30/10/2024
ধারাবাহিক ভাবে 'মা' সমাবেশের আজকে দ্বিতীয় দিনে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের 'মা'/ অভিভাবক সমাবেশ এর আয়োজন করা হয়।
#২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ এবং আসন্ন চূড়ান্ত মূল্যায়নের প্রস্তুতি, # বাংলা ও ইংরেজি বিষয়ের পঠন দক্ষতা, # নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, # বাসায়/বাড়িতে পড়ার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া, # শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া সহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের ভূমিকা ও করণীয় সম্পর্কে সভায় আলোচনা হয়।
08/10/2024
বিদ্যালয় বন্ধের নোটিশ
-----------------------
আগামী ৯ অক্টোবর বুধবার থেকে ১৭ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, আশ্বিনীপূজা ও ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।আগামী ২০ অক্টোবর রবিবার বিদ্যালয় যথারীতি খোলা।
বিদ্যালয় বন্ধকালীন নিয়মিত বাড়ির কাজ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।
প্রধান শিক্ষক
সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়
সোনাগাজী, ফেনী।
29/04/2024
বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ
ঢাকা,২৯ এপ্রিল ২০২৪
সারাদেশে বহমান তীব্র তাপপ্রবাহের দরুন শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আগামী বৃহস্পতিবার (০২ মে, ২০২৪) পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
০১৫৫২৪৭৫০০৯
27/04/2024
প্রাক-প্রাথমিক শ্রেণি ছাড়া ১ম থেকে ৫ম শ্রেণির ক্লাস আগামীকাল সকাল ৮টা থেকে ১১ঃ৩০ টা পর্যন্ত চলবে।সময়মত শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করা হলো
06/03/2024
"সুশিক্ষিত মা সুরভিত ফুল,
প্রতিটি ঘর হবে এক একটি স্কুল।।"
সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের "মা/ অভিভাবক " সমাবেশের স্থির চিত্র।
সম্মানিত "মা'/অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের কে দায়িত্ব পালনে আরো বেশি অনুপ্রাণিত করবে।
02/01/2024
*****বই উৎসব-২০২৪***
উৎসব মূখর পরিবেশে সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান স্যার,সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সুদ্বীপ কুমার,উপজেলা শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল আমিন, সোনাগাজী পৌরসভার প্যানেল মেয়র জনাব শেখ কলিম উল্লাহ রয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব ইকবাল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড় কাউন্সিলর জনাব জামাল উদ্দিন নয়ন,ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবু জাফর সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ,অভিভাবক বৃন্দ।
27/12/2023
বই উৎসব '২০২৪
আগামী ১জানুয়ারি '২০২৪ সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে পালিত হবে বই উৎসব।
বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইউনিফর্ম পরিধান করে শিক্ষার্থীদের বই উৎসবে আসার জন্য নির্দেশ করা হল।
19/12/2023
শিশু জরিপ, হোম ভিজিট কার্যক্রমের আলোকচিত্র 🌼
17/12/2023
আরো দু'টি ক্রেস্ট যুক্ত হলো আমাদের প্রাপ্তির ভান্ডারে।
14/12/2023
যথাযোগ্য মর্যাদায় "শহিদ বুদ্ধিজীবী দিবস" পালিত হলো।
08/12/2023
ফলাফল প্রকাশ!
উচ্ছ্বসিত শিক্ষার্থীদের উচ্ছ্বাসের আলোকচিত্র।।
30/11/2023
Play, Laugh and Learn 🌼🌼🌼
14/11/2023
"যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়,
তবু চলে যায়।।"
#২০২৩ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।
সবাই আলোকিত মানুষ হও, কল্যাণের পথেই জীবন গড়, এই দোয়া করি।