
Savar Cantonment Board High School
Comments
Both of you have done great.
Just remember this, "Life goes on. Results cannot determine your destination."
Name of love
Alhamdulilah scbbhsin Der akta platform
For social help only for Allah 💓
ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ,দশ বছরের প্রেম পাবলিকের গন্ডিতেই দুই বছরেই ম্লান করে দেয়।
যেমনটা বহু বছরের বাবা মায়ের ভালোবাসা ছেড়ে প্রেমিক প্রেমিকার সাথে চলে যাওয়া।
আরে ভাই ও বোনেরা আপনারা কি এমন হয়েছেন যে শেকর ভূলে যেতে হবে? নামকরা স্কুল কলেজগুলোতে পরলেই আপনি হিট আর না পরলেই আপনি ফিট 🤪এই ধরনের মানসিক রোগ থেকে বের হয়ে আসুন।
পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু মফস্বলের ছেলে মেয়েদেরই রাজত্ব।
ব্যক্তি জীবনে আপনি কেমন হবেন সেটা আপনার ব্যক্তিত্বের উপরে নির্ভর করে, কোন প্রতিষ্ঠানে পড়েছেন তার উপরে নয়।
'ব্যবহার বংশের পরিচয়'
'ভদ্রতা বজায় রাখুন'
'পকেট মার হতে সাবধান'
'৫০ ও ১০০ টাকার ভাংতি নাই'
'চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ'
'লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালেমিন'
'জনাব, কিছু ফেলে গেলেন কি?'। ইত্যাদি...
৭০ :৮০ : আর ৯০র দশকে সব "মুড়িরটিন" নামক নয়ারহাটের পাবলিক বাসেই জনসচেতনতা মূলক এই কথাগুলি লিখা থাকতো। এক সময়, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে পড়ার সময় এই বাসগুলো ছিলো সবচেয়ে ফেভারিট। তখন সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলটা ছিল বর্তমানের পাবলিক স্কুলের যায়গায়। তখন ছাদে উঠেও অনেক সাভার এসেছি সেই সময়। এসব বাস এখন আর দেখা যায় না তবে স্মৃতিকে আন্দোলিত করে।
Guardian:Savar Cantonment,
Only Chemistry(English Version)
Salary:Smart Amount(Negotiable)
Days:3/4
Salary:3500
Class:8
Subject:all
Location:Savar
Days:5
Media fees:30%(at joining day)
Contact:Messenger.
For more tutors/tuitions like the folling page.
https://www.facebook.com/Tuition-Media-Dhaka-Area-101583041748126/
This is the linked page of Savar Cantoment Board High School Group.
Operating as usual


২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ
শিশু শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি রবিবার ও মঙ্গলবার শিশু শ্রেণির বিদ্যালয়ে এসে শ্রেণি কার্যক্রম শুরু হবে। আগামিকাল মঙ্গলবার শিশু শ্রেণির সকল শিক্ষার্থীকে সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো --প্রধান শিক্ষক।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ১৫/০৩/২০২২ খ্রিঃ তারিখ মঙ্গলবার হতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের স্বাভাবিক ক্লাশ শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রতিদিন সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে উপস্থিত থেকে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো -- প্রধান শিক্ষক।

১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে।

সম্মানিত অভিভাবক, আগামী ২৫ জানুয়ারি ২০২২ তারিখ মঙ্গলবার থেকে অনলাইন শ্রেণি কার্যক্রম শুরু হবে। বিস্তারিত জানার জন্য শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করুন।


আবার বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
সম্মানিত অভিভাবক, আগামী ২৩/০১/২০২২ তারিখ রবিবার সকাল ৮.৩০ ঘটিকা থেকে শিশু শ্রেণির অনলাইন ক্লাস শুরু হবে।
বিস্তারিতঃ
ক শাখার জুম আইডিঃ 7776612034
পাসওয়ার্ডঃ abcd
শ্রেণি শিক্ষকঃ রহিমা আক্তার
মোবাইলঃ 01815-036822
খ শাখার জুম আইডিঃ 8203579176
পাসওয়ার্ডঃ abcd
শ্রেণি শিক্ষকঃ মোছাঃ বুলবুলি খাতুন
মোবাইলঃ 01719-402947
গ শাখার জুম আইডিঃ 2020700963
পাসওয়ার্ডঃ abcd
শ্রেণি শিক্ষকঃ হেলেন বেগম
মোবাইলঃ 01670-831823

শিশু ও প্রথম শ্রেণির পাবলিক শিক্ষার্থীদের লটারীর ফলাফল

অনিবার্য কারণ বশতঃ আগামি ০৪ ও ০৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ সাভার ক্যান্টনমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ০৬ তারিখ থেকে যথারীতি বিদ্যালয় কার্যক্রম চলবে । আদেশক্রমে --- প্রধান শিক্ষক
অনিবার্য কারণ বশতঃ আগামি ০৪ ও ০৫ জানুয়ারি ২০২২ খ্রিঃ সাভার ক্যান্টনমেন্ট বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামি ০৬ তারিখ থেকে যথারীতি বিদ্যালয় কার্যক্রম চলবে । আদেশক্রমে --- প্রধান শিক্ষক

সম্মানিত অভিভাবক পাঠ্যপুস্তক বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান-২০২২ অনুষ্ঠানটি বিদ্যালয়ের ফেসবুক পেইজে আগামীকাল ০৩/০১/২০২২ তারিখ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় সরাসরি সম্প্রচার করা হবে।

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের ওয়েব সাইট থেকে পাওয়া
Admin (রানা চন্দ্র দাস) : 01912-338809
অফিস ও বেতন সংক্রান্ত তথ্যের জন্য
01717-784472

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম-২০২২

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের ক্লাস রুটিন

০১ জানুয়ারী ২০২২ তারিখে বই বিতরণের সময়সূচীঃ

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশে শিক্ষার্থীদের আসনের বিবরণ

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের বালক শাখার ভর্তি নোটিশ.....

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না😉,তবে আমরা ভাগ্যবান ছিলাম😜যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই🙋
একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🚦,আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম🤗আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤑দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে,😇সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম 😓
রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে💥কারেন্টের💡 সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম😜।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃
ক্লাসে কলম কলম খেলা🖋,খাতায় ক্রিকেট খেলা🏏,চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎। এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,হাওয়াই মিঠাই🍣 খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑
হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁 গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম👫। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন👰দেখবো বলে। শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে😬। এবং সন্ধার পর আলিফ লায়লা👽,সিন্দবাদ,👺রবিনহুড,👹ম্যাকাইভার👦 দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম😬।
ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈 কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে😜 বিকেলে কুতকুত,কানামাছি,🤓গোল্লাছুট 🏃না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓 ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে😎
নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়🤔ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল😍তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো🙄,ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম !! আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি😥

আমাদের প্রিয় Mofjel Hossain স্যার সাভার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বালক শাখার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করায় Savar Cantonment Board High School Ex-Students Association এর পক্ষথেকে শুভেচ্ছা এবং স্যারের দীর্ঘায়ু কামনা করছি।।

বালক শাখার বার্ষিক পরীক্ষার আসন বিন্যাস 2021( ৩য়- ১০ম)


লেখটা আমাদের প্রিয় মুজাহিদ স্যারের কাছ থেকে সংগ্রহীত। ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে আজ থেকে ৩২ বছর পূর্বে যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ কর্মদিবস আজ। মাঝে ঘুরেছি বিভিন্ন ক্যান্টনমেন্ট। আমার প্রিয় ছাত্রী সাহিদা আক্তার বিউটি, শিক্ষক সাভার ক্যান্টঃবোর্ড বালিকা উবি (সাভার ক্যান্টঃপাবলিক স্কুলের ১৯৯০ ব্যাচ) ও ছাত্র প্রকৌশলী মোঃমোজাম্মেল সাভার ক্যান্টঃবোর্ড ২য় প্রজন্মের ছাত্র সহ শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ত ৩২ টি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানোতে আমি আনন্দিত ও আপ্লূত

সাভার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বালক শাখার মত বিনিময় সভা--

আজ বালিকা স্কুলের আনন্দের দিন ৩১/১০/২০২১

সিরাজুল ইসলাম স্যার ১৯৮৭ সালে সাভার ক্যান্ট বোর্ড স্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। আজ কর্মস্থলে স্যারের সাথে দেখা। ৮০ বছর বয়সেও আল্লাহ স্যারকে সুস্থ্য রেখেছেন। আল্লাহ স্যারকে শতবছর বাছিয়ে রাখুন।

২৯ বছর পর ব্যাচ ৯২

আমাদের প্রিয় মুজাহিদুল ইসলাম স্যার গত ১৫/৯/২০২১ তারিখে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের বালক শাখায় প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। আবার আমাদের প্রানের স্কুলে স্যার ফিরে আসায় খুব ভালো লাগছে।
স্যারকে অভিনন্দন এবং শুভকামনা রইল।

খুব ভালো দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ গুলোই ইন্ট্রুডারকে খুঁজে পায় 😂😂🧐🧐😉

কোন সময় ঘুমালে শিশু হবে অনেক মেধাবী
যে সময়ের ঘুমে- আপনার শিশু যদি দুপুরের পরে ঘুমায় সেটা খুবই ভালো অভ্যাস। তাকে ভালোভাবেই ঘুমাতে দিন। দুপুরের পরে আপনার শিশুর এ ঘুমটা ওর মেধা ও স্মৃতিশক্তি বাড়ানোর জন্য চমৎকার কাজ করে। বিশেষ করে এখনও যেসব শিশু স্কুলে যাওয়া শুরু করেনি, তাদের জন্য দুপুরের পর ঘুম খুবই দরকারি।
সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। গবেষণাটি চালায় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্ট।গবেষণায় দেখা গেছে, স্কুলে যাওয়ার আগে বাসায় শিশুদের শিক্ষণের যে প্রক্রিয়াটা মা-বাবার কাছ থেকে শুরু হয়, তা ভালোভাবে মাথায় ধারণ করতে হলে বিকেলের ঘুমটা তাদের চাই-ই।
মনোবিজ্ঞানী রেবেকা স্পেন্সার এবং তার সহগবেষক দুই ছাত্রী ক্যাসি ডুক্লোস ও লরা কার্ডজায়েল বলেন, তাদের গবেষণার প্রতিপাদ্য হলো দুপুরের পরে কমপক্ষে এক ঘণ্টা ঘুম শিশুদের প্রাথমিক শিখন ক্ষমতা বৃদ্ধি এবং স্মৃতিশক্তি সংগঠনে দারুণ কার্যকর।
পশ্চিম ম্যাসাচুসেটসের এখনও স্কুল যাওয়া শুরু করেনি, এমন ৪০ শিশুর ওপর গবেষণা চালিয়েছেন রেবেকা স্পেন্সার। গবেষণার ফল উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন, ‘এটার ওপর আমরাই প্রথম গবেষণা করেছি। আমরাই দেখিয়েছি, দুপুরের পরের ঘুমটা একটা বাচ্চার জন্য কোনো কিছু দ্রুত শেখা এবং তা মনে রাখার জন্য কতটা জরুরি।’
গবেষণার অংশ হিসেবে শিশুদের সকাল বেলাটায় কিছু জিনিস শেখানো হয়। এটা ছিল অনেকটা ‘মনে রাখা-মনে রাখা’ খেলার মতো। এতে শিশুদের কিছু ছবি দেখানো হয়। তারপর বলা হয়, এগুলোর মধ্যে কী ধরনের পার্থক্য আছে এবং সেগুলো ঠিক কোথায়, তা মনে
রাখতে।
অংশগ্রহণকারী শিশুদের দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগ দিনের বেলায় ঘুমানোর সুযোগ পাওয়া আর বাকিদের দিনে ঘুমাতে দেওয়া হয়নি। যারা ঘুমিয়েছে, তাদের কমপক্ষে ৭৭ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে। রাতের বেলা অবশ্য তাদের স্বাভাবিক ঘুমই ঘুমাতে দেওয়া হয়।
পরদিন সকাল বেলা পরীক্ষা করে দেখা হয়েছে, রাতের ঘুম তাদের পারফরম্যান্সের ওপর কোনো প্রভাব ফেলেছে কি-না। দেখা গেছে, বেশির ভাগ বিষয় ভুলে যাওয়াদের মধ্যে আগের দিন বিকেলে ঘুমোয়নি, এমন শিশুর সংখ্যাই বেশি। তাদের মধ্যে ৩৫ ভাগই ঠিকঠাক মতো মনে রাখতে পারেনি। আর যারা দিনের বেলা ঘুমিয়েছে, তাদের মধ্যে ঠিকঠাক মনে রাখতে পেরেছে ৭৫ শতাংশ। ন্যাশনাল একাডেমী অব সায়েন্স সাময়িকী প্রসিডিংসে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Savar Cantonment Board High School
Savar
1344
Opening Hours
Monday | 08:00 - 14:30 |
Tuesday | 08:00 - 14:30 |
Wednesday | 08:00 - 14:30 |
Thursday | 08:00 - 12:30 |
Saturday | 08:00 - 14:30 |
Sunday | 08:00 - 14:30 |
B-83/2, Nama Bazar Road (In Front Of Prime Bank )
Savar, 1348
আপনার সন্তান এর ব্যাসিক মজবুত করতে টাঙ্গাইয়ের ঐহিত্যবাহী ক্যাডেট কোচিং শহীদ ক্যাডেট চলে আসুন।
Bangladesh Public Administration & Training Centre
Savar
We are a parts of BPATC School & College! Stay with us! <3
বঙ্গবন্ধু সড়ক, চৌরাস্তা সংলগ্ন, আশুলিয়া, ঢাকা
Savar, 1341
আসসালামুয়ালাইকু, একটি আদর্শ শিক্ষার ?
Savar
It's an excellent English language Academy for the fellows from beginners to advance level. If you want to learn English language easily and with a great pleasure, just join us us.............................................May Allah bless all of you.
Savar
3 star model School . It is one of the best Educational system . Noihaty bazar, Ashulia, savar,Dha
ভাদাইল ইপিজেড আনবিক রোড, আশুলিয়া, সাভার, ঢাকা।
Savar
Nurani, Najera, Hifjul Quran Kitab bivag-Taqmil, Balok - Balika prethok bivag.