Mangalkandi High School

Mangalkandi High School

One of the most ancient high school in Bangladesh, established in 1912 A Candle in the Dark

28/07/2023

শফিক স্যারকে আমরা রাখতে পারিনি। তাঁর স্কুলের পাসের হার ৯৬%, আমাদের ৫১%!
লজ্জা!

17/03/2023

চট্টগ্রামের পতেঙ্গায় শিল্পী আসাদ গাইছেন পুরোনো দিনের গান...

09/03/2023

আজ স্কুলের ইতিহাসে সবচে বড় অর্জনের দিন। এই স্কুলের সাবেক শিক্ষার্থী ড. সেলিম আল দীন স্বাধীনতা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার দেওয়া হচ্ছে।
আজ আমরা গর্বীত আমাদের এই কৃতি পুরুষের জন্য।

06/01/2023

এই ছবিতে যেস্থানে ঘাট আছে সেখানে ছিল এক বটবৃক্ষ। কারো কাছে বট গাছের ছবি আছে?

23/10/2022

আমাদের আবুল খায়ের ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
তিনি ১৯৭০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

14/10/2022

চট্টগ্রাম জেলাকে হারিয়ে ফেনী জেলা, তথা আমাদের প্রাণের বিদ্যালয় বিভাগীয় পর্যায়ের ফাইনালে উঠেছে। ১৫ অক্টোবর কক্সবাজারের সাথে জিতলেই বিভাগীয় চ্যাম্পিয়ন।

05/10/2022

শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা

Photos from Mangalkandi High School's post 24/09/2022

স্কুলের ১৯৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থী, সাবেক সিনিয়র শিক্ষক জনাব শফিকুল ইসলাম ফেনীতে মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। সবার দোয়া চেয়েছেন।
তিনি বর্তমানে দাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

Photos from Mangalkandi High School's post 14/09/2022

৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২-এ জেলা চ্যাম্পিয়ন আমাদের প্রিয় স্কুল।
ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়াম, ফেনীতে ২-১ পরশুরাম উপজেলাকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রিয় অনুজরা। অভিনন্দন তোমাদের।

24/06/2022

অত্র বিদ্যালয়ের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের একজন তাজুল ইসলাম সাহেব।
তিনি আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেছেন মহান রবের দরবারে। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।

28/03/2022

সদালাপী, নিভৃতচারী, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মোমিন বিএসসি সাহেব আর নেই।
স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি।

27/03/2022

স্কুলের ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী এটিএম ফায়েজ আহমেদ “Simulation of Weft Knit Fabric” গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তিনি নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং বাংলাদেশ Bangladesh University of Textiles থেকে BSc in Textile engineering সম্পন্ন করেন। এরপর বৃটেনের University of Bolton থেকে MSc ডিগ্রি অর্জন করেন।

সর্বশেষ তুরস্কের Çukurova Üniversitesi থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তার এই অর্জনে আমরা গর্বিত। অভিনন্দন ও শুভ কামনা ড. এটিএম ফায়েজ আহমেদ ...

31/01/2022

SSC ১৯৮৭ ব্যাচের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন ভাই গতরাতে (৩০ জানুয়ারি) মৃত্যু বরণ করেছেন। ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
আমরা তাঁর মৃত্যুতে শোকাহত, শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা

25/01/2022

শুভ জন্মদিন স্যার।

02/10/2020

চিরনিদ্রায় শায়িত মাহবুবুল হক ভাই। ১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা।
তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার রাতে তাঁর দাফন সম্পন্ন হয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান বানিয়ে নিও..

13/09/2020

শ্রদ্ধেয় সুধীর চন্দ্র মজুমদার স্যার আর নেই, আজ ভোরে মৃত্যু বরণ করেন।
তিনি এসএসসি ১৯৭০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আমরা তাঁর আত্মার সদগতি কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।

12/09/2020

১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মাহবুবুল হক ভাই ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে আছেন।

জরুরীভিত্তিতে AB+ রক্ত প্রয়োজন
যোগাযোগ নুরুল আলম 01730044864

02/04/2020

দুইটি বিষয়ে পেইজের জন্য কয়েকজন মডারেটর প্রয়োজন, যারা নিয়মিত এটি আপডেট রাখতে পারবেন।
১. শিক্ষা বিষয়ক লেখা লেখিতে দক্ষ
২. স্কুলের খবরা খবর নিয়মিত দিতে পারা

30/11/2019

Mangalkandi High School's cover photo

18/03/2019

আমাদের আহছান স্যার আর নেই।
১৮ মার্চ সকাল ১০টায় ইন্তেকাল করেন এই বীর মুক্তিযোদ্ধা (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
উনার বড় ছেলে মিজান ভাই সবার কাছে দোয়া চেয়ে জানিয়েছেন এশার নামাজের পর স্যারের বাড়ির সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

13/01/2019

মো. ইব্রাহিম, এসএসসি ১৯৯৩ ব্যাচ। ১২ জানুয়ারী রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

28/12/2018

শ্রদ্ধেয় কবির আহমেদ, এসএসসি ১৯৭৯ ব্যাচ।
শুক্রবার (২৮ ডিসেম্বর ২০১৮) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

27/08/2018

ঈদ মুবারাক

27/07/2018

আমাদের স্কুলের এসএসসি ১৯৬১ ব্যাচের শিক্ষার্থী, পরে স্কুলের শিক্ষক এবং খ্যাতিমান সাহিত্যিক ও কবি জনাব মাহবুব আলতমাস (খোকা) আজ দুপুরে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

15/06/2018

ঈদ মুবারাক, সবাইকে ঈদ-উদ-ফিতরের শুভেচ্ছা

08/06/2018

বাংলাদেশী ডলির টরন্টো বিজয়

ইতোপুর্বে কোনো বাঙালী টরন্টো, এমনকি কানাডার কোনো নির্বাচনে জিততে পারেননি। ডলি বেগম প্রথমবারের মতো প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে জিতে শুধু কানাডায় নয় সারা বিশ্বের বাঙালীদেরদের জন্য ইতিহাস সৃষ্টি করেছেন।

aponkhobor24.com আপনখবর২৪ ডেস্ক : বাংলাদেশী মেয়ে ডলি বেগম ওন্টারিও প্রদেশের টরন্টো এলাকার একটি আসন থেকে এমপিপি নির্বাচিত হয়েছেন। ...

13/03/2018

নেপালে বিমান দূর্ঘটনায় আমরা শোকাহত। বগাদানা ইউনিয়নের পলাশ সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে প্লিজ শেয়ার করুন।

06/02/2018

শ্রদ্ধেয় আমিন উল্যাহ স্যার ৫ ফেব্রুয়ারী ভোর ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন৤ ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন৤
৫ ফেব্রুয়ারী বিকেলে জানাযা শেষে উনার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৤
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা৤
মহান আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করেন ...

14/09/2017

শ্রদ্ধেয় সাহাব উদ্দিন, এসএসসি ১৯৬৭ ব্যাচ। (সেনেরখীল মাস্টার বাড়ি)
আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

15/08/2017

২০০১ ব্যাচের Rafiqul Islam Parvez আজ সকালে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত এবং পরিবারের প্রতি সমবেদনা।
পারভেজ দীর্ঘদিন যাবৎ ক্যান্সার আক্রান্ত ছিল।

Want your school to be the top-listed School/college in Sonagazi?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

চট্টগ্রামের পতেঙ্গায় শিল্পী আসাদ গাইছেন পুরোনো দিনের গান...

Location

Category

Address

Mangalkandi, Feni
Sonagazi
3900