonfly: (ড্রাগনফ্লাই)-গঙ্গামাছি
14.Earth-warm: (আর্থওয়ার্ম) -কঁচো
15.Fly: (ফ্লাই)-মাছি
16.Firefly: (ফায়ার ফ্লাই)-জোনাকি
17.Grass-hopper: (গ্রাস হোপার)-ঘাসফডিং
18.Hornet: (হর্নেট)-ভীমরুল
19.Humble bee: (হাম্বল বী)-ভ্রমর
20.Insect: (ইনসেক্ট)-পতঙ্গ
21.Louse: (লাউস)-উকুন
22.Locust: (লোকাস্ট)-পঙ্গাপাল
23.Leech: (লিচ)-জোঁক
24.Lizard: (লিজার্ড)-টিকটিকি
25.Mosquito: (মসকুইটো)-মশা
26.Python: (পাইথন)-অজগর সাপ
27.Rana: (রানা)-সোনাব্যাঙ
28.Reptile: (রেপটাইল)-সরীসৃপ
29.Spider: (স্পাইডার)-মাকড়সা
30.Scorpion: (স্করপিওন)-বিছা
আলোকিত ডেস্ক:
আগামীকাল পবিত্র শবেবরাত (লাইলাতুল বারাত)। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে পবিত্র শবেবরাত উদযাপন করবেন।
মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করে থাকেন।
ক্লাস শুরুর আগে সব শিক্ষককে টিকা দেয়া হবে।
নিজস্ব প্রতিনিধি:
দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ। শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ৬ দিন করে ক্লাস নেয়া হবে। ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্যও সিলেবাস কমানো হবে।
দেশে করোনা কারণে প্রায় ১১ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয়--শিক্ষা মন্ত্রণালয়।
এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে-শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে ৬ দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। ২০২২ সালেও কমছে সিলেবাস। আগামী বছরে পরীক্ষার্থীদের ক্লাশ হবে সপ্তাহে দুই দিন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে।
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।
ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার কিছু পরিবর্তন আনে।
Rose Garden International School (RGIS), a creative mission of some dynamic people of Sonagazi, was Location : College Road, Sonagazi, Feni. b. iv.
Education System:
In RGIS, we provide a well-structured and organized school leaving course for students using English as the primary medium of instruction but placing equal emphasis on Bangla. We consider proficiency in both English and Bangla to be the cornerstone of a well-rounded education for the students of our nation. We emphasize texts of National Curriculum in English version. Education
Operating as usual


আমরা করবো জয়.....

বিজয় দিবস উপলক্ষে রোজ গার্ডেন স্কুলে খুদে শিক্ষার্থীদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নোটিশঃ
এতদ্বারা রোজ গার্ডেন স্কুলের সম্মানিত অভিভাবকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২ অক্টোবর'২০২২ থেকে ৯অক্টোবর '২০২২ পর্যন্ত পবিত্র ঈদ ই মিলাদুন্নবী, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।
১০অক্টোবর, সোমবার যথারীতি সকাল ৯ঃ৩০০টা থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে অভিভাবকদের বিনীত অনুরোধ করা হল।

কাজলা দিদি
যতীন্দ্রমোহন বাগচী।
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে লেবুর তলে,
থোকায় থোকায় জোনাক জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই,
মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
খাবার খেতে আসি যখন
দিদি বলে ডাকি তখন,
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
আমি ডাকি, তুমি কেন চুপটি করে থাকো?
বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
দিদির মত ফাঁকি দিয়ে
আমিও যদি লুকাই গিয়ে
তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
আমিও নাই— দিদিও নাই— কেমন মজা হবে!
ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল |
ডালিম গাছের ফাঁকে ফাঁকে
বুলবুলিটা লুকিয়ে থাকে,
উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
লেবুর তলে পুকুর পাড়ে
ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই---
রাত্রি হলো মাগো, আমার কাজলা দিদি কই?

লিচু চোর
- কাজী নজরুল ইসলাম
বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।
পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল! …
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি : রহিম সভাপতি, রনি সম্পাদক ফেনীর সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শিক্ষকদের ...

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠিত ,সভাপতি রহিম - সাধারণ সম্পাদক রনি
বিশেষ প্রতিনিধি:
সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শিক্ষকদের গোপন ভোটে রহিম উল্লাহ চৌধুরী সভাপতি ও গাজী ওবায়েদুল হক রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে সোনাগাজীর একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ- সভাপতি মোঃ আকবর হোসাইন, যদু লাল সাহা, বেলায়েত হোসেন, সহ - সাধারণ সম্পাদক হাজী সেলিম- উর রেজা,সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, শিক্ষা সম্পাদক মিসেস ফারহানা আক্তার, প্রচার সম্পাদক আজগর হোসেন আতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম সবুজ , দপ্তর সম্পাদক আবদুল কুদ্দুস ভূইয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিন , শান্ত চক্রবর্তী, সোহাগ চন্দ্র সাহা।

বর্ণাঢ্য আয়োজনে সোনাগাজীর রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

সোনাগাজীর রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে.......
জিরো থেকে ইংরেজি শিখি!
I (আই) = আমি
Me (মী) = আমাকে
My (মাই) = আমার
Mine (মাইন) = আমার
We (উঈ) = আমরা
Us (আস) = আমাদেরকে
Our (আউয়ার) = আমাদের
Ours (আউয়াজ) = আমাদের
He (হী) = সে, তিনি (পুরুষ)
Him (হিম) = তাকে, তাঁকে
His (হিজ) = তার, তাঁর
She (শী) = সে, তিনি (মহিলা)
Her (হার) = তাকে, তাঁকে, তার, তাঁর
You (ইউ) = তুমি, তোমরা
You (ইউ) = তোমাকে, তোমাদেরকে
You (ইউ) = আপনাকে, আপনাদেরকে
Your (ইয়োর) = তোমার, তোমাদের
They (দেই) = তারা, তাঁরা, ওরা, ওঁরা
Them (দেম) = তাদেরকে, তাঁদেরকে
Their (দেয়ার) = তাদের, তাঁদের
Theirs (দেয়াজ) = তাদের
It (ইটা) = ইহা, এটা, এটি (বস্তু)
It (ইট) = ইহাকে
Its (ইটস) = ইহার, তার
This (দিস) = এই, এটা
These (দীজ) = এইগুলো
That (দ্যাট) = ঐ, যে, যা
Those (দৌজ) = ঐগুলো, সেগুলো
What (হোঅট) = কি, যা
Which (হুইচ) = কোনটি, যেটি
Who (হু) = কে, কারা, যে, যারা
Whom (হুম) = কাকে, কাদেরকে
Whose (হুজ) = কার, কাদের
Myself (মাইসেল্ফ) = নিজে নিজে
Ourselves = আমরা নিজেরাই
Yourself = তুমি নিজেই
Yourselves = তোমরা নিজেরাই
Himself = সে নিজেই
Herself = সে নিজেই
Themselves = তারা নিজেরাই
Itself = ইহা নিজেই, ইহা স্বয়ং
Each (ঈচ) = প্রত্যেক
Every (এভরি) = প্রত্যেক
Everybody = প্রত্যেক ব্যক্তি
Everyone = প্রত্যেক ব্যক্তি
Everything (এভরিথিং) = সবকিছু
Either (ঈদার) = দুয়ের যেকোন একটি
Neither (নীদার) = দুয়ের কোনটি নয়
Both (বৌথ) = উভয়ই
Any (এনি) = যে কেহ, কোনো
Anything (এনিথিং) = যে কোনো কিছু
Anybody (এনিবডি) = যে কেউ
Anyone (এনিওআন) = যে কেউ
Many (মেনি) = অনেক
Many thing (মেনিথিং) = অনেক কিছু
Some (সাম) = কয়েক, কিছু, কতিপয়
Something (সামথিং) = কোনো কিছু
Somebody (সামবডি) = কেউ
Some one (সামওআন) = কেউ
All (ওল) = সব, সকল
One (ওআন) = যে কেহ, কোন একজন
Oneself = নিজে, নিজেকে
No (নৌ) = কেউ না
Nobody (নৌবডি) = কেউ না।
কীটপতঙ্গ সূমুহের ইংরেজি জেনে নেওয়া যাক:
1.Ant: (অ্যান্ট)-পিঁপড়া
2.Bee: (বী)-মৌমাছি
3.Bug: (বাগ)-ছারপোকা
4.Butterfly: (বাটারফ্লাই)-প্রজাপতি
5.Black bee: (ব্লক বী)-ভ্রমর
6.Bee-hive: (বীহাইভ)-মৌচাক
7.Cockroach: (ককরোচ)-তেলাপোকা
8.Cricket: (ক্রিকেট)-ঝিঁঝি পোকা
9.Cobra: (কোবরা)-গোগরো সাপ
10.Crocodile: (ক্রেকোডাইল)-কুমির
11.Crab: (ক্রাব)-কাঁকড়
12.Drone: (ড্রন)-পুরুষ মৌমাছি
13.Dragonfly: (ড্রাগনফ্লাই)-গঙ্গামাছি
14.Earth-warm: (আর্থওয়ার্ম) -কঁচো
15.Fly: (ফ্লাই)-মাছি
16.Firefly: (ফায়ার ফ্লাই)-জোনাকি
17.Grass-hopper: (গ্রাস হোপার)-ঘাসফডিং
18.Hornet: (হর্নেট)-ভীমরুল
19.Humble bee: (হাম্বল বী)-ভ্রমর
20.Insect: (ইনসেক্ট)-পতঙ্গ
21.Louse: (লাউস)-উকুন
22.Locust: (লোকাস্ট)-পঙ্গাপাল
23.Leech: (লিচ)-জোঁক
24.Lizard: (লিজার্ড)-টিকটিকি
25.Mosquito: (মসকুইটো)-মশা
26.Python: (পাইথন)-অজগর সাপ
27.Rana: (রানা)-সোনাব্যাঙ
28.Reptile: (রেপটাইল)-সরীসৃপ
29.Spider: (স্পাইডার)-মাকড়সা
30.Scorpion: (স্করপিওন)-বিছা

আগামীকাল পবিত্র শবেবরাত
আলোকিত ডেস্ক:
আগামীকাল পবিত্র শবেবরাত (লাইলাতুল বারাত)। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আগামীকাল দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগির’ মধ্য দিয়ে পবিত্র শবেবরাত উদযাপন করবেন।
মুসলমানরা হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করে থাকেন।
স্কুল, কলেজের ক্লাস শুরু হচ্ছে ৩০ মার্চ: শিক্ষামন্ত্রী।
ক্লাস শুরুর আগে সব শিক্ষককে টিকা দেয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ
নিজস্ব প্রতিনিধি:
দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি শেষ। শিগগিরই খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ৬ দিন করে ক্লাস নেয়া হবে। ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্যও সিলেবাস কমানো হবে।
দেশে করোনা কারণে প্রায় ১১ মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দেয়--শিক্ষা মন্ত্রণালয়।
এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ। মন্ত্রণালয় বলছে-শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে করোনার টিকা। শিগগিরই খোলা হতে পারে প্রতিষ্ঠানও। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে ৬ দিন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস নেয়া হবে।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমানো হয়েছে সিলবাস। কাজ চলছে এইচএসসির সিলেবাস কমানোরও। ২০২২ সালেও কমছে সিলেবাস। আগামী বছরে পরীক্ষার্থীদের ক্লাশ হবে সপ্তাহে দুই দিন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া হবে। এরপরই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে।
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।
ওই নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে এ ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। এছাড়াও করোনার কারণে স্কুল কলেজে পাবলিক পরীক্ষায়ও সরকার কিছু পরিবর্তন আনে।
ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিক স্কুল খোলার পরিকল্পনা নেয়া হয়েছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।।

সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে উন্নীত শিক্ষার্থীদের লটারীতে ভর্তির ফলাফল।।

আমাদের স্কুল আনন্দের এক রঙ্গিন ফুল.....

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই সমূহ।১ জানুয়ারী ২০২১ সকাল ১০টায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব করা হবে,০২ জানুয়ারি ২০২১ থেকে শ্রেণি ভিত্তিক বই প্রদান করা।ইনশাআল্লাহ, রোজ গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল,কলেজ রোড় সোনাগাজী,

২০২১ সালের প্রথম দিনে সীমিত পরিসরে সোনাগাজীর রোজ গার্ডেন স্কুলে নতুন বই উৎসব পালিত হয়েছে।

২০২১ সালের প্রথম দিনে সীমিত পরিসরে সোনাগাজীর রোজ গার্ডেন স্কুলে নতুন বই উৎসব পালিত হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
College Road Sonagazi
Sonagazi
3930
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Mangalkandi, Feni
Sonagazi, 3900
One of the most ancient high school in Bangladesh, established in 1912
Main Street At Sonagazi Upazilla
Sonagazi
ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিদ্যালয়।
Sonagazi, Feni
Sonagazi, 3930
সোনাগাজী অনলাইন প্রাইমারি এডুকেশন বা
Village:Char ShahaBhikari, No-5 Chardarbesh Union Parishod, Sonagazi, Feni
Sonagazi, 3933
NAME: CHARSAHA BHIKARI HIGH SCHOOL EIIN: 106704 Centre: SONAGAZI-1, Thana/Upazilla: SONAGAZI, Zill
Charshahavikari, Kachari Pukur
Sonagazi, 3393
IDEAL KINDER GARTEN (IKG) is the best school for your child in Sonagazi thana. there are remaining 7
Sonagazi, Chittagong
Sonagazi, 3930
KBN School is one of the best schools in Bangladesh. It is a platform for learning English in Bangl
Olama Bazar Road
Sonagazi, 3930
Pragati Kindergaten Sonagazi is situated in Sonagazi in 1999. It is the best kindergarten in Sonagaz
Https://goo. Gl/maps/KLpYy4hkgJv7m4UU 7
Sonagazi, 3930
"সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্?